Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

দেবীকে দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অকাল
(p. 3) akāla বি. 1 অশুভ সময়, দুঃসময়; 2 অসময়, অপরিণত সময়; 3 (জ্যোতি) অপ্রশস্তকাল, শুুভকার্যের পক্ষে অনুপযুক্ত সময়; 4 (বাং.) দুর্ভিক্ষ। বিণ. অপরিণত (অকাল বসন্ত)। [সং. ন+কাল]। অকালে ক্রি-বিণ. অসময়ে (অকালে ঝরে যায়) ̃ কুষ্মাণ্ড বি. অকালে উত্পন্ন কুমড়ো; (আল.) অকেজো, অকর্মণ্য বা মূর্খ লোক। ̃ কুসুম বি. অসময়ে জাত ফুল (এই ফুল সাধারণত দেশের উত্পাতসূচক)। ̃ জলদোদয় বি. অকালে মেঘের আবির্ভাব। ̃ পক্ব বিণ. স্বাভাবিক সময়ের পূর্বেই পেকেছে এমন; আচার-আচরণে বয়সের তুলনায় অত্যধিক বুড়োটে, ইঁচড়ে পাকা। ̃ বৃদ্ধ বিণ. পরিণত বয়সের পূর্বেই জরাগ্রস্ত। ̃ .বোধন বি. পূজার উদ্দেশ্যে অসময়ে দুর্গাদেবীর নিদ্রাভঙ্গকরণ ও আরাধনা (রাবণবধের উদ্দেশ্যে শক্তিলাভের জন্য শ্রীরামচন্দ্র অকালে অর্থাত্ বসন্তকালের পরিবর্তে শরত্কালে দেবীর বোধন করেন)। ̃ .মৃত্যু বি. পরিণত বয়সের পূর্বে বা আয়ুষ্কাল পুর্ণ হওয়ার পূর্বেই মৃত্যু। ̃ সন্ধ্যা বি. অসময়ে সন্ধ্যা, নির্দিষ্ঠ সময়ের পূর্বেই আবির্ভূত সন্ধ্যা। 7)
অক্কা
(p. 4) akkā বি. 1 প্রভু, ঈশ্বর; 2 মাতা; 3 মৃত্যু। [আ. অকা। তু. লা. acca. লাতিনে acca শব্দের অর্থ মাতা বা দেবী, Acca Larentia এক রোমান দেবীর নাম]। অক্কা পাওয়া ক্রি. বি. (কৌতু.) মৃত্যুমুখে পতিত হওয়া, মরে যাওয়া। ̃ প্রাপ্তি বি. (কৌতু.) মৃত্যু। 11)
অজপা
(p. 8) ajapā বি. (স্ত্রী.) 1 যথাবিধি জপ না করে বিনা আয়াসে নিশ্বাসপ্রশ্বাস ক্রিয়ারূপে যা জপা যায়; 'হং সঃ' ইত্যাদি মন্ত্র ('অজপা জপিয়া': ভা. চ.); 2 প্রাণবায়ু, জীবন ('অজপা হতেছে শেষ'); 3 তান্ত্রিকদের দেবীবিশেষ। [সং. ন+√জপ্+অ +আ (স্ত্রী.)]। 99)
অভয়
(p. 50) abhaẏa বি. 1 ভয়হীনতা, নির্ভীকতা; সাহস; 2 আশ্বাস, ভরসা (তাকে অভয় দিয়ে এলাম); 3 (কালিকাদেবীর) মুদ্রাবিশেষ (বরাভয়)। বিণ. নির্ভীক, সাহসী; ভয়হীন; ভয়নাশক ('দাও গো অভয় মণ্ত্র' : রবীন্দ্র)। [সং. ন + ভয়]। অভয়া বি. (স্ত্রী.) ভয় দূরকারিণী বা ভয়নাশিনী দেবী দুর্গা। ̃ অরণ্য, অভয়ারণ্য বি. যে বনে পশুপাখি নিরাপদ আশ্রয় পায় এবং যেখানে শিকার নিষিদ্ধ। ̃ .দান বি. সাহস দেওয়া, 'ভয় নেই' এই আশ্বাস দেওয়া। ̃ .বচন, ̃ .বাক্য বি. যে কথা দিয়ে ভয় দূর করা হয়। ̃ বাণী - অভয়বচন ও অভয়বাক্য -র অনুরূপ। 54)
আসন
(p. 108) āsana বি. 1 বসার স্হান (সিংহাসন, কাষ্ঠাসন); 2 বসার জন্য ছোট গালিচা বা ওইজাতীয় বস্তু; 3 পীঠ (দেবীর আসন); 4 যোগসাধনে বসার প্রণালী বা যোগব্যায়ামের প্রণালী (শবাসন, পদ্মাসন); 5 সম্মানের স্হান, মর্যাদা (বিদ্বানের আসন সর্বত্র, তাঁর আসন সবার হৃদয়ে)। [সং. √ আস্ + অন]। ̃ গ্রহণ বি. বসা, নির্দিষ্ট আসনে উপবেশন। ̃ পিঁড়ি বিণ. পরস্পর বিপরীত হাঁটুর উপর পা তুলে বসা (আসনপিঁড়ি হয়ে বসা)। 51)
আস্তিক1, আস্তীক
(p. 110) āstika1, āstīka বি. মুনিবিশেষ, মনসাদেবীর পুত্র। [সং. অস্তি + ইক, ঈক]। 22)
ওলাই-চণ্ডী
(p. 153) ōlāi-caṇḍī বি. ওলাওঠা বা কলেরা রোগের অধিষ্ঠাত্রী গ্রাম্য বা লৌকিক দেবীবিশেষ। [বাং. ওলা3 + সং. চণ্ডী]। 58)
কলা2
(p. 169) kalā2 বি. 1 (প্রধানত) গ্রীষ্মমণ্ডল উত্পন্ন লম্বা ফলবিশেষ, কদলী, রম্ভা; 2 (আল.) কিছুই না (সে কলা করবে); (গৌণার্থে) বুড়ো আঙুল (কলা দেখিয়ে চলে গেল)। [সং. কদলী]। কলা খাওয়া ক্রি. বি. ব্যর্থ হয়ে পড়ে থাকা (তুমি এখন বসে কলা খাও)। কলা দেখানো ক্রি. বি ফাঁকি দেওয়া। কলাপোড়া খাওয়া (তু. কচুপোড়া খাওয়া) ক্রি. বি. ব্যর্থ হয়ে পড়ে থাকা। ̃ বউ, ̃ বধূ, ̃ বৌ বি. 1 দুর্গাপূজার প্রথম দিনে পূজিত পাতাসহ কলাগাছের বধূমূর্তি; 2 কলা, ধান প্রভৃতি নয়টি গাছ দিয়ে তৈরি দেবীমূর্তি; 3 নবপত্রিকা; 4 নবদুর্গা; 5 (সাধারণের ভ্রান্ত ধারণায়) গণেশপত্নী; 6 (বিদ্রূপে) দীর্ঘ ঘোমটা-দেওয়া বধূ; অতি লজ্জাশীলা বধূ। 68)
কালিকা
(p. 188) kālikā বি. (স্ত্রী.) কালী, চণ্ডিকাদেবীর রূপবিশেষ। [সং. কালী + স্বার্থে ক + আ]। ̃ পুরাণ বি. কালিকার মাহাত্ম্যসংবলিত গ্রন্হবিশেষ। 6)
কালী
(p. 188) kālī বি. 1 কালিকাদেবী, চণ্ডিকার রূপবিশেষ, দশমহাবিদ্যার অন্যতমা; 2 (ব্যঙ্গে) কৃষ্ণবর্ণা নারী; 3 লেখার বা ছাপার কালি, মসি; 4 কালিয় নাগ। [সং. কাল3 + ঈ]। ̃ তলা বি. কালিকাদেবীর পূজার জন্য নির্দিষ্ট স্হান। আন্না-কালী বি. কন্যাসন্তানের নামবিশেষ-ক্রমাগত কন্যাসন্তান লাভের পর আর যাতে কন্যালাভ না হয়, সেজন্য কালীর কাছে প্রার্থনা জানিয়ে এই নাম রাখা হয়। [বাং. আর + না + কালী]। 15)
কায়
(p. 181) kāẏa বি. শরীর, দেহ। [সং. √ চি + অ]। ̃ কল্প বি. পুনর্যৌবন লাভ বা আয়ুর্বৃদ্ধির জন্য আয়ুর্বেদীয় চিকিত্সাবিশেষ। ̃ ক্লেশ বি. শারীরিক পরিশ্রম। ̃ ক্লেশে ক্রি-বিণ. কষ্টেসৃষ্টে (কায়ক্লেশে দিন যাপন করছে)। ̃ চিকিত্সা বি. (আয়ু.) জ্বরাদি শারীরিক রোগের চিকিত্সা। ̃ ব্যূহ বি. (বৈ. সা.) একসঙ্গে বহু দেহ রচনা বা ধারণ, যা কেবল যোগীর পক্ষে সম্ভব; একই শরীরের অবিকল সেইরকম বহু শরীর হওয়া ('ব্রজদেবীগণ শ্রী রাধার কায়ব্যূহরূপ': চৈ.চ.)। ̃ মনো-বাক্যে ক্রি-বিণ. দেহে মনে ও কথায় অর্থাত্ সর্বপ্রকারে। ̃ সাধনা বি. দেহকে অমর করবার যৌগিক সাধনা। ̃ সিদ্ধি বি. যৌগিক সাধনার দ্বারা দেহের অমরত্ব লাভ। 116)
চণ্ডী
(p. 276) caṇḍī বি. 1 দুর্গার রূপবিশেষ; 2 মার্কণ্ডেয় পুরাণের অন্তর্গত দেবীমাহাত্ম্য; 3 চণ্ডিকাদেবীর মাহাত্ম্যকথা; 4 অতি কোপনস্বভাবা স্ত্রীলোক। [সং. চণ্ড + ঈ]। ̃ মঙ্গল বি. চণ্ডীর মাহাত্ম্যকথা সম্বন্ধে রচিত বাংলার মধ্যযুগীয় কাব্যবিশেষ। ̃ মণ্ডপ বি. 1 যে মণ্ডপে দুর্গা কালী প্রভৃতি দেবীর পূজা হয়; 2 ঠাকুরদালান। মঙ্গল-চণ্ডী বি. শুভদা চণ্ডী, দুর্গা। রণ-চণ্ডী বি. 1 দানবদের সঙ্গে উন্মত্তভাবে সংগ্রামকারিণী চণ্ডী; 2 (আল.) অতি কোপনস্বভাবা বা কলহপ্রিয়া নারী। বিণ. রণোন্মত্তা, উগ্রা (রণচণ্ডী মূর্তি)। 27)
চামুণ্ডা
(p. 281) cāmuṇḍā বি. দুর্গাদেবীর রূপবিশেষ-এই রূপে দুর্গা চণ্ড ও মুণ্ড নামে দুই দৈত্যকে বিনাশ করেছিলেন। [সং. চণ্ড-মুণ্ড]। 136)
জরত্-কারু
(p. 312) jarat-kāru বি. পৌরাণিক মুনিবিশেষ, মনসাদেবীর পতি। [সং. জরত্ (জরাজীর্ণ) + কারু]। 134)
জ্বালা-মালিনী
(p. 331) jbālā-mālinī বি. দুর্গাদেবীর রূপবিশেষ। [সং. জ্বালামালা + ইন্ + ঈ]। 43)
জয়
(p. 312) jaẏa বি. 1 পরাভুত বা দমন করা (শত্রু জয়, যুদ্ধ জয়); 2 যুদ্ধ ইত্যাদির দ্বারা অধিকার করা (দেশ জয়); 3 কার্যসিদ্ধি, সাফল্য (জীবনে জয়লাভ করা, মহারাজের জয় হোক)। [সং. √ জি + অ]। ̃ কেতু বি. জয়পতাকা। ̃ জয়-কার বি. জয়ধ্বনি; বিজয়ের পরাকাষ্ঠা; জয়োল্লাসের ধ্বনি। ̃ জয়ন্তী বি. 1 সংগীতের রাগবিশেষ; 2 বিজয়নিশান। ̃ ঢাক বি. রণবাদ্যরূপে ব্যবহৃত বিরাট ঢাক; বড় ঢাক। ̃ তি ক্রি. জয় হয়। ̃ তু ক্রি. জয় হোক। ̃ দুর্গা বি. দুর্গাদেবীর রূপবিশেষ। ̃ ধ্বজ বি. জয়পতাকা। ̃ ধ্বনি বি. 1 জয়োল্লাসের ধ্বনি; 2 গৌরবকীর্তন বা বিজয়ঘোষণা ('তোরা সব জয়ধ্বনি কর': নজরুল)। ̃ নাদ বি. জয়ধ্বনি; আনন্দধ্বনি। ̃ পতাকা বি. বিজয়নিশান। ̃ পত্র বি. বিজয় বা সাফল্যের নিদর্শনসূচক পত্র বা লেখন। ̃ ভেরী বি. জয়ঢাক। ̃ মঙ্গল বি. 1 মঙ্গলচণ্ডী; 2 জ্বরনাশক কবিরাজি ওষুধবিশেষ; 3 রাজহস্তী। ̃ মাল্য বি. জয়ের নিদর্শনরূপে প্রাপ্ত মালা। ̃ যুক্ত বিণ. জয়ী; জয় বা সাফল্য অর্জন করেছে এমন (জয়যুক্ত হও)। ̃ লক্ষ্মী বি. সাফল্যরূপ লক্ষ্মী; জয়শ্রী; বিজয়। ̃ লেখ বি. বিজয়ীর ললাটে জয়ের যে বিবরণপত্র এঁটে দেওয়া হয় বা হত ('ললাটে দিয়াছে জয়লেখ': রবীন্দ্র); (আল.) বিজয় নিদর্শন; সাফল্যের নিদর্শন। ̃ শঙ্খ বি. যে শঙ্খ বাজিয়ে যোদ্ধা নিজের জয় ঘোষণা করে। ̃ শ্রী বি. 1 জয়লক্ষ্মী, বিজয়ের অধিষ্ঠাত্রী দেবী; 2 সংগীতের রাগবিশেষ। ̃ স্তম্ভ বি. বিজয়লাভের নিদর্শন বা স্মারক হিসাবে নির্মিত স্তম্ভ। জয়োন্মত্ত বিণ. জয়লাভের ফলে উন্মত্ত বা উদ্দাম। জয়োত্সব বি. বিজয়লাভের উপলক্ষ্যে উত্সব। জয়োল্লাস বি. জয়ের আনন্দ। 121)
টোপর
(p. 348) ṭōpara বি. 1 হিন্দুদের বিবাহে বরের ব্যবহার্য শোলার তৈরি টুপিবিশেষ; 2 হিন্দুদের দেবদেবীর মাথার শোলার টুপি। [বাং. টোপ1 + র]। 11)
ঠাকুর
(p. 350) ṭhākura বি. 1 দেবতা (ঠাকুর-দেবতা মানে না); 2 দেবমূর্তি বা দেবীমূর্তি (ঠাকুর দেখতে যাব); 3 ঈশ্বর (হে ঠাকুর, রক্ষা করো); 4 রাজা, অধিপতি; মালিক (এ রাজ্যের ঠাকুর); 5 পূজ্য বা শ্রদ্ধেয় ব্যক্তি, গুরুজন (পিতাঠাকুর); 6 গুরু; 7 ব্রাহ্মণ বা ব্রাহ্মণ পুরোহিত; 8 ব্রাহ্মণ পাচক (ঠাকুর-চাকর)। স্ত্রী. ঠাকুরানি, ঠাকরুন। ঠাকুর কাত (বিদ্রুপে) দেবতা প্রভু বা মানুষ বিমুখ। ̃ ঘর বি. দেবার্চনার ঘর, পূজার ঘর। ঠাকুর ঘরে কে? আমি কলা খাইনি অতি সতর্ক অপরাধী কর্তৃক নিজেই নিজের অপরাধ ফাঁস করে দেওয়া। ̃ জামাই বি. নন্দাই। ̃ ঝি বি. ননদ। ̃ দাদা বি. পিতামহ। ̃ দালান বি. গৃহদেবতার বা অন্য দেবতার পূজার জন্য নির্দিষ্ট মণ্ডপ। ̃ পো বি. দেবর। ̃ বাড়ি বি. মন্দির। ̃ মহাশয়, ̃ মশাই বি. পুরোহিত। ̃ মা বি. পিতামহী। ̃ সেবা বি. দেবতার পূজা। ঠাকুরাল, ঠাকুরালি বি. 1 প্রভুত্ব; প্রাধান্য; 2 দেবতাসুলভ মহিমা বা ছলনা ('ছাড় তোমার ঠাকুরালি')। 17)
তরফ1
(p. 367) tarapha1 বি. 1 দিক (ডান তরফ); 2 পক্ষ (তার তরফে কিছু বলো); 3 জমিদারের খাজনা আদায়ের মহাল (তরফ দেবীপুর); 4 জমিদারির অংশ বা তার মালিক (বড় তরফ); 5 পাশ, প্রান্ত। [আ. তরফ্]। ̃ দার বি. 1 তরফের খাজনা আদায়কারী গোমস্তা; 2 তরফের বা পক্ষের লোক; 3 উপাধিবিশেষ। তরফা বিণ. দিকের বা পক্ষের (একতরফা)। 105)
তারা1
(p. 375) tārā1 বি. (স্ত্রী.) 1 সংসারদুঃখের ত্রাণকারিণী; 2 দেবীবিশেষ, দশমহাবিদ্যার অন্যতমা; 3 বৌদ্ধ দেবীবিশেষ; 4 রামায়ণে বালীর স্ত্রী; 5 (সংগীতে) উচ্চ সপ্তক (উদারা-মুদারা-তারা); 6 নক্ষত্র; 7 চোখের মণি, কনীনিকা ('তারা বেয়ে পড়বে ধারা': রা. প্র.)। [সং. √ তৃ + ণিচ্ + অ + আ]। ̃ নাথ, ̃ পতি বি. চন্দ্র, চাঁদ। ̃ পথ বি. আকাশ। ̃ বাতি বি. তারার মতো ফুলকি জ্বলে এমন বাতি বা আতশবাজিবিশেষ। ̃ মণ্ডল বি. গ্রহ তারা ইত্যাদি জ্যোতিষ্কপুঞ্জ, নক্ষত্রমালা। 70)
দুর্গেশ2
(p. 414) durgēśa2 বি. দুর্গাদেবীর পতি শিব। [সং. দুর্গা + ঈশ]। 16)
দেবী
(p. 421) dēbī বি. 1 দেব -এর স্ত্রীলিঙ্গ; 2 দুর্গা, ভগবতী, পরমেশ্বরী, আদ্যাশক্তি; 3 মহিলাদের বিশেষত প্রণম্যাদের নাম বা সম্পর্ক উল্লেখের পরে প্রযোজ্য সম্মানসূচক শব্দ (মাতৃদেবী, বাসন্তীদেবী)। [স. দেব +ঈ]। ̃ পক্ষ বি. মহালয়ার পর প্রতিপদ থেকে পরবর্তী পূর্ণিমা পর্যন্ত যে পক্ষকালে দেবী দুর্গার পূজা হয়। ̃ পুরাণ বি. চণ্ডীমাহাত্ম্য সম্বন্ধীয় উপপুরাণবিশেষ। ̃ মাহাত্ম্য বি. মার্কণ্ডের পুরাণের যে অংশে চণ্ডিকাদেবীর মাহাত্ম্য বর্ণিত হয়েছে, চণ্ডী। ̃ সূক্ত বি. মহালক্ষ্মীদেবীর স্তুতিরূপ মন্ত্র। 15)
পরি2, (বর্জি.) পরী
(p. 496) pari2, (barji.) parī বি. (রূপকথায়) 1 ডানাযুক্তা উপদেবীবিশেষ; 2 (আল.) অতি সুন্দরী নারী। [ফা. পরী]। ডানাকাটা পরি (আল.) নিখুঁত সুন্দরী নারী। 19)
পীঠ
(p. 523) pīṭha বি. 1 বেদি; 2 (প্রধানত দেবদেবীর) আসন বা অধিষ্ঠানক্ষেত্র, প্রধান তীর্থ (পীঠস্হান); 3 সুদর্শনচক্রে খণ্ডবিখণ্ড সতীর দেহ যে যে স্হানে পড়েছিল (একান্ন পীঠ); 4 প্রতিষ্ঠান, সাধনার ক্ষেত্র (জ্ঞানপীঠ, বিদ্যাপীঠ); 5 পিঁড়ি বা আসন (পাদপীঠ)। [সং. √ পিঠ্ + অ]। ̃ স্হান বি. 1 একান্ন পীঠ-এর অন্যতম; 2 সুপ্রাচীন দেবস্হান বা দেবমন্দির। 2)
বাশুলি
(p. 602) bāśuli বি. (সচ. গ্রামাঞ্চলে পূজিতা) দেবীবিশেষ, চণ্ডীর রূপভেদ; বিশালাক্ষী দেবী যিনি কবি চণ্ডীদাসের উপাস্যা ছিলেন। [ সং. বিশালাক্ষী?]। 89)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2535108
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140613
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730922
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 943110
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883639
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838516
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696732
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603109

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us