Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

নড়া]। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অথর্ব
(p. 14) atharba (-র্বন্) বি. চতুর্থ বেদ। [সং. অথ+ঝ+বন্]। (বাং.) বিণ. নড়াচড়ার বা ওঠার শক্তি নেই যার; জরাগ্রস্ত; অকর্মণ্য। 67)
অনড়
(p. 21) anaḍ় বিণ. 1 যা নড়ে না বা টলে না এমন, অটল, যাকে নড়ানো যায় না এমন; 2 অপরিবর্তনীয়; 3 অনমনীয় (আমার কথা অনড়)। [সং. ন+বাং. √ নড়্+অ]। 21)
কাঁপা
(p. 177) kām̐pā ক্রি. কম্পিত হওয়া, থরথর করা। বি. কম্প, কম্পন। [সং. √ কম্প্]। ̃ নো ক্রি. কম্পিত করানো; নড়ানো। বি. বিণ. উক্ত অর্থে (ময়দান-কাঁপানো খেলোয়াড়)। 5)
কানড়2, কানড়া
(p. 181) kānaḍ়2, kānaḍ়ā বি. 1 স্ত্রীলোকের কেশবিন্যাসবিশেষ, কর্ণাটপ্রদেশের প্রসিদ্ধ কুণ্ডলাকৃতি খোঁপা; 2 নীলপদ্ম। [ সং. কন্দোট]। 23)
খড়-খড়, খড়-মড়
(p. 221) khaḍ়-khaḍ়, khaḍ়-maḍ় বি. শুকনো খড় ইত্যাদিতে চলাফেরা বা নড়াচড়ার আওয়াজ (সারারাত প্যাকিং বাক্সের মধ্যে খড়খড় শব্দ শুনেছি)। [দেশি]। খড়-খড়ে বিণ. 1 ওইরকম শব্দকারী; 2 অত্যন্ত শুকনো (খড়খড়ে গামছায় মুখ মুছো না)। 42)
জগদ্দল
(p. 311) jagaddala বিণ. 1 পৃথিবীকে দলন করে এমন; 2 নড়ানো যায় না এমন গুরুভার (জগদ্দল পাথর)। বি. সরানো বা নড়ানো যায় না এমন গুরুভার পাথর। [সং. জগত্ + √ দল্ + অ]। 29)
জবু-থবু
(p. 312) jabu-thabu বিণ. জড়ের মতো নিষ্ক্রিয় ও শক্তিহীন; নড়াচড়া করতে পারে না বা চায় না এমন (এই বয়সেই এমন জবুথবু হয়ে গেলে কী করে)। [তু. সং. জ়ড় + স্হবির]। 98)
ঝিকুট, ঝিকুর
(p. 338) jhikuṭa, jhikura বি. মাস্তষ্ক; মাথার ভিতরে নরম অংশ, ঘিলু। [দেশি]। ঝিকুর নড়া ক্রি. বি. মাথা খারাপ হওয়া। 2)
টনক
(p. 341) ṭanaka বি. হুঁশ, খেয়াল, মনোযোগ। [দেশি]। টনক নড়া ক্রি. বি. খেয়াল হওয়া, হুঁশ হওয়া (এতক্ষণে তোমার টনক নড়ল?)। 28)
টলা
(p. 341) ṭalā ক্রি. 1 বিচলিত হওয়া (মন টলানো); 2 স্হানভ্রষ্ট হওয়া, বিচ্যুত হওয়া, কম্পিত বা আন্দোলিত হওয়া (পা টলছে); 3 অন্যথা বা নড়চড় হওয়া (তার প্রতিজ্ঞা টলবে না)। [বাং. √ টল্ + আ]। বি. বিণ. উক্ত সব অর্থে। টলানো ক্রি. বি. বিচলিত করা; স্হানচ্যুত করা, নড়ানো; কম্পিত বা আন্দোলিত করা; অন্যথা করানো। বিণ. উক্ত সব অর্থে। 55)
ঢক1
(p. 360) ḍhaka1 বি. জল বা অন্য তরল পদার্থ গেলার বা ঢালার শব্দ। [ধ্বন্যা.]। ঢক ঢক বি. 1 ক্রমাগত ঢক শব্দ; দ্রুত পান করার শব্দ (ঢক ঢক করে খেয়ে ফেলো); 2 আলগা করে রাখা বস্তুর নড়ার শব্দ (ঢক ঢক করে নড়ছে)। 5)
নট নড়নচড়ন
(p. 444) naṭa naḍ়nacaḍ়na বি. (কথ্য) একদম নড়াচড়া না করা। [ইং. not + বাং. নড়ন + চড়ন (সহচর শব্দ)]। 31)
নড়চড়
(p. 444) naḍ়caḍ় বি. 1 ব্যত্যয়, অন্যথা (কথার নড়চড় হবে না); 2 চঞ্চলতা। [বাং. নড়া2 + চলা চড়া (সহচর শব্দ)]। 37)
নড়ন
(p. 444) naḍ়na বি. 1 নড়া, বিচলন; 2 সঞ্চলন; 3 স্পন্দন। [নড়া2 দ্র]। ̃ চড়ন বি. নড়াচড়া; নড়া এবং চলেফিরে বেড়ানো (নড়চড়ন বন্ধ)। 38)
নড়া1
(p. 444) naḍ়ā1 (অবজ্ঞার্থে) হাত, বাহু (একটু নড়া নেড়ে কাজ করো)। [দেশি-তু. নল (অর্থাত্ চোঙের সদৃশ বলে) + আ নড়া]। 40)
নড়া2
(p. 444) naḍ়ā2 ক্রি. 1 আন্দোলিত বিচলিত বা কম্পিত হওয়া ('জল পড়ে পাতা নড়ে'); 2 এক স্হান থেকে অন্য স্হানে যাওয়া, স্হানান্তরে যাওয়া (সে এখান থেকে নড়তে চায় না); 3 সরে যাওয়া, চলা (নড়ার ক্ষমতা নেই); 4 শিথিল বা আলগা হওয়া (দাঁত নড়ছে); 5 অন্যথা হওয়া (আমার কথা নড়বে না)। বি. বিণ. উক্ত সব অর্থে। [সং. √ নড়্ + বাং. আ]। ̃ চড়া ক্রি. ইতস্তত বিচরণ করা; সক্রিয় হওয়া (সে একটু নড়েচড়ে বসল)। ̃ নো ক্রি. আন্দোলিত করা, নড়া; স্হানচ্যুত করা; সরানো (আলমারিটাকে এখান থেকে নড়িয়ো না); অন্যথা করানো (তাঁর প্রতিজ্ঞা নড়ানো যাবে না)। বি. বিণ. উক্ত সব অর্থে। 41)
ন়ড়-নড়, নড়-বড়
(p. 444) n়ḍ়-naḍ়, naḍ়-baḍ় বি. ঢিলে হয়ে নড়তে থাকে এমন ভাব বা অবস্হা; কমজোর হয়েও খসে পড়েনি এমন ভাব (দরজার কাঠটা নড়নড় করছে)। [বাং. নড়া2 নড় + নড়, বড় (সহচর শব্দ)]। নড়-নড়ে, নড়-বড়ে বিণ. শিথিল, আলগা; শিথিল বা আলগা হয়ে নড়ছে এমন (দরজা-জানলা একেবারে নড়বড়ে হয়ে গেছে)। 39)
নাড়া1
(p. 454) nāḍ়ā1 বি. 1 ঝামটা, ঝাঁকুনি (মুখনাড়া দেওয়া); 2 সঞ্চালন, আন্দোলন (হাত নাড়া, গাছ ধরে নাড়া)। ক্রি. 1 ঝামটা বা ঝাঁকুনি দেওয়া (মুখ নেড়ে কথা বলা); 2 সঞ্চালিত বা আন্দোলিত করা (হাত নেড়ো না); 3 ঘাঁটা, ঘোঁটা (চামচ দিয়ে নাড়া); 4 বিশৃঙ্খল করা, ঘাঁটাঘাঁটি করা (কাগজপত্র নাড়া); 5 বাজানো (ঘণ্টা নাড়া); 6 সরানো, স্হানচ্যুত করা, অপসারিত করা (এ ঘর থেকে ওটাকে নাড়া চলবে না); 7 চর্চা করা (শাস্ত্র নাড়া)। [ সং. √ লাড্ (কম্পন, আক্ষেপ) + বাং. আ]। ̃ চাড়া বি. ক্রি. 1 ঘাঁটাঘাঁটি (কাগজপত্র নাড়াচাড়া করা); 2 সঞ্চালন; 3 সরানো, স্হানচ্যুত করা (রোগীকে নাড়াচাড়া করা ঠিক নয়); 4 বারবার বিচার বা ভাবনাচিন্তা (মনে মনে ব্যাপারটা নাড়াচাড়া করে দেখলাম)। ̃ নাড়ি বি. ক্রমাগত স্হান পরিবর্তন করা। ক্রি. সঞ্চালিত বা আন্দোলিত করা, সরানো-নড়ানো। বিণ. উক্ত সব অর্থে। ̃ নো ক্রি. সঞ্চালিত করা; ঘাঁটাঘাঁটি করা; স্হানচ্যুত করা। বি. বিণ. উক্ত সব অর্থে। 4)
নিস্তব্ধ
(p. 475) nistabdha বিণ. 1 সম্পূর্ণ নীরব, নিঃশব্দ; 2 সম্পূর্ণ নিস্পন্দ, সামান্য স্পন্দন বা নড়াচড়াও নেই এমন। [সং. নি + √ স্তন্ভ্ + ত]। বি. ̃ তা। 51)
ফড়-ফড়
(p. 560) phaḍ়-phaḍ় বি. 1 কাপড় ইত্যাদি ছেঁড়ার শব্দ; 2 কাগজ ইত্যাদির মধ্যে কোনোকিছু নড়ার বা চলাফেরা করার শব্দ; 3 বকবক; 4 অতি ব্যস্ততার ভাব। [ধ্বন্যা.]। 21)
ফর-ফর
(p. 560) phara-phara বি. 1 পাতলা জিনিস হাওয়ায় ওড়ার শব্দ (পতাকা ফরফর করে, ঘুড়ি ফরফর করে ওড়ে); 2 ক্ষুদ্র প্রাণীর ক্রমাগত নড়াচড়ার ভাব বা শব্দ (পুঁটিমাছ ফরফর করছে, ফড়িং ফরফর করছে)। [ধ্বন্যা.]। ফর-ফরানি বি. ফরফর করার ভাব। ফর-ফরে বিণ. ফরফর করে এমন; চঞ্চল। তু. ফড়ফড়। 38)
লড়া1
(p. 755) laḍ়ā1 বি. ক্রি. (গ্রা.) নড়া। বিণ. উক্ত অর্থে (লড়া মাছ)। [সং. √ লড্ + বাং. আ]। 19)
সরা2
(p. 818) sarā2 ক্রি. 1 চলা. নড়া ('কহিনু তাহারে সরো': রবীন্দ্র); 2 স্হান পরিবর্তন করা (সংসার থেকে সরে যাওয়া); 3 পথ ছাড়া (সরে দাঁড়াল); 4 নির্গত বা নিঃসৃত হওয়া ('মুখে তার বাক্য নাহি সরে': জল সরা); 5 প্রবেশ করা বা বাইরে যাওয়া, চলাচল করা (বাতাস সরা); 3 (অশি.) মারা যাওয়া, গত হওয়া (বাপ তো সরল); 7 চলে যাওয়া, স্হান ত্যাগ করা (এখন থেকে সরে পড়ো); 8 পালানো (চোরটা সরল); 9 স্বাভাবিকভাবে ক্রিয়াশীল হওয়া (কলম সরা); 1 ইচ্ছুক হওয়া (মন সরছে না); 11 ব্যবহার করা (পুকুরের জল সরা)। বি. উক্ত সব অর্থে। [সং. √ সৃ + বাং. আ]। ̃ নো ক্রি. 1 স্হানান্তরিত করা (সরিয়ে দেওয়া); 2 (ব্যঙ্গে) চুরি করা (বহু টাকা সরিয়েছে)। বি. বিণ. উক্ত উভয় অর্থে। 4)
স্পন্দ, স্পন্দন
(p. 849) spanda, spandana বিণ. 1 নিয়মিত কম্পন বা নড়াচড়া (নাড়ির স্পন্দন, প্রাণস্পন্দন); 2 স্ফুরণ, মৃদু কম্পন (আঁখিপাতার বা আলোকের স্পন্দন)। [সং. √ স্পন্দ্ + অ, অন]। স্পন্দ-মান বিণ. কাঁপছে এমন, কম্পমান ('যে জীবন নিত্য স্পন্দমান': বিষ্ণু)। ̃ রহিত, ̃ শূন্য, ̃ হীন বিণ. স্হির, নিশ্চল, নিস্পন্দ। স্পন্দিত বিণ. স্পন্দনযুক্ত, কম্পিত ('স্পন্দিত করি দিগ্দিগন্ত উঠিল শঙ্খ বাজি': রবীন্দ্র)। স্পন্দা ক্রি. (কাব্যে) স্পন্দিত হওয়া। 32)
স্হবির
(p. 846) shabira বিণ. অত্যন্ত বৃদ্ধ, জরাগ্রস্ত; অথর্ব; নড়াচড়ার ক্ষমতাহীন। বি. অত্যন্ত মান্য ও পরিণত বয়স্ক বৌদ্ধ সন্ন্যাসী, 'থের'। [সং. √ স্হা + ইর]। স্ত্রী. স্হবিরা। বি. ̃ তা, ̃ ত্ব।
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534918
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140463
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730675
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942871
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883580
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838489
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696664
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603082

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us