Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

মাইক্রো-স্কোপ এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  মাইক্রো-স্কোপ এর বাংলা অর্থ হলো -

(p. 692) māikrō-skōpa বি. যে যন্ত্রে ক্ষুদ্রাতিক্ষুদ্র পদার্থকে বড়ো দেখায়, অণুবীক্ষণ।
[ইং. microscope]।
24)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


মন্দাগ্নি
মির-মুনশি
(p. 706) mira-munaśi বি. প্রধান কেরানি।[ফা. মীর মুন্শী]। 6)
মেট
মনো-লোভ
(p. 676) manō-lōbha বিণ. (স্ত্রী.) চিত্তহারিণী, রমণীয়। [সং. মনস্ + √ লুভ + ণিচ্ + অ + আ]। 170)
মাদুলি
(p. 692) māduli বি. ক্ষুদ্র মাদলাকৃতি কবচ। [বাং মাদল + ই]। 128)
মৌরি
মোদক2
(p. 719) mōdaka2 বিণ. আনন্দদায়ক, (আমোদক)।[মোদক 1 দ্র]। 10)
মিত্র
মদির
মূলক1, মূলক2
(p. 714) mūlaka1, mūlaka2 দ্র. মূল। 4)
মাণবক
(p. 692) māṇabaka বি. 1 অল্পবয়স্ক ব্রাহ্মণ বালক; 2 বামন, ক্ষুদ্রাকৃতি মানুষ। [সং. মনু + অ + ক]। 91)
মহা-ফেজ
(p. 688) mahā-phēja বি. সরকারী দলিলপত্রের রক্ষক, record-keeper [ফা. মুহাফিজ্]। ̃ .খানা বি. দলিলপত্র সংরক্ষিত করে রাখার সরকারি বিভাগ বা কক্ষ, archives 63)
মণি-পূরক, মণি-পদ্ম
মুষড়ানো
(p. 712) muṣaḍ়ānō ক্রি. বি. 1 হতাশ বা হতোদ্যম হওয়া; 2 বিষন্ন হওয়া; 3 ম্লান বা শুষ্কপ্রায় হওয়া। [ সং. মুষিত =হতবুদ্ধি)] মুষড়ে পড়া ক্রি. বি. হতাশ বা নিরুদ্যম হওয়া। 39)
মর-কত
(p. 685) mara-kata বি. সবুজ রঙ্গের অত্যন্ত দামি পাথরবিশেষ পান্না। [সং. মরক + √ ত + অ]। 24)
মৃত্যু
(p. 714) mṛtyu বি. 1 মরণ, প্রাণত্যাগ; 2 মরণের অধিদেবতা যম। [সং. √মৃ + ত্যু]। ̃ ঞ্জয় বি. শিব। বিণ. মরণকে জয় করেছে এমন (মৃত্যুঞ্জয় প্রতিভা)। ̃ .ঞ্জয়ী বিণ. 1 মরণকে জয় করেছে এমন; 2 মৃত্যুহীন। ̃ .দণ্ড বি. অপরাধের শাস্তি হিসাবে মৃত্যুর বিধান। ̃. বিণ বি. 1 (রামা.) ব্রহ্মা কর্তৃক রাবণকে প্রদত্ত বাণবিশেষ, একমাত্র যে-বাণে রাবণের মৃত্যু সম্ভব ছিল; (আল.) নিহত বা পরাজিত করার মোক্ষম অস্ত্র। ̃ .যোগ বি. (জ্যোতিষ.) নক্ষত্রাদির যে-যোগে জাতকের মৃত্যুর সম্ভাবনা থাকে। ̃ .লোক বি. যমপুরী। ̃ .শয্যা বি. যে-শয্যায় শয়নাবস্হার মৃত্যু ঘটে, মুমূর্ষু ব্যক্তির শয্যা, শেষ শয্যা। ̃ .শোক বি. কারও মৃত্যুজনিত দুঃখ। ̃ .হীন বিণ. মৃত্যু বা মরণ নেই এমন ('এনেছিলে সাথে করে মৃত্যুহীন প্রাণ': রবীন্দ্র)। 19)
মগ-ডাল
(p. 675) maga-ḍāla বি. গাছের সম্পূর্ণ ডাল মগ3 + বাং. ডাল। 36)
মাঝার
(p. 692) mājhāra বি. (কাব্যে) মধ্যে, ভিতর (হিয়ার মাঝারে)। [বাং মাঝ + আর (স্বার্থে)]। 72)
মন1
(p. 676) mana1 বি. 1 চিত্ত অন্তর অন্তঃকরণ (মনে ব্যথা পাওয়া, মনে লেগেছে); 2 বিবেচনা; 3 ধারণা, বোধ (একথা আমার মনে হয় না); 4 স্মৃতি, স্মরণ (মনে নেই); 5 প্রবৃত্তি, ইচ্ছা (ময় চায় না); 6 মনোযোগ, অভিনিবেশ একাগ্রতা (পড়ায় মন নেই); 7 নিষ্টা, আন্তরিকতা (মন দিয়ে কাজ করা); 8 সংকল্প (তীর্থে যেতে মন করেছি)। [ সং. মনস্]। মন ওঠা ক্রি. বি. আশ বা আশা মেটা, তৃপ্তি হওয়া (এত পেয়েও মন উঠছে না?)। মন করা ক্রি. বি. সংকল্প করা; ইচ্ছা করা। মন কাড়া ক্রি. বি. মুগ্ধ বা আকৃষ্ট করা (জিনিসটা তার মন কেড়েছে)। মন কেমন-করা ক্রি. বি. অস্হির বা ব্যাকুল হওয়া। মন খারাপ করা ক্রি. বি. মনে কষ্ট পাওয়া, দুঃখিত হওয়া; বিষণ্ণ হওয়া। মন খুলে বলা, মন খোলা ক্রি. বি. অকপটে মনের কথ্য বলা। ̃ .খোলা বিণ. সরল; অকপট। ̃ .গড়া বিণ. কাল্পনিক; অবাস্তব; অলীক (মনগড়া গল্প)। ̃ .চোর, ̃.চোরা বি. যে মনকে মুগ্ধ করে; প্রেমিক। মন জানা ক্রি. বি. অন্যের অন্তরের কথা বা ভাব জানতে পারা। মন জোগানো ক্রি. বি. মনের মতো করে কাজ করা বা তদ্রূপ কাজ করে খুশি করা। মন টলা ক্রি. বি. বিচলিত হওয়া। মন টানা ক্রি. বি. আকৃষ্ট করা। মন দেওয়া ক্রি. বি. 1 মনোনিবেশ করা, মনোযোগ দেওয়া; 2 ভালোবাসা (এরই মধ্যে তাকে মন দিয়ে ফেলেছ ?)। মন থেকে ক্রি-বিণ. 1 আন্তরিকভাবে (মন থেকে ভালোবাসি); 2 কল্পনাবলে (মন থেকে গল্প বানানো); 3 স্মৃতি থেকে (মন থেকে বলো)। মন দেওয়া-নেওয়া বি. ভালোবাসাবাসি, হৃদয় বিনিময়, পরস্পর ভালোবাসার বিনিমন। ̃ .পবন বি. মনোরূপ প্রাণবায়ু। ̃ .পছন্দ বিণ, মনোমতো, মনঃপূত। মন বসা, মন লাগা ক্রি. বি. ভালো লাগা। মন ভোলানো ক্রি. বি. মুগ্ধ করা। মন মজা ক্রি. বি. কোনোকিছু ভালো লাগলে তাতে ডুবে যাওয়া বা তাই নিয়ে থাকা ('আমার মন মজেছে সেই গভীর': রবীন্দ্র)। ̃ .মরা বিণ. বিষণ্ণ, বিমর্ষ। মন মাতানো ক্রি. বি. আনন্দিত করা বা মুগ্ধ করা মন মানা ক্রি. বি. প্রবোধ পাওয়া ('আমার মন মানে না': রবীন্দ্র)। মন রাখা ক্রি. বি. অপরকে খুশি করা (কারও মনে রেখে কথা বলে না) ̃ .রাখা বিণ. সন্তুষ্ট করে এমন: খুশি করতে চায় এমন (মনরাখা কথা)। মন লাগা ক্রি. বি. উত্সাহ পাওয়া; ভালো লাগা (কাজে মন লাগে না)। মন সরা ক্রি. বি. ইচ্ছা হওয়া, প্রবৃত্তি হওয়া; ভালো লাগা। মন হওয়া ক্রি. বি. ইচ্ছা হওয়া (যেতে মন হল)। মনে করা ক্রি. বি. 1 স্মরণ করা (গানটা মনে করতে পারছি না); 2 ধারণ করা, বোধ করা (মনে কোরো না আমি বোকা); 3 কল্পনা করা ('মনে করো, যেন বিদেশ ঘুরে'; রবীন্দ্র)। মনে জাগা ক্রি. বি. স্মরণ হওয়া, মনে উদিত হওয়া; খেয়াল হওয়া। মনে জানা ক্রি. বি. অনুভব করা (মনে জানি সে আসবে)। মনে থাকা ক্রি. বি. স্মরণ থাকা। মনে দাগ কাটা ক্রি. বি. মনে প্রভাব বিস্তার করা স্মৃতিতে থেকে যাওয়া। মনে ধরা ক্রি. বি. পছন্দ হওয়া মনে পড়া ক্রি. বি. স্মরণ হওয়া। মনে পুষে রাখা ক্রি. বি. মনের মধ্যে (হিংসা, রাগ ইত্যাদি) গোপন রাখা। মনে-প্রাণে ক্রি-বিণ. একান্তভাবে, 'আন্তরিকভাবে। মনে মনে ক্রি-বিণ. নিজের মনের মধ্যে এবং অন্যের অজ্ঞাতে; কল্পনায়। মনে রাখা ক্রি. বি. স্মরণ রাখা। মনে হওয়া ক্রি. বি. 1 ধারণা হওয়া, অনুভব করা (মনে হয় বৃষ্টি হবে); 2 ইচ্ছা হওয়া (মনে হল, তাই চলে এলাম)। মনের আগুন (আল.) শোকদুঃখাদি থেকে উত্পন্ন মানসিক যন্ত্রনা বা ক্রোধ। মনের কালি, মনের ময়লা বিদ্বেষ; মনোমালিন্য (মনের কালি ঘুচিবে না)। মনের জোর মনোবল, আত্মবিশ্বাস। মনের ঝাল মিটানো ক্রি. বি. মনে পুষে রাখা রাগ প্রকাশ করা। মনের বিষ গোপন বিদ্বেষ, হিংসা। মনের মানুষ পছন্দসই লোক, প্রীতির পাত্র। মনের মিল সদ্ভার বা ঐক্য। 99)
মিত্রাক্ষর, মিতাক্ষর
(p. 705) mitrākṣara, mitākṣara বি. অন্ত্যমিলযুক্ত ছন্দ। [সং মিত্র + অক্ষর, মিত + অক্ষর]। 13)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2071451
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1767806
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1365198
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 720701
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 697488
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594252
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 544310
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542104

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন