Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

দারুণ]। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অন্তর্দাহ
(p. 32) antardāha বি. নিদারুণ মনঃকষ্ট; মনের জ্বালা। [সং. অন্তর্ + দাহ্]। 53)
অপ-বাদ
(p. 34) apa-bāda বি. নিন্দা, কুত্সা, বদনাম ('এই নিদারুণ অপবাদ সহ্য করিতে পারে নাই': শরত্)। [সং. অপ + √ বদ্ + অ]। অপ-বাদক বিণ. বি. যে অপবাদ দেয়, বদনামকারী। 108)
ঘোর
(p. 272) ghōra বিণ-বিণ. বিণ. 1 ভয়ংকর, নিদারুণ (ঘোর বিপদ); 2 অত্যন্ত (ঘোর-নাস্তিক, ঘোর বৈষ্ণব) ; 3 উত্কট (ঘোর মাতাল); 4 দুর্গম ('এ কী এ ঘোর বন': রবীন্দ্র); 5 গাঢ়, গভীর (ঘোর নিদ্রা, ঘোর অন্ধকার)। বি. 1 জড়তা (ঘুমের ঘোর) ; 2 আবেশ (নেশার ঘোর এখনও কাটেনি); 3 অন্ধকার (সন্ধ্যার ঘোর); 4 মোহ (চোখের ঘোর)। [সং. √ঘুর্ + অ]। স্ত্রী. ঘোরা ('ঘোরা রজনী দিকললনা ভয়বিভলা': রবীন্দ্র)। ঘোর ঘোর বি. অন্ধকারের ভাব (চারিদিকে ঘোর ঘোর হয়ে আসছে)। ̃ পেঁচ, ̃ প্যাঁচ, ̃ ফের বি. 1 জটিলতা; 2 কুটিল অভিসন্ধি। ̃ তর বিণ. 1 অত্যন্ত ভয়ংকর, নিদারুণ (ঘোরতর নাস্তিক, ঘোরতর যুদ্ধ হল); 2 দুইয়ের মধ্যে বেশি ঘোর। ̃ দর্শন বিণ. বিকটাকার; দেখলে ভয় লাগে এমন (ঘোরদর্শন মূর্তি)। 15)
জুতা2, (কথ্য) জুতো
(p. 327) jutā2, (kathya) jutō বি. ধুলো ময়লা ইত্যাদি থেকে পায়ের পাতাকে রক্ষা করবার (মূলত চামড়ার তৈরি) পাদুকা, বিনামা। [হি. জুতা]। ̃ নো বি. ক্রি. 1 জুতো দিয়ে মারা বা প্রহার করা; 2 (আল.) নিদারুণ অপমানিত করা। বিণ. উক্ত দুই অর্থে। জুতা মারা, জুতো মারা ক্রি. বি. জুতানো। জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ ছোট বড় যাবতীয় কাজ। 37)
জোর
(p. 330) jōra বি. 1 বল, শক্তি (গায়ের জোর, বুদ্ধির জোরে করেছে); 2 বলপ্রয়োগ (জোরে ধাক্কা দেওয়া); 3 তীব্রতা, উচ্চতা (গলার জোর); 4 দৃঢ়তা (মনের জোরে); 5 অধিকার দাবি (সন্তানের উপর মায়ের জোর)। বিণ. 1 উচ্চ, চড়া, তীব্র (জোর আওয়াজ); 2 বলবান, শক্তিশালী (জোর হাওয়া); 3 কড়া (জোর হুকুম); 4 দ্রুত, দ্রুতগতি (জোর পায়ে চলা, জোর কদম); 5 আশাতীতরকম ভালো (জোর বরাত); 6 প্রচুর, দারুণ (জোর মারপিট হল)। [ফা. যোর]। ̃ কপাল, ̃ বরাত. বি. ভাগ্যের জোর বা অনুকূলতা। ̃ জবর-দস্তি, ̃ জুলুম বি. 1 জোরাজুরি, জবরদস্তি; 2 অত্যাচার; 3 পীড়াপীড়ি। ̃ জার বি. জবরদস্তি। ̃ তলব বি. জরুরি তলব, তাড়াতাড়ি যাবার বা আসবার জন্য কড়া হুকুম। জোরা-জুরি বি. ক্রমাগত বলপ্রয়োগ বা চাপসৃষ্টি। ̃ দার, জোরানো বিণ. বলবান, শক্তিশালী; প্রবল (জোরালো আন্দোলন)। 22)
দারুণ
(p. 406) dāruṇa বিণ. 1 অতিশয় (দারুণ খিদে); 2 ভীষণ (দারুণ রাগ, দারুণ ভয়); 3 প্রবল (দারুণ ঝ়ড়, দারুণ জ্বর); 4 তীব্র, উগ্র (দারুণ রোদ, 'দারুণ অগ্নিবাণে রে': রবীন্দ্র); 5 অসহ্য ('কান্ত পাহুন কাম দারুণ': বিদ্যা); 6 কঠিন, দুর্জয় (দারুণ সংকল্প); 7 নিষ্ঠুর, নৃশংস (দারুণ পীড়ন, দারুণ বাক্য, দারুণ যন্ত্রণা)। বিণ-বিণ. খুব (দারুণ ভালো)। ক্রি-বিণ. 1 প্রবল পরাক্রমে (দারুণ খেলেছে); 2 চমত্কার (আজ দারুণ খেয়েছি)। [সং. √ দৃ + ণিচ্ + উন]। 25)
নিদারুণ
(p. 461) nidāruṇa বিণ. 1 অতিশয় দারুণ, অতি কঠোর বা ভীষণ (নিদারুণ শোক); 2 একান্ত অসহ্য (নিদারুণ অবজ্ঞা, নিদারুণ অপমান)। [সং. নি + দারুণ]। 22)
নির্ঘাত
(p. 468) nirghāta বি. 1 প্রবল বায়ুর পরস্পর সংঘাতের ধ্বনি; 2 পরস্পর আঘাতজনিত আওয়াজ; 3 প্রচণ্ড আঘাত (অশনিনির্ঘাত)। বিণ. 1 প্রচণ্ড, ভীষণ; 2 নিষ্ঠুর; 3 দারুণ (নির্ঘাত বাণী); 4 (বাং.) অব্যর্থ, মোক্ষম (নির্ঘাত সত্য)। (বাং.) ক্রি-বিণ. অবশ্যই, নিশ্চিতভাবে (সে নির্ঘাত হেরে যাবে)। [সং. নির্ + √ হন্ + অ]। 46)
নি৩
(p. 458) ni3 অব্য. বিবিধ ভাবপ্রকাশের উপসর্গ-যথা 1 সামীপ্য, নৈকট্য (নিকট); 2 আশ্রয় (নিলয়); 3 অভাব (নিখরচা, নিটোল, নিখুঁত); 4 বিরতি (নিবৃত্তি); 5 আতিশয্য (নিদারুণ); 6 সমূহ (নিকর)। [সং.]। 10)
প্রাণ
(p. 554) prāṇa বি. 1 জীবন (প্রাণহীন দেহ); 2 শ্বাসরূপে গৃহীত বায়ু, দম (অল্পপ্রাণ, মহাপ্রাণ); 3 দেহস্হ পঞ্চবায়ু যথা প্রাণ অপান সমান উদান ও ব্যান; 4 জীবনীশক্তি; 5 মন, চুত্ত, হৃদয় ('প্রাণ চায়, চক্ষু না চায়': রবীন্দ্র); 6 আন্তরিকতা, স্ফূর্তি, সজীবতা (প্রাণবন্ত মানুষ, প্রাণহীন গান, প্রাণহীন রচনা)। [সং. প্র + √ অন্ + অ]। প্রাণ উড়ে যাওয়া ক্রি. ভয়ে মৃতপ্রায় হওয়া। প্রাণ ওষ্ঠাগত হওয়া ক্রি. অত্যন্ত কষ্টকর অবস্হায় পড়া। ̃ কান্ত বি. হৃদয়েশ্বর; স্বামী, পতি; প্রেমিক। ̃ কৃষ্ণ বি. 1 প্রাণসম প্রিয় শ্রীকৃষ্ণ; 2 (আল.) পরম আদরের পাত্র। ̃ খোলা বিণ. অকপট; উদার; উদাত্ত (প্রাণখোলা হাসি)। ̃ গত বিণ. মনোগত; আন্তরিক। ̃ গতিক বিণ. 1 জীবন বা জীবনযাত্রা-সম্বন্ধীয়; 2 শারীরিক। ̃ ঘাতী (-তিন্) বিণ. মৃত্যু ঘটায় এমন। ̃ চঞ্চল বিণ. প্রাণবন্ত, সজীব (প্রাণচঞ্চল ছেলে)। ̃ তুল্য বিণ. জীবনের মতো প্রিয় বা মূল্যবান। ̃ ত্যাগ বি. মৃত্যু; মৃত্যুবরণ বা জীবন বিসর্জন। প্রাণ থাকা ক্রি. বি. বেঁচে থাকা (প্রাণ থাকতে এটা হতে দেব না)। ̃ দণ্ড বি. মৃত্যুদণ্ড; অপরাধের জন্য মৃত্যুরূপে শাস্তি। ̃ দাতা (-তৃ) বিণ. জীবনরক্ষাকারী। স্ত্রী. ̃ দাত্রী। ̃ দান বি. জীবনরক্ষা; মৃত্যুর হাত থেকে বাঁচানো। ̃ দায়ী (-য়িন্) বিণ. জীবন বাঁচায় এমন (প্রাণদায়ী ওষুধ)। প্রাণ দেওয়া ক্রি. বি. 1 স্বেচ্ছায় মৃত্যু বরণ করা; 2 পরের জীবন রক্ষা করা। ̃ নাথ বি. হৃদয়েশ্বর; স্বামী, পতি। ̃ নাশ বি. বধ, হত্যা। প্রাণ নেওয়া ক্রি. বি. বধ করা। ̃ পণ বিণ. নিজের প্রাণ পর্যন্ত পণ করে কার্যসাধনের সংকল্পযুক্ত (প্রাণপণ চেষ্টা)। প্রাণপণে ক্রি-বিণ. প্রাণকে পণ করে, সর্বশক্তি দিয়ে ('প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল': সুকান্ত)। ̃ পতি বি. হৃদয়েশ্বর; স্বামী। ̃ পাখি বি. খাঁচায় বদ্ধ পাখির মতো দেহগত প্রাণ। ̃ পাত বি. 1 মৃত্যু; 2 মৃত্যুতুল্য পরিশ্রম বা কষ্ট ('যারা প্রাণপাতে কঠিন মাটিতে ফলায় ফসল ফল': স. দ.)। ̃ পূর্ণ বিণ. প্রাণবন্ত; সজীব, জীবন্ত। ̃ প্রতিম বিণ. প্রাণতুল্য, প্রাণের মতো প্রিয় (প্রাণপ্রতিম বন্ধু)। ̃ প্রতিষ্ঠা বি. 1 মন্ত্রপাঠ করে প্রতিমায় দেবতাকে অধিষ্ঠিত করা (মূর্তির প্রাণপ্রতিষ্ঠা); 2 (আল.) জীবন্ত করা। ̃ প্রদ বিণ. জীবনদায়ক; বলদায়ক। ̃ প্রিয় বিণ. প্রাণের সমান প্রিয়। ̃ বঁধু বি. সখা; অতি প্রিয় বন্ধু। ̃ বন্ত বিণ. জীবন্ত; উত্সাহ-উদ্দীপনাযুক্ত; প্রাণচঞ্চল, স্ফূর্তিযুক্ত। ̃ বল্লভ: বি. হৃদয়েশ্বর; স্বামী, পতি। ̃ বান (-বত্) বিণ. প্রাণবন্ত। ̃ বায়ু বি. 1 দেহস্হ পঞ্চবায়ু; 2 জীবন্ত প্রাণীর নিশ্বাস-প্রশ্বাস। ̃ বিয়োগ বি. মৃত্যু। ̃ বিসর্জন বি. মৃত্যুবরণ। ̃ ময় বিণ. জীবন্ত, সজীব; স্ফূর্তিযুক্ত; প্রাণবন্ত। স্ত্রী. ̃ ময়ী। প্রাণময় কোষ পঞ্চপ্রাণ ও পঞ্চকর্মেন্দ্রিয়ময় শরীরস্হ আধারবিশেষ। প্রাণ যাওয়া ক্রি. বি. 1 মৃত্যু হওয়া; 2 অত্যন্ত কষ্ট হওয়া। ̃ শক্তি বি. জীবনীশক্তি; বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় শক্তি; প্রাণময়তা। ̃ শূন্য, ̃ হীন বিণ. মৃত; জড়; উদ্যমহীন; হৃদয়হীন। ̃ সংশয়, ̃ সংকট বি. মৃত্যুর আশঙ্কা, জীবনসংকট। ̃ সংহার বি. হত্যা, বধ। ̃ সঞ্চার বি. মৃত জড় বা অচেতন দেহকে সজীব করা; (আল.) উত্সাহ বা প্রেরণা দান। ̃ স্পন্দন বি. সজীবতা, জীবনের অস্তিত্ব। ̃ হন্তা (ন্তৃ) বিণ. হত্যাকারী। স্ত্রী. ̃ হন্ত্রী। ̃ হর, ̃ হারক, ̃ হারী (-রিন্) বিণ. জীবননাশক; সাংঘাতিক। স্ত্রী. ̃ হরা, ̃ হারিকা, ̃ হারিণী। ̃ হীন বিণ. প্রাণশূন্য -র অনুরূপ। প্রাণাতি-পাত বি. মৃত্যু; নিদারুণ কষ্ট। প্রাণাত্যয় বি. মৃত্যু; মৃত্যুর সময়। প্রাণিধিক বিণ. প্রাণের চেয়েও বেশি প্রিয়, অত্যন্ত স্নেহভাজন বা প্রীতিভাজন। প্রাণান্ত বি. মৃত্যু; নিদারুণ কষ্ট ('প্রাণ রাখিতে সদাই প্রাণান্ত': দ্বি. রা.)। প্রাণান্ত পরিচ্ছেদ মৃত্যুতে যার শেষ; (গৌণ অর্থে) অশেষ পরিশ্রম বা কষ্ট। প্রাণান্তিক, প্রাণান্ত-কর বিণ. যাতে মৃত্যু ঘটতে পারে, মৃত্যুতুল্য অর্থাত্ ভয়ানক (প্রাণান্তকর পরিশ্রম, প্রাণান্তিক বেদনা)। প্রাণে মারা ক্রি. বি. মৃত্যু ঘটানো, হত্যা করা, মেরে ফেলা। প্রাণের প্রাণ (আল.) প্রাণাধিক প্রিয় ব্যক্তি। প্রাণেশ, প্রাণেশ্বর বি. 1 জীবনের অধীশ্বর; 2 স্বামী, পতি; 3 প্রেমিক। প্রাণোচ্ছল বিণ. প্রাণবন্ত, প্রফুল্লতাযুক্ত ও আবেগময়। প্রাণোত্-সর্গ বি. জীবনদান, মৃত্যুবরণ। 24)
ফাণ্ডা
(p. 564) phāṇḍā বি. (কথ্য) কোনো বিষয়ে জ্ঞান বা দখল (অঙ্কে দারুণ ফাণ্ডা)। [ ইং. fundamental]। 21)
ফের
(p. 569) phēra বি. 1 সংকট, বিপদ, ভয় (দারুণ ফেরে পড়েছে); 2 অশুভ প্রভাব (অদৃষ্টের ফের); 3 বদল, পরিবর্তন, বিনিময় (শ্রমের ফের, রকমফের); 4 কৌশল, ছলনা (কথার ফেরে তাকে কাবু করে ফেলল); 5 বেড়, বেষ্টন (ফের দিয়ে কাপড় পরা, কাপড়ের ফের)। ক্রি-বিণ. আবার, পুনরায় (চলে গিয়ে ফের এসেছে)। [তু. হি. ফির্]। ̃ ফার বি. 1 ছল, কৌশল, মারপ্যাঁচ (কথার ফেরফার); 2 দায়, সংকট। 7)
বজ্র
(p. 575) bajra বি. 1 ঝড়বৃষ্টির সময় আকাশে বিদ্যুতের ঝলকানির সঙ্গে সঙ্গে যে প্রচণ্ড শব্দ হয়; বাজ, অশনি, কুলিশ; 2 দধীচির অস্হিতে নির্মিত ইন্দ্রের অস্ত্র; 3 গুণনের × এই চিহ্ন; 4 (জ্যোতিষ) মানবদেহে বিশেষত হাতের চেটো ও পায়ের তলায় × চিহ্ন; 5 যোগবিশেষ, আসনবিশেষ; 6 হীরক। বিণ. অত্যন্ত কঠিন বা কঠোর (বজ্রকঠোর)। বিণ-বিণ. প্রচণ্ড, নিদারুণ। [সং. √ বজ্ + র]। ̃ কঠিন বিণ. বজ্রের মতো কঠিন, অত্যন্ত শক্ত। ̃ কেতু বি. নরকের অধিপতি। ̃ গম্ভীর বিণ. বজ্রনাদের মতো গম্ভীর। ̃ গুণন (বীজ.) বীজগণিতে গুণের প্রক্রিয়াবিশেষ, cross-multiplication. ̃ ধর, ̃ পাণি, বজ্রী (-জ্রিন্) বি. ইন্দ্র। ̃ ধ্বনি, ̃ নাদ, ̃ নির্ঘোষ বি. বজ্রপাতের আওয়াজ। ̃ পাত বি. বাজ পড়া। ̃ মণি, ̃ মাণিক বি. মহামূল্য মণি বা রত্ন ('বজ্রমাণিক দিয়ে গাঁথা, আষাঢ় তোমার মালা': রবীন্দ্র)। ̃ মুষ্টি, (কথ্য) ̃ মুঠি বি. বজ্রের মতো কঠিন বা দৃঢ় মুষ্টি। ̃ যান বি. তান্ত্রিক বৌদ্ধ ধর্মের নামবিশেষ, শূন্যতাযান। ̃ লেপ বি. দুর্ভেদ্য প্রলেপবিশেষ, শ্রীবাসকরস ভল্লাতক অতসী বেল প্রভৃতি দিয়ে তৈরি কবিরাজি প্রলেপবিশেষ। বজ্রাগ্নি বি. বিদ্যুত্। বজ্রাঘাত বি. বজ্রের আঘাত, বাজের আঘাত। বজ্রাহত বিণ. 1 বজ্রের আঘাতে আহত; 2 (আল.) প্রচণ্ড আঘাতে বিমূঢ়। বজ্রাসন বি. যোগাসনবিশেষ। 3)
বিষম
(p. 627) biṣama বিণ. 1 দারুণ (বিষম ব্যস্ত, বিষম বিপদ); 2 দুঃসহ, বেজায় (বিষম তাপ, বিষম ক্রোধ); 3 সাংঘাতিক, উত্কট (বিষম দুর্ঘটনা); 4 অত্যন্ত কঠিন (বিষম সমস্যা); 5 অসমান (বিষম রাশি)। বি. (বাং.) (খাদ্যপানীয়াদি গেলার সময়) আকস্মিক শ্বাসরোধ ও হিক্কা ('হাসি চাপিতে গিয়া বিষম খাইলেন': ব. চ.)। [সং. বি + সম]। ̃ কাল বি. অপ্রশস্ত সময়, অসময়। ̃ কোণ বি. অসমান কোণ। বিষম বাহু বি. অসমান বাহু। বিষম রাশি বি. অযুগ্ম বা বিজোড় রাশি। 38)
বৃশ্চিক
(p. 633) bṛścika বি. 1 বিছে; 2 (জ্যোতিষ.) রাশিচক্রের অষ্টম রাশি, scorpion. [সং. √ ব্রশ্চ্ + ইক]। ̃ দংশন বি. 1 বিছের কামড়; 2 (আল.) নিদারুণ মর্মজ্বালা। 77)
ভীষণ
(p. 667) bhīṣaṇa বিণ. 1 ভয়ংকর, ভীতিজনক, সাংঘাতিক (ভীষণ মূর্তি); 2 (কথ্য) দারুণ, অত্যন্ত (ভীষণ খিদে, ভীষণ বিপদ)। [সং. √ ভী + ণিচ্ + অন]। বি. ̃ তা, ̃ .ত্ব। স্ত্রী. ভীষণা। ̃ .দর্শন বিণ. দেখতে ভয়ংকর (ভীষণদর্শন রাক্ষস)। 14)
ভোগা2
(p. 670) bhōgā2 ক্রি. বি. 1 দুঃখকষ্ট সহ্য করা; 2 কষ্ট পাওয়া (ছেলেটা খুব ভুগছে)। [বাং. √ ভুগা]। ̃ .নো ক্রি. বি. দুঃখ কষ্ট ইত্যাদি সহ্য করানো, কষ্ট দেওয়া (তাকে এত ভোগাচ্ছে কেন?)। ̃ ন্তি বি. নিদারুণ কষ্ট বা দুর্ভোগ (ভোগান্তির চরম, ভোগান্তির একশেষ)। 69)
মর্ম
(p. 687) marma (-র্মন্) বি. 1 দেহের এমন স্হান যেখানে আঘাত করলে মৃত্যু হতে পারে (মর্মস্হানে আঘাত); 2 অন্তরের কোমলতম ও নিগূঢ়তম প্রদেশ; 3 হৃদয়; 4 উদ্দেশ্য, অভিপ্রায়; 5 তাত্পর্য; 6 গূঢ় অর্থ, প্রকৃত অর্থ (কবিতার মর্ম, সারমর্ম); রহস্য (মর্মোদ্ধার)। সং √ মৃ + মন্। ̃ .কথা বি অন্তরের কথা গূঢ় অভিপ্রায়। ̃ .গ্রহণ, মর্মাব-ধারণ বি. তাত্পর্য বা গূঢ় অর্থ নিরূপণ। ̃ .গ্রাহী (-হিন্) বিণ মর্ম গ্রহণ করে এমন। ̃ .ঘাতী (-তিন্) (বাং.) ̃ .ন্তুদ, ̃ .ভেদী (-দিন্), মর্মান্তিক বিণ. 1 হৃদয়বিদারক, মারাত্মক (মর্মঘাতী আর্তনাদ, মর্মান্তিক কাহিনি); 2 অতি করুণ, শোচনীয় (মর্মন্তুদ দৃশ্য)। ̃ .ঙ্গম বিণ. অন্তরে প্রবিষ্ট, হৃদয়ঙ্গম ('অহিন্দুর এটা মর্মঙ্গম হবে না': রবীন্দ্র)। ̃ জ্ঞ বিণ. নিগূঢ় অর্থ নির্ণয়ে সমর্থ। ̃ .জ্বালা বি. অন্তরের বেদনা বা কষ্ট, দুঃখ। ̃ .পীড়া, ̃ .বেদনা, ̃.ব্যথা বি. মনঃকষ্ট, শোক অভিমান ইত্যাদি মানসিক যন্ত্রণা। বাণী বিণ অন্তরের কথা (বিবেকানন্দে রচনায় ভারতের মর্মবাণী প্রকাশিত হয়েছে)। ̃ স্হল, ̃স্হান বি 1 দেহস্হ প্রাণকোষ 2 অন্তরের কোমলতম ও নিগূঢ়তম প্রদেশ। ̃ স্পর্শী (র্শিন্), ̃ স্পৃক (-স্পৃশ) বিণ. যা হৃদয়কে ব্যাকুল বা বিচলিত করে; অন্তরের বেদনা দেয় এমন। মর্মাঘাত বি. মর্মস্হলে বা হৃদয়ে আঘাত। মর্মাহত বিণ হৃদয়ে নিদারুণ আঘাতপ্রাপ্ত, বেদনাহত (পুত্রের ব্যর্থতায় মর্মাহত)। মর্মী (-র্মিন্) বিণ, 1 গূঢ় রহস্য উপলব্ধিকারী; 2 মরমি, দরদি। মর্মোদ্-ঘাটন, মর্মোদ্ভেদ বি. 1 গোপন কথা বা রহস্য প্রকাশ; 2 স্বরূপ প্রকাশ; 3 মর্মার্থ প্রকাশ। 8)
রেকর্ড
(p. 748) rēkarḍa বি. 1 গ্রামোফোনের যে গোল চাকতিতে সংগীত ইত্যাদি ধৃত থাকে, ডিস্ক; 2 সর্বাধিক কৃতিত্ব বা সর্বাধিক কৃতিত্বপূর্ণ কাজ (একটা দারুণ রেকর্ড করেছে, তার রেকর্ড কেউ ভাঙতে পারবে না); 3 সংরক্ষণ (কণ্ঠস্বর রেকর্ড করে রাখা)। [ইং. record। ̃ .প্লেয়ার বি. গ্রামোফোন-যন্ত্র, যে-যন্ত্রে রেকর্ড-করা সংগীতাদি বাজিয়ে শোনা হয়। 18)
শ্রাদ্ধ
(p. 786) śrāddha বি. 1 শ্রদ্ধার সঙ্গে মৃত ব্যক্তির উদ্দেশে পিণ্ডদান ও শাস্ত্রবিহিত অন্যান্য অনুষ্ঠান; 2 (ব্যঙ্গে) অযথা প্রয়োগ বা ব্যয়, অপচয় (টাকার শ্রাদ্ধ); 3 দারুণ উত্পীড়ন, সর্বনাশ (সে লোকটার শ্রাদ্ধ করে ছাড়বে-তু. আদ্যশ্রাদ্ধ)। [সং. শ্রদ্ধা + অ]। শ্রাদ্ধ খাওয়া ক্রি. বি. শ্রাদ্ধ উপলক্ষ্যে নিমন্ত্রিত হয়ে ভোজ খাওয়া। শ্রাদ্ধ গড়ানো ক্রি. বি. অবাঞ্ছিত ব্যাপার দীর্ঘস্হায়ী হওয়া। ̃ বাসর বি. শ্রাদ্ধের দিন। ̃ শান্তি বি. মৃতের আত্মার শান্তিকামনায় শ্রাদ্ধাদির অনুষ্ঠান। শ্রাদ্ধিক, শ্রাদ্ধীয় বিণ. শ্রাদ্ধসম্বন্ধীয়; শ্রাদ্ধে প্রদেয়। বি. শ্রাদ্ধে প্রদেয় দ্রব্য। ভূতের বাপের শ্রাদ্ধ (আল.) অতি বিশৃঙ্খল ব্যাপার। 62)
হাঘর
(p. 862) hāghara বি. নিরাশ্রয় বা গৃহহীন ব্যক্তি; হীন বংশ। [বাং. হা ঘর]। হাঘরে বিণ নিদারুণ দৈন্যের জন্য যার ঘরে হাহাকার; নিরাশ্রয়; হীনবংশীয়। 64)
হাড়
(p. 862) hāḍ় বি. 1 যা দিয়ে মেরুদণ্ডী প্রাণীর দেহের কাঠামো তৈরি, অস্হি; 2 (আল.) মর্ম (হাড়ে-হাড়ে টের পাওয়া)। [সং. হ়ড্ড]। হাড় কালি হওয়া, হাড় ভাজা ভাজা হওয়া ক্রি. বি. অতিশয় জ্বালাযন্ত্রণা বা দুঃখ ভোগ করা; কষ্টের আধিক্যহেতু অত্যন্ত কাতর হওয়া। হাড় গুঁড়ো করা ক্রি. বি. অতিশয় প্রহার করা। ̃ কিপটে বিণ. অতি কৃপণ। ̃ গোড় বি. ছোটো-বড়ো সমস্ত হাড়-পাঁজরা। হাড়গোড় ভাঙা দ হাড়-গোড় ভেঙে যাওয়ার ফলে চলনশক্তি রহিত হয়ে উপবিষ্ট; (আল.) সম্পূর্ণ অক্ষম বা হতাশ। হাড়-গোড় ভাঙা ক্রি. বি. (আল.) প্রচণ্ড প্রহার করা। হাড়-জিরজিরে বিণ. কঙ্কালসার। হাড় জুড়ানো ক্রি. বি. স্বস্তিলাভ করা। হাড় জ্বালানো ক্রি. বি. অত্যন্ত জ্বালাতন করা। হাড় মাটি করা - মাটি দ্র। হাড়-জ্বালানো বিণ. অত্যন্ত জ্বালাতন করে এমন। ̃ পাকা বিণ. পাকামিতে দড় বা পটু। ̃ ভাঙা বিণ. অতি শ্রমসাধ্য (হাড়ভাঙা পরিশ্রম)। ̃ মাস বি. (কথ্য) হাড় ও মাংস। হাড়-মাস আলাদা করা ক্রি. বি. (আল.) নিদারুণ প্রহার করা। হাড়ে-মাসে-জড়ানো বিণ. অচ্ছেদ্য সম্পর্কযুক্ত। হাড়ে-মাসে জ্বালানো ক্রি. বি. খুব জ্বালাতন করা। ̃ হদ্দ ক্রি-বিণ. হাড় পর্যন্ত অর্থাত্ মূলদেশ পর্যন্ত, আগাগোড়া (হাড়হদ্দ জানি)। ̃ হাভাতে বিণ. একেবারে নিঃস্ব বা লক্ষ্মীছাড়া। হাড়েহাড়ে ক্রি-বিণ. হাড় পর্যন্ত অর্থাত্ সম্পূর্ণ, পুরোপুরি (তাকে হাড়েহাড়ে চিনি)। 79)
হারাম
(p. 867) hārāma বি. 1 মুসলমান শাস্ত্রানুযায়ী অপবিত্র বা অবৈধ বিষয় বস্তু বা প্রাণী; 2 শূকর; 3 মন্দ জিনিস, নিন্দনীয় ব্যাপার। [আ.]। ̃ জাদকি, ̃ জাদগি বি. হারামজাদাগিরি, দারুণ বদমাশি বা পেজোমি। ̃ জাদা, ̃ জাদ বি. বিণ. গালিবিশেষ; শুয়ারের বাচ্ছা; জারজ। বি. বিণ. (স্ত্রী.) ̃ জাদি। 30)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2535202
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140655
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730974
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 943158
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883666
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838531
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696749
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603117

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us