Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

দারুণ এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  দারুণ এর বাংলা অর্থ হলো -

(p. 406) dāruṇa বিণ. 1 অতিশয় (দারুণ খিদে); 2 ভীষণ (দারুণ রাগ, দারুণ ভয়); 3 প্রবল (দারুণ ঝ়ড়, দারুণ জ্বর); 4 তীব্র, উগ্র (দারুণ রোদ, 'দারুণ অগ্নিবাণে রে': রবীন্দ্র); 5 অসহ্য ('কান্ত পাহুন কাম দারুণ': বিদ্যা); 6 কঠিন, দুর্জয় (দারুণ সংকল্প); 7 নিষ্ঠুর, নৃশংস (দারুণ পীড়ন, দারুণ বাক্য, দারুণ যন্ত্রণা)।
বিণ-বিণ. খুব (দারুণ ভালো)।
ক্রি-বিণ. 1 প্রবল পরাক্রমে (দারুণ খেলেছে); 2 চমত্কার (আজ দারুণ খেয়েছি)।
[সং. √ দৃ + ণিচ্ + উন]।
25)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


দুঁহু, দুঁহা, দুঁহুঁ, দোঁহা
(p. 411) dum̐hu, dum̐hā, dum̐hu, n̐dōm̐hā সর্ব. (ব্রজ. ও প্রা. বাং. কাব্যে) উভয়, দুই, দুইজন ('দুঁহু-কোরে দুঁহুঁ কাঁদে বিচ্ছেদ ভাবিয়া': চণ্ডী)। [ সং. দ্বয়, দ্বৌ]। ̃ কার বিণ. দুইজনের, উভয়ের (দোঁহাকার মনে)। 6)
দুর্-মুশ
(p. 413) dur-muśa বি. 1 (খোয়া, সুরকি ইত্যাদি) পিটিয়ে বসাবার জন্য লম্বা হাতলবিশিষ্ট মুষলবিশেষ; 2 উক্ত মুষল দিয়ে পেটাই। [তু. হি. দুর্মট]। দুরমুশ করা ক্রি. বি. 1 দুরমুশ দিয়ে পেটানো; 2 (আল.) প্রচণ্ড প্রহার করা। 17)
দ্বারী
(p. 426) dbārī দ্র দ্বার। 22)
দুর্বিজ্ঞেয়
(p. 414) durbijñēẏa বিণ. দুর্জ্ঞেয়, দুর্বোধ্য। [সং. দুর্ + বি + √ জ্ঞা + য]। 50)
দাহ্য
(p. 407) dāhya বিণ. 1 দহনযোগ্য; 2 সহজে জ্বলে উঠতে পারে এমন (দাহ্য বস্তু)। [সং. √ দহ্ + য]। 13)
দুর্বার্তা
(p. 414) durbārtā বি. খারাপ খবর, দুঃসংবাদ। [সং. দুর্ + বার্তা]। 46)
দূষণ
দুপেয়ে
(p. 411) dupēẏē দ্র দু। 30)
দশা
(p. 401) daśā বি. 1 অবস্হা (এ কী দশা? শেষ দশা, দুর্দশা); 2 ধরন, গতিক (মনের দশা); 3 প্রদীপের পলতে বা সলতে; 4 মানুষের মনের দশ অবস্হা-অভিলাষ চিন্তা স্মৃতি গুণকীর্তন উদ্বেগ প্রলাপ ব্যাধি জড়তা মরণ উন্মাদ; 5 মানবজীবনের দশ অবস্হা-গর্ভবাস জন্ম বাল্যকৈশোর কৌমার পৌগণ্ড যৌবন স্হবিরতা জরা প্রাণরোধ মৃত্যু; 6 মানুষের উপর জন্মকালে রাশিচক্রের অবস্হানজনিত প্রভাব (বৃহস্পতির দশা, শনির দশা); 7 পরলোকগত ব্যক্তির মৃত্যুর পর দশম দিনে আচরণীয় সংস্কারবিশেষ (এখনও তার দশা কাটেনি); 8 (বৈ. শা.) শ্রবণ কীর্তন স্মরণ অর্চন বন্দন পাদসেবন দাস্য সখ্য আত্মনিবেদন স্বীয়ভাব-এই দশটি ভক্তিভাব; 9 সমাধি, ভাবাবেশ; 1 বস্ত্রের প্রান্ত। [সং. √ দন্শ্ + অ + আ]। দশায় পড়া বি. ক্রি. কীর্তন করতে করতে ভাবস্হ বা সমাধিস্হ হওয়া। দশাবিপর্যয়, ̃ স্তর বি. দুরবস্হা, দুর্দশা। 11)
দুর্বোধ
(p. 414) durbōdha বিণ. বোঝা শক্ত এমন, দুর্জ্ঞেয় (দুর্বোধ কবিতা)। [সং. দুর্ + √ বুধ্ + অ]। দুর্বোধ্য বিণ. বোঝা শক্ত এমন, দুর্বোধ (দুর্বোধ্য কবিতা, দুর্বোধ্য রহস্য, দুর্বোধ্য আচরণ)। 58)
দিন2
(p. 408) dina2 বি. 1 সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সময়; 2 দিবস, একবার সূর্যোদয় থেকে পুনরায় সূর্যোদয় পর্যন্ত সময় (=24ঘণ্টা সময়), দিবারাত্র (দিনে একবার খায়); 3 (জ্যোতিষ.) চান্দ্রমাসের ত্রিশ ভাগের এক ভাগ বা তিথি (=8 প্রহর)। ক্রি-বিণ. (আঞ্চ.) প্রতিদিন (দিন আনি দিন খাই, সে দিন বাজারে যায়)। দিন আসা ক্রি. বি. সুদিন আসা; সুযোগ আসা (আমারও দিন আসবে)। ̃. কর, ̃. নাথ, ̃. পতি, ̃. মণি বি. সূর্য। দিন কাটা ক্রি. দিন বা সময় অতিবাহিত হওয়া। ̃ কাল (আল.) বি. সময় ও অবস্হা (দিনকাল বড় খারাপ)। ̃ ক্ষণ বি. দিনের শুভ-অশুভ অবস্হা (দিনক্ষণ দেখে বাড়ি থেকে বেরিয়ো)। ̃ ক্ষয় বি. 1 তিথিক্ষয়, ত্র্যহস্পর্শ; 2 সন্ধ্যাকাল। ̃ গত পাপক্ষয় বি. প্রাত্যহিক জীবনযাত্রার নিত্যকর্ম, বিনা আনন্দে শুধু শুকনো কর্তব্যপালন। দিন গোনা ক্রি. বি. দীর্ঘকাল ধরে সাগ্রহে প্রতীক্ষা করা। দিন চলা ক্রি. বি. জীবনযাত্রার দৈনন্দিন খরচ জোগাড় হওয়া। ̃ দগ্ধা বি. (জ্যোতিষ.) বার ও তিথির যে মিলনে শুভকাজ নিষিদ্ধ। দিন-দিন ক্রি-বিণ. 1 দিনের বেলায়, প্রকাশ্যে। ̃ পত্রী বি. প্রতিদিনের বিবরণ লিখে রাখার খাতা, ডায়েরি। ̃ পাত, ̃ যাপন বি. কালযাপন, কাল কাটানো। দিন ফুরানো ক্রি. বি. 1 দিন বা সময় শেষ হওয়া; 2 আয়ু শেষ হওয়া। দিন যাওয়া - দিন কাটা -র অনুরূপ। ̃ মজুরি বি. দিন হিসাবে পারিশ্রমিক নিয়ে জীবিকা নির্বাহ। ̃ মণি দ্র দিনকর। ̃ মান বি. দিবাভাগ, সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সময়। ̃ রাত্রি বি. দিন ও রাত্রি। ক্রি-বিণ. সারা দিনে ও রাতে। ̃ লিপি বি. ডায়েরি, রোজনামচা। ̃ শেষ, দিনাত্যয়, দিনান্ত, দিনাবসান বি. দিনের শেষ, সন্ধ্যা। দিনে ডাকাতি বি. 1 প্রকাশ্য দিবালোকে ডাকাতি; 2 (আল.) অত্যন্ত দুঃসাহসী কুকর্ম। দিনে দিনে ক্রি-বিণ. উত্তরোত্তর, ক্রমশ। 22)
দুকূল2
(p. 411) dukūla2 বি. 1 রেশমি বা ক্ষৌম বস্ত্র; 2 সূক্ষ্ম বস্ত্র; 3 শুভ্র বস্ত্র। [সং. √ দু (উষ্ণ করা) + ঊল, ক্ আগম]। 10)
দুর্গন্ধ
দারা
(p. 406) dārā বি. দার 1-এর চলিত বাংলা রূপ ('দারাপুত্র পরিবার তুমি কার': হেম.)। 16)
দাবাড়ু, দাবাড়ে
(p. 405) dābāḍ়u, dābāḍ়ē বি. শতরঞ্জ বা দাবা খেলোয়াড় বা ওই খেলায় পটু ব্যক্তি। [বাং. দাবা2 + ড়িয়া ড়ে, ড়ু]। 14)
দক্ষ2
দুরাত্মা
দুরদৃষ্ট
দিঙ্-নাগ
দার্শনিক
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2614706
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2227909
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1839810
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1098881
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 916352
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 856844
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 719460
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 649141

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us