Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

দেখায়। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

আকাশ
(p. 81) ākāśa বি. পৃথিবীর বায়ুমন্ডলের উপরাংশে (বিশেষত ভূপৃষ্ঠ থেকে যেমন দেখায়; আবহাওয়া পরিষ্কার থাকলে দিনের বেলা আকাশকে নীল দেখায়); গগন, অন্তরীক্ষ, শূন্য। [সং. আ + √ কাশ্ + অ]। ̃ .কুসুম বি. মিথ্যা কল্পনা, অসার কল্পনা, অলীক কল্পনা। ̃ .গঙ্গা বি. 1 ছায়াপথ, milky way 2 স্বর্গগঙ্গা, মন্দাকিনী। ̃ .চারী (-রিন্) বিণ- শূন্যপথে ভ্রমণকারী, গগনবিহারী। স্ত্রী. ̃ .চারিণী। ̃ .চুম্বী (-ম্বিন্) বিণ. আকাশকে স্পর্শ করে এমন; অত্যন্ত উঁচু। ̃ .ছোঁয়া বিণ. আকাশ স্পর্শ করে এমন। ̃ .জাত বিণ. আকাশে বা শূন্যে জন্মেছে এমন। ̃ .দীপ, প্রদীপ বি. হিন্দুরা স্বর্গস্হিত দেবতাদের উদ্দেশে বা স্বর্গত পূর্বপুরুষদের উদ্দেশে কার্তিক মাসের প্রতি সন্ধ্যায় বাঁশের ডগায় যে প্রদীপ জ্বেলে দেয়। ̃ .পট বি. আকাশের আঙিনা। ̃ .পথ শূন্য দিয়ে যাওয়া-আসার পথ। ̃ .পাতাল বিণ. বিস্তর, প্রচুর (আকাশপাতাল পার্থক্য)। ক্রি-বিণ. 1 স্বর্গ থেকে পাতাল পর্যন্ত; 2 সর্বত্র বা সমস্ত বিষয়ে (আকাশপাতাল ভাবছি)। ̃ .বাণী বি. 1 দৈববাণী; 2 বেতারবাণী, radio. ̃ .মণ্ডল বি. নভোমণ্ডল। ̃ .যান বি. উড়োজাহাজ, এরোপ্লেন। ̃ .স্হ বিণ. আকাশে অবস্হিত; আকাশের। আকাশ থেকে পড়া ক্রি. বি. কিছু না জানার ভান করা (কথাটা শুনে একেবারে আকাশ থেকে প়ড়লে যে); না জানার জন্য বিস্ময় প্রকাশ করা। আকাশ ধরা ক্রি. বি. বৃষ়্টি বন্ধ হওয়া। আকাশে তোলা ক্রি. বি. অতিরিক্ত প্রশংসা করা। মাথায় আকাশ ভেঙে পড়া ক্রি. বি. আকস্মিক বিপদে দিশাহারা হওয়া। 20)
উপ-দর্শক
(p. 132) upa-darśaka বি. 1 পথপ্রদর্শক, যে (ব্যক্তি) পথ দেখায়; 2 দ্বারপাল, দ্বাররক্ষক। [সং. উপ + √ দৃশ্ + ণিচ্ + অক]; 3 প্রত্যক্ষ সাক্ষী, eye-witness. [সং. উপ + √ দৃশ্ + অক]। 6)
ক্রীড়া
(p. 215) krīḍ়ā বি. 1 খেলা; 2 তামাশা; 3 আমোদজনক অনুষ্ঠান (মল্লক্রীড়া)। [সং. √ ক্রীড়্ + অ + আ]। ক্রীড়ক বিণ. বি. খেলোয়াড়; যে খেলা দেখায়। ক্রীড়-নক বি. 1 খেলনা, খেলার সামগ্রী; 2 (আল.) অপরের নির্দেশে চলে এমন ব্যক্তি। ক্রীড়নীয় বিণ. খেলার যোগ্য। ক্রীড়-মান বিণ. ক্রীড়ারত। ̃ কন্দুক বি. খেলার গোলক বা বল। ̃ কৌতুক বি. রঙ্গতামাশা; খেলাধূলা। ̃ চ্ছলে ক্রি-বিণ. খেলার ছলে। ̃ ভূমি বি. রঙ্গভূমি; খেলার স্হান। 16)
দর্শক
(p. 400) darśaka বি. বিণ. 1 দর্শনকারী, যে দেখে; 2 তত্ত্বাবধায়ক, পরিদর্শনকারী। [সং. √ দৃশ্ + অক]; 3 যে দেখায়, প্রদর্শক। [সং. √ দর্শি (√ দৃশ্ + ণিচ্) + অক]। 10)
দর্শয়িতা
(p. 400) darśaẏitā (-তৃ) বিণ. প্রদর্শক, যে দেখায়; প্রকাশক। [সং. √ দৃশ্ + ণিচ্ + তৃ]। 13)
দিশা, দিশে
(p. 408) diśā, diśē বি. 1 দিক (দিশাহারা, 'সুখ-আশে দিশে দিশে বেড়ায় কাতরে': রবীন্দ্র); 2 ঠিক দিক, হদিশ (দিশা পাচ্ছি না)।[সং. √ দিশ্ + ক্বিপ্ + আ]। ̃ রি বিণ. সঠিক দিক দেখায় এমন, দিগ্দর্শক; পথপ্রদর্শক। ̃ হারা বিণ. 1 দিগ্ভ্রান্ত; 2 (আল.) কিংকর্তব্যবিমূঢ়। 44)
দূষক
(p. 418) dūṣaka বি. বিণ. 1 দোষদায়ক, যে দোষ দেয় বা দেখায়; 2 নিন্দাকারী (আমি দূষকদের দলে নেই)। [সং. √ দূষি (=√ দূষ্ + ণিচ্) + অক]। 2)
ধনু, ধনুঃ
(p. 430) dhanu, dhanuḥ (-নুস্) বি. 1 যা থেকে শর বা তির নিক্ষেপ করা হয়, ধনুক, শরাসন, কার্মুক, কোদণ্ড (হরধনু); 2 পরিমাণবিশেষ (1 ধনু=4 হাত); 3 (জ্যোতিষ.) রাশিচক্রের নবম রাশি। [সং. √ ধন্ + উস্ (ধ্বন্যা.)]। ধনুঃকাণ্ড বি. ধনুক ও তির, ধনুর্বাণ। ধনুঃশর বি. ধনুক ও তির। ধনুর্গুণ বি. জ্যা, ধনুকের ছিলা। ধনুর্ধর বি. 1 যে যোদ্ধা তিরধনুক নিয়ে যুদ্ধ করে, তিরন্দাজ; 2 (প্রায়শ ব্যঙ্গে) অত্যন্ত বাহাদুর, যে ব্যক্তি খুব কেরামতি দেখায়। ধনুর্ধারী (-রিন্) বি. তিরন্দাজ। ধনুর্বাণ বি. ধনুক ও তির। ধনুর্বিদ্যা বি. তিরধনুক নিয়ে যুদ্ধ করার কৌশল। ধনুর্বেদ বি. ধনুর্বিদ্যাসম্বন্ধীয় প্রাচীন শাস্ত্রবিশেষ যা যজুর্বেদের উপবেদ বলে পরিচিত। ধনুর্ভঙ্গ পণ বি. 1 (রামায়ণে) সীতাকে যিনি বিবাহ করবেন তাঁকে অবশ্যই হরধনু ভঙ্গ করতে হবে-রাজা জনকের এই প্রতিজ্ঞা বা সংকল্প; 2 (গৌণার্থে) অতি কঠিন ও অনড় প্রতিজ্ঞা। ধনুষ্কোটি বি. 1 ধনুকের অগ্রভাগ বা হুল; 2 সেতুবন্ধনের নিকটস্হ হিন্দু তীর্থস্হানবিশেষ। ধনুষ্টংকার বি. 1 ধনুকের ছিলা আকর্ষণের শব্দ; 2 অঙ্গের আক্ষেপমূলক রোগবিশেষ (কোনো কোনো ক্ষেত্রে শরীর ধনুকের মতো বেঁকে যায় বলে এই নাম); tetanus. 22)
প্রদর্শক
(p. 546) pradarśaka বিণ. প্রদর্শনকারী, যে দেখায়। [সং. প্র + √ দৃশ্ + অক]। স্ত্রী. প্রদর্শিকা। 19)
বিবর্ধক
(p. 619) bibardhaka বিণ. বিবর্ধনকারী। [সং. বি + বর্ধক]। বিবর্ধক কাচ বি. যে কাচের ভিতর দিয়ে দেখলে অক্ষরাদি বড়ো দেখায়, magnifying glass. 50)
ভালো
(p. 664) bhālō বিণ. 1 উত্তম (ভালো জিনিস); 2 শুভ, হিতকর (ভালো উপদেশ); 3 নীরোগ, সুস্হ (ভালো শরীর); 4 সত্ (ভালো লোক); 5 নিরীহ (ভালো মানুষ); 6 সুন্দর, মানানসই (ভালো দেখায় না, ভালো শুনায় না); 7 দক্ষ, পটু (ভালো মিস্ত্রি)। বি. শুভ, মঙ্গল, উপকার (পরের ভালো, দেশের ভালো, তোমার ভালো হোক)। অব্য. আচ্ছা, বেশ (ভালো, তাই হোক)। [প্রাকৃ. ভল্লঅ]। ভালো আপদ, ভালো জ্বালা বিরক্তি কষ্ট প্রভৃতি সূচক উক্তি বিশেষ (ভালো আপদ, আমি আবার ওকথা কখন বললাম?)। ভালো কথা বি. হিতবাক্য, উপকারী বা উত্কৃষ্ট উপদেশ। অব্য. হঠাত্ মনে পড়ল-এই ভাবসূচক উক্তি (ভালো কথা, তুমি কবে দিল্লি যাবে?)। ভালো করা ক্রি. বি. রোগমুক্ত করা উপকার করা (আমাকে সদুপদেশ দিয়ে ভালো করেছেন)। ভালো থাকা ক্রি. বি. সুস্হ থাকা স্বচ্ছন্দে থাকা (ভালো থেকো)। ভালো দেখানো ক্রি. বি সুন্দর বা মানানসই দেখানো (নিজ থেকে ওখানে যাওয়াটা ভালো দেখায় না)। ভালো রে ভালো ! বিরক্তি কষ্ট বিস্ময় প্রভৃতি সূচক উক্তিবিশেষ। ভালো লাগা ক্রি. বি. 1 উত্তম তৃপ্তিকর বা স্বাদু মনে হওয়া; 2 সুস্হ বোধ করা (আজ অনেকটা ভালো লাগছে)। ভালো হওয়া ক্রি. বি. 1 রোগমুক্ত হওয়া; 2 অসত্ থেকে সত্ হওয়া (বিপথে গিয়েছিল, এখন ভালো হয়েছে); 3 মঙ্গল বা উপকার হওয়া (ভগবান করুন, তোমার যেন ভালো হয়)। ̃ .মন্দ বি. 1 শুভাশুভ; মঙ্গলামঙ্গল; 2 একঘেয়েমি থেকে মুক্তি দেয় এমন জিনিস, ভালো জিনিস (বন্ধুর বাড়ি গিয়ে ভালোমন্দ খেয়েছে)। ̃ .মনে ক্রি-বিণ. সরল মনে। ভালোয় ভালোয় ক্রি-বিণ. নিরাপদে (ভালোয় ভালোয় পৌঁছতে পারলে বাঁচি)। 23)
মাইক্রো-স্কোপ
(p. 692) māikrō-skōpa বি. যে যন্ত্রে ক্ষুদ্রাতিক্ষুদ্র পদার্থকে বড়ো দেখায়, অণুবীক্ষণ। [ইং. microscope]। 24)
শোভন
(p. 784) śōbhana বিণ. 1 সুন্দর, সুদৃশ্য, উপযুক্ত (শোভন আকৃতি, উক্তি বা আচরণ); 2 মানায় বা ভালো দেখায় এমন, শোভাজনক। [সং. √ শুভ্ + অন]। স্ত্রী. শোভনা। বি. ̃ তা যোগ্যতা, রমণীয়তা (শোভনতা রক্ষা করা)। 54)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2577491
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2185163
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1785239
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1025890
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 900992
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848067
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708482
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 619842

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us