Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

নৌকার দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অঘাট
(p. 8) aghāṭa বি. নদী খাল প্রভৃতির তীরের যে অংশ নৌকা ইত্যাদি থেকে নামার পক্ষে অনুপযুক্ত; আঘাটা; অস্হান। [সং. ন (অপ্রশস্ত অর্থে)+বাং. ঘাট]। 19)
অরিত্র
(p. 61) aritra বি. নৌকার হাল বা দাঁড়। [সং. √ ঋ + ইত্র]। 11)
কর্ণ৪
(p. 167) karṇa4 বি. নৌকার হাল; অরিত্র। [সং. √ কৃ + ন]। ̃ ধার বি. 1 মাঝি, কাণ্ডারি; 2 (গৌণ অর্থে) কর্তা, পরিচালক। 55)
কাণ্ডার2
(p. 181) kāṇḍāra2 বি. 1 নৌকার হাল; 2 (বিরল) কাণ্ডারি, মাঝি। [সং. কর্ণধার প্রাকৃ. কণ্ঢার]। কাণ্ডারি বি. যে নৌকার হাল ধরে গতি নিয়ন্ত্রণ করে; মাঝি। 44)
কিস্তি1
(p. 191) kisti1 বি. বড় মালবাহী নৌকা; জাহাজ। [ফা.কিশ্তী]। 17)
কুত, কুদ
(p. 196) kuta, kuda বি. নৌকা, ইত্যাদিতে বাহিত মালপত্রের উপর শুল্ক, toll. [হি. কুত্]। ̃ ঘাট বি. নৌকার মালের উপর শুল্ক আদায়ের ঘাট। 4)
ক্ষপণী
(p. 217) kṣapaṇī বি. ক্ষেপণী, নৌকার দাঁড়। [সং. √ ক্ষপ্ + অন + ঈ]। 18)
ক্ষেপ
(p. 217) kṣēpa বি. 1 নিক্ষেপ. ছোড়া (শরক্ষেপ); 2 বিন্যাস (পদক্ষেপ); 3 চালনা (ভ্রূক্ষেপ, হস্তক্ষেপ); 4 যাপন, অতিবাহন (কালক্ষেপ); 5 লঙ্ঘন। [সং. √ ক্ষিপ্ + অ]। ̃ ক বিণ. নিক্ষেপকারী। বি. গ্রন্হের মধ্যে প্রক্ষিপ্তপাঠ। ̃ ণ বি. 1 নিক্ষেপ (পারমাণবিক অস্ত্রক্ষেপণ); 2 অতিবাহন, যাপন (সময়ক্ষেপণ); 3 ফেলে দেওয়া। ̃ ণি, ̃ ণী বি. নৌকার দাঁড়; খেপলা জাল। ̃ ণিক বি. দাঁড় চালনাকারী দাঁড়ি। ̃ ণীয় বিণ. ক্ষেপণযোগ্য। বি. ক্ষেপণ করার অস্ত্র। 59)
খুঁটি
(p. 230) khun̐ṭi বি. 1 কাঠের বা বাঁশের থাম (খুঁটি পুঁতে রেখেছে); 2 বড় গোঁজ বা কীলক (গোরুর খুঁটি) ; 3 সীমানা নির্দেশের জন্য পোঁতা গোঁজ বা থাম; 4 (আল.) মুরুব্বি, পৃষ্ঠপোষক (খুঁটির জোরে চাকরি)। [সং. কূট? ক্ষোড? প্রা. বাং. খুণ্টি]। খুঁটি গাড়া ক্রি. বি. 1 তীরের খুঁটিতে নৌকা বাঁধা; 2 (আল.) স্হায়ী হয়ে বসা, পাকাপাকিভাবে বসা (সাধুবাবা বটতলায় খুঁটি গেড়ে বসেছেন)। 16)
খেয়া
(p. 232) khēẏā বি. 1 নদী পারাপারের নৌকা (শেষ খেয়া চলে গেছে); 2 নৌকা বা অন্য জলযানের দ্বারা নদী বা খাল পারাপার (খেয়ার ঘাটে নৌকা বাঁধা আছে)। [সং. ক্ষেপ]। খেয়া দেওয়া ক্রি. বি. নৌকায় পারাপার করানো। ̃ ঘাট বি. নদীর যে জায়গা থেকে নৌকায় চড়ে নদী পারপার করা হয়। ̃ নৌকা, ̃ তরী বি. নদী পারাপারের নৌকা। ̃ মাঝি বি. যে মাঝি নৌকায় করে নদী পারাপার করায়। খেয়ার কড়ি বি. নদী পারাপারের পয়সা, খেয়ার ভাড়া, পারানি। 36)
খোল2
(p. 234) khōla2 বি. 1 আবরণ (শামুকের খোল); 2 ওয়াড় (বালিশের খোল) ; 3 চর্মাবৃত বাদ্যযন্ত্রবিশেষ, মৃদঙ্গ; 4 গর্ত, গহ্বর, কোটর (নৌকার খোল) ; 5 বস্ত্রাদির জমি (এই শাড়ির খোলটা খুব মিহি); 6 গাছের ছালবিশেষ (সুপুরির খোল) ; 7 আধার. তুম্ব (হুঁকার খোল); 8 কানের ময়লা, কর্ণমল (কানের খোল)। [সং. খলি]। 32)
গদাই-লশকরি
(p. 240) gadāi-laśakari বিণ. 1 গাধাবোট অর্থাত্ ভারী নৌকার লশকর বা খালাশির মতো অলসগতি বা ধীরগতিসম্পন্ন; 2 কুঁড়ে (গদাইলশকারি চাল)। [বাং. গদা (গাধা) + ই + ফা. লশকর + ই]। 3)
গরুত্
(p. 243) garut বি. 1 পালক, পাখনা; 2 নৌকার পাল। [সং. √গৃ + উত্]। 3)
গলুই
(p. 244) galui বি. নৌকার সামনের বা পিছনের সরু অংশ, নৌকোর যে অংশ ক্রমশ সরু হয়ে এসেছে (মাঝি গলুইয়ের উপর বসে দাঁড় টানছে)। [দেশি]। 14)
গহনার নৌকা, গয়নার নৌকো
(p. 244) gahanāra naukā, gaẏanāra naukō বি. বহু যাত্রী নিয়ে চলাচলকারী বড় নৌকাবিশেষ। [দেশি]। 22)
গাধা
(p. 246) gādhā বি. 1 গর্দভ; 2 (আল.) বোকা লোক। [সং. গর্দভ]। স্ত্রী. গাধি। গাধার খাটূনি বি. যে কাজে বা যে পরিশ্রমে রসকষ নেই, বুদ্ধিবত্ত প্রয়োজন হয় না। ̃ বোট বি. গাধার মতো মন্হরগতি ভারবাহী নৌকা বা পোত। ̃ মি বি. মূর্খতা, বোকামি। 53)
গাবা1
(p. 246) gābā1 ক্রি. 1 কলঙ্কযুক্ত করা বা হওয়া; 2 নৌকায় গাবের কষ লাগানো। [বাং. গাব + আ]। ̃ নো1 ক্রি. গাবা। বি. বিণ. উক্ত অর্থে। 64)
গুড়া
(p. 250) guḍ়ā বি. নৌকার দুপাশের তক্তা; নৌকার দুপাশের বসবার তক্তা। [দেশি]। 61)
গুণ
(p. 250) guṇa বি. 1 ধর্ম, প্রকৃতি (দ্রব্যগুণ); 2 সদ্গুণ (গুণমুগ্ধ); 3 উপকার, সুফল (শিক্ষার গুণ); 4 ফলদায়ক শক্তি (ওষুধের গুণ) ; 5 দক্ষতা, যোগ্যতা (হাতের গুণ); 6 (বিজ্ঞা.) পদার্থের স্বাভাবিক ধর্ম; 7 (দর্শ.) প্রকৃতির ত্রিবিধ ধর্ম অর্থাত্ সত্ত্ব, রজঃ, তমঃ; 8 জাদু. তুকতাক, বশীকরণ (ওঝা গুণ জানে, আমার ছেলেটাকে সে গুণ করেছে); 9 (অল.) রচনার উত্কর্ষসাধক ত্রিবিধ ধর্ম অর্থাত্ প্রসাদ, ওজঃ, মাধুর্য; 1 (গণি.) পূরণ, গুণন (5 কে 2 দিয়ে গুণ করা); 11 বার, গুণিত (পাঁচ গুণ, বহুগুণ বেশি); 12 ধনুকের জ্যা বা ছিলা (ধনুর্গুণ); 13 দড়ি, সুতো ('গাঁথে বিদ্যা গুণে': ভা.চ.) ; 14 নৌকা টেনে নিয়ে যাওয়ার দড়ি; 15 (ব্যাক.) নির্দিষ্ট ক্রম অনুসারে ই এ, উ ও ইত্যাদি স্বরধ্বনির পরিবর্তন। [সং. √গুণ্ + অ]। গুণ করা ক্রি. বি. 1 জাদু দিয়ে বশ করা; 2 পূরণ করা। গুণ টানা ক্রি. বি. দড়ি তার ইত্যাদি বেঁধে নৌকা টেনে নিয়ে যাওয়া। গুণে ঘাট নেই 1 কোনো বিষয়েই হীন নয়; সর্বগুণে গুণান্বিত; 2 (বিদ্রুপে) সর্বপ্রকার দোষযুক্ত। ̃ ক বি. যে রাশির দ্বারা গুণ করা হয়। বিণ. গুণকারক। ̃ কীর্তন বি. যশোগান, গুণের প্রচার। ̃ গরিমা, ̃ গৌরব বি. সদ্গুণাবলির মহিমা। ̃ গ্রহণ বি. পরের গুণ উপলব্ধি করা ও তার মর্যাদা দেওয়া। ̃ গ্রাম বি. গুণাবলি। ̃ গ্রাহী (-হিন্) বিণ. অন্যের গুণের সমাদর করে এমন। স্ত্রী. ̃ গ্রাহিণী বি. ̃ গ্রাহিতা। ̃ চট বি. শণের সুতো দিয়ে তৈরি চট বা থলি। ̃ জ্ঞ বিণ. গুণগ্রাহী। ̃ ধর বিণ. 1 গুণবান; 2 (ব্যঙ্গে) হীনচরিত্র, মন্দ কাজ করে এমন (গুণধর ছেলে)। ̃ ধাম, ̃ নিধি বি. গুণী ব্যক্তি। ̃ ন বি. (গণি.) গুণ করা, পূরণ, multiplication. ̃ নীয়, গুণ্য বিণ. গুণ করতে হবে এমন। বি. ওইরূপ রাশি, multiplicand. ̃ নীয়ক বি. যে রাশির দ্বারা অন্য নির্দিষ্ট রাশিকে ভাগ করলে ভাগশেষ থাকে না, factor. ̃ পনা বি. নৈপুণ্য, দক্ষতা। ̃ ফল বি. (গণি.) গুণনের দ্বারা উত্পন্ন রাশি, product. ̃ বত্তা বি. গুণশালিতা; গুণের অস্তিত্ব। ̃ বাচক বিণ. গুণপ্রকাশক। ̃ বাদ বি. গুণবর্ণন। ̃ বান (-বত্) বিণ. গুণযুক্ত, গুণী। স্ত্রী. ̃ বতী। ̃ বৃক্ষ বি. নৌকার মাস্তুল, যাতে গুণ বাঁধা হয়। ̃ বৈষম্য বি. গুণের অসামঞ্জস্য। ̃ মণি বি. বিশিষ্ট গুণী ব্যক্তি। ̃ ময় বিণ. গুণসম্পন্ন। স্ত্রী. ̃ ময়ী। ̃ মুগ্ধ বিণ. গুণের দ্বারা আকৃষ্ট। স্ত্রী. ̃ মুগ্ধা। ̃ শালী (-লিন্) বণ. গুণসম্পন্ন। স্ত্রী. ̃ শালিনী। বি. ̃ শালিতা। ̃ শূন্য, ̃ হীন বিণ. যার গুণ নেই। ̃ সম্পন্ন বিণ. গুণযুক্ত। ̃ সাগর বি. গুণের সাগর; পরম গুণবান ব্যক্তি। 67)
গয়না, গয়নার নৌকা
(p. 241) gaẏanā, gaẏanāra naukā যথাক্রমে গহনা ও গহনার নৌকা -র চলতি রূপ।
ঘাট2
(p. 266) ghāṭa2 বি. 1 পুকুর নদী প্রভৃতি জলাশয়ের অবতরণস্হান; 2 নদী খাল প্রভৃতির তীরে নৌকা ইত্যাদি ভিড়াবার স্হান (খেয়াঘাট, জাহাজঘাট, স্টিমারঘাট); 3 সেতার এসরাজ প্রভৃতি বাদ্যযন্ত্রের সুরের পর্দা; 4 পর্বত (পূর্বঘাট, পশ্চিমঘাট); 5 গিরিসংকট। [সং. ঘট্ট]। ঘাটের কড়ি বি. খেয়া পারাপারের মাশুল, পারানি। ̃ খরচ, ̃ খরচা বি. মড়া পোড়াবার খরচ। ̃ লা বি. পাকা ঘাট, বাঁধানো ঘাট। ঘাটে ঘাটে ক্রি-বিণ. 1 প্রতি ঘাটে; 2 সর্বত্র ('ভুবনের ঘাটে ঘাটে: রবীন্দ্র)। ঘাটের মড়া (ঈষত্ উপেক্ষার্থে বা ব্যঙ্গার্থে) মুর্মূর্ষু ব্যক্তি; অতি বৃদ্ধ লোক। 54)
ঘাটা
(p. 266) ghāṭā বি. নদী খাল প্রভৃতির তীরে নৌকা স্টিমার ইত্যাদি ভিড়াবার স্হান (জাহাজঘাটা, স্টিমারঘাটা)। [বাং. ঘাট2 + আ]। 55)
ঘাস
(p. 269) ghāsa বি. দূর্বাদি তৃণ, সবুজ উদ্ভিদ যার পাতা গোরু মোষ ছাগল ইত্যাদির প্রধান স্বাভাবিক খাদ্য। [সং. √অদ্ (=ঘস্) + অ]। ̃ জল বি. গবাদি পশুর খাদ্য ও পানীয়। ঘাসি বিণ. ঘাসসম্বন্ধীয়। বি. ঘাস-ব্যবসায়ী, ঘেসেড়া। [সং. ঘাস + বাং. ই]। ঘাসি নৌকা ঘাস বহনের উপযুক্ত নৌকা, মাল ও যাত্রিবাহী ছোট লম্বা নৌকাবিশেষ। 6)
চড়া1
(p. 276) caḍ়ā1 বি. চর, নদীগর্ভে পলি জমার ফলে উত্পন্ন স্হলভাগ (নৌকা চড়ায় ঠেকেছে)। [দেশি]। 11)
চুমরি
(p. 294) cumari বি. নারকেল খেজুর প্রভৃতির নৌকাকৃতি পুষ্পকোষ; নারকেলের ফুল বা নবজাত ফলের আধার। [তু. সং. চমর-তু. আঞ্চ. চুরী]। 7)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534741
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140260
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730420
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942600
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883509
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838443
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696606
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603052

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us