Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

পড়েছে)। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অব-লুণ্ঠন
(p. 46) aba-luṇṭhana বি. মাটিতে লুটিয়ে পড়া বা গড়াগড়ি দেওয়া; ভূলুণ্ঠন। [সং. অব + লুণ্ঠন]। অব-লুণ্ঠিত বিণ. মাটিতে লুটিয়ে পড়েছে বা গড়াগড়ি দিচ্ছে এমন, ভূপতিত (ধূল্যবলুণ্ঠিত)। স্ত্রী. অব-লুণ্ঠিতা। 12)
অভি-পন্ন
(p. 50) abhi-panna বিণ. বিপদে পড়েছে এমন, বিপদ্গ্রস্ত; শরনাপন্ন। [সং. অভি + √ পদ্ + ত]। 97)
অসংবৃত
(p. 67) asambṛta বিণ. 1 আঢাকা, অনাচ্ছাদিত; আবরণহীন; 2 শরীরের বসন বা কাপড়চোপড় শ্লথ হয়ে পড়েছে এমন। [সং. ন + সংবৃত]। স্ত্রী. অসংবৃতা 38)
আকস্মিক
(p. 81) ākasmika বিণ. হঠাত্ ঘটেছে বা ঘটে এমন; আশা করা যায়নি এমন; অপ্রত্যাশিত (আকস্মিক মৃত্যু)। [সং. অকস্মাত্ + ইক]। বি. ̃ তা (ঘটনার আকস্মিকতায় তিনি কিছুটা বিমূঢ় হয়ে পড়েছেন)। 6)
আগত
(p. 82) āgata বিণ. 1 এসেছে এমন, উপস্হিত; 2 প্রাপ্ত (শরাণাগত)। [সং. আ + √ গম্ + ত]। ̃ .প্রায় বিণ. এসে পড়েছে এমন, আসন্ন (পূজার দিন আগতপ্রায়)। 41)
আদ্য
(p. 89) ādya বিণ. 1 প্রথম; আদিম; আদিতে জন্ম এমন; 2 শ্রেষ্ট। [সং. আদি + য]। ̃ .কৃত্য বি. প্রথম করণীয় কাজ; আদ্যশ্রাদ্ধ। ̃ ন্ত বি. 1 প্রথম ও শেষ; 2 প্রথম থেকে শেষ। বিণ. ক্রি-বিণ. প্রথম থেকে শেষ পর্যন্ত, আগাগোড়া; পূর্বাপর। ̃ .প্রান্ত বি. আদি ও অন্ত; প্রথম থেকে শেষ। ক্রি-বিণ. প্রথম থেকে শেষ পর্যন্ত (বইটি আদ্যপ্রান্ত পড়েছে)। ̃ .রস বি. আদিরস। ̃ .শ্রাদ্ধ বি. অশৌচ শেষ হবার পরদিন মৃতের উদ্দেশে প্রথম শ্রাদ্ধ; (গৌণ অর্থে) চূড়ান্ত বাড়াবাড়ি। 84)
আপদ, আপদ্
(p. 95) āpada, āpad বি. 1 বিপদ; দুর্দশা; দুঃখ; 2 অবাঞ্ছিত ও অপ্রীতিকর ব্যক্তি বা বস্তু (এ আপদ আবার কোথা থেকে এল ?)। [সং. আ + √ পদ্ + ক্কিপ্]। ̃ .গ্রস্ত বিণ. বিপদে পড়েছে এমন, বিপন্ন। আপদর্থে অব্য. আপদের জন্য; বিপদ থেকে উদ্ধারের জন্য। ̃ .বিপদ বি. নানারকম বিপদ বা বিপত্তি। ̃ .ভঞ্জন বিণ. আপদবিপদ থেকে উদ্ধার করে এমন। আপদুদ্ধার বি. বিপদ থেকে উদ্ধার বা মুক্তি; বিপদ দূরীকরণ। আপদ্ধর্ম, ̃ .ধর্ম বি. অন্যসময় অকর্তব্য কিন্তু বিপদের সময় অবলম্বন করা যায় বা উচিত এমন ধর্ম। 45)
উচ্ছল
(p. 119) ucchala বিণ. 1 দোলায়িত; 2 প্রাণবন্ত, হাসিখুশি (উচ্ছল স্বভাবের মেয়ে, প্রাণোচ্ছল); 3 চারদিকে ছড়িয়ে পড়েছে এমন, উথলে উঠেছে এমন ('উচ্ছল নদীজল'); 4 ফুলে উঠেছে এমন, স্ফীত (ফেনোচ্ছল)। [সং. উত্ + √ শল্ + অ]। ̃ তা বি. দোলায়িত ভাব; প্রাণবন্ত ভাব; উচ্ছ্বাস; উথলে ওঠার অবস্হা বা ভাব। উচ্ছলিত বিণ. দোলিত; উচ্ছ্বসিত; ফুলে বা উথলে উঠেছে এমন; স্ফীত। 49)
উথল
(p. 126) uthala বিণ. 1 উত্তাল, উত্তুঙ্গ; 2 স্ফীত, উচ্ছলিত। [ সং. উত্তাল]। উথলা ক্রি. উথলে ওঠা; উপচে পড়া; ফেঁপে ওঠা। উথলানো ক্রি. বি. উথলে ওঠা। বিণ. উথলে উঠেছে বা উপচে পড়েছে এমন (উথলানো দুধ)। উথলিত বিণ. স্ফীত, উদ্বেলিত; প্লাবিত। 7)
ঋণ
(p. 141) ṛṇa বি. ফেরত দেবার শর্তে অপরের কাছ থেকে সাময়িক ব্যবহারের জন্য কিছু নেওয়া, দেনা, ধার, কর্জ। [সং. √ঋ + ত]। ̃ গ্রস্ত, ঋণী বিণ. ধার করেছে এমন, দেনদার, খাতক (কারও কাছে ঋণী থাকতে চাই না)। ̃ চিহ্ন বি. বিয়োগচিহ্ন, minus. ̃ জাল বি. দেনার দায় (ঋণজালে জড়িয়ে পড়েছে)। ̃ দাস বি. যে ব্যক্তি দেনা শোধ না হওয়া পর্যন্ত, বা দেনার বিনিময়ে উত্তমর্ণের দাসত্ব করে। ̃ পত্র বি. দেনার দলিল, তমসুক, খত, debenture.̃ মুক্ত বিণ. দেনার দায় থেকে রেহাই পেয়েছে এমন, দেনা শোধ করেছে এমন। ̃ শোধ বি. দেনা মিটিয়ে দেওয়া। ঋণাত্মক বিণ. 1 বিয়োগসূচক; বিয়োজ্য; 2 নঞর্থক, না-বোধক। 10)
এবেলা
(p. 148) ēbēlā ক্রি-বিণ. (এ বেলা -র রূপভেদ); 1 দিনের এই ভাগে বা অংশ (এবেলা সে কিছুই খায়নি); 2 এখন, এইসময় ('এবেলা ডাক পড়েছে': রবীন্দ্র)। [বাং. এ (এই) + বেলা]। 13)
কত2
(p. 160) kata2 বিণ. 1 কী পরিমাণ, কয়টি, কয়জন (কত দুধ? কত আম? কত লোক?); 2 বহু (কত লোকেই তো জানে)। ক্রি-বিণ. বহু পরিমাণে (কত এল, কত গেল)। সর্ব. কী পরিমাণ (আমার কাছে টাকা আছে, তোমার কত চাই?)। [সং. কতি]। কত করে 1 কী দামে, কী দরে (মাছ কত করে কিনলে); 2 বহু অনুনয়বিনয় করে (কত করে বললাম তবু শুনল না); 3 বহু চেষ্টার ফলে (কত করে পাশ করেছি)। ̃ ক বিণ. কিছু পরিমাণ (কতক লোক, কতক জল, ঘা কতক)। ক্রি-বিণ. অংশত (বইখানা কতক পড়েছি)। সর্ব. কিছু অংশ (আমগুলোর কতক কতক টক)। বি. কিছুসংখ্যক লোক (দেশের কতক অনাহারে কাটাচ্ছে)। ̃ কটা বিণ. কিছুপরিমাণ (কতকটা পথ গেছে)। ক্রি-বিণ. কিছু পরিমাণে (কতকটা তাই-ই হয়েছে)। কত কী বি. সর্ব. বিণ. নানারকম (কত কী খাবার, কত কী ঘটবে, কত কী দেখছি)। ̃ ক্ষণ বি. 1 কিছু সময়; 2 বহু সময়। ক্রি-বিণ. 1 কিছু সময় ধরে (কতক্ষণ নীরব রইল); 2 কত সময় পূর্বে (কতক্ষণ এসেছ?)। ̃ টা বিণ. কতখানি, কী পরিমাণ (কতটা দুধ পড়েছে?)। সর্ব. বি. কোনো জিনিসের কতটা, কতখানি বা কতগুলি জিনিস (তুমি কতটা খেয়েছ?)। ̃ দূর বি. কিছু দূর; অনেক দূর। ক্রি-বিণ. কিছু দূরে; কত দূরে (সে কত দূর গেছে)। কত-না বিণ. বহু, অসংখ্য; বহু পরিমাণ (কত-না দুঃখ পেয়েছ, কত-না কেঁদেছি)। ̃ বার ক্রি-বিণ. 1 কয়বার (কতবার ওখানে গেছে?); 2 বহুবার ('কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া': রবীন্দ্র)। ̃ মতো বিণ. ক্রি-বিণ. বহুপ্রকার, বহুপ্রকারে (কতমতো চেষ্টা করলাম, কতমতো করে দেখেছি)। ̃ শত বিণ. অসংখ্য (কতশত লোক)। ̃ হুঁ (ব্রজ.) বিণ. কতই, বিবিধ; বহু ('চুম্বন করল কতহুঁ ছন্দ': বিদ্যা)। 3)
কবল
(p. 164) kabala বি. 1 গ্রাস; একগাল (এক কবল ভাত); 2 কুলকুচো (মুখে জল নিয়ে কবল করা); 3 অধিকার; জবরদখল (শক্ত একটা লোকের কবলে পড়েছে)। [সং. ক (=শরীর) + √ বল্ + অ]। ̃ ধারণ বি. কুলকুচা, gargle. কবলিত, কবলী-কৃত বিণ. 1 গ্রাস করা বা জবরদখল করা হয়েছে এমন; 2 ভক্ষিত। 16)
কাত, কাত্
(p. 179) kāta, kāt বি. পাশ, পার্শ্ব (কোন কাতে শুয়েছে?)। বিণ. 1 আড়, একপেশে (থালাটাকে কাত করে রাখো); 2 ভূপতিত, পর্যুদস্ত (এক চড়ে কাত, ভয়ে কাত)। [দেশি]। কেতিয়ে পড়া, কেতিয়ে যাওয়া ক্রি. বি. নেতিয়ে পড়া; পর্যুদস্ত হওয়া (যে ভয়েই কেতিয়ে পড়েছে)। 45)
কুনজর
(p. 196) kunajara বি. 1 কুদৃষ্টি; অশুভ নজর (ওপরওয়ালার কুনজরে পড়েছে); 2 দুরভিসন্ধিপূর্ণ নজর। [সং. কু + আ. নজর্]। 20)
কুসঙ্গ
(p. 201) kusaṅga বি. অসত্সঙ্গ, মন্দ লোকের সঙ্গ (ছেলেটা কুসঙ্গে পড়েছে)। [সং. কু + সঙ্গ]। কুসঙ্গী (-ঙ্গিন্) বিণ. অসত্ বা মন্দ সঙ্গী, অসত্ বন্ধু। 34)
কোঙা
(p. 209) kōṅā বিণ. 1 কুব্জ, কুঁজো, পিঠ-বাঁকা; 2 সামনের দিকে ঝুঁকে পড়েছে এমন। [হি. কুঁআ]। 20)
ক্ষর
(p. 217) kṣara বি. 1 ক্ষরণ, নিঃসরণ; 2 নাশ, ধ্বংস। বিণ. 1 ক্ষরিত হয় এমন; 2 নশ্বর; 3 ভঙ্গুর। [সং. √ ক্ষর্ (সঞ্চালনে) + অ]। ̃ ণ বি. নিঃসরণ, ফোঁটায় ফোঁটায় পড়া বা বেরোনো; চুইয়ে পড়া; স্যন্দন, exudation; নাশ। ক্ষরিত বিণ. নিঃসৃত; চুইয়ে পড়েছে এমন। ক্ষরী (-রিন্) বিণ. ক্ষরণশীল; চুইয়ে পড়ে এমন। 24)
খপ্পর
(p. 221) khappara বি. 1 কবল, ফাঁদ (একটা বদমাশের খপ্পরে পড়েছে); 2 খাপরা, খোলা; 3 খোলা বা খাপরার চাল। [সং. খর্পর]। 84)
খসা
(p. 224) khasā ক্রি. খুলে পড়ে যাওয়া (খিল খসে গেছে); 2 ঢিলে হয়ে যাওয়া (কাপড় খসা); 3 বিচ্যুত হওয়া ('মালা হতে খসে-পড়া ফুলের একটি দল': রবীন্দ্র); 4 ধসে যাওয়া, ভেঙে পড়া (দেওয়ালের চুনবালি খসে যাচ্ছে); 5 নির্গত হওয়া (মুখ থেকে কথা খসছে না) ; 6 খরচ হওয়া (আজ আমার একশো টাকা খসল) ; 7 মৃত্যু হওয়া (বুড়োটা খসেছে); 8 পালিয়ে যাওয়া (চোরটা খসে পড়েছে)। বি. উক্ত সমস্ত অর্থে। বিণ. খসে পড়েছে এমন, স্খলিত, বিচ্যুত (গাছ থেকে খসা আম, হার থেকে খসা পুঁতি)। [বাং. √খস্ + আ-তু. সং. √স্খল্]। ̃ নো ক্রি. খসিয়ে ফেলা। বি. স্খলন। বিম. স্খলিত, বিচ্যুত। 45)
খানা2
(p. 226) khānā2 বি. গর্ত, খাদ, ছোট জলাশয় (গাড়িটা খানায় পড়েছে, খানাখন্দ দেখে গাড়ি চালিয়ো)। [পো. cana]। ̃ খন্দ, ̃ খোঁদল বি. গর্ত খাদ ইত্যাদি। 46)
গোঁফ, গোঁপ
(p. 256) gōm̐pha, gōm̐pa বি. পুরুষের নাকের নীচে ওষ্ঠের উপরে গজানো চুল বা লোম, মোচ ('কারুর যদি গোঁফ গজায় একশো আনা ট্যাক্স চায়': সু. রা.)। [সং. গুম্ফ]। ̃ খেজুরে বিণ. খেজুরটি গোঁফের উপর এসে পড়েছে তবু সেটি মুখের মধ্যে পুরে নেবার চেষ্টা করে না এমন অলস; অত্যন্ত অলস। গোঁফে তা 1 গোঁফ চুমরানো; 2 (আল.) সুযোগের অপেক্ষায় থাকা বা আরামে দিন কাটানো। 56)
ঘেঁচড়া
(p. 270) ghēn̐caḍ়ā বি. বারবার ঘষার ফলে কড়া পড়া, জামড়া (ঘেঁচড়া পড়া)। বিণ. 1 কড়া পড়েছে এমন; 2 অবাধ্য ও একগুঁয়ে (ঘেঁচড়া ছেলে); 3 বোধহীন (মারঘেঁচড়া)। [দেশি-তু. সং. ঘৃষ্ট]। 34)
চাপ2
(p. 281) cāpa2 বি. 1 ভার, পেষণ, পীড়ন (পায়ের চাপ, কাজের চাপ); 2 (বি. প.) প্রেষ, pressure (রক্তের উচ্চচাপ); 3 পীড়াপীড়ি, পরোক্ষ পীড়ন (চাপ দিয়ে কাজ আদায় করা); 4 জমাট বস্তু, ডেলা, চাঙড় (চাপ চাপ রক্ত, মাটির চাপ ভেঙে পড়েছে)। বিণ. ঘন, ঠাস, জমাট (চাপবুনন, চাপদই)। [বাং. √চাপ্ + অ]। চাপ-মান-যন্ত্র বি. বায়ুর চাপ মাপার যন্ত্রবিশেষ, barometer. 109)
চাপা
(p. 281) cāpā ক্রি. 1 চাপ দেওয়া, ভর দেওয়া, ভার দেওয়া (চেপে বসা, বোঝা হয়ে চেপে থাকা); 2 টেপা (গলা চেপে ধরা); 3 ঢাকা, লুকানো (কথাটা চেপে গেছি); 4 ব্যাপ্ত করা ('পাঞ্চগৌড় চাপিয়া গৌড়েশ্বর রাজা': কৃত্তি.); 5 আরোহণ করা (গাড়ি চেপে যাওয়া, ঘোড়ায় চাপা, মায়ের কোলে চেপে)। বি. উক্ত সব অর্থে। বিণ. 1 রুদ্ধ (চাপা গলায় কথা); 2 পিষ্ট (গাড়ি চাপা পড়েছে); 3 আবৃত, আচ্ছাদিত (জায়গাটা কাঁটা ঝোপে চাপা); 4 অস্পষ্ট, অনুচ্চ (চাপা সুর); 5 গুপ্তভাবে রচিত বা প্রচলিত (চাপা গুজব); 6 টোল-খাওয়া, বসে-যাওয়া (মেরুদেশ কিঞ্চিত্ চাপা); 7 অব্যক্ত, প্রকাশ করে না এমন (চাপা দুঃখ); 8 মনের কথা সহজে প্রকাশ করে না এমন (চাপা স্বভাবের লোক)। [সং. √চপ্ + বাং. আ]। চাপা দেওয়া ক্রি. বি. 1 ঢাকা দেওয়া বা ভার চাপানো (কাগজটা চাপা দাও); 2 গোপন করা (একথা চাপা দেওয়া যাবে না)। চাপা পড়া ক্রি. বি. 1 ঢেকে যাওয়া (লতাপাতায় চাপা পড়েছে); 2 স্মরণ বা আলোচনার বাইরে থাকা (আমার কথাটা চাপা পড়ে গেল); 3 ভারের চাপে পড়া বা পিষ্ট হওয়া (গাড়ির নীচে চাপা পড়েছে)। চেপে ধরা ক্রি. বি. (আল.) বিশেষভাবে অনুরোধ বা পীড়াপীড়ি করা। চেপে যাওয়া বি. ক্রি. না বলে চুপ করে থাকা। চেপে বসা বি. ক্রি. 1 ঠেলে বসা; 2 কায়েম হয়ে বসা, দীর্ঘকালের জন্য বসা; উঠতে না দেওয়া; সম্পূর্ণভাবে অধিকার করা। ̃ চাপি বি. 1 পীড়াপীড়ি; 2 ঢাকাঢাকি; গোপনতা। ̃ চুপি বি. গোপনতা। 119)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534686
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140196
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730351
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942530
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883486
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838433
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696598
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603047

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us