Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

নিষ্পত্তি। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অনিষ্পত্তি
(p. 25) aniṣpatti বি. নিষ্পত্তি বা মীমাংসার অভাব। [সং. ন + নিষ্পত্তি]। অনিষ্পন্ন বিণ. অমীমাংসিত; অনির্ধারিত। 61)
এসপার-ওসপার
(p. 149) ēsapāra-ōsapāra অব্য. বি. যা হয় একটা চরম নিষ্পত্তি; হয় ভালো নয় মন্দ কিছু একটা, হেস্তনেস্ত (আর দেরি ভালো লাগে না, একটা এসপার-ওসপার হয়ে গেলে বাঁচি; এবারে একটা এসপার-ওসপার করে তবে ছাড়ব)। [হি. ইস্পার-উস্পার]। 29)
কিনারা
(p. 190) kinārā বি. 1 তীর, কূল (নদীর কিনারা); 2 সীমা, প্রান্ত, পার্শ্ব (পথের কিনারা); 3 উপায়, বন্দোবস্ত (সমস্যার কিনারা করা); 4 প্রতিকার (বিপদের কিনারা); 5 সত্য উদ্ঘাটন (চুরির কিনারা করা); 6 উদ্ধার, অনুসন্ধান, খোঁজ (হারানো টাকার কিনারা করা); 7 নিষ্পত্তি, মীমাংসা, সমাধান (মামলার কিনারা করা)। [ফা. কিনারা]। 12)
চুক্তি
(p. 290) cukti বি. 1 শর্ত, কড়ার (সেও টাকা পাবে এই চুক্তি করে নিল); 2 দুই বা ততোধিক পক্ষের মধ্যে স্বীকৃত ব্যবস্হা (শান্তি চুক্তি); 3 নিষ্পত্তি, মিটমাট (ঝগড়ার চুক্তি হয়েছে); 4 সমাধা, অবসান (কাজ চুক্তির পর)। [হি. চুকৌতা]। ̃ নামা বি. শর্ত বা কড়ারের দলিল। ̃ বদ্ধ বিণ. চুক্তির দ্বারা নিয়ন্ত্রিত; চুক্তির অন্তর্ভুক্ত। 71)
টাই-ব্রেকার
(p. 343) ṭāi-brēkāra বি. ফুটবল হকি প্রভৃতি খেলায় জয়পরাজয়ের নিষ্পত্তির জন্য পেনালটির স্হান থেকে উভয় পক্ষের পরপর গোল করা। [ইং. tie-breaker]। 2)
তয়
(p. 367) taẏa বি. 1 নিষ্পত্তি; 2 সমাপ্তি; 3 ভাঁজ, পাট (কাপড়গুলো তয় করে রাখো)। [ফা. তহ্]। 81)
দর2
(p. 399) dara2 বি. 1 মূল্য, দাম; 2 মূল্যের হার, নিরিখ; 3 মান, মর্যাদা (উঁচুদরের শিল্পী)। [তু. হি. দর্]। ̃ কষা-কষি বি. দাম নিয়ে ক্রেতা ও বিক্রেতার মধ্যে জোঝজুঝি, দরাদরি। ̃ দস্তুর, ̃ দাম বি. জিনিসের দাম ও কেনাবেচার নিষ্পত্তি। 9)
নথি
(p. 444) nathi বি. 1 সুতো দিয়ে গাঁথা কাগজের তাড়া; 2 কোনো বিষয়সংক্রান্ত কাগজপত্র, file (স. প.); 3 প্রামাণিক কাগজপত্র। [হি. নথ্থী]। ̃ পত্র বি. কাগজপত্র; দলিলদস্তাবেজ। ̃ ভুক্ত, ̃ সামিল বিণ. প্রামাণিক কাগজপত্ররূপে গৃহীত; প্রামাণিক কাগজপত্রের মধ্যে রক্ষিত ও অন্তর্ভুক্ত। ̃ নিবন্ধ বি. নথির তালিকাপুস্তক, file register. নথি-নিষ্পত্তিপত্রী বি. নথির কাজ শেষ হওয়ার কথা যাতে লেখা থাকে, file disposal slip (স. প.)। ̃ প্রাপক বি. নথির কাগজের অনুসন্ধানকারী, record-finder (স. প.)। ̃ রক্ষক বি. record-keeper (স. প.)। 52)
নির্বাহ
(p. 468) nirbāha বি. 1 সম্পাদন, নিষ্পাদন (কার্যনির্বাহ); 2 চালানো (সংসারনির্বাহ, ব্যয়নির্বাহ); 3 নিষ্পত্তি, সমাপ্তি। [সং. নির্ + √ বহ্ + অ]। ̃ ক, নির্বাহী বিণ. নির্বাহকারী; কর্মসম্পাদক (নির্বাহী বাস্তুকার, executive engineer)। নির্বাহিত বিণ. নির্বাহ করা অর্থাত্ সম্পাদন বা সম্পন্ন করা হয়েছে এমন। 98)
নির্বৃত্ত1
(p. 468) nirbṛtta1 বিণ. 1 সম্পাদিত, নিষ্পন্ন; 2 সুসম্পন্ন; 3 উত্পন্ন। [সং. নির্ + √ বৃত্ + ত]। নির্বৃত্তি বি. সম্পাদন, নিষ্পত্তি; উত্পাদন। 117)
নিষ্পত্তি
(p. 475) niṣpatti বি. 1 মীমাংসা (সমস্যার নিষ্পত্তি); 2 সিদ্ধি, সমাপ্তি (কার্যনিষ্পত্তি); 3 প্রয়োগ (বাঙ্নিষ্পত্তি); 4 (বাং.) মিটমাট, সমাধান (মোকদ্দমার নিষ্পত্তি)। [সং. নির্ + √ পদ্ + তি]। 24)
নিষ্পাদক
(p. 475) niṣpādaka বিণ. নিষ্পত্তিকারক; নির্বাহ বা সম্পাদন করে এমন (কার্যনিষ্পাদক)। [সং. নির্ + √ পদ্ + ণিচ্ + অক]। 27)
নিষ্পাদন
(p. 475) niṣpādana বি. সম্পাদন; 2 নিষ্পত্তি, নির্বাহ (কার্যনিষ্পাদনের জন্য)। [সং. নির্ + √ পদ্ + ণিচ্ + অন]। নিষ্পাদনীয়, নিষ্পাদ্য বিণ. নিষ্পাদনের বা সম্পাদনের যোগ্য। নিষ্পাদিত বিণ. নিষ্পাদন করা হয়েছে এমন। 28)
ফয়-সালা
(p. 560) phaẏa-sālā বি. মামলামোকদ্দমা বা জটিল সমস্যার নিষ্পত্তি, মীমাংসা। [আ. ফয়স্লাহ্]। 35)
বাঙ্-নিষ্পত্তি
(p. 591) bāṅ-niṣpatti বি. বাক্য উচ্চারণ, কথা বলা (কোনো বাঙ্নিষ্পত্তি না করে সে চলে গেল)। [সং. বাচ্ + নিষ্পত্তি]। 80)
বিচার
(p. 610) bicāra বি. 1 ভেবেচিন্তে দেখা, বিবেচনা (ব্যাপারটা তোমার বিচারের উপরই ছেড়ে দিলাম); 2 যুক্তি প্রয়োগের দ্বারা স্বরূপনির্ণয়; 3 সিদ্ধান্তে উপনীত হওয়া, মীমাংসা, নিষ্পত্তি; 4 সত্য-মিথ্যা, হার-জিত, ন্যায়অন্যায় প্রভৃতি নিরূপণ; 5 রায় (আদালতের বিচার); 6 শুচিতার বাতিক, অতিরিক্ত বাছ (এঁটোর বিচার)। [সং. বি + √ চর্ + অ]। ̃ ক, ̃ কর্তা (-র্তৃ), ̃ পতি বি. যিনি বিচার করেন; জজ। ̃ ক্ষম বিণ. সুবিচার করতে সমর্থ। ̃ ণ, ̃ ণা বি. 1 বিচারকার্য; 2 বিবেচনা। ̃ ণীয়, বিচার্য বিণ. যুক্তির দ্বারা নিরুপণীয়; নির্ণয় বা বিচার করতে হবে এমন, বিবেচ্য (বিচার্য বিষয়)। ̃ ফল বি. বিচারকের রায় বা সিদ্ধান্ত। ̃ বিবেচনা বি. বিশেষভাবে চিন্তা ও বিচার। ̃ বিহীন, ̃ শূন্য বিণ. 1 ন্যায়বিচার-রহিত; 2 অবিবেচক। ̃ বুদ্ধি বি. যুক্তির দ্বারা ভালো-মন্দ, ন্যায়-অন্যায় বা কর্তব্য-অকর্তব্য নিরূপণের ক্ষমতা; বিবেচনা করার ক্ষমতা। ̃ ব্যবস্হা বি. আদালতের মাধ্যমে বিচারের পদ্ধতি ও নিয়মকানুন। ̃ সাপেক্ষ বিণ. কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের পূর্বে বিচার করে দেখার প্রয়োজন আছে এমন; বিচারবিবেচনার যোগ্য। বিচারা ক্রি. (কাব্যে) বিচার বা বিবেচনা করা ('বিচারিল মনে')। বিচারাধীন বিণ. বিচারবিবেচনা করা হচ্ছে বা হবে এমন; বিচার্য। বিচারালয় বি. যেখানে বিচার করা হয়, আদালত, ধর্মাধিকরণ। বিচারিত বিণ. বিচার করা হয়েছে এমন, মীমাংসিত; বিবেচিত। বিচারী (-রিন্) বিণ. বিচারকারী। বিচার্য বিণ. বিচার করতে হবে বা করা উচিত এমন; বিবেচনীয়। 16)
বুঝা, বোঝা
(p. 633) bujhā, bōjhā ক্রি. বি. 1 বোধ করা, উপলব্ধি করা, জানা (অর্থ বোঝা, কথার মানে বুঝল না); 2 পরীক্ষা করে জানা, বিচার করে জানা (হিসাব বুঝে নাও); 3 বিচার বিবেচনা করা (বুঝে জবাব দাও); 4 টের পাওয়া, অনুভব করা (বুঝতে পারছি সে রেগেছে, বুঝতে পারছি পেট খারাপ হবে)। বিণ. উক্ত সব অর্থে। [প্রাকৃ. √ বুজ্ঝ + আ]। ̃ নো ক্রি. বি. 1 বোধ দেওয়া, উপলব্ধি করানো, শেখানো (পড়া বুঝানো); 2 উপদেশ দেওয়া বা যুক্তি দেখানো (বুঝিয়ে রাজি করানো); 3 সান্ত্বনা দেওয়া (মনকে বোঝাও)। বোঝা-পড়া বি. কথাবার্তার দ্বারা নিষ্পত্তি বা মীমাংসা; সমঝোতা। বোঝা-বুঝি বি. পরস্পর বা পরস্পরকে বোঝা (ভুল বোঝাবুঝি)। 14)
মামলা
(p. 700) māmalā বি. 1 কোনো বিষয় নিষ্পত্তির জন্য আদালতে অভিযোগ ও তার বিচার, মোকদ্দমা; 2 ব্যাপার, বিষয় (সে তো মাত্র দুঘণ্টার মামলা)। [আ. মুআম্লা]। 6)
মিট
(p. 704) miṭa বি. 1 মিল; 2 নিষ্পত্তি। [মিটা দ্র]। ̃. মাট বি. আপোশনিষ্পত্তি, রফা, মীমাংসা (ঝগড়ার মিটমাট)। 27)
মীমাংসা
(p. 707) mīmāṃsā বি. 1 বিরোধ সমস্যা প্রভৃতি সমাধান (ঝগড়ার মীমাংসা হয়নি); 2 জটিলতা সংশয় সন্দেহ অনৈক্য প্রভৃতি দূরীকরণ; 3 নিষ্পত্তি, সিদ্ধান্ত, মিটমাট; 4 জৈমিনি-মুনি প্রণীত দর্শনশাস্ত্র, যা পূর্বমীমাংসা নামে পরিচিত। [সং. √ মান্ + সন্ + অ + আ]। মীমাংসক বিণ. মীমাংসাকারী। বি. মীমাংসাদর্শনে পণ্ডিত। মীমাংসিত বিণ. মীমাংসা করা বা নিষ্পত্তি বা সমাধান করা হয়েছে এমন, বিচারপূর্বক নির্ণীত। 21)
মোকা-বিলা
(p. 717) mōkā-bilā বি. 1 সামনাসামনি বোঝাপড়া বা নিষ্পত্তি (পরিস্হিতির মোকাবিলা); 2 পরস্পরের শক্তিপরীক্ষার ফয়সালা (শত্রুর মোকাবিলা করা); 3 মুখোমুখি হয়ে প্রতিরোধ (শত্রুর মোকাবিলা করা)।[আ. মুকাব্লা]। 34)
রফা
(p. 733) raphā বি. 1 নিষ্পত্তি, মিটমাট, আপোশ, মীমাংসা (বিবাদের রফা); 2 বিনাশ, শেষ (দফারফা)। [আ. রফ্আ]। ̃ .নামা বি. আপোশ-মীমাংসার শর্তসংবলিত লিপি। 63)
রাজি2
(p. 741) rāji2 বিণ. সম্মত, স্বীকৃত। [আ. রাজী]। ̃ .নামা বি.মোকদ্দমার নিষ্পত্তি করতে রাজি উভয়পক্ষের আদালতে সম্মতিসূচক দরখাস্ত, সম্মতিপত্র।
শেষ
(p. 784) śēṣa বি. 1 সর্পরাজ অনন্ত, বাসুকি (শেষনাগ); 2 বলরাম; 3 অবসান, সমাপ্তি, অন্ত (দুঃখের শেষ নেই); 4 সীমা (পথের শেষ); 5 ধ্বংস, বিনাশ; 6 পশ্চাত্, সর্বনিম্ন স্হান (শেষের দিকে); 7 অবশেষ (কাজের শেষ রাখতে নেই); 8 নিষ্পত্তি (এ বিবাদের শেষ নেই)। বিণ. 1 অন্তিম, অন্তকালীন (শেষ দশা); 2 সমাপ্ত, সাঙ্গ (কাজ শেষ করা, দিন শেষ হল); 3 বিনষ্ট (সম্পত্তি শেষ করা); 4 অবশিষ্ট (শেষ কাজটুকু); 5 চরম (শেষ সতর্কবাণী); 6 যার পরে আর নেই (শেষ কথা); 7 সর্বনিম্ন (শেষ স্হান)। [সং. √ শিষ্ + অ]। শেষ করা ক্রি. বি. 1 সমাপ্ত করা; 2 ধ্বংস করা, বিনষ্ট বা বিকল করা (ঘ়ড়িটাকে শেষ করলে)। ̃ কালে ক্রি-বিণ. শেষে; শেষপর্যন্ত। ̃ কৃত্য বি. মৃতের অন্ত্যেষ্টি। ̃ তম বিণ. সর্বশেষ, শেষের। [সং. শেষ + ওতমচ্]। ̃ যাত্রা বি. মৃতদেহ নিয়ে সমাধিস্হানের দিকে যাত্রা। ̃ রাত্রি বি. রাত্রির অন্তিম প্রহর বা শেষ ভাগ। ̃ শয়ন বি. 1 (অনন্তনাগের উপর) বিষ্ণুর শয়ন; 2 বিষ্ণু। শেষমেশ ক্রি-বিণ. শেষে; সবকিছুর পরে (শেষমেশ ঝামেলা কীভাবে মিটল?)। শেষান্ন বি. উচ্ছিষ্ট, ভুক্তাবশিষ্ট। শেষাশেষি ক্রি-বিণ. প্রায় শেষ হয়ে আসছে এমন সময়ে, শেষের দিকে। শেষোক্ত বিণ. সবার শেষে বা পরে উক্ত বা উল্লিখিত। 30)
সন্ধি
(p. 805) sandhi বি. 1 মিলন; 2 বিবদমান পক্ষসমূহের মধ্যে ঐক্যস্হাপন বা শান্তিস্হাপন, রাজনৈতিক চুক্তি (ভার্সাইয়ের সন্ধি); 3 মিলনস্হান বা জোড় (সন্ধিমুখ); 4 শরীরের অঙ্গ-প্রত্যঙ্গের মিলনস্হান বা গ্রন্হিমুখ (ঊরুসন্ধি); 5 মিলনকাল (যুগসন্ধি, বয়ঃসন্ধি); 6 দিনরাত্রি বা দুই তিথি ইত্যাদির মিলনকাল (সন্ধিক্ষণ, সন্ধিপূজা); 7 খোঁজ, সন্ধান, রহস্য ('নারীর মায়ার সন্ধি': কৃত্তি); 8 কৌশল ('কহিয়া দিব যত আছে সন্ধি' : ক. ক.); 9 সুড়ঙ্গ, সিঁদ (সন্ধিপথ); 1 (ব্যাক.) সন্নিহিত দুই ধ্বনির মিলন (স্বরসন্ধি)। [সং. সম্ + √ ধা + ই]। ̃ কাল, ̃ ক্ষণ বি. সংযোগকাল, এক কালের অবসান ও অন্য কালের আরম্ভের সময় (ঋতু-পরিবর্তনের সন্ধিকালে, নবযুগের সন্ধিক্ষণ)। ̃ পত্র বি. বিবাদের রফা-নিষ্পত্তির পরে বিবাদী পক্ষদ্বয়ের পরস্পরকে প্রদত্ত প্রতিশ্রুতি-পত্র, treaty. ̃ পূজা বি. মহাষ্টমীর অবসান হয়ে মহানবমীর সঞ্চার হচ্ছে ঠিক এমন সময়ে দুর্গাপূজা। ̃ বদ্ধ বিণ. রাজনৈতিক সন্ধি বা চুক্তির দ্বারা আবদ্ধ। ̃ বাত বি. গেঁটে বাত। ̃ বিগ্রহ বি. রাজনৈতিক সন্ধি ও যুদ্ধ। ̃ ভঙ্গ বি. রাজনৈতিক চুক্তিবিরোধী কাজ। 12)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2535030
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140555
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730821
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 943027
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883619
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838501
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696705
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603097

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us