Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

প্রাণ এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  প্রাণ এর বাংলা অর্থ হলো -

(p. 554) prāṇa বি. 1 জীবন (প্রাণহীন দেহ); 2 শ্বাসরূপে গৃহীত বায়ু, দম (অল্পপ্রাণ, মহাপ্রাণ); 3 দেহস্হ পঞ্চবায়ু যথা প্রাণ অপান সমান উদান ও ব্যান; 4 জীবনীশক্তি; 5 মন, চুত্ত, হৃদয় ('প্রাণ চায়, চক্ষু না চায়': রবীন্দ্র); 6 আন্তরিকতা, স্ফূর্তি, সজীবতা (প্রাণবন্ত মানুষ, প্রাণহীন গান, প্রাণহীন রচনা)।
[সং. প্র + √ অন্ + অ]।
প্রাণ উড়ে যাওয়া ক্রি. ভয়ে মৃতপ্রায় হওয়া।
প্রাণ ওষ্ঠাগত হওয়া ক্রি. অত্যন্ত কষ্টকর অবস্হায় পড়া।
কান্ত
বি. হৃদয়েশ্বর; স্বামী, পতি; প্রেমিক।
কৃষ্ণ
বি. 1 প্রাণসম প্রিয় শ্রীকৃষ্ণ; 2 (আল.) পরম আদরের পাত্র।
খোলা
বিণ. অকপট; উদার; উদাত্ত (প্রাণখোলা হাসি)।
গত বিণ. মনোগত; আন্তরিক।
গতিক
বিণ. 1 জীবন বা জীবনযাত্রা-সম্বন্ধীয়; 2 শারীরিক।
ঘাতী
(-তিন্) বিণ. মৃত্যু ঘটায় এমন।
চঞ্চল
বিণ. প্রাণবন্ত, সজীব (প্রাণচঞ্চল ছেলে)।
তুল্য
বিণ. জীবনের মতো প্রিয় বা মূল্যবান।
ত্যাগ
বি. মৃত্যু; মৃত্যুবরণ বা জীবন বিসর্জন।
প্রাণ থাকা ক্রি. বি. বেঁচে থাকা (প্রাণ থাকতে এটা হতে দেব না)।
দণ্ড
বি. মৃত্যুদণ্ড; অপরাধের জন্য মৃত্যুরূপে শাস্তি।
দাতা
(-তৃ) বিণ. জীবনরক্ষাকারী।
স্ত্রী.দাত্রী।
দান বি. জীবনরক্ষা; মৃত্যুর হাত থেকে বাঁচানো।
দায়ী
(-য়িন্) বিণ. জীবন বাঁচায় এমন (প্রাণদায়ী ওষুধ)।
প্রাণ দেওয়া ক্রি. বি. 1 স্বেচ্ছায় মৃত্যু বরণ করা; 2 পরের জীবন রক্ষা করা।
নাথ বি. হৃদয়েশ্বর; স্বামী, পতি।
নাশ বি. বধ, হত্যা।
প্রাণ নেওয়া ক্রি. বি. বধ করা।
পণ বিণ. নিজের প্রাণ পর্যন্ত পণ করে কার্যসাধনের সংকল্পযুক্ত (প্রাণপণ চেষ্টা)।
প্রাণপণে ক্রি-বিণ. প্রাণকে পণ করে, সর্বশক্তি দিয়ে ('প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল': সুকান্ত)।
পতি বি. হৃদয়েশ্বর; স্বামী।
পাখি
বি. খাঁচায় বদ্ধ পাখির মতো দেহগত প্রাণ।
পাত বি. 1 মৃত্যু; 2 মৃত্যুতুল্য পরিশ্রম বা কষ্ট ('যারা প্রাণপাতে কঠিন মাটিতে ফলায় ফসল ফল': স. দ.)।
পূর্ণ
বিণ. প্রাণবন্ত; সজীব, জীবন্ত।
প্রতিম
বিণ. প্রাণতুল্য, প্রাণের মতো প্রিয় (প্রাণপ্রতিম বন্ধু)।
প্রতিষ্ঠা
বি. 1 মন্ত্রপাঠ করে প্রতিমায় দেবতাকে অধিষ্ঠিত করা (মূর্তির প্রাণপ্রতিষ্ঠা); 2 (আল.) জীবন্ত করা।
প্রদ
বিণ. জীবনদায়ক; বলদায়ক।
প্রিয়
বিণ. প্রাণের সমান প্রিয়।
বঁধু
বি. সখা; অতি প্রিয় বন্ধু।
বন্ত
বিণ. জীবন্ত; উত্সাহ-উদ্দীপনাযুক্ত; প্রাণচঞ্চল, স্ফূর্তিযুক্ত।
বল্লভ:
বি. হৃদয়েশ্বর; স্বামী, পতি।
বান (-বত্) বিণ. প্রাণবন্ত।
বায়ু
বি. 1 দেহস্হ পঞ্চবায়ু; 2 জীবন্ত প্রাণীর নিশ্বাস-প্রশ্বাস।
বিয়োগ
বি. মৃত্যু।
বিসর্জন
বি. মৃত্যুবরণ।
ময় বিণ. জীবন্ত, সজীব; স্ফূর্তিযুক্ত; প্রাণবন্ত।
স্ত্রী.ময়ী।
প্রাণময় কোষ পঞ্চপ্রাণপঞ্চকর্মেন্দ্রিয়ময় শরীরস্হ আধারবিশেষ।
প্রাণ যাওয়া ক্রি. বি. 1 মৃত্যু হওয়া; 2 অত্যন্ত কষ্ট হওয়া।
শক্তি
বি. জীবনীশক্তি; বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় শক্তি; প্রাণময়তা।
শূন্য,হীন
বিণ. মৃত; জড়; উদ্যমহীন; হৃদয়হীন।
সংশয়,সংকট
বি. মৃত্যুর আশঙ্কা, জীবনসংকট।
সংহার
বি. হত্যা, বধ।
সঞ্চার
বি. মৃত জড় বা অচেতন দেহকে সজীব করা; (আল.) উত্সাহ বা প্রেরণা দান।
স্পন্দন
বি. সজীবতা, জীবনের অস্তিত্ব।
হন্তা
(ন্তৃ) বিণ. হত্যাকারী।
স্ত্রী.হন্ত্রী।
হর,হারক,হারী
(-রিন্) বিণ. জীবননাশক; সাংঘাতিক।
স্ত্রী.হরা,হারিকা,হারিণী।
হীন বিণ. প্রাণশূন্য -র অনুরূপ।
প্রাণাতি-পাত বি. মৃত্যু; নিদারুণ কষ্ট।
প্রাণাত্যয় বি. মৃত্যু; মৃত্যুর সময়।
প্রাণিধিক বিণ. প্রাণের চেয়েও বেশি প্রিয়, অত্যন্ত স্নেহভাজন বা প্রীতিভাজন।
প্রাণান্ত বি. মৃত্যু; নিদারুণ কষ্ট ('প্রাণ রাখিতে সদাই প্রাণান্ত': দ্বি. রা.)।
প্রাণান্ত পরিচ্ছেদ মৃত্যুতে যার শেষ; (গৌণ অর্থে) অশেষ পরিশ্রম বা কষ্ট।
প্রাণান্তিক, প্রাণান্ত-কর বিণ. যাতে মৃত্যু ঘটতে পারে, মৃত্যুতুল্য অর্থাত্ ভয়ানক (প্রাণান্তকর পরিশ্রম, প্রাণান্তিক বেদনা)।
প্রাণে মারা ক্রি. বি. মৃত্যু ঘটানো, হত্যা করা, মেরে ফেলা।
প্রাণের প্রাণ (আল.) প্রাণাধিক প্রিয় ব্যক্তি।
প্রাণেশ, প্রাণেশ্বর বি. 1 জীবনের অধীশ্বর; 2 স্বামী, পতি; 3 প্রেমিক।
প্রাণোচ্ছল বিণ. প্রাণবন্ত, প্রফুল্লতাযুক্তআবেগময়।
প্রাণোত্-সর্গ বি. জীবনদান, মৃত্যুবরণ।
24)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


পার-লৌকিক
পরজ
পরি-পোষক
(p. 499) pari-pōṣaka বিণ. 1 ন্যায্য লাভসহ নির্মাণ করা যায় এমন বা উত্পাদনের ব্যয় সংকুলান হয় এমন (পরিপোষক মূল্য); 2 প্রতিপালন করে এমন। [সং. পরি + √ পুষ্ + অক]। 7)
পুঁছা, পোঁছা
(p. 523) pun̐chā, pōn̐chā ক্রি. বি. মোছা (ধোয়া-পোঁছা)। বিণ. উক্ত অর্থে। [ সং. প্র + √ উঞ্ছ্ + বাং. আ]। ̃ নো ক্রি. বি. মোছানো। 20)
পুল
(p. 526) pula বি. সেতু, সাঁকো। [ফা.]। 68)
প্রতি-বেদক
(p. 541) prati-bēdaka বি. (প্রধানত সংবাদ প্রচারের জন্য) বিবরণদাতা, reporter. [সং. প্রতি + √ বিদ্ + ণিচ্ + অক]। প্রতি-বেদন বি. 1 অভাব-অভিযোগ জ্ঞাপন; 2 বিবরণ; 3 রিপোর্ট, report. 49)
প্রাঞ্জলি
(p. 554) prāñjali বিণ. বদ্ধাঞ্জলি, জোড়হাত। [সং. প্র + অঞ্জলি]। 23)
প্রবর্তয়িতা, প্রবর্তিত
(p. 546) prabartaẏitā, prabartita দ্র প্রবর্তন। 59)
পুরু
(p. 526) puru বিণ. 1 মোটা, স্হূল (পুরু চামড়া); 2 ভাঁজ বা পরতবিশিষ্ট (সাতপুরু)। [দেশি]। 52)
প্রতি-ষ্টম্ভ
পরি-পোষণ
(p. 499) pari-pōṣaṇa বি. 1 বিশেষভাবে প্রতিপালন বা সংরক্ষণ; 2 মনে ধারণ বা পোষণ (ক্রোধ পরিপোষণ)। [সং. পরি + √ পুষ্ + অন]। পরি-পোষিত বিণ. পরিপোষণ করা হয়েছে বা হচ্ছে এমন। 8)
পিলার
(p. 522) pilāra বি. থাম, স্তম্ভ, খুঁটি। [ইং. pillar]। 26)
পৌনঃ-পুনিক
(p. 534) paunḥ-punika বিণ. 1 বারংবার নিয়মিতভাবে ঘটে এমন (পৌনঃপুনিক আঘাত, পৌনঃপুনিক ব্যয়); 2 (গণি.) একরূপে বারংবার উত্পন্ন হয় এমন, recurring (পৌনঃপুনিক দশমিক)। [সং. পুনঃ + পুনঃ + ইক]। বি. ̃ তা, পৌনঃপুন্য। 53)
পিল1
(p. 522) pila1 বি. (ওষুধের) ছোটো বটিকা, ওষুধের বড়ি (দুটো পিল খেয়ে নাও)। [ইং. pill]। 21)
পারাপার
(p. 513) pārāpāra বি. 1 নদী ইত্যাদির দুই তীর; 2 এক পার থেকে অন্য পারে যাওয়া ('খেয়া পারপার বন্ধ হয়েছে আজি রে': রবীন্দ্র); 3 (সং.) সমুদ্র, পারাবার। [সং. পার + অপার ( অবার)]। পারাবার দ্র। 117)
পিত্তল
(p. 521) pittala বি. পিতল; তামা ও দস্তার মিশ্রণজাত উপধাতুবিশেষ। [সং. পিত্ত + √ লা + অ]। 9)
পুরস্কার
(p. 526) puraskāra বি. 1 পারিতোষিক, কৃতিত্বের জন্য প্রদত্ত পারিতোষিক, ইনাম, বকশিশ; 2 অভ্যর্থনা, পূজা ('বসাইলা আসনে তারে করি পুরস্কার': চৈ. ভা); 3 (ব্যঙ্গে বা খেদে) প্রতিদান (তোমাদের জন্য সারাজীবন যা করেছি-এই কি তার পুরস্কার?); 4 সমাদর; সম্মান ('বণিক সমাজে তারে করে পুরস্কার': ক.ক.)। [সং. পুরস্ + √ কৃ + অ]। 28)
পুরাঙ্গনা
পালিত্য
(p. 518) pālitya বি. বার্ধক্যহেতু চুলের পক্বতা বা শুভ্রতা। [সং. পলিত + য]। 10)
পরি-লেখ
(p. 499) pari-lēkha বি. সীমানির্দেশক রেখা; নকশা; খসড়া, outline (বি.প.)। [সং. পরি + √ লিখ্ + অ]। 65)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2629349
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2242996
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1860083
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1129699
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 922696
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 860360
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 724046
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 661245

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us