Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

নীতি]। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

-জ্ঞ
(p. 331) -jña (সমাসের পরপদে) বিণ. বিজ্ঞ; জানে এমন (বেদজ্ঞ, শাস্ত্রজ্ঞ, রাজনীতিজ্ঞ)। [সং. √ জ্ঞা + অ]। 7)
অক্ষ
(p. 4) akṣa বি. 1 খেলবার পাশা, পাশা খেলার ঘুঁটি (অক্ষক্রীড়া); 2 পদ্মবীজ; রুদ্রাক্ষ বীজ; 3 তুঁতে; ধুনা; 4 ইন্দ্রিয় (প্রত্যক্ষ, পরোক্ষ); 5 আত্মা; 6 জ্ঞান; 7 জন্মান্ধ ব্যক্তি; 8 সাপ; 9 গরুড়; 1 রাবনের জনৈক পুত্র; 11 (বাণি.) এক ভরি; 12 (বৈদ্য.) দুই তোলা; 13 (ভূগো.) মেরুকেন্দ্র রেখা, axis (বি.প.); 14 রবি মার্গ থেকে কোনো গ্রহের কৌণিক ব্যবধান বা দূরত্বের পরিমাণ, latitude; 15 গ্রহগণের পরিভ্রমণপথ, axis; 16 প্রাণীদেহের প্রধান অস্হি, axis; 17 (জ্যোতি.) রাশিচক্রের অবয়ব; 18 আইন বা রাজনীতি; 19 রথ; 2 রথাদির চাকা বা চাকার মধ্যস্হ দণ্ড বা ঈশ, axle. [সং. √ অক্ষ্+অ]। ̃ ক বি. 1 কণ্ঠাস্হি, কণ্ঠা, calvicle, collar-bone (বি.প.); 2 যে পাশা খেলে। ̃ কর্ণ বি. সমকোণী ত্রিভুজের সমকোণের সম্মুখীন বাহু, hypotenuse (বি.প.)। ̃ কুশল, ̃ কোবিদ বিণ. পাশাখেলায় পটু বা পণ্ডিত। ̃ ক্রীড়া বি. পাশাখেলা। ̃ জ বিণ. ইন্দ্রিয়জাত। বি. 1 বজ্র; 2 হীরক। ̃ দণ্ড বি. পৃথিবীর মধ্যদেশভেদী ও উভয় মেরু স্পর্শকারী কাল্পনিক সরলরেখা; মেরুদণ্ড, axis., ̃ ধুরা (-ধুর্) বি. চাকার অগ্রভাগ, axis, pole of cart, ̃ ধুর্ত বিণ. জুয়াড়ি, পাশা খেলায় দক্ষ, প্রতারক। ̃ পাটি বি. পাশা। ̃ বতী বি. পাশা খেলা। ̃ বাট বি. পাশা খেলার স্হান। ̃ বিচলন বি. চন্দ্রাকর্ষণের ফলে পৃথিবীর মেরুদণ্ডের দ্বারা সৌর অয়নবৃত্তের উপর গঠিত কোণের সাময়িক অথচ নিয়মিত পরিবর্তন, nutation (বি.প.)। ̃ .বিদ, ̃ .বিত্, ̃ বেত্তা বিণ. পাশা খেলায় দক্ষ। ̃ বৃত্ত, ̃ রেখা বি. নিরক্ষবৃত্তের সমান্তরালে ক্রমশ দশ দশ অংশ অন্তর কল্পিত ক্ষুদ্রতর বৃত্ত, parallel of latitude, ̃ মদ বি. পাশা খেলার নেশা। ̃ মালা বি. 1 রুদ্রাক্ষমালা, জপমালা; 2 (সপ্তর্ষিমণ্ডলের দ্বারা মালার ন্যায় পরিবেষ্টিতা) বশিষ্ঠপত্নী অরুন্ধতী। ̃ শক্তি বি. দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারশাসিত জার্মানি, মুসোলিনিশাসিত ইতালি এবং তোজো-মন্ত্রিত্বাধীন জাপানের নেতৃত্বে বিভিন্ন রাষ্ট্রের মিলিত শক্তি, The Axis, ̃ সমান্তরাল-অক্ষবৃত্ত-র অনুরূপ। ̃ মূত্র বি. জপমালা। 25)
অনু-সৃত
(p. 32) anu-sṛta বিণ. অনুসরণ বা অবলম্বন করা হয়েছে এমন (অনুসৃত নীতি)। [সং. অনু + √ সৃ + ত]। অনু-সৃতি বি. অনুসরণ। 8)
অনৈতিক
(p. 32) anaitika বিণ. নীতিসংগত নয় এমন; নীতিসম্পর্কিত নয় এমন। [সং. ন + নৈতিক়]। বি. ̃ তা। 25)
অনয়
(p. 23) anaẏa বি. 1 দুর্ভাগ্য; 2 অন্যায়; 3 দুর্দশা। [সং. ন(অ)+নয় (=নীতি)। 22)
অপ-চার
(p. 34) apa-cāra বি. 1 অনুচিত আচরণ, অসদাচরণ; 2 দুর্নীতিমূলক কাজ বা আচরণ, corruption; 3 কুপথ্যভোজন; 4 কুপথ্যভোজনের জন্য অজীর্ণ বা বদহজম। [সং. অপ + √ চর্ + অ]। ̃ নিরোধ বি. দুর্নীতিদমন, anti-corruption. 78)
অবিহিত
(p. 49) abihita বিণ. অবৈধ; অশাস্ত্রীয়, শাস্ত্রসম্মত নয় বা নীতিসম্মত নয় এমন; অন্যায্য; অনুচিত, অকর্তব্য। [সং. ন + বিহিত]। ̃ কাল বি. খারাপ সময়, দুঃসময়; অপ্রশস্ত সময়। 31)
অবৈধ
(p. 50) abaidha বিণ. বিধিসম্মত নয় এমন; নীতিবিরুদ্ধ; বেআইনি। [সং. ন + বৈধ]। বি. ̃ তা। অবৈধ পর্ণয় বি. নিষিদ্ধ প্রেম; পরকীয়া প্রেম। 14)
অর্থ1
(p. 62) artha1 বি. 1 ধন, সম্পত্তি, সম্পদ; ঐশ্বর্য; 2 প্রয়োজন, উদ্দেশ্য, হেতু (স্বার্থ, জ্ঞান লাভার্থ, পরার্থে জীবন); 3 পার্থিব সৌভাগ্য (ধর্ম-অর্থ-কাম-মোক্ষ); 4 প্রার্থনা বা প্রার্থনার বিষয়; 5 কাম্য বস্তু (পুরুষার্থ); 5 রাজনীতি (অর্থশাস্ত্র); 7 কল্যান, মঙ্গল (অনর্থ বাধিয়ে দেবে)। [সং. √ অর্থ + অ, √ ঋ + থ]। ̃ .করী বিণ. (স্ত্রী.) অর্থ উপার্জনের পক্ষে সহায়ক (অর্থকরী বিদ্যা)। ̃ .কষ্ট, ̃ কৃচ্ছ্র বি. টাকাপয়সার অভাবের জন্য কষ্ট, টাকাপয়সার টানাটানি। ̃ .কামী (-মিন) বিন. টাকাপয়সা পেতে চায় এমন। ̃ .গৃধ্নু বি. টাকার লোভ আছে এমন। ̃ .চিন্তা বি. পয়সাকড়ির জন্য ভাবনা। ̃ .চেষ্টা বি. টাকাপয়সা রোজগারের চেষ্টা। ̃ .দণ্ড বি. জরিমানা; (আল.) অকারণ টাকাপয়সা খরচ (একগাদা অর্থদণ্ড হল)। ̃ .নাশ বি. টাকাপয়সার অপব্যয়; ধনক্ষয়। ̃ .নীতি বি. ধনবিজ্ঞান, economics. ̃ .নৈতিক বিণ. ধনবিজ্ঞানবিষয়ক (আর্থনীতিক-এর অসংগত কিন্তু প্রচলিত রূপভেদ)। ̃ .পিশাচ বিণ. বি. অর্থ উপার্জনের জন্য ন্যায়-অন্যায় বা উচিত-অনুচিত বিচার করে না এমন (ব্যক্তি)। ̃ .প্রাপ্তি বি. ধনলাভ। ̃ .বান, ̃ বান্ বিণ. ধনবান. ধনী; প্রচুর টাকাপয়সা আছে এমন। ̃ .বিদ্যা বি. ধনবিজ্ঞান; অর্থের উত্পত্তি, বন্টন ও প্রসরণবিষয়ক বিদ্যা, economic ̃ .বিনিয়োগ বি. (ব্যবসায়ে) টাকা খাটানো। ̃ .ব্যয় বি. টাকা খরচ। ̃ .ভাগ্য বি. ধনলাভের সৌভাগ্য। ̃ .লিপ্সা বি. টাকাপয়সার অত্যধিক লোভ। ̃ .লিপ্সু বিণ. অত্যাধিক টাকার লোভ আছে এমন। ̃ .শালী (-লিন) বিণ. ধনী। ̃ শাস্ত্র বি. ধনবিজ্ঞান; রাজনীতিশাস্ত্র। ̃ .শূন্য বিণ. অর্থহীন, টাকাপয়সা একেবারে নেই এমন। ̃ .সংগ্রহ, ̃ .সংস্হান বি. টাকাপয়সার জোগাড়। ̃ .সংকট, ̃ .সঙ্কট বি. টাকার সমস্যা। ̃ .সমস্যা বি. টাকার ভাবনা এবং সেইজন্য গুরুতর অবস্হা। ̃ .হানি বি. টাকাপয়সার অপব্যয় বা অত্যাধিক ব্যয়; ধনক্ষয়। ̃ .হীন বিণ. ধনহীন; দরিদ্র। অর্থাগম বি. ধনপ্রাপ্তি। অর্থোপার্জন বি. টাকাপয়সা আয়। 7)
অসামাজিক
(p. 70) asāmājika বিণ. 1 সমাজের অন্তর্ভুক্ত নয় এমন, সমাজবহির্ভূত; 2 সমাজবিরোধী, সমাজের রীতিনীতির বিপরীত, anti-social (অসামাজিক ক্রিয়াকলাপ); 3 অমিশুক, unsociable; 4 অসভ্য; অভদ্র। [বাং. অ + সামাজিক]। 60)
অহিংস
(p. 75) ahiṃsa বিণ. 1 হিংসাশূন্য, হিংসা নেই এমন; 2 অন্যকে আঘাত দিতে চায় না এমন (সম্রাট অশোকের অহিংস নীতি)। [সং. ন + হিংসা]। অহিংস অসহযোগ (রাজ.) বলপ্রয়োগহীন অসহযোগ আন্দোলন, non-violent non-cooperation. 26)
আগ্রাসন
(p. 82) āgrāsana বি. বৈদেশিক রাজ্য বা দেশকে গ্রাস বা আক্রমণ করার প্রবৃত্তি, aggression. [সং. আ + √ গ্রস্ + ণিচ্ + অন]। আগ্রাসী (-সিন্) বিণ. অন্যের রাজ্য বা অধিকার গ্রাস করতে চায় এমন প্রবৃত্তিযুক্ত (আগ্রাসী নীতি, আগ্রাসী মনোভাব)। 71)
আচার2
(p. 85) ācāra2 বি. 1 অনুষ্ঠান, পালন; 2 প্রচলিত ব্যবহার, চালচলন; সংস্কার, রীতিনীতি (দেশাচার); 3 শাস্ত্রীয় আচরণ ও নিয়মাদি (আচারসর্বস্ব ধর্ম); 4 সাধনরীতি (বামাচার)। [সং. আ + √ চর্ + অ]। ̃ .নিষ্ঠা বি. আচার মেনে চলা। বিণ. ̃ .নিষ্ঠ। ̃ .বান, ̃ .বান্ বিণ. শাস্ত্রীয় নিয়মাদি পালন করে এমন; শাস্ত্রীয় নিয়মের প্রতি শ্রদ্ধাশীল। স্ত্রী. ̃ .বতী। ̃ .বিচার বি. শাস্ত্রীয় বা প্রথাগত নিয়ম পালন। ̃ .ভ্রষ্ট বিণ. শাস্ত্রীয় আচার থেকে বিচ্যুত, শাস্ত্রীয় আচার লঙ্ঘনকারী। আচারী (-রিন্) বিণ. নিষ্ঠাবান, শাস্ত্রীয় নিয়মাদি যথাবিধি পালন করে এমন। আচরণীয় দ্র আচরণ। 9)
আছ্
(p. 85) āch আছি, আছ, আছে প্রভৃতি) ক্রি. থাকা, হওয়া, বিদ্যমান বা উপস্হিত থাকা; উচিত বা সংগত হওয়া (অমন কথা বলতে আছে?)। [সং. √ অস্; ইন্দো- ইয়োরোপীয় এস্ + স্কো + তি (সুনীতি)]। 18)
আদব
(p. 89) ādaba বি. শিষ্টাচার, ভদ্রতা। [আ. আদব্]। ̃ কায়দা বি. ভদ্রতার রীতিনীতি, ভদ্রসমাজের রীতিনীতি। ̃ কায়দা.দুরস্ত, ̃কায়দা.দোরস্ত বিণ. ভদ্রতার রীতিসম্মত। 50)
আবর্ত
(p. 98) ābarta বি. 1 ঘূর্ণন; আলোড়ন (রাজনীতির আবর্ত); 2 পরিক্রমণ; 3 ঘূর্ণিজল; 4 ঘূর্ণিপাক; 5 আবর্তন। বিণ. ঘূর্ণায়মান ('কে রোধিবে সেই আবর্ত গতিকে')। [সং. আ + √বৃত + অ]। 23)
আর্থনীতিক
(p. 104) ārthanītika বিণ. অর্থনীতিসম্বন্ধীয় (আর্থনীতিক পরিকল্পনা)। [সং. অর্থনীতি + ইক]। 41)
উদার
(p. 127) udāra বিণ. 1 মহত্, উচ্চ, প্রশস্ত (উদারহৃদয়, উদার আকাশ); 2 দানশীল, বদান্য; 3 করুণাপূর্ণ; 4 সংকীর্ণতাশূন্য (উদার প্রকৃতি, উদার নীতি)। [সং. উত্ + আ + √ ঋ + অ]। বি. ̃ তা। ̃ চরিত্র বিণ. চরিত্রে উদারতা আছে এমন। ̃ চিত্ত বিণ. অন্তর উদারতার পূর্ণ এমন; উন্নতমনা; বদান্য; সংকীর্ণতামুক্ত। ̃ চেতা-উদারচিত্ত -র অনুরূপ। ̃ নীতি বি. সংকীর্ণতামুক্ত নীতি, liberal policy. বিণ. ̃ নীতিক, ̃ নৈতিক। ̃ পন্হী বিণ. বি. উদারনীতি অনুসরণ করে এমন; উদারনৈতিক। ̃ মতি, ̃ মনা-উদারচিত্ত ও উদারচেতা -র অনুরূপ। ̃ স্বভাব বিণ. উদারমনা; উদারচিত্ত। ̃ হৃদয় বিণ. যার হৃদয় উদারতার ভরা। 5)
উন্নীত
(p. 130) unnīta বিণ. উত্তোলিত, ঊর্ধ্বে নীতি; উন্নতিপ্রাপ্ত হয়েছে এমন (উচ্চতর শ্রেণীতে উন্নীত)। [সং. উত্ + নীত]। 6)
উপ-দেশ
(p. 132) upa-dēśa বি. 1 পরামর্শ, মন্ত্রণা; কনিষ্ঠের প্রতি জ্যেষ্ঠের পরামর্শ; 2 কর্তব্য সম্বন্ধে নির্দেশ; অনুশাসন; 3 শিক্ষা। [সং. উপ + √ দিশ্ + অ]। ̃ ক বিণ. উপদেষ্টা, উপদেশদানকারী। উপ-দেশাত্মক বিণ. উপদেশ বা নীতিশিক্ষা দেয় এমন; উপদেশমূলক। উপ-দেশ্য, ̃ ণীয়, উপ-দেষ্টব্য বিণ. উপদেশ দেওয়ার যোগ্য। উপ-দেষ্টা (-ষ্টৃ) বিণ. বি. উপদেশক, শিক্ষক, গুরু; মন্ত্রণাদাতা। 10)
কুনীতি
(p. 196) kunīti বি. 1 দুর্নীতি, অসদাচরণ; 2 ভুল বা অনুচিত নীতি। [সং. কু + নীতি]। 23)
কূট
(p. 202) kūṭa বিণ. 1 কুটিল (কূটবুদ্ধি); 2 জটিল, দুর্বোধ্য (কূটপ্রশ্ন); 3 মিথ্যা, কপট (কূচসাক্ষী); 4 অসরল, শঠ (কূটচরিত্র); 5 (প্রধানত রাষ্ট্রীয় ব্যাপারে) কৌশলপূর্ণ (কূটনীতি)। বি. 1 দুর্বোধ্য ও অস্পষ্ট উক্তি বা শ্লোক (ব্যাসকূট); 2 পর্বতশৃঙ্গ (চিত্রকূট); 3 শীর্ষ (প্রাসাদকূট); 4 স্তূপ (অন্নকূট); 5 মৃগাদি পশুকে বাঁধার যন্ত্র, ফাঁদ, জাল (কূটবদ্ধ, কূটযন্ত্র); 6 (আল.) আপাতবিরোধী উক্তি, বিরোধাভাস, paradox (বি.প.)। [সং. √ কূট্ + অ]। ̃ কচাল বি. 1 ঘোরপ্যাঁচ; 2 বাধাবিঘ্ন; 3 চুলচেরা তর্ক। ̃ কচালে বিণ. 1 জটিল, দুর্বোধ্য; 2 বিঘ্নময়; 3 ঘোরপ্যাঁচযুক্ত (কূটকচালে লোক); কূটিল, কলহপ্রিয়। ̃ কর্ম বি. জালিয়াতি, জোচ্চুরি। ̃ কৌশল বি. ফন্দি, কারসাজি। 20)
কূট-নীতি
(p. 202) kūṭa-nīti বি. কুটিল নীতি; 2 কপটতা (কূটনীতির দ্বারা ক্ষমতা অর্জন করলেন); 3 (প্রধানত এক রাষ্ট্রের সঙ্গে অন্য রাষ্ট্রের) কৌশলপূর্ণ রাজনীতি, diplomacy. [সং. কূট + নীতি]। কূট-নীতিক, কূট-নৈতিক বিণ. কূটনীতিসম্পর্কিত (কূটনৈতিক সম্পর্ক, কূটনৈতিক আদান-প্রদান)। 23)
কোঙ্কণি
(p. 209) kōṅkaṇi বি. ভারতের দক্ষিণ-পশ্চিমের কোঙ্কণ উপকূলের অধিবাসী। বিণ. কোঙ্কণ উপকূলসম্বন্ধীয় (কোঙ্কণি রীতিনীতি)। [সং. কোঙ্কণ + বাং. ই]। 21)
কোয়ালিশন
(p. 210) kōẏāliśana বি. বিণ. বিভিন্ন মত বা নীতির দল বা সংঘ বা শক্তির কোনো উদ্দেশ্যে সংঘটিত ঐক্য। [ইং. coalition]। কোয়ালিশন সরকার বি. যে সরকারে একাধিক রাজনৈতিক দল মিলিত হয়, ফ্রণ্ট। 32)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2535215
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140682
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730991
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 943173
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883669
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838541
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696753
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603118

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us