Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

নিঃসরণ দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

-একলা
(p. 142) -ēkalā বিণ. একা, নিঃসঙ্গ, একক; অসহায়। [সং. একল; তু. হি. অকেলা]। 25)
অগ্ন্যুত্-পাত
(p. 8) agnyut-pāta বি. 1 আগ্নেয়গিরি থেকে অগ্নি নিঃসরণ; 2 আকাশ থেকে অগ্নিবৃষ্টি, উল্কাপাত বা বজ্রপাত। [সং. অগ্নি+উত্পাত়]। 2)
অনন্য
(p. 22) ananya বিণ. 1 অভিন্ন; অদ্বিতীয়, একক; 2 নিঃসঙ্গ। [সং. ন+অন্য]। বিণ. (স্ত্রী.) অনন্যা। ̃ কর্মা (-র্মন্) বিণ. অন্য কর্ম নেই যার; অন্য কাজ মনোযোগ দেয় না এমন; একাগ্র। ̃ গতি বিণ. অন্য গতি বা উপায় নেই এমন, গত্যন্তরহীন। ̃ চিত্ত বিণ. অন্য দিকে মন নেই যার, একাগ্র। ̃ দৃষ্টি বিণ. অন্য দিকে নজর বা দৃষ্টি নেই এমন; স্হিরদৃষ্টি। ̃ বৃত্তি বিণ. অন্য কর্ম বা প্রচেষ্টা নেই এমন। ̃ ব্রত বিণ. অন্য ব্রত বা কর্ম নেই যার। ̃ মনা বিণ. একাগ্রচিত্ত। ̃ শরণ বিণ. অন্য আশ্রয় বা রক্ষক নেই যার। ̃ সহায় বিণ. অন্য সহায় বা অবলম্বন বা আশ্রয় নেই যার। ̃ সাধারণ বিণ. যা সাধারণ নয়; অন্যকিছুর সঙ্গে যার তুলনা চলে না; অসাধারণ (অনন্যসাধারণ প্রতিভা)। 17)
অনপত্য
(p. 22) anapatya বিণ. অপত্য বা সন্তান নেই যার, নিঃসন্তান। [সং. ন+অপত্য]। 21)
অন্তরিত
(p. 32) antarita বিণ. 1 অন্তর্হিত, অদৃশ্য বা দূর হয়েছে এমন (ব্যথা অন্তরিত); 2 আচ্ছন্ন, আবৃত; 3 সরকারি আদেশে কারাগারের বাইরে নির্দিষ্ট কোনো জায়গায় নিঃসঙ্গ অবস্হায় আবদ্ধ, গৃহবন্দি, interned. [সং. অন্তর + ইত]। অন্তরণ বি. অন্তরিত করা, internment. অন্তরিন বিণ. গৃহবন্দি, interned. বি. internee. 39)
অপত্য
(p. 34) apatya বি. যার জন্মের ফলে বংশের পতন হয় না, অর্থাত্ বংশ লোপ পায় না; সন্তান। [সং. ন + √ পত্ + য]। ̃ নির্বিশেষে ক্রি-বিণ. নিজের সন্তানের তুল্য ভেবে, নিজের সন্তানের থেকে পৃথক না ভেবে। ̃ স্নেহ বি. সন্তানের প্রতি স্নেহ-ভালোবাসা। ̃ হীন বিণ. নিঃসন্তান। 93)
অম্লান
(p. 59) amlāna বিণ. 1 স্নান হয়নি বা হয় না এমন; অমলিন (অম্লান কুসুম, অম্লান সৌন্দর্য); 2 প্রফুল্ল; 3 কুন্ঠাহীন, দ্বিধাহীন (অম্লানমুখে মিথ্যা বলা)। [সং. ন + ম্লান]। ̃ .কুসুম বি. যে ফুল মলিন হয় না বা হয়নি। ̃ .বদনে, ̃ .মুখে ক্রি-বিণ. নিঃসংকোচে। 15)
অসংশয়
(p. 67) asaṃśaẏa বিণ. সংশয়হীন, নিঃসন্দেহ, নিশ্চিত। বি. সংশয়ের বা সন্দেহের অভাব। [সং. ন + সংশয়]। অসংশয়ে ত্রি-বিণ. নিঃসন্দেহে, নিশ্চয়। অসংশয়িত বিণ. সংশয়হীন, অসন্দিগ্ধ, নিশ্চিত। 43)
অসঙ্গ
(p. 67) asaṅga বিণ. নিঃসঙ্গ, সঙ্গী নেই এমন। বি. স্ত্রীপুত্র ও বিষয়াদি ত্যাগরূপ বৈরাগ্য, অনাসক্তি; পরব্রহ্ম। [সং. ন + সঙ্গ]। 57)
অসহায়
(p. 70) asahāẏa বিণ. সহায়হীন, সাহায্য করার কেউ নেই এমন; নিঃসঙ্গ, একক। [সং. ন + সহায়]। ̃ তা বি. সহায়হীনতা, সাহায্য করার কেউ নেই এমন অবস্হা; ভরসাহীন অবস্হা; নিঃসঙ্গতা। 42)
আঁট-কুড়2, আঁ-কুড়ে, আঁট-কুড়ো
(p. 79) ān̐ṭa-kuḍ়2, ā-n̐kuḍ়ē, ān̐ṭa-kuḍ়ō বিণ. নিঃসন্তান, সন্তান হয় না এমন। [দেশি]। আঁট-কুড়ি বিণ. (স্ত্রী) সন্তানহীনা, বাঁজা, বন্ধ্যা। 17)
আগ্নেয়
(p. 82) āgnēẏa বিণ. 1 আগুনসম্বন্ধীয়; 2 অগ্নিগর্ভ (আগ্নেয়গিরি); 3 আগুন নিঃসরণ করে এমন (আগ্নেয়াস্ত্র); 4 আগুনের তাপে গলে গিয়ে উত্পন্ন হয়েছে এমন (আগ্নেয় প্রস্তর)। [সং. অগ্নি + এয়]। ̃ .গিরি বি. আগুন, তপ্ত গলিত ধাতু ইত্যাদি নিঃসরণ করে এমন পর্বতবিশেষ, volcano. আগ্নেয়াস্ত্র বি. কামান বন্দুক ইত্যাদি যেসব অস্ত্রে আগুন উত্পন্ন হয়; বজ্র, শতঘ্নী ইত্যাদি পৌরাণিক অস্ত্র। 69)
উদাসীন
(p. 127) udāsīna বিণ. 1 অনাসক্ত, নিরাসক্ত (লাভ-লোকসান সম্পর্কে উদাসীন); 2 বিষয়বাসনা থেকে বিরত হয়ে ধর্মচিন্তায় রত; 3 নিরপেক্ষ, নিঃসম্পর্ক। [সং. উত্ + আসীন] বি. উদাসীনতা। স্ত্রী. উদাসীনা। 9)
উদ্-গার, উদ্গার
(p. 126) ud-gāra, udgāra বি. ঢেকুর; বমি; নিঃসারণ (ধুমোদগার)। [সং. উত্ + √ গৃ + অ]। 14)
উদ্-গিরণ, উদ্গিরণ
(p. 126) ud-giraṇa, udgiraṇa বি. ঢেকুর তোলা; বমি করা; নিঃসারণ, নির্গমন (অগ্নি-উদ্গিরণ)। [সং. উত্ + গৃ + অন]। উদ্-গীরিত, উদ্গীরিত বিণ. বমিত; নিঃসারিত। 15)
একা
(p. 142) ēkā বিণ. একক, নিঃসঙ্গ (একা আমি, একা রাম); কেবল (একা রামে রক্ষা নেই তায় সুগ্রীব দোসর)। [সং. একাকিন্]। 33)
কোষ্ঠ
(p. 210) kōṣṭha বি. 1 প্রকোষ্ঠ, ঘর; 2 গৃহের অভ্যন্তর; 3 শস্যের গোলা; 4 পেটের ভিতরের মলভাণ্ড, মলাশয় (কোষ্ঠ পরিষ্কার হয়নি)। [সং. √ কুষ্ (=নিঃসারণ) + থ]। ̃ কাঠিন্য বি. মলাশয়ের মল ঠিকমতো পরিষ্কার না হওয়া; মলে কাঠিন্যহেতু মলত্যাগে কষ্টবোধ। ̃ বদ্ধ, ̃ বদ্ধতা বি. কোষ্ঠকাঠিন্য, constipation. ̃ শুদ্ধি বি. কোষ্ঠ পরিষ্কার হওয়া; যথোচিত পরিমাণ মল বার হওয়া। 68)
ক্ষর
(p. 217) kṣara বি. 1 ক্ষরণ, নিঃসরণ; 2 নাশ, ধ্বংস। বিণ. 1 ক্ষরিত হয় এমন; 2 নশ্বর; 3 ভঙ্গুর। [সং. √ ক্ষর্ (সঞ্চালনে) + অ]। ̃ ণ বি. নিঃসরণ, ফোঁটায় ফোঁটায় পড়া বা বেরোনো; চুইয়ে পড়া; স্যন্দন, exudation; নাশ। ক্ষরিত বিণ. নিঃসৃত; চুইয়ে পড়েছে এমন। ক্ষরী (-রিন্) বিণ. ক্ষরণশীল; চুইয়ে পড়ে এমন। 24)
গ্রন্হি
(p. 261) granhi বি. 1 গাঁট, গিরা (গ্রন্হি শিথিল হওয়া); 2 দেহের (বিশেষত অস্হির) সন্ধিস্হান ; 3 বাঁশ ইত্যাদির সন্ধি বা গিঁট; 4 দেহাভ্যন্তরস্হ রসনিঃসারক কোষ, gland (পাচকগ্রন্হি, লালাগ্রন্হি)। [সং. √গ্রন্হ্ + ই]। ̃ প্রদাহ বি. অস্হির সন্ধিস্হানের জ্বালা। ̃ বন্ধন বি. গাঁটছড়া। ̃ ল বিণ. বহু গ্রন্হিযুক্ত, গ্রন্হিময়। 47)
ছাঁকন
(p. 303) chān̐kana বি. ছাঁকা, বস্ত্রাদির সাহায্যে তরল পদার্থ নিঃসারণ বা পরিস্রুত করা। [বাং. √ ছাঁক্ + অন]। 9)
দাস্ত
(p. 407) dāsta বি. 1 মলনিঃসরণ, মলত্যাগ; 2 প্রচুর তরল মল নিঃসরণ, উদরাময়, পাতলা পায়খানা। [ফা. দস্ত্]। 6)
নিঃ
(p. 458) niḥ (নির্) অব্য. অভাব (নির্জন, নিশ্চয়তা (নির্ণয়), সম্পূর্ণতা (নিঃশেষ), বহির্গমন (নিশ্বাস) প্রভৃতি ভাবপ্রকাশক উপসর্গবিশেষ। [সং.]। ̃ ক্ষেত্র, ̃ ক্ষত্রিয় বিণ. ক্ষত্রিয়হীন (পরশুরাম পৃথিবীকে নিঃক্ষত্রিয় করার প্রতিজ্ঞা করেছিলেন)। ̃ শক্তি বিণ. শক্তিহীন। ̃ শঙ্ক বিণ. ভয়হীন, নির্ভীক। ̃ শত্রু বিণ. শত্রুহীন। ̃ শব্দ বিণ. শব্দহীন, নীরব। ̃ শরণ বিণ. আশ্রয়হীন, অসহায়। ̃ শর্ত বিণ. শর্তহীন, কড়ারহীন (নিঃশর্ত ক্ষমাপ্রার্থনা), unconditional, ̃ শেষ বিণ. শেষরহিত, সম্পূর্ণ ('পেয়েছ নিঃশেষ অধিকার': রবীন্দ্র)। ̃ শোষিত বিণ. সম্পূর্ণ ফুরিয়েছে এমন (তহবিল নিঃশেষিত, অর্থ নিঃশেষিত)। ̃ শোক বিণ. শোকহীন, শোক নেই যার। ̃ শ্বসন বি. নিশ্বাস-প্রশ্বাস; শ্বাস ত্যাগ ও গ্রহণ। ̃ শ্বাস বি. 1 শ্বাসবায়ু, নাক বা ফুসফুস থেকে নির্গত বায়ু; 2 নিশ্বাস-প্রশ্বাস; 3 দম, শ্বাসগ্রহণ কাল (এক নিশ্বাস)। ̃ শ্মশ্রু বিণ. দাড়ি নেই এমন, শ্মশ্রুহীন। ̃ শ্রেয়ন বি. 1 মোক্ষ বা মুক্তি; 2 মঙ্গল, কল্যাণ; 3 পরমজ্ঞান, ব্রহ্মজ্ঞান। ̃ সংকোচ বিণ. কুণ্ঠাহীন। বি. কুণ্ঠাহীনতা। ̃ সংজ্ঞ বিণ. সংজ্ঞাহীন, অচেতন। ̃ সংশয়, ̃ সন্দেহ বিণ. সন্দেহহীন, নিশ্চিত। বি. ̃ সংশয়তা। ̃ সঙ্গ বিণ. 1 সঙ্গহীন, সঙ্গীহীন (নিঃসঙ্গ জীবন); 2 একাকী; 3 সম্পর্কহীন; 4 নিরাসক্ত। বি. ̃ সঙ্গতা। ̃ সত্ত্ব বিণ. 1 অসার; 2 দুর্বল; 3 ধৈর্যহীন; 4 প্রাণহীন, 5 প্রাণিহীন। ̃ সন্তান বিণ. সন্তানহীন। ̃ সন্দিগ্ধ বিণ. অসংশয়িত, সন্দেহহীন, নিশ্চিত। ̃ সন্দেহ-নিঃসংশয় দ্র। ̃ সম্পর্ক বিণ. সম্পর্কহীন, সম্বন্ধহীন। ̃ সম্বল বিণ. সম্বলহীন, বিত্তহীন, অসহায়। ̃ সরণ বি. নির্গমন, বার হওয়া, ক্ষরণ। ̃ সহায় বিণ. অসহায়, অনাথ। ̃ সাড় বিণ. 1 সাড়াহীন; 2 অসাড়, অবশ। ̃ সারক বিণ. নিঃসারণকারী, বাইরে বার করে দিচ্ছে এমন। ̃ সারণ বি. বহিষ্করণ, নির্গতকরণ, বার করে দেওয়া; নির্বাসন। ̃ সারিত বিণ. বার করা হয়েছে এমন। ̃ সীম বিণ. সীমাহীন, অসীম (নিঃসীম আকাশ, নিঃসীম লোভ)। ̃ সৃত বিণ. নির্গত, বহির্গত (নিঃসৃত রস)। ̃ স্পৃহ বিণ. বাসনাহীন, নিরাসক্ত। বি. ̃ স্পৃহতা। ̃ স্ব বিণ. যার নিজের কিছু নেই এমন; সম্বলহীন; অতি দরিদ্র। ̃ স্বত্ব বিণ. স্বত্বহীন, অধিকারহীন, দাবিহীন। ̃ স্বর বিণ. স্বরহীন; স্বর ফোটে না এমন, নীরব। ̃ স্বার্থ বিণ. স্বার্থবোধহীন, স্বার্থহীন। ̃ স্যন্দিত বিণ. পরিস্রুত; নিঃসৃত, ক্ষরিত। ̃ স্রব, ̃ স্রাব বি. ক্ষরণ, তরল বস্তুর নির্গমণ। ̃ স্রোত বিণ. স্রোতহীন। ̃ স্রোতা বিণ. স্রোতহীন (নিঃস্রোতা নদী)। 16)
নিরপত্য
(p. 461) nirapatya বিণ. নিঃসন্তান। [সং. নির্ + অপত্য]। 137)
নিরালম্ব
(p. 467) nirālamba বিণ. আশ্রয়হীন, অবলম্বনহীন, নিঃসহায়। [সং. নির্ + আলম্ব]। 33)
নিরুপায়
(p. 468) nirupāẏa বিণ. 1 উপায়হীন; 2 প্রতিকারের ক্ষমতাহীন (তোমাকে সাহায্য করতে পারছি না, আমি নিরুপায়); 3 নাচার; 4 নিঃসহায়। [সং. নির্ + উপায়]। 30)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534966
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140503
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730730
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942937
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883594
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838496
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696682
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603089

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us