Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

দড়ির দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

ইজের
(p. 113) ijēra বি. 1 দড়ির ফিতেওয়ালা হাফপ্যাণ্ট; 2 পায়জামা। [ফা. ইজার]। 31)
উদ্বন্ধন
(p. 128) udbandhana বি. (আত্মহত্যার জন্য) গলায় দা়ড়ি বাঁধা; ফাঁসি (উদ্বন্ধনে মৃত্যু)। [সং. উত্ + বন্ধন]। ̃ রজ্জু বি. ফাঁসির দড়ি। 8)
কচড়া
(p. 156) kacaḍ়ā বি. পাকানো মোটা দাড়ি, দড়া। [দেশি]। 37)
কপালি2
(p. 163) kapāli2 বি. 1 (ধীরবের ঔরসে এবং ব্রাহ্মণকন্যার গর্ভজাত) বাঙালি জাতিবিশেষ; 2 শণ-দড়ি প্রস্তুতকারক ও বিক্রয়কারী জাতি। [দেশি]। 10)
কসরত, (বর্জি.) কসরত্
(p. 174) kasarata, (barji.) kasarat বি. 1 ব্যায়ামের কৌশল; 2 কায়দা, কৌশল (দড়ির উপর নানা কসরত দেখাল)। [আ. কস্রত্]। 11)
কাছি
(p. 178) kāchi বি. বড় ও মোটা দড়ি। [সং. কক্ষা]। 17)
কাতা
(p. 181) kātā বি. 1 নারকেল-ছোবড়ার দড়ি (কাতা দিয়ে বাঁধা); 2 নাপিতের বাক্স। [প্রাকৃ. কট্টঅ বাং. কাটা কাতা]। 3)
ক্ষণ
(p. 217) kṣaṇa বি. 1 কালের অংশবিশেষ, এক মুহূর্তের 12 ভাগের এক ভাগ, 4 মিনিট; 2 অতি অল্প সময় (ক্ষণকালও বিলম্ব যেন না হয়); 3 সময় (বহুক্ষণ আগে); 4 বিশেষ কাল (শুভক্ষণ)। [সং. √ ক্ষণ্ + অ]। ̃ কাল বি. অতি সামান্য সময়। ̃ চর বিণ. অল্পকাল বিচরণকারী; অল্পকালস্হায়ী। ̃ জন্মা (-ন্মন্) বিণ. 1 শুভ মুহূর্তে জাত; 2 ভাগ্যবান; 3 অসাধারণ গুণসম্পন্ন (ক্ষণজন্মা মহাপুরুষ)। ̃ দা বি. রাত্রি। ̃ দ্যুতি বি. বিদ্যুত্। ̃ পূর্বে ক্রি-বিণ. একটু আগে, এক মুহূর্ত আগে। ̃ প্রভা বি. বিদ্যুত্, বিজলি। ̃ ভঙ্গুর বিণ, অল্পকালের মধ্যেই ভেঙে যায় বা নষ্ট হয় এমন। ̃ স্হায়ী (-য়িন্) বিণ. বেশিক্ষণ থাকে না এমন; অল্পকাল থাকে এমন। ক্ষণিক বিণ. ক্ষণস্হায়ী (ক্ষণিক আমোদে মত্ত); বি. ক্ষণকাল ('ক্ষণিকের অতিথি': রবীন্দ্র)। ক্ষণে ক্রি-বিণ. মুহূর্তের ব্যবধানে; এক সময়ে ('ক্ষণে হাতে দড়ি, ক্ষণে চাঁদ')। ক্ষণে ক্ষণে ক্রি-বিণ. মহুর্মুহু, ঘনঘন; থেকে থেকে (মেঘের চেহারা ক্ষণে ক্ষণে বদলে যাচ্ছে)। ক্ষণেক বি. অতি অল্প সময় (ক্ষণেকের জন্য)। ক্রি-বিণ. এক মুহূর্তের জন্য ('দাঁড়াও, ক্ষণেক দাঁড়াও': রবীন্দ্র)। 8)
খাটিয়া
(p. 226) khāṭiẏā বি. 1 ছোট খাটবিশেষ; 2 দড়ি ও বাঁশ দিয়ে তৈরি হালকা খাটবিশেষ। [সং. খট্টিকা]। 14)
খুঁতি
(p. 230) khun̐ti বি. দড়ি দিয়ে তৈরি ছোট থলিবিশেষ। [দেশি]। 22)
গল
(p. 243) gala বি. গলা, কণ্ঠদেশ। [সং. √গল্ + অ (অচ্)]। ̃ কম্বল বি. গোরুর গলার নিম্নদেশে লম্বমান মাংসপিণ্ড, সাম্না। ̃ গণ্ড বি. গলদেশের মাংসস্ফীতি রোগবিশেষ। ̃ গ্রহ বি. 1 গলায় অনভিপ্রেত বোঝা; 2 (আল.) যাকে ইচ্ছা না থাকলেও প্রতিপালন করতে হয়; যে-দায়িত্ব বা যে-ব্যক্তিকে অনিচ্ছা সত্ত্বেও পালন করতে হয়। ̃ দেশ বি. গলা। ̃ নালি বি. অন্ননালির উপর অংশে মুখের ঠিক পিছনে নলাকার দেহাংশ। ̃ বস্ত্র বি. গলায় কাপড় জড়িয়ে বিনয় প্রকাশ; বিনীত ভাব প্রকাশের জন্য গলায় কাপড় জড়ানো। বিণ. অতি বিনীত (গলবস্ত্র হয়ে অনুরোধ করা)। ̃ বিল বি. অন্ননালির উপরিভাগের গহ্বর, pharynx. ̃ রজ্জু বি. গলায় দড়ি, ফাঁসি। ̃ লগ্নী-কৃত-বাস, ̃ বস্ত্র বিণ. সবিনয় প্রার্থনাকালে নিজের গলায় কাপড় জড়িয়েছে এমন; অতি বিনীত। ̃ হস্ত বি. গলাধাক্কা, অর্ধচন্দ্র। 21)
গলা1
(p. 244) galā1 বি. 1 কণ্ঠ, ঘাড়ের বিপরীত দিক; 2 ঘাড়; গ্রীবা; 3 টুঁটি (গলা চেপে ধরেছে) ; 4 কণ্ঠস্বর (গলার জোর, তার গলা শোনা যাচ্ছে) ; 5 গলার জোর (কী গলা ! চিত্কার করতে গলা থাকা চাই)। [সং. গল + বাং. আ (স্বার্থে)]। ভারী গলা বি. গম্ভীর স্বর। গলা টিপলে দুধ বেরয় নিতান্ত শিশু বা অজ্ঞ সম্পর্কে উক্তি। গলা ধরা ক্রি. বি. ঠাণ্ডা লেগে বা শ্লেষ্মার জন্য স্বর বন্ধ হওয়া। গলা বসা ক্রি. বি. (সচ. ঠাণ্ডা লাগার দরুন) কণ্ঠস্বর অস্পষ্ট হয়ে যাওয়া। গলা ভাঙা ক্রি. বি. স্বরভঙ্গ হওয়া; সাময়িক স্বরবিকৃতি হওয়া। গলায় গলায় বিণ. 1 আকণ্ঠ; 2 অত্যন্ত ঘনিষ্ঠ (গলায় গলায় ভাব)। ক্রি-বিণ. ঘনিষ্ঠভাবে। গলায় গাঁথা, গলায় পড়া ক্রি. বি. গলগ্রহ হওয়া। গলায় দড়ি ধিক্কারসূচক উক্তি (অমন স্বামীর গলায় দড়ি)। গলায় লাগা ক্রি. বি. 1 ভুক্তদ্রব্য গলায় আটকে শ্বাসরোধের উপক্রম হওয়া; 2 (ওল কচু প্রভৃতি খাওয়ার ফলে) গলা কুটকুট করা। ̃ কাটা বি. যে গলা কেটে হত্যা করে; দস্যু। বিণ. মাত্রাতিরিক্ত, পীড়নমূলক (গলাকাটা দাম)। ̃ গলি বি. পরস্পর গলা জড়িয়ে ধরা; অত্যন্ত ঘনিষ্ঠতা। ̃ টিপি বি. গলা টিপে ধরা। ̃ ধাক্কা বি. বিতাড়িত করবার জন্য গলায় হাত দিয়ে সামনের দিকে ঠেলে দেওয়া; ঘাড়ধাক্কা; বিতাড়ন। ̃ বন্ধ বি. গলা গরম রাখার পট্টিবিশেষ, কম্ফর্টার। ̃ বাজি বি. চেঁচামেচি, হাঁকডাক; (ব্যঙ্গে) অসার ও নিষ্ফল বক্তৃতা। ̃ ভাঙা বিণ. স্বরভঙ্গ হয়েছে এমন, বিকৃতস্বর। গলা সাধা ক্রি. বি. গানের সুর গলায় ভাঁজা, গানের সুর সাধনা করা। 7)
গলাশি, গলাসি
(p. 244) galāśi, galāsi বি. 1 দোয়াত ইত্যাদি হাতে ঝুলিয়ে নেবার জন্য ব্যবহৃত দড়ি; 2 যে দড়ি গবাদি পশুর গলায় বাঁধা হয়। [দেশি]। 10)
গুণ
(p. 250) guṇa বি. 1 ধর্ম, প্রকৃতি (দ্রব্যগুণ); 2 সদ্গুণ (গুণমুগ্ধ); 3 উপকার, সুফল (শিক্ষার গুণ); 4 ফলদায়ক শক্তি (ওষুধের গুণ) ; 5 দক্ষতা, যোগ্যতা (হাতের গুণ); 6 (বিজ্ঞা.) পদার্থের স্বাভাবিক ধর্ম; 7 (দর্শ.) প্রকৃতির ত্রিবিধ ধর্ম অর্থাত্ সত্ত্ব, রজঃ, তমঃ; 8 জাদু. তুকতাক, বশীকরণ (ওঝা গুণ জানে, আমার ছেলেটাকে সে গুণ করেছে); 9 (অল.) রচনার উত্কর্ষসাধক ত্রিবিধ ধর্ম অর্থাত্ প্রসাদ, ওজঃ, মাধুর্য; 1 (গণি.) পূরণ, গুণন (5 কে 2 দিয়ে গুণ করা); 11 বার, গুণিত (পাঁচ গুণ, বহুগুণ বেশি); 12 ধনুকের জ্যা বা ছিলা (ধনুর্গুণ); 13 দড়ি, সুতো ('গাঁথে বিদ্যা গুণে': ভা.চ.) ; 14 নৌকা টেনে নিয়ে যাওয়ার দড়ি; 15 (ব্যাক.) নির্দিষ্ট ক্রম অনুসারে ই এ, উ ও ইত্যাদি স্বরধ্বনির পরিবর্তন। [সং. √গুণ্ + অ]। গুণ করা ক্রি. বি. 1 জাদু দিয়ে বশ করা; 2 পূরণ করা। গুণ টানা ক্রি. বি. দড়ি তার ইত্যাদি বেঁধে নৌকা টেনে নিয়ে যাওয়া। গুণে ঘাট নেই 1 কোনো বিষয়েই হীন নয়; সর্বগুণে গুণান্বিত; 2 (বিদ্রুপে) সর্বপ্রকার দোষযুক্ত। ̃ ক বি. যে রাশির দ্বারা গুণ করা হয়। বিণ. গুণকারক। ̃ কীর্তন বি. যশোগান, গুণের প্রচার। ̃ গরিমা, ̃ গৌরব বি. সদ্গুণাবলির মহিমা। ̃ গ্রহণ বি. পরের গুণ উপলব্ধি করা ও তার মর্যাদা দেওয়া। ̃ গ্রাম বি. গুণাবলি। ̃ গ্রাহী (-হিন্) বিণ. অন্যের গুণের সমাদর করে এমন। স্ত্রী. ̃ গ্রাহিণী বি. ̃ গ্রাহিতা। ̃ চট বি. শণের সুতো দিয়ে তৈরি চট বা থলি। ̃ জ্ঞ বিণ. গুণগ্রাহী। ̃ ধর বিণ. 1 গুণবান; 2 (ব্যঙ্গে) হীনচরিত্র, মন্দ কাজ করে এমন (গুণধর ছেলে)। ̃ ধাম, ̃ নিধি বি. গুণী ব্যক্তি। ̃ ন বি. (গণি.) গুণ করা, পূরণ, multiplication. ̃ নীয়, গুণ্য বিণ. গুণ করতে হবে এমন। বি. ওইরূপ রাশি, multiplicand. ̃ নীয়ক বি. যে রাশির দ্বারা অন্য নির্দিষ্ট রাশিকে ভাগ করলে ভাগশেষ থাকে না, factor. ̃ পনা বি. নৈপুণ্য, দক্ষতা। ̃ ফল বি. (গণি.) গুণনের দ্বারা উত্পন্ন রাশি, product. ̃ বত্তা বি. গুণশালিতা; গুণের অস্তিত্ব। ̃ বাচক বিণ. গুণপ্রকাশক। ̃ বাদ বি. গুণবর্ণন। ̃ বান (-বত্) বিণ. গুণযুক্ত, গুণী। স্ত্রী. ̃ বতী। ̃ বৃক্ষ বি. নৌকার মাস্তুল, যাতে গুণ বাঁধা হয়। ̃ বৈষম্য বি. গুণের অসামঞ্জস্য। ̃ মণি বি. বিশিষ্ট গুণী ব্যক্তি। ̃ ময় বিণ. গুণসম্পন্ন। স্ত্রী. ̃ ময়ী। ̃ মুগ্ধ বিণ. গুণের দ্বারা আকৃষ্ট। স্ত্রী. ̃ মুগ্ধা। ̃ শালী (-লিন্) বণ. গুণসম্পন্ন। স্ত্রী. ̃ শালিনী। বি. ̃ শালিতা। ̃ শূন্য, ̃ হীন বিণ. যার গুণ নেই। ̃ সম্পন্ন বিণ. গুণযুক্ত। ̃ সাগর বি. গুণের সাগর; পরম গুণবান ব্যক্তি। 67)
চার৪
(p. 281) cāra4 বি. বিণ. 4 সংখ্যা বা সংখ্যক। [সং. চতুর্]। চার আনা বি. সিকি অংশ; এক টাকার চার ভাগের এক ভাগ। চার আনি বি. সিকি টাকা মূল্যের মুদ্রা; কোনোকিছুর চতুর্থাংশ, সিকিভাগ। ̃ কোনা বিণ. চারটি কোণযুক্ত। ̃ গুণ বিণ. চতুর্গুণ, কোনো সংখ্যার বা পরিমাণের চৌগুণ; বহুগুণ। ̃ চালা বিণ. চার দিকে ঢালুভাবে তৈরি চারটি চালবিশিষ্ট। বি. ওইরকম ঘর। ̃ চৌকা, (কথ্য) ̃ চৌকো বিণ. চারটি কোণবিশিষ্ট; সমচতুষ্ক। ̃ টা (কথ্য) ̃ টে বি. (ঘড়িতে) চার ঘটিকা। বিণ. চারখানি (চারটে বই)। ̃ টি, ̃ টি-খানি বিণ. (আল.) অল্প কিছু, যত্সামান্য। চার ধার বি. চার দিক, চতুষ্পার্শ্ব; সবদিক। ̃ পায়া বি. চারটি পায়াযুক্ত (প্রধানত দড়ির তৈরি) খাটিয়াবিশেষ। ̃ পেয়ে বিণ. চার পায়াযুক্ত। চার পো, চার পোয়া বিণ. সম্পূর্ণ, পরিপূর্ণ। বি. এক সের পরিমাণ। চার চক্ষু এক হওয়া, চার চোখের মিলন 1 দুজনের দৃষ্টি মিলিত হওয়া, দুজনের দৃষ্টিবিনিময়; 2 বিবাহকালে শুভদৃষ্টি। চার সন্ধ্যা বি. প্রভাত মধ্যাহ্ন সন্ধ্যা ও মধ্যরাত্রি। চার হাত এক করা ক্রি. বি. বিবাহ দেওয়া; বিবাহের ব্যবস্হা করা। 140)
ছাঁদন
(p. 303) chān̐dana বি. 1 বেষ্টন; 2 বাঁধন; 3 দোহনকালে গাভীর দুই পা বাঁধা (ছাঁদনদড়ি)। [ছাঁদা দ্র]। 20)
ছাঁদা
(p. 303) chān̐dā ক্রি. 1 বেষ্টন করা, জ়ড়ানো; 2 বাঁধা, দোহনকালে গোরুর পিছনের দুই পা দড়ি দিয়ে বাঁধা (গোরু ছাঁদার দড়ি); 3 ফাঁদা, পত্তন করা (বাড়ি ছাঁদা)। বিণ. উক্ত সব অর্থে। বি. 1 বেষ্টন (বাঁধাছাঁদা); 2 বন্ধন; 3 নিমন্ত্রিত ব্যক্তি ভোজনশেষে যে খাদ্যবস্তু কাপড়ে বেঁধে নিয়ে যায় (ছাঁদা বাঁধা)। [বাং. ছাঁদ (=বন্ধন) + বাং. আ]। 22)
ছুট1
(p. 304) chuṭa1 বি. 1 চূল বাঁধার দড়ি; 2 পরিধেয় বস্ত্র (দোছুট)। [সং. সূত্র]। 101)
ছোটা2
(p. 304) chōṭā2 বি. শুকনো ঘাস, কলাগাছের খোসা ইত্যাদি দিয়ে তৈরি বোঝা বাঁধবার দড়ি (ছোটা দিয়ে বাঁধা)। [সং. সূত্র?]। 157)
জোত
(p. 330) jōta বি. 1 চাষের জমি; 2 কর্ষণযোগ্য ভূ-সম্পত্তি; 3 লাঙলের সঙ্গে গোরুকে বাঁধবার দড়ি। [সং. যোত্র]। ̃ দার বি. জমিদার; জমিদারের অধীনে কর্ষণযোগ্য ভূ-সম্পত্তির মালিক। 11)
ঝুলা, ঝোলা
(p. 339) jhulā, jhōlā ক্রি. বি. 1 লম্বিত হওয়া (কড়িকাঠ থেকে ঝুলছে); 2 দোল খাওয়া (গাছে দড়ি বেঁধে ঝুলছে); 3 পক্ষপাতী হওয়া, কোনো বিশেষ দিকে ঝোঁকা (তার দিকে মন ঝুলেছে)। [বাং. ঝুল + আ]। ̃ ঝুলি বি. 1 বারবার বা ক্রমাগত ঝোলা; 2 ক্রমাগত সনির্বন্ধ অনুরোধ (আমাকে নিয়ে যাবার জন্য সে কী ঝোলাঝুলি)। ̃ নো ক্রি. বি. লম্বিত করা, লটকানো, টাঙানো। বিণ. উক্ত অর্থে। 23)
টান
(p. 343) ṭāna বি. 1 আকর্ষণ (স্নেহের টান, স্রোতের টান); 2 আঁট ভাব (দড়ির গিঁটের টান); 3 বিড়ি, সিগারেট ইত্যাদির ধোঁয়া মুখে নেওয়া (বিড়ির টান); 4 আসক্তি, মমতা (নাড়ির টান); 5 অভাব (পয়সার টান); 6 অত্যধিক চাহিদা (বাজারে ডিমের টান); 7 হাঁপানি (টান উঠেছে); 8 তুলি ইত্যাদির অঙ্কনভঙ্গি, ছাঁদ (তুলির টান); 9 কথার বিশেষ সুর (কথায় পশ্চিমা টান); 1 দেমাক, অহংকার (তার কথায় বড় টান)। [টানা2 দ্র]। টান টান বিণ. আঁটসাঁট, টাইট; গর্বিত; চড়া (টান টান কথা)। 27)
ট্র্যাপিজ, ট্রাপিজ
(p. 349) ṭryāpija, ṭrāpija বি. সার্কাস ইত্যাদিতে শারীরিক কসরত দেখাবার জন্য দড়ি-বাঁধা আড়কাঠ। [ইং. trapeze]।
ডুরি2
(p. 357) ḍuri2 বি. 1 সরু দড়ি, সুতো, ডোর; 2 বন্ধন; 3 বাঁধবার দড়ি ('কর্মডুরি দে মা কেটে; রা. প্র.)। [হি. ডোর + বাং. ই (ক্ষুদ্রার্থে)]। 39)
তনিকা
(p. 367) tanikā বি. রজ্জু, দড়ি। [সং. তন্ + অক + আ (স্ত্রী.)]। 12)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534522
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140032
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730160
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942326
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883432
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838406
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696568
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603028

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us