Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

নথি এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  নথি এর বাংলা অর্থ হলো -

(p. 444) nathi বি. 1 সুতো দিয়ে গাঁথা কাগজের তাড়া; 2 কোনো বিষয়সংক্রান্ত কাগজপত্র, file (স. প.); 3 প্রামাণিক কাগজপত্র।
[হি. নথ্থী]।
পত্র
বি. কাগজপত্র; দলিলদস্তাবেজ।
ভুক্ত,সামিল
বিণ. প্রামাণিক কাগজপত্ররূপে গৃহীত; প্রামাণিক কাগজপত্রের মধ্যে রক্ষিতঅন্তর্ভুক্ত।
নিবন্ধ
বি. নথির তালিকাপুস্তক, file register. নথি-নিষ্পত্তিপত্রী বি. নথির কাজ শেষ হওয়ার কথা যাতে লেখা থাকে, file disposal slip (স. প.)।
প্রাপক
বি. নথির কাগজের অনুসন্ধানকারী, record-finder (স. প.)।
রক্ষক
বি. record-keeper (স. প.)।
52)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


নীরজ2, (বর্জি.) নীরজাঃ
(p. 475) nīraja2, (barji.) nīrajāḥ (-জস্) বিণ. 1 ধূলিরহিত; 2 রজোগুণরহিত; 3 ফুলের পরাগহীন; 4 রজস্বলা নয় এমন। [সং. নির্ + রজস্]। 88)
নেয়ার
(p. 480) nēẏāra বি. খাট ছাওয়ার জন্য বা মশারির কিনারে লাগাবার জন্য চওড়া ফিতে। [ফা. নবার হি. নিবার]। 7)
নাজুক
(p. 452) nājuka বিণ. 1 আঘাত সহ্য করতে পারে না এমন (নাজুক শরীর); 2 সহজেই বিগড়ে যেতে পারে এমন। [ফা. নাজুক]। 53)
নিরশ্রু
(p. 467) niraśru বিণ. অশ্রুহীন, চোখের জল পড়ে না বা নেই এমন ('নিরশ্রু ক্রন্দনে প্রাণের পরম শিরা ছিঁড়ে যায়': সু. দ.)। [সং. নির্ + অশ্রু]। 8)
নৈষধ
(p. 480) naiṣadha বিণ. নিষধ দেশসম্বন্ধীয়। বি. নিষধ দেশের রাজা নল। [সং. নিষধ + অ]। নৈষধীয় বিণ. নিষধরাজ নলসম্বন্ধীয়। 40)
নামঞ্জুর
নি৩
নবোদয়
(p. 447) nabōdaẏa বি. সদ্য উদয়; নতুন আবির্ভাব বা প্রকাশ। [সং. নব + উদয়]। 22)
নিহিত
নাদা2
(p. 454) nādā2 ক্রি. (পশুর) মলত্যাগ করা। [নাদ2 দ্র]। 18)
নিদিধ্যাস, নিদিধ্যাসন
(p. 461) nididhyāsa, nididhyāsana বি. 1 শ্রুত অর্থের মনন ও একতান মনে ধ্যান; 2 একান্ত মনে বা নিবিষ্টমনে দেহজ্ঞানরহিত হয়ে চিন্তা; 3 নিরন্তর অনুধ্যান বা বিচার। [সং. নি + √ ধ্যৈ + সন্ + অ, অন]। 24)
নন্দী
নেকার, ন্যাকার
(p. 479) nēkāra, nyākāra বি. বমি, বমন (ন্যাকার ঠেলে আসছে, ন্যাকার হচ্ছে)। [সং. ন্যক্কার]। 15)
নির্মোক
(p. 468) nirmōka বি. 1 সাপের খোলস; 2 বর্ম, সাঁজোয়া; 3 খোলস, আবরণ ('ছিন্ন ভিন্ন শান্তির নির্মোক': বিষ্ণু)। [সং. নির্ + √ মুঢ়্ +অ]। 149)
নাছ
(p. 452) nācha বিণ. পিছন দিকের, খিড়কির (নাছদুয়ার)। [হি. নহ্জ্]। 46)
নির্জলা1
(p. 468) nirjalā1 দ্র নির্জল। 52)
ন্যায়
(p. 481) nyāẏa বি. 1 যুক্তি, নীতি, সুবিচার, সততা (ন্যায়সম্মত, ন্যায়বিচার, ন্যায়নিষ্ঠ); 2 তর্কশাস্ত্র, গৌতমপ্রণীত দর্শনশাস্ত্র; 3 যুক্তির দৃষ্টান্ত (কাকতালীয় ন্যায়, অন্ধহস্তিদর্শন ন্যায়)। (বাং.) অব্য. তুল্য, সদৃশ, মতো (পিতার ন্যায় পূজনীয়, বালকের ন্যায় আচরণ)। [সং. নি + √ ই + অ]। ̃ কর্তা (-র্তৃ) বিচারক; ন্যায়শাস্ত্রপ্রণেতা। ̃ ত, ̃ তঃ (-তস্) অব্য. ক্রি-বিণ. ধর্মত, সুবিচার অনুসারে। ̃ নিষ্ঠ, ̃ পর, ̃ পরায়ণ, ̃ বান (-বত্) বিণ. ন্যায় বা বিধি মেনে চলে এমন; ধার্মিক। ̃ নিষ্ঠা, ̃ পরতা, ̃ পরায়ণতা, ̃ বত্তা বি. ন্যায় বা বিধি মেনে চলা, ন্যায়ের প্রতি শ্রদ্ধা। ̃ পথ, ̃ মার্গ বি. সত্য বা ধর্মসংগত পথ। ̃ বুদ্ধি বি. বিচারবুদ্ধি; বিবেক। ̃ শাস্ত্র বি. তর্কশাস্ত্র। ̃ সংগত, ̃ সম্মত বিণ. যুক্তিযুক্ত, ন্যায্য। ন্যায়াধীশ বি. বিচারপতি। ন্যায়াধি-করণ, ন্যায়ালয় বি. বিচারালয়, আদালত। ন্যায়িক বিণ. বিচারসংক্রান্ত, judicial (স. প.)। 37)
নিকরুণ
নরান্তক
(p. 447) narāntaka বি. যম। বিণ. নরঘাতী (নরান্তক ব্যাধি)। [সং. নর2 + অন্তক]। 72)
নব1
(p. 447) naba1 বিণ. 1 নতুন, নবীন (নব বধূ, নব বস্ত্র, নব কলেবর, নববর্ষ); 2 সদ্যোজাত (নবজাতক, নব কিশলয়); 3 টাটকা, তাজা, তরুণ (নবাঙ্কুর, নব জলধর)। [সং. √ নু + অ]। ̃ কার্তিক বি. 1 শিশু কার্তিকেয়; 2 শিশু কার্তিকের মতো সুন্দর ব্যক্তি; 3 (ব্যঙ্গে) খুব কালো এবং কুত্সিত লোক। ̃ গঠিত বিণ. সদ্য তৈরি হয়েছে এমন। ̃ জল-ধর-শ্যাম বি. নতুন মেঘের মতো কৃষ্ণাভ বা নীল বর্ণ। ̃ জাত বিণ. সদ্যপ্রসূত, সদ্য জন্ম হয়েছে বা উত্পন্ন হয়েছে এমন (নবজাত শিশু)। ̃ জাতক বি. সদ্যোজাত শিশু ('নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার': সুকান্ত)। ̃ জীবন বি. নতুন জীবন; পুনর্জন্ম; (আল.) দুরবস্হার পরবর্তী উন্নত বা সুখের অবস্হা। ̃ দম্পতি বি. সদ্যবিবাহিত স্বামী-স্ত্রী। ̃ পল্লব বি. নতুন পাতা, সদ্য যে পাতা গজিয়েছে। ̃ বিধান বি. 1 নতুন নিয়ম বা ব্যবস্হা; 2 কেশবচন্দ্র সেন-প্রবর্তিত ব্রাহ্ম ধর্মসম্প্রদায়ের শাখাবিশেষ। ̃ মল্লিকা, ̃ মালিকা বি. মালতীজাতীয় ফুলবিশেষ বা তার গাছ। ̃ যুগ বি. নতুন যুগ বা কাল। ̃ যুবক বি. যার যৌবন সদ্য আরম্ভ হয়েছে। স্ত্রী. ̃ যুবতী। ̃ যৌবন বি. যে যৌবন সদ্য আরম্ভ হয়েছে, প্রথম যৌবন, অচিরপ্রবৃত্ত যৌবন। বিণ. বি. স্ত্রী. ̃ যৌবনা। 2)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2614692
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2227888
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1839793
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1098867
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 916350
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 856840
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 719456
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 649139

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us