Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

নির্বাচন)। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

আনুষ্ঠানিক
(p. 95) ānuṣṭhānika বিণ. 1 অনুষ্ঠানসম্বন্ধীয়; শাস্ত্রীয় রীতিসম্মত; 2 বিহিত অনুষ্ঠান অনুযায়ী (আনুষ্ঠানিক নির্বাচন)। [সং. অনুষ্ঠান + ইক]। 13)
ইলেক-শন
(p. 116) ilēka-śana বি. ভোট; ভোট দেবার অধিকারী জনগণ কর্তৃক প্রতিনিধি বা সদস্য নির্বাচন। [ইং. election]। 18)
উদ্বর্তন1
(p. 128) udbartana1 বি. 1 উন্নতি; 2 জীবনসংগ্রামে বা প্রাকৃতিক নির্বাচনে টিকে থাকা, survival (যোগ্যতমের উদ্বর্তন); 3 সর্বাঙ্গীণ উন্নতি বা প্রসার, development. [সং. উত্ + √ বৃত্ + অন]। 11)
চুনা৩
(p. 290) cunā3 ক্রি. বেছে নেওয়া, নির্বাচন করা (চুনে চুনে জমিয়েছে)। বি. বাছাই; নির্বাচন। [হি. চুন্না]। চুনন বি. নির্বাচন; বাছাই। 88)
নির্বাচক
(p. 468) nirbācaka বিণ. বি. নির্বাচনকারী; নির্বাচনে যোগ দিতে বা ভোট দিতে অধিকারী ব্যক্তি; elector, voter (স. প.)। [সং. নির্ + √ বচ্ + ণিচ্ + অক]। ̃ মণ্ডল, ̃ মণ্ডলী বি. নির্বাচনকারী ব্যক্তিবর্গ; নির্বাচনকেন্দ্রের ভোটাধিকারপ্রাপ্ত জনসমষ্টি, constituency (স. প.)। 87)
নির্বাচন
(p. 468) nirbācana বি. 1 (অনেকের মধ্য থেকে) বেছে নেওয়া; 2 স্হিরীকরণ, নির্ধারণ (সভাপতিনির্বাচন, স্হাননির্বাচন); 3 ভোটার বা নির্বাচকমণ্ডলীর দ্বারা মনোনয়ন, election. [সং. নির্ + √ বাচি (√ বচ্ + ণিচ্) + অন]। ̃ কেন্দ্র, ̃ ক্ষেত্র বি. যে এলাকা থেকে কোনো প্রতিনিধি নির্বাচিত হয়, constituency (স. প.)। নির্বাচিত বিণ. যাকে নির্বাচন করা হয়েছে, elected. নির্বাচনী বিণ. নির্বাচনসম্বন্ধীয় (নির্বাচনী বক্তৃতা)। নির্বাচ্য বিণ. 1 নির্বাচনের যোগ্য; 2 বলার যোগ্য; 3 ব্যাখ্যা করা উচিত এমন। 88)
পছন্দ
(p. 484) pachanda বিণ. 1 মনঃপূত, মনের মতন (এ কাজ আমার পছন্ত হয়নি); 2 মনোনীত (তাকে আমরাই পছন্দ করেছি)। বি. 1 মনোনয়ন, নির্বাচন; 2 রুচি (পছন্দমতো জিনিস)। [ফা. পসন্দ্]। ̃ মতো, ̃ মাফিক, ̃ সই বিণ. মনের মতো। 19)
পতি
(p. 488) pati বি. স্বামী, ভর্তা (পতিপুত্র, ভগিনীপতি); 2 কর্তা, প্রভু, অধীশ্বর (ভূপতি, পৃথিবীপতি); 3 পালক, রক্ষক; 4 পরিচালক, নেতা (দলপতি); 5 সর্বাধ্যক্ষ, প্রধান ব্যক্তি (রাষ্ট্রপতি, সভাপতি)। [সং. √ পা (=পালন করা) + অতি]। পতিং-বরা বিণ. বি. স্বয়ংবরা, নিজেই নিজের পতি নির্বাচনকারিণী। ̃ ঘাতিনী বিণ. (স্ত্রী.) স্বামীর হত্যাকারিণী, স্বামীহন্ত্রী। ̃ ত্ব বি. পতির পদ বা কাজ (পতিত্বে বরণ করা)। ̃ দেবতা বি. পতিরূপ দেবতা। ̃ পরায়ণা বিণ. (স্ত্রী.) পতির প্রতি একান্ত অনুরক্তা। ̃ প্রাণা বিণ. (স্ত্রী.) স্বামীকে নিজের প্রাণস্বরূপ জ্ঞানকারিণী; পতিব্রতা। ̃ বত্নী বিণ. (স্ত্রী.) সভর্তৃকা, সধবা। ̃ ব্রতা বিণ. (স্ত্রী.) পতিসেবাকে পুণ্য ব্রতরূপে গ্রহণকারিণী, সাধ্বী। ̃ মতী বিণ. 1 পতি আছে এমন, সধবা; 2 প্রভুযুক্তা (পতিমতী পৃথ্বী)। ̃ সেবা বি. স্ত্রীকর্তৃক পতির পরিচর্যা। ̃ হীনা বিণ. (স্ত্রী.) স্বামীহীনা; বিধবা। 14)
প্রাকৃতিক
(p. 552) prākṛtika বিণ. 1 নৈসর্গিক, প্রকৃতিবিষয়ক (প্রাকৃতিক দুর্যোগ, প্রাকৃতিক সৌন্দর্য); 2 জড়পদার্থসম্বন্ধীয় (প্রাকৃতিক বিজ্ঞান)। [সং. প্রকৃতি + ইক]। প্রাকৃতিক নির্বাচন প্রাকৃতিক জগতের যে নিয়মে জীবনসংগ্রামে যোগ্যতম প্রাণীরাই টিকে থাকে, Natural Selection. 61)
বরণ2
(p. 580) baraṇa2 বি. 1 সাদরে গ্রহণ নিয়োগ বা অভ্যর্থনা (গুরুবরণ, বধূচরণ, বর্ষাবরণ, সভাপতি পদে বরণ); 2 পূজার জন্য দেবতাকে বা কন্যাদানকালে জামাতাকে অভ্যর্থনা (জামাইবরণ); 3 স্বেচ্ছায় স্বীকার (মৃত্যুবরণ, কারাবরণ); 4 প্রার্থনা; 5 নির্বাচন, মনোনয়ন; 6 বরণ করবার কাপড়। [সং. √ বৃ + অন]। ̃ কর্তা বিণ. বরণকারী, যে বরণ করে। ̃ ডালা বি. বরণের উপকরণ রাখার ডালা। ̃ মালা বি. যে-মালা দিয়ে পতিত্বে বরণ করা হয়। বরণাঙ্গুরী বি. হিন্দুদের বিবাহের সময় যে অঙ্গুরী বা আংটি দিয়ে জামাতাকে বরণ করা হয়। বরণীয় বিণ. বরণযোগ্য, সম্মাননীয় (বরণীয় অতিথি); পূজনীয়, গ্রহণীয়; প্রার্থনীয়। স্ত্রী. বরণীয়া। 42)
বাছ, বাছন, বাছনি1
(p. 591) bācha, bāchana, bāchani1 বি. 1 নির্বাচন, বাছাই; 2 মনোনয়ন, পছন্দকরণ; 3 অপকৃষ্ট অংশ থেকে পৃথক্করণ। [বাছা2 দ্র]। বাছ-পড়া বিণ. বেছে নেওয়ার সময় অগ্রাহ্য বলে বর্জিত। 98)
বাছা2
(p. 591) bāchā2 ক্রি. বি. 1 নির্বাচন করা, মনোনয়ন করা, পছন্দ করা (শাড়ি বেছে নেওয়া, লোক বেছে নাও); 2 গুণদোষ নির্ণয় করা (ভালো-মন্দ বেছে কী হবে?); 3 আবর্জনামুক্ত করা (চাল বাছা); 4 বর্জ্য জিনিস বাদ দেওয়া (মাছের কাঁটা বেছে খাওয়া); 5 খুঁজে বার করে বাদ দেওয়া (উকুন বাছা); 6 বাছানো। বিণ. নির্বাচিত; আবর্জনামুক্ত, পরিষ্কৃত (বাছা চাল)। [বাং. √ বাছ্ + আ]। ̃ ই বি. নির্বাচন; আবর্জনামুক্ত করা। বিণ. নির্বাচিত; পছন্দসই; সেরা। ̃ নো ক্রি. বি. অন্যের দ্বারা নির্বাচন ও মনোনয়ন; আবর্জনামুক্ত করানো। ̃ বাছা বিণ. বিশেষভাবে নির্বাচিত, সেরা (বাছা-বাছা বই)। ̃ বাছি বি. বাছাই, বেছে নেওয়া; অনেকগুলির ভিতর থেকে মনের মতো জিনিস বেছে নেওয়া। 102)
ভোট2
(p. 670) bhōṭa2 বি. 1 নির্বাচন; 2 নির্বাচিত করার জন্য মতদান। [ইং. vote]। ̃ .কেন্দ্র বি. ভোট দেবার স্হান। ̃ .প্রার্থী (-র্থিন্) বিণ. বি. যে ভোট চায়, যে নির্বাচিত হবার জন্য নির্বাচকের ভোট চায়। ভোটাধি-কার বি. কোনো প্রতিনিধিকে ভোট দেবার নাগরিক অধিকার। ভোটা-ভুটি বি. ভোট দেওয়া ও তত্সংক্রান্ত ব্যাপার। ভোটার বি. কাউকে নির্বাচিত করার জন্য যে ভোট দেয়, নির্বাচক, ভোটাদাতা। 83)
মনো-নয়ন
(p. 676) manō-naẏana বি. 1 পছন্দ করা, নির্বাচন (পুত্রের জন্য পাত্রী মনোনয়ন করা); 2 ভোট ছাড়াই প্রতিনিধি নির্বাচন, nomination [সং. মনস্ + √ নী + অন]। 142)
রিটার্নিং অফিসার
(p. 743) riṭārni ṃaphisāra বি. নির্বাচনে নির্দিষ্ট এলাকার আধিকারিকবিশেষ। [ইং. returning officer]। 47)
স্বয়ং
(p. 853) sbaẏa (-য়ম্) অব্য. আপনি, নিজে। [সং. সু + √ ই বা √ অয়্ + অম্]। ̃ কৃত, (বিরল) স্বয়ঙ্কৃত বিণ. নিজ দ্বারা কৃত, স্বকৃত। ̃ প্রকাশ বিণ. (পরের সাহায্য ব্যতীত) নিজে নিজেই প্রকাশিত, নিজ শক্তিবলে প্রকাশিত। ̃ প্রধান বিণ. পরের দ্বারা প্রাধান্যদানের অপেক্ষা না রেখেই নিজেকে প্রধান বলে জাহির করে এমন। ̃ প্রভ বিণ. স্বীয় জ্যোতিতে দীপ্তিশীল। স্ত্রী. ̃ প্রভা। ̃ বর, (অশু.) স্বয়ম্বর বি. আমন্ত্রিত ব্যক্তিবর্গের মধ্য থেকে স্বয়ং কন্যা কর্তৃক পতিনির্বাচন (স্বয়ংবর-সভা)। ̃ বরা, (অশু.) স্বয়ম্বরা বিণ. বি. (স্ত্রী.) যে কন্যা নিজেই পতি নির্বাচন করে। ̃ সিদ্ধ বিণ. গুরু বা অন্য কারও শিক্ষা ব্যতিরেকে কেবল স্বীয় চেষ্টাদ্বারাই সিদ্ধিলাভকারী; স্বতঃসিদ্ধ। 7)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2614718
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2227924
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1839842
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1098897
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 916357
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 856851
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 719470
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 649145

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us