Home
Bangla -
Unicode
Font
Bangla -
Normal
Font
Bangla -
SushreeMJ
Font
Bangla -
Newspaper
Font
Bangla -
Stylish
Font
Bangla -
Proshika
Font
Bangla -
Mixed
Font
Bangla -
Symbol
Font
Bangla -
Indian Bengali
Font
Bijoy
Lekhoni
Dictionary
Bangla to Bangla
Dictionary
Bangla to English
Dictionary
English to Bangla
কত2 এর বাংলা অর্থ
অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ। কত2 এর বাংলা অর্থ হলো -
(p. 160) kata2 বিণ. 1 কী
পরিমাণ,
কয়টি, কয়জন (কত দুধ? কত আম? কত লোক?); 2 বহু (কত
লোকেই
তো
জানে)।
ক্রি-বিণ.
বহু
পরিমাণে
(কত এল, কত গেল)।
সর্ব. কী
পরিমাণ
(আমার কাছে টাকা আছে,
তোমার
কত চাই?)।
[সং. কতি]।
কত করে 1 কী দামে, কী দরে (মাছ কত করে
কিনলে);
2 বহু
অনুনয়বিনয়
করে (কত করে
বললাম
তবু শুনল না); 3 বহু
চেষ্টার
ফলে (কত করে পাশ
করেছি)।
ক বিণ. কিছু
পরিমাণ
(কতক লোক, কতক জল, ঘা কতক)।
ক্রি-বিণ.
অংশত
(বইখানা
কতক
পড়েছি)।
সর্ব. কিছু অংশ
(আমগুলোর
কতক কতক টক)।
বি.
কিছুসংখ্যক
লোক
(দেশের
কতক
অনাহারে
কাটাচ্ছে)।
কটা বিণ.
কিছুপরিমাণ
(কতকটা
পথ
গেছে)।
ক্রি-বিণ.
কিছু
পরিমাণে
(কতকটা
তাই-ই
হয়েছে)।
কত কী বি. সর্ব. বিণ.
নানারকম
(কত কী
খাবার,
কত কী ঘটবে, কত কী
দেখছি)।
ক্ষণ
বি. 1 কিছু সময়; 2 বহু সময়।
ক্রি-বিণ.
1 কিছু সময় ধরে
(কতক্ষণ
নীরব রইল); 2 কত সময়
পূর্বে
(কতক্ষণ
এসেছ?)।
টা বিণ.
কতখানি,
কী
পরিমাণ
(কতটা দুধ
পড়েছে?)।
সর্ব. বি. কোনো
জিনিসের
কতটা,
কতখানি
বা
কতগুলি
জিনিস
(তুমি কতটা
খেয়েছ?)।
দূর বি. কিছু দূর; অনেক দূর।
ক্রি-বিণ.
কিছু দূরে; কত দূরে (সে কত দূর
গেছে)।
কত-না বিণ. বহু,
অসংখ্য;
বহু
পরিমাণ
(কত-না দুঃখ
পেয়েছ,
কত-না
কেঁদেছি)।
বার
ক্রি-বিণ.
1
কয়বার
(কতবার
ওখানে
গেছে?);
2
বহুবার
('কতবার
ভেবেছিনু
আপনা
ভুলিয়া':
রবীন্দ্র)।
মতো বিণ.
ক্রি-বিণ.
বহুপ্রকার,
বহুপ্রকারে
(কতমতো
চেষ্টা
করলাম,
কতমতো
করে
দেখেছি)।
শত বিণ.
অসংখ্য
(কতশত লোক)।
হুঁ
(ব্রজ.)
বিণ. কতই,
বিবিধ;
বহু
('চুম্বন
করল
কতহুঁ
ছন্দ':
বিদ্যা)।
3)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...
অ
আ
ই
ঈ
উ
ঊ
ঋ
এ
ঐ
ও
ঔ
ক
খ
গ
ঘ
চ
ছ
জ
ঝ
ট
ঠ
ড
ঢ
ত
থ
দ
ধ
ন
প
ফ
ব
ভ
ম
য
র
ল
শ
ষ
স
হ
ক্ষ
Write your word as a bangla and click to search button for the meaning of bangla.
কেন্দ্র
(p. 206) kēndra বি. 1
মধ্যবিন্দু
(ভূকেন্দ্র);
2 মূল বা
প্রধান
স্হান
(শীক্ষাকেন্দ্র,
কর্মকেন্দ্র,
বাণিজ্যকেন্দ্র);
3
(জ্যোতিষ.)
রাশিচক্রের
লগ্নস্হান
এবং লগ্ন থেকে
চতুর্থ
সপ্তম
ও দশম
স্হান;
4
সূর্য
থেকে
গ্রহ-উপগ্রহগুলির
ব্যবধান;
5
(জ্যামি.)
বৃত্ত;
মধ্যবিন্দু।
[সং. গ্রি.
কেন্ত্রন
kentron]। ̃ গত বিণ.
মধ্যস্ত;
প্রধান
বা মূল
স্হানে
অবস্হিত।
̃
বিন্দু
বি.
প্রধান
স্হান;
প্রধান
কেন্দ্র
(আন্দোলনের
কেন্দ্রবিন্দু)।
̃
বিমুখ,
কেন্দ্রাতিগ
বিণ.
কেন্দ্র
থেকে দূরে
গমনশীল,
centrifugal.
কেন্দ্রাভিগ,
কেন্দ্রানুগ
বিণ.
কেন্দ্রাভিমুখে
গমনশীল,
centripetal.
কেন্দ্রিক
বিণ. (ন.শ.) কোনো
কিছুকে
কেন্দ্র
করে
রয়েছে
বা ঘটছে এমন
(নগরকেন্দ্রিক
সভ্যতা,
গ্রামকেন্দ্রিক,
আত্মকেন্দ্রিক)।
কেন্দ্রিত
বিণ.
কেন্দ্রগত।
কেন্দ্রী
(-ন্দ্রিন্)
বিণ.
কেন্দ্রযুক্ত;
কেন্দ্রস্হলে
অবস্হিত।
কেন্দ্রীয়
(অপ্র.)
কৈন্দ্রিক
বিণ.
কেন্দ্রসম্পর্কীয়;
কেন্দ্রে
অবস্হিত
(কেন্দ্রীয়
সরকার)।
কেন্দ্রীভূত
বিণ.
কেন্দ্রে
আগত বা নীত
(সরকারি
ক্ষমতাকে
কেন্দ্রীভূত
করা);
কেন্দ্রগত;
কেন্দ্রে
পরিণত।
23)
কূট-সাক্ষী
(p. 202)
kūṭa-sākṣī
(-ক্ষিন্)
বি.
মিথ্যা
সাক্ষ্য
দেয় এমন
ব্যক্তি।
[সং. কূট +
সাক্ষিন্]।
29)
কাঁটালি কলা, কাঁঠালি কলা
(p. 174) kān̐ṭāli kalā, kān̐ṭhāli kalā বি.
বিশেষ
একজাতীয়
কলা। [বাং.
কাঁটাল
+ ই + কলা]। 67)
কসাই
(p. 174) kasāi বি. 1
পশুহননকারী
মাংসবিক্রেতা,
যে পশু
হত্যা
করে তার মাংস
বিক্রয়
করে; 2 (আল.) অতি
নির্মম
ব্যক্তি।
[আ.
কসাঈ]।
̃ খানা বি.
পশুহত্যার
স্হান;
পশুর
মাংসের
দোকান।
̃ গিরি বি.
কসাইয়ের
ব্যাবসা;
হৃদয়হীন
আচরণ।
12)
কপচানো
(p. 162) kapacānō ক্রি. বি. 1
পাখির
বুলি
আওড়ানো;
2
পাণ্ডিত্য
জাহির
করার জন্য
মামুলি
বা শেখা কথা বলা (বুলি
কপচানো);
3 বকবক করা; 4
ছাঁটা
(চুল
কপচানো)।
[বাং. √
কপ্চা]।
26)
কালীন, কালীয়1
(p. 188) kālīna, kālīẏa1 বিণ. (অন্য
শব্দের
পর
ব্যবহৃত)
সাময়িক,
সময়ে ঘটিত
(মৃত্যুকালীন
উক্তি,
সায়ংকালীয়
প্রার্থনা)।
[সং. কাল2 + ঈন, ঈয়]। 16)
কলা2
(p. 169) kalā2 বি. 1
(প্রধানত)
গ্রীষ্মমণ্ডল
উত্পন্ন
লম্বা
ফলবিশেষ,
কদলী,
রম্ভা;
2 (আল.)
কিছুই
না (সে কলা করবে);
(গৌণার্থে)
বুড়ো
আঙুল (কলা
দেখিয়ে
চলে গেল)। [সং.
কদলী]।
কলা
খাওয়া
ক্রি. বি.
ব্যর্থ
হয়ে পড়ে থাকা (তুমি এখন বসে কলা খাও)। কলা
দেখানো
ক্রি. বি
ফাঁকি
দেওয়া।
কলাপোড়া
খাওয়া
(তু.
কচুপোড়া
খাওয়া)
ক্রি. বি.
ব্যর্থ
হয়ে পড়ে
থাকা।
̃ বউ, ̃ বধূ, ̃ বৌ বি. 1
দুর্গাপূজার
প্রথম
দিনে
পূজিত
পাতাসহ
কলাগাছের
বধূমূর্তি;
2 কলা, ধান
প্রভৃতি
নয়টি গাছ দিয়ে তৈরি
দেবীমূর্তি;
3
নবপত্রিকা;
4
নবদুর্গা;
5
(সাধারণের
ভ্রান্ত
ধারণায়)
গণেশপত্নী;
6
(বিদ্রূপে)
দীর্ঘ
ঘোমটা-দেওয়া
বধূ; অতি
লজ্জাশীলা
বধূ। 68)
ক্রন্দন
(p. 210) krandana বি.
কান্না,
রোদন
(ক্রন্দনরোল).
[সং. √
ক্রন্দ্
+ অন]। ̃
ধ্বনি
বি.
কান্নার
শব্দ।
̃ রোল বি.
কান্নার
শব্দ।
̃ শীল, ̃ রত বিণ.
কাঁদছে
এমন।
কাঁড়া
(p. 174) kān̐ḍ়ā ক্রি. বি.
ছাঁটা,
তুষহীন
করা;
পরিষ্কার
করা (ধান
কাঁড়া)।
বিণ.
ছাঁটা
হয়েছে
এমন,
পরিষ্কৃত
(কাঁড়া
ধান.
কাঁড়া
চাল)। [সং. √
কণ্ড্
+ বাং. আ]। ̃ নো ক্রি.
(অন্যের
দ্বারা)
ছাঁটানো।
বি.
তুষহীন
করা বা
পরিষ্কার
করা। বিণ.
তুষহীন
করা
হয়েছে
এমন,
পরিষ্কৃত।
71)
কমলা-গুঁড়ি
(p. 164)
kamalā-gun̐ḍ়i
বি.
বস্ত্ররঞ্জনের
কাজে
ব্যবহৃত
কাম্পিল্ল
ফলের লাল
গুঁড়ো।
[সং.
কাম্পিল্ল
+ বাং.
গুঁড়ি]।
50)
কুস্হান
(p. 202) kushāna বি. মন্দ
জায়গা;
অনুপযুক্ত
জায়গা।
[সং. কু +
স্হান]।
9)
কোআর্টার, কোয়ার্টার
(p. 207) kōārṭāra,
kōẏārṭāra
বিণ. 1
সরকারিভাবে
ব্যবস্হাপিত
অস্হায়ী
বাসভবন;
2 কোনো
প্রতিষ্ঠানের
নিজস্ব
কর্মচারীদের
জন্য
অস্হায়ী
বাসভবন।
[ইং. quarters]। 54)
কর্তৃ-কারক
(p. 169)
kartṛ-kāraka
বি.
(ব্যাক.)
ক্রিয়ার
সঙ্গে
অন্বিত
কর্তৃপদ,
nominative case. [সং.
কর্তৃ
+
কারক]।
10)
কড়ে
(p. 159) kaḍ়ē বিণ.
কনিষ্ঠ;
ছোট,
ক্ষুদ্র
(কড়ে
আঙুল)।
[সং.
কনীয়স্-কনিষ্ঠ;
হি.
কনেঠ]।
কড়ে আঙুল
মানুষের
হাতের
বা
পায়ের
সবচেয়ে
ছোট
আঙুল।
কড়ে
রাঁড়ি
অল্পবয়স্কা
বিধবা।
16)
ক্যাঁচ
(p. 210) kyān̐ca অব্য. বি. ছুরি,
কাঁচি
ইত্যাদি
তীক্ষ্ণ
অস্ত্র
দিয়ে
কাটবার
(কল্পিত)
ধ্বনিবিশেষ
(ক্যাঁচ
করে
খানিকটা
চুল কেটে দিল)।
[ধ্বন্যা.]।
̃
ক্যাঁচ,
ক্যাঁচর-ক্যাঁচর
অব্য. বি.
ক্রমাগত
কাটবার
বা ঘষার
শব্দ।
ক্যাঁচর-ম্যাচর
অব্য. বি. বহু
কণ্ঠের
মিলিত
কলরব (সবাই মিলে
ক্যাঁচরম্যাচর
করলে আমি কারও কথাই
শুনতে
পাব না)। ̃
ক্যাঁচানি
বি.
ক্যাঁচক্যাঁচ
শব্দ
(তোমাদের
ক্যাঁচক্যাঁচানি
এবার
থামাও)।
108)
কুযাত্রা
(p. 198) kuyātrā বি.
অসময়ের
বা অশুভ সময়ে
যাত্রা;
যে
যাত্রায়
ভালো ফল হয় না। [সং. কু +
যাত্রা]।
20)
কেলেঙ্কার
(p. 207) kēlēṅkāra বিণ.
কলঙ্কজনক।
[সং.
কলঙ্ককর]।
কেলেঙ্কারি
বি. 1
কলঙ্ক,
অপযশ; 2
কলঙ্ককর
ব্যাপার;
3
ঢলাঢলি।
22)
কল্প-ক্ষয়
(p. 172)
kalpa-kṣaẏa
বি. 1
কল্পের
(অর্থাত্
ব্রহ্মার
এক
দিনের)
অবসান;
2
প্রলয়।
[সং. কল্প2 +
ক্ষয়]।
29)
কৃমি
(p. 204) kṛmi বি. 1 পোকা, কীট; 2
(বিশেষত
মানুষের)
পেটের
মধ্যে
বিদ্যমান
কেঁচোজাতীয়
কীটবিশেষ।
[সং.
√ক্রম্
+ ই]। ̃. ঘ্ন বিণ. বি
কৃমিনাশক
(ওষুধ)।
̃. জ বিণ. কৃমি থেকে জাত। বি
লাক্ষা।
̃. ল বিণ.
কৃমিযুক্ত।
29)
কেলাস2
(p. 207) kēlāsa2 বি.
স্ফটিকমণি,
রাসায়নিক
বস্তুর
স্ফটিকের
মতো দানা, crystal. [সং. কে (=জলে) + লাস
(শোভা)]।
কেলাসন
বি.
স্ফটিকমণি
নির্মাণ;
স্ফটিকীভবন।
কেলাসিত
বিণ.
স্ফটিকীভূত,
দানা-বাঁধা,
crystallized. 19)
Rajon Shoily
Download
View Count : 2577527
SutonnyMJ
Download
View Count : 2185206
SolaimanLipi
Download
View Count : 1785274
Nikosh
Download
View Count : 1025940
Amar Bangla
Download
View Count : 901004
Eid Mubarak
Download
View Count : 848077
Monalisha
Download
View Count : 708493
NikoshBAN
Download
View Count : 619858
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us