Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

কন্যা এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  কন্যা এর বাংলা অর্থ হলো -

(p. 162) kanyā বি. 1 দুহিতা, পুত্রী, মেয়ে; 2 অবিবাহিতা বা বিবাহযোগ্যা কুমারী; 3 বিবাহের পাত্রী; 4 রাশিবিশেষ।
[সং. √ কন্ + য + আ]।
কর্তা
বি. বিবাহে পাত্রীপক্ষের অভিভাবক বা কর্মকর্তা।
কাল বি. নারীর অবিবাহিত কাল।
দান বি. বিবাহে আনুষ্ঠানিকভাবে পাত্রীকে সম্প্রদান; দুহিতার বিবাহ দেওয়া।
দায় বি. কন্যা বা দুহিতাকে বিবাহ দেওয়ার দায় বা দায়িত্ব।
পক্ষ
বি. বিবাহে পাত্রীপক্ষ।
পণ বি. বিবাহে পাত্রীপক্ষের কাছ থেকে পাত্রপক্ষের প্রাপ্ত অর্থ।
প্রণিধি
বি. সমাজসেবিকা বালিকাদের সংঘবিশেষের সদস্যা, girl guide (স. প.)।
যাত্র,যাত্রী
(ত্রিন্) বি. বিবাহোপলক্ষ্যে কন্যাপক্ষ থেকে পাত্রপক্ষের গৃহে নিমন্ত্রিত ব্যক্তি।
রত্ন
বি. রত্নের মতো মেয়ে বা দুহিতা; মেয়ে, দুহিতা (তাঁর একটি কন্যারত্ন লাভ হয়েছে)।
23)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


কড়ার2
কুন্তল
(p. 196) kuntala বি. কেশ. চুল ('আলুলিত কুন্তলরাশি': রবীন্দ্র)। [সং. কুন্ত + √ লা + অ]। বি. (স্ত্রী.) কুন্তলা। 27)
ক্রম
(p. 215) krama বি. 1 ধারাবাহিকতা, পরম্পরা (ক্রমানুসারে); 2 প্রণালী, পদ্ধতি, রীতি (কার্যক্রম); 3 নির্দেশ, নিয়ম (পাঠ্যক্রম); 4 অনুসার, অনুসরণ (অনুমতিক্রমে, ভাগ্রক্রমে); 5 গমন; পদক্ষেপ (পরিক্রম); 6 অতিক্রম (কালক্রমে); 7 বিন্যাস (বর্ণানুক্রম)। [সং. √ ক্রম্ + অ]। ̃ ণ বি. গমন; পদক্ষেপ; পায়চারি। ̃ নিম্ন বিণ. ঢালু, গড়ানে, ক্রমশ নিচু হয়ে গেছে এমন (ক্রমনিম্ন পথ)। ̃ পর্যায় বি. ধাপে ধাপে অগ্রগতি, gradation. ̃ বর্ধ-মান বিণ. ক্রমশ বৃদ্ধিশীল, ক্রমশ বাড়ছে এমন। ̃ বিকাশ বি. ক্রমোন্নতি; বিবর্তন; বিবর্ধন। ̃ ভঙ্গ বি. পর্যায়চ্যুতি, ধারাবাহিকতা লঙ্ঘন; নিয়মলঙ্ঘন; বিশৃঙ্খলা। ̃ মাণ বিণ. ইতস্তত গমনশীল। ̃ শ, (বর্জি.) ̃ শঃ (-শস্) ক্রি-বিণ. ক্রমে ক্রমে; পর্যায়ক্রমে; ধীরে ধীরে। ̃ হ্রাস-মাণ বিণ. ক্রমশ কমে আসছে এমন। ক্রমাগত বিণ. 1 পরম্পরাগত (কুলক্রমাগত প্রথা); 2 ধারাবাহিক; 3 অবিরাম (ক্রমাগত পরিশ্রম)। ক্রি-বিণ. সর্বদা, কেবলই (ক্রমাগত বৃষ্টি হচ্ছে)। ক্রমাঙ্কন বি. পরপর অংশ চিহ্নিত করা, graduation (বি.প.)। ক্রমান্বয় বি. ধারাবাহিকতা, পারস্পর্য। ক্রমান্বয়ে ক্রি-বিণ. পর্যায়ক্রমে, একের পর এক করে, পরপর (তোমাদের প্রত্যেককে ক্রমান্বয়ে ডাকা হবে)। ক্রমায়াত বিণ. ক্রম অনুসারে আগত, পরপর এসেছে এমন, successive. ক্রমিক বিণ. ক্রমাগত, ধারাবাহিক (ক্রমিক সাফল্য)। ক্রমে ক্রি-বিণ. 1 ক্রমানুযায়ী, একের পর এক করে; ধারাবাহিকভাবে; 2 এইভাবে কিছু সময় কাটবার পর (ক্রমে তিনি নগরে পৌঁছলেন)। ক্রমোত্-কর্ষ বি. ক্রমশ উত্কর্ষ লাভ, ক্রমোন্নতি। ক্রমোন্নত বিণ. 1 ক্রমশ উত্কর্ষপ্রাপ্ত, ক্রমশ উন্নতি লাভ করেছে এমন; 2 ক্রমে উঁচু হয়ে গেছে এমন। ক্রমোন্নতি বি. 1 ক্রমশ উন্নতি বা উত্কর্ষ লাভ; 2 ক্রমশ উচ্চতা। 5)
কুলক
কুরচি, কুড়চি
(p. 198) kuraci, kuḍ়ci বি. উপক্ষারধারী বনৌষধিবিশেষ, কুটজ গাছ। [সং. কুটজ]। 29)
কবোষ্ণ
(p. 164) kabōṣṇa বিণ. ঈষত্ উষ্ণ, অল্প গরম, কুসুম কুসুম গরম। [সং. কু + উষ্ণ]। কদুষ্ণ দ্র। 33)
কিল-কিঞ্চিত
(p. 191) kila-kiñcita বি. (বৈ. শা.) গভীর আনন্দজনিত গর্ব অভিলাষ ইত্যাদি বিভিন্ন ভাবের যুগপত্ প্রকাশ। [সং. কিল + কিম্ + চিত]। 4)
কুদর্শন
কাকুতি, কাকূতি
কেনা
(p. 206) kēnā ক্রি. ক্রয় করা, মূল্যের বিনিময়ে নেওয়া (নতুন বই কিনেছে)। বিণ. ক্রয় করা হয়েছে এমন (কেনা গোলাম)। বি. ক্রয় (কেনাকাটা)। [ বাং. √ কিন্ + আ - কিনা কেনা]। কেনা দর বি. যে দামে কেনা হয়েছে, ক্রয়মূল্য। ̃ নো ক্রি. বি. অপরকে দিয়ে ক্রয় করানো। ̃ বেচা বি. ক্রয়-বিক্রয়। 21)
কটক
(p. 156) kaṭaka বি. 1 ওড়িশার নগরবিশেষ; 2 পর্বতের সানুদেশ; 3 সৈন্যবাহিনী; 4 সৈন্যশিবির; 5 বলয়, বালা, bracelect [সং. √ কট্ + অক]। কটকি, (বর্জি.) কটকী বিণ. ওড়িশার কটক নগরে বা কটক জেলায় উত্পন্ন (কটকি শাড়ি, কটকি চাদর)। 63)
কুড়াল, কুড়ুল (বিরল) কুড়ালি
(p. 194) kuḍ়āla, kuḍ়ula (birala) kuḍ়āli বি. কুঠার, পরশু, কাঠ বা গাছ কাটার কাঠের হাতলওয়ালা অস্ত্রবিশেষ। [সং. কুঠার]। 68)
কুড়ুর-মুড়ুর
কূটাগার
করাইত, কিরাইত, করেত
কুঠি
কেহ
(p. 207) kēha সর্ব. (সাধু ভাষার) 1 কোনো ব্যক্তি (কেহ জানে না); 2 আপনজন, সম্বন্ধীয় ব্যক্তি (সে আমার কেহ নয়)। কেউ শব্দের সাধু রূপ। [প্রাকৃ. কেঅ, তু. মাগ. কেহু সং. কঃ অপি]। কেহ কেহ সর্ব. কেউ কেউ, কোনো কোনো লোক; কতিপয় লোক। কেহ না কেহ সর্ব. কেউ-না-কেউ, কোনো-না-কোনো লোক। 37)
কাঞ্জি
কলেরা
(p. 172) kalērā বি. ওলাওঠা রোগ, বিসূচিকা। [ইং. cholera]। 22)
কামিন
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2071734
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1767912
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1365351
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 720762
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 697573
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594293
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 544445
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542128

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন