Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

পীড়ন]। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অত্যাচার
(p. 14) atyācāra বি. 1 অন্যায় ব্যবহার, দুর্ব্যবহার; 2 পীড়ন। [সং. অতি+আচার]। অত্যাচারী (-রিন্) বি. বিণ. পীড়নকারী, যে উত্পীড়ন করে, যে অত্যাচার করে, উত্পীড়ক (অত্যাচারী শাসক)। 45)
অপ-শাসন
(p. 39) apa-śāsana বি. 1 অত্যাচারমূলক শাসন, যে শাসনে শাসিত জনগণের উপর পীড়ন করা হয়; 2 অযোগ্য শাসকের শাসন। [সং. অপ (অপকৃষ্ট) + শাসন]। 20)
অব-র্মদ, অব-মর্দন
(p. 45) aba-rmada, aba-mardana বি. 1 পদদলিত করা; 2 পীড়ন; 3 ধ্বংস করা। [সং. অব + √ মৃদ্ + অ, অন]। অব-মর্দিত বিণ. পদদলিত, প্রহৃত; বিধ্বস্ত। 19)
অহিংসা
(p. 75) ahiṃsā বি. হিংসাবৃত্তির অভাব; অন্যকে পীড়ন না করা; দ্বেষহীনতা; জীবহত্যা না করা। [সং. ন + হিংসা]। 28)
আত্ম2
(p. 89) ātma2 (অন্য শব্দের পূর্বে বসলে) বিণ. নিজের, নিজস্ব। ̃ কর্ম (-র্মন্) বি. নিজের কাজ। ̃ কলহ বি. গৃহবিবাদ। ̃ কৃত বিণ. কেউ নিজেই করেছে এমন, স্বকৃত, নিজের করা। ̃ কেন্দ্রিক বিণ. কেবল নিজেরাই লাভ বা মঙ্গল একমাত্র লক্ষ্য এমন, স্বার্থপর। ̃ গত বিণ. আত্মনিষ্ঠ; স্বগত অর্থাত্ নিজের মনে নিবিষ্ট হয়ে আছে এমন। ̃ গর্ব বি. অহংকার। ̃ গর্বী (-র্বিন্) বিণ. অহংকারী। ̃ গোপন বি. নিজেকে বা নিজের মনোভাব লুকিয়ে রাখা। ̃ গৌরব বি. নিজের মর্যাদা বা গুরুত্ব; নিজেকে নিয়ে গর্ব। ̃ গ্লানি বি. নিজের ভুলত্রুটি বা অপরাধের জন্য ক্ষোভ বা মনোবেদনা; নিজের প্রতি ধিক্কার। ̃ ঘাত বি. স্বেচ্ছায় বা নিজের হাতে নিজের জীবননাশ, আত্মহত্যা। ̃ ঘাতী (-তিন্) বিণ. 1 আত্মহত্যাকারী; 2 আত্মহত্যার শামিল (আত্মঘাতী প্রয়াস)। বিণ. স্ত্রী. ̃ ঘাতিনী। ̃ চরিত বি. নিজের জীবনী, নিজের জীবনকাহিনী। &tilde চিন্তা বি. 1 নিজের ভালোমন্দ সম্বন্ধে চিন্তা; 2 আত্মানুসন্ধান, আত্মা বা পরমাত্মা সম্বন্ধে দার্শনিক চিন্তা। ̃ জ বি. পুত্র (নিজ দেহ থেকে জন্ম হয়েছে বলে)। বি. (স্ত্রী.) ̃ জা কন্যা। ̃ জীবনী বি. নিজের জীবনী, আত্মচরিত। ̃ জ্ঞ বিণ. 1 নিজের চরিত্র শক্তি বা মনোবৃত্তি সম্বন্ধে সচেতন; 2 আত্মার সম্বন্ধে জ্ঞানপ্রাপ্ত। ̃ জ্ঞান, ̃ তত্ত্ব বি. 1 আত্মা বা পরমাত্মার সম্বন্ধে জ্ঞান; 2 অধ্যাত্মদর্শন। ̃ তত্ত্বজ্ঞ বিণ. 1 আত্মজ্ঞানী, ব্রহ্মজ্ঞানী; 2 অধ্যাত্মতত্ত্ববিদ। ̃ তুষ্টি, ̃ তৃপ্তি বি. নিজের তৃপ্তি বা সন্তোষ। ̃ তুল্য বিণ. নিজের সমান। বিণ. (স্ত্রী.) ̃ তুল্যা। ̃ ত্যাগ বি. 1 স্বার্থত্যাগ, নিজের লাভ ত্যাগ; 2 আত্মোত্সর্গ, নিজের জীবন দান। ̃ ত্যাগী (-গিন্) বিণ. স্বার্থত্যাগী; নিজেকে উত্সর্গ করে এমন। ̃ ত্রাণ বি. বিপদ থেকে নিজের মুক্তি। ̃ দমন বি. নিজেকে সংযত রাখা; রিপু বা ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণে রাখা। ̃ দর্শন বি. নিজের আত্মার স্বরূপ সম্বন্ধে দৃষ্টি বা বোধ; নিজের চরিত্র বিচার, নিজের মনের বিচার। ̃ দর্শী (-র্শিন্) বিণ. আত্মদর্শনকরতে পারে এমন। ̃ দান বি. অন্যের জন্য নিজের জীবন বিসর্জন। ̃ দৃষ্টি-আত্মদর্শন -এর অনুরূপ। ̃ দোষ বি. নিজের দোষ বা ত্রুটি। ̃ দ্রষ্টা (ষ্ট) বি. আত্মদর্শী ব্যক্তি। ̃ দ্রোহ বি. 1 নিজের ক্ষতি, নিজেকে পীড়ন; 2 গৃহবিবাদ, অন্তর্কলহ। ̃ দ্রোহী (-হীন্) বিণ. নিজের ক্ষতি বা নিজেকে পীড়ন করে এমন; গৃহবিবাদকারী। ̃ নিবেদন বি. নিজেকে উত্সর্গ করা, আত্মোত্সর্গ। ̃ নিয়ন্ত্রণ বি. নিজেকে নিজেই পরিচালন; নিজেকে সংযত রাখা। &tilde নিয়োগ বি. কোনো কাজে নিজেকে লিপ্ত করা। ˜ নির্ভর বি. নিজের ক্ষমতার উপর ভরসা, আত্মপ্রত্যয়, স্বাবলম্বন। বিণ. স্বাবলম্বী। ̃ নিষ্ঠ বিণ. 1 আত্মজ্ঞান বা ব্রহ্মজ্ঞান সম্বন্ধে নিষ্ঠা আছে এমন; 2 আত্মগত, subjective ̃ নেপদ বি. (ব্যাক.) পরস্মৈপদের বিপরীত ক্রিয়ার তিঙন্ত রূপ, ক্রিয়ার আত্মফলভাগিত্ব-প্রকাশক তিঙন্ত রূপ। ̃ পক্ষ বি. নিজের পক্ষ, স্বপক্ষ; নিজের পক্ষের লোকজন। ̃ পর বি. নিজে ও অন্যেরা। ̃ পরায়ণ বিণ. 1 ব্রহ্মনিষ্ঠ, আত্মা সম্বন্ধে নিষ্ঠা আছে এমন; 2 কেবল নিজের কথা ভাবে এমন, স্বার্থপর। পরীক্ষা-আত্মান্বেষণ -এর অনুরূপ। ̃ পীড়ন বি. নিজেকে কষ্ট দেওয়া। ̃ প্রকটন -আত্মপ্রকাশ -এর অনুরূপ ('বিক্ষুব্ধ সম্পাতে করে আত্মপ্রকটন': সু. দ.)। ̃ প্রকাশ বি. 1 নিজ মূর্তি ধারণ; 2 আবির্ভাব; অন্তরাল থেকে বেড়িয়ে আসা; 3 নিজের পরিচয় দেওয়া। ̃ প্রতারণা, ̃ প্রবঞ্চনা -আত্মবঞ্চনা -র অনুরূপ। ̃ প্রত্যয় বি. নিজের প্রতি বিশ্বাস, নিজের ক্ষমতায় আস্হা; নিজের অন্তরে উপলব্ধি। ̃ প্রশংসা বি. (নিজের মুখে) নিজের সুখ্যাতি। ̃ প্রসাদ বি. নিজের মনের মধ্যে তৃপ্তি। ̃ বঞ্চনা বি. সজ্ঞানে নিজেকে মিথ্যা প্রবোধ দেওয়া বা ভুল বোঝানো, নিজেকে ঠকানো। ̃ বত্ অব্য. নিজের মতো। ̃ বন্ধু বি. একান্ত অন্তরঙ্গ বন্ধু, ঘনিষ্ঠ বন্ধু। ̃ বর্গ বি. নিজের লোকজন; আত্মীয়স্বজন। ̃ বলি, ̃ বলি-দান - আত্মদান -এর অনুরূপ। ̃ বশ বিণ. স্বাধীন; সংযমী। বি. আত্মসংযম, মনকে বশ করা। ̃ বিকাশ বি. নিজের অন্তর্নিহিত বা ভিতরের ক্ষমতার স্ফুরণ। ̃ বিক্রয় বি. অন্যের কাছে নিজের স্বাধীনতা বিসর্জন। ̃ বিচ্ছেদ বি. নিজের লোকজনের সঙ্গে বা আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্ক ছেদ; গৃহবিবাদ। ̃ বিদ, ̃ বিদ্, ̃ বিত্ বিণ. আত্মজ্ঞানসম্পন্ন, ব্রহ্মজ্ঞানসম্পন্ন, আত্মজ্ঞ। ̃ বিদ্যা বি. ব্রহ্মবিদ্যা; অধ্যাত্মবিদ্যা। ̃ বিরোধ বি. 1 নিজের বিরুদ্ধতা; নিজের মতেরই বিরোধিতা; 2 গৃহবিবাদ। ̃ বিলাপ বি. নিজের মনে বা নিজের সম্বন্ধে খেদ। ̃ বিলোপ বি. নিজের সত্তার বা নিজের নাম যশ কর্তৃত্ব ইত্যাদির স্বেচ্ছায় বিলোপসাধন। বিলোপী বিণ. আত্মবিলোপ ঘটায় এমন ('আত্মবিলোপী কালধারায়')। ̃ বিশ্বাস বি. আত্মপ্রত্যয় -এর অনুরূপ। ̃ বিসর্জন -আত্মদান -এর অনুরূপ। ̃ বিস্মরণ, ̃ বিস্মৃতি বি. নিজেকে ভুলে যাওয়া; নিজের সত্তা সম্পর্কে চেতনার অভাব ̃ বিস্মৃত বিণ. নিজেকে বা নিজের সত্তাকে ভুলে গেছে এমন; তন্ময়; নিজের শক্তি বা সত্তাকে ভুলে গেছে এমন; নিজের শক্তি সম্পর্কে অচেতন। ̃ বুদ্ধি বি. নিজ বুদ্ধি; সজ্ঞান; আত্মজ্ঞান। ̃ বেদী (-দিন্) বিণ. আত্মা সম্পর্কে জানে এমন; ব্রহ্মজ্ঞ। ̃ ভাব বি. আত্মার সত্তা; স্বীয় ভাব, স্বভাব। ̃ ভূত বিণ 1 স্বয়ংজাত; 2 নিজের মতো, আত্মতুল্য; 3 (অশু.) স্বীয় আত্মার সঙ্গে একত্রীকৃত বা আত্মসাত্কৃত। ̃ মগ্ন বিণ. নিজের মধ্যে ডুবে আছে এমন, নিজের মনে নিবিষ্ট। ̃ মর্যাদা বি. নিজ গৌরব; নিজ সম্মান, আত্মসম্মান। ̃ ম্ভরি বিণ. আত্মসর্বস্ব; অহংকারী, দাম্ভিক। ̃ ম্ভরিতা বি. আত্মসর্বস্বতা; অহংকার, দম্ভ। ̃ রক্ষা বি. নিজেকে বাঁচানো। ̃ রতি বি. নিজেকে নিয়ে আনন্দ, নিজেকে ভালোবাসা ('তাই অসহ্য লাগে ও আত্মরতি': সু. দ.)। ̃ রূপ বি. স্বরূপ, নিজের চেহারা ও প্রকৃতি। ̃ লোপ-আত্মবিলোপ -এর অনুরূপ। ̃ শক্তি বি. নিজের ক্ষমতা; নিজের অন্তর্নিহিত ক্ষমতা। ̃ শাসন-আত্মসংযম -এর অনুরূপ। ̃ শুদ্ধি, ̃ শোধন বি. নিজের দোষ-ত্রুটি-পাপ ক্ষালন করে মনকে পবিত্র করা। ̃ শ্লাঘা বি. নিজের প্রশংসা। ̃ সংবরণ বি. নিজেকে বা নিজের আবেগকে সংযত করা। ̃ সংযম বি. নিজের রিপু বা ইন্দ্রিয়কে বশে রাখা। বিণ ̃ সংযমী (-মিন্)। ̃ সমর্পণ বি. সম্পূর্ণ ভাবে অন্যের বশ্যতা স্বীকার; (ভগবানের কাছে) নিজেকে সম্পূর্ণরূপে দান। ̃ সমাহিত বিণ. আপনাতে আপনি মগ্ন; আত্মস্হ, তন্ময়। ̃ সম্পর্কীয়, ̃ সম্বন্ধীয় বিণ. নিজের সঙ্গে বা নিজের ব্যাপারে যুক্ত এমন। ̃ সম্ভ্রম, ̃ সম্মান আত্মমর্যাদা -র অনুরূপ। ̃ সর্বস্ব বিণ. কেবল নিজের কথাই ভাবে এমন, স্বার্থপর। ̃ সাত্ বিণ. (সাধারণত অন্যায়ভাবে) নিজের হস্তগত, নিজের অধিকারভুক্ত। ̃ সার-আত্মসর্বস্ব -র অনুরূপ। ̃ সিদ্ধি বি. নিজের মোক্ষ, নিজের মুক্তি। ̃ স্হ বিণ. 1 আত্মায় স্হিত; 2 হৃদয়স্হ, নিজের ভিতরে নেওয়া হয়েছে এমন; 3 প্রকৃতিস্হ। ̃ স্বরূপ বি. নিজের প্রকৃত রূপ; স্বীয় পরিচয়। ̃ হত্যা বি. স্বেচ্ছায় নিজের দ্বারা নিজের প্রাণনাশ। ̃ হন্তা (-ন্তৃ) বি. বিণ. আত্মহত্যাকারী। বিণ. (স্ত্রী.) ̃ হন্ত্রী। ̃ হা বিণ. আত্মঘাতী। ̃ হারা বিণ. আত্মাবিস্মৃত, নিজেকে ভুলে গেছে এমন; বিহ্বল; তন্ময়। 19)
আপীড়ন
(p. 97) āpīḍ়na বি. 1 রীতিমতো পীড়ন; নিপীড়ন; 2 গাঢ়] আলিঙ্গন। [সং. আ + পীড়ন]। আপীড়িত বিণ. অত্যন্ত পীড়িত; প্রগাঢ়ভাবে আলিঙ্গিত। 8)
উচ্চাটন
(p. 119) uccāṭana বি. 1 উত্পাটন, উত্পাটিত করা বা তুলে ফেলা, উচ্ছেদ করা; 2 অপসারণ; 3 উত্পীড়ন; 4 ব্যাকুলতা, উদ্বেগ; 5 শত্রুর ক্ষতিসাধনের জন্য অনুষ্ঠিত অভিচারকর্মবিশেষ (মারণ উচ্চাটন)। [সং. উত্ + √ চট্ + ণিচ্ + অন]। 38)
উত্-পীড়ন
(p. 123) ut-pīḍ়na বি. 1 পীড়ন, নিগ্রহ, অত্যাচার (প্রজাদের উপর জমিদারদের উত্পীড়ন); 2 কষ্ট দেওয়া; 3 উত্যক্ত করা। [সং. উত্ + পীড়ন]। উত্-পীড়ক বিণ. বি. যে উত্পীড়ন করে। উত্-পীড়িত বিণ. উত্পীড়ন করা হয়েছে এমন; নিগৃহীত; অত্যাচারিত। 32)
কর্ষ2 কর্ষণ
(p. 169) karṣa2 karṣaṇa বি. 1 কৃষি. চাষ (ভূমিকর্ষণ, হলকর্ষণ); 2 আকর্ষণ (বিপ্রকর্ষণ); 3 পীড়ন; 4 ঘর্ষণ (নিকষে কর্ষণ করা)। [সং. √ কৃষ্ + অ, অন]। কর্ষক বি. বিণ. যে কর্ষণ করে, কৃষক। কর্ষণীয় বিণ. কর্ষণযোগ্য; কর্ষণ করতে হবে এমন। কর্ষিত, কৃষ্ট বিণ. কর্ষণ করা হয়েছে এমন (তু. অকৃষ্ট ভূমি)। কর্ষী (-র্ষিন্) বিণ. আকর্ষণকারী। 35)
কর৩
(p. 166) kara3 বি. হস্ত, হাত (করজোড়ে, করপুট); 2 হাতির শুঁড়; 3 আঙুলের ভাঁজের দাগ (কর গুনে যোগবিয়োগ করা)। [সং. √ কৃ + অ]। ̃ কবলিত বিণ. হস্তগত, অধিকৃত। ̃ কমল বি. 1 হস্তরূপ পদ্ম; 2 পদ্মের মতো হাত। ̃ কমলেষু বি. প্রীতিভাজন ব্যক্তিকে পুস্তকাদি উপহারদানের উত্সর্গপত্রে প্রাপকের নামসহ এই সপ্তমী বিভক্তিযুক্ত পদটির প্রয়োগ হয়। ̃ কোষ্ঠী বি. করতলের রেখা, যা ভবিষ্যত্ গণনায় কোষ্ঠীর কাজ করে; কররেখা নির্ণীত কোষ্ঠী। ̃ গ্রহ, ̃ গ্রহণ বি. 1 হস্তধারণ, হাত ধরা; 2 বিবাহ। ̃ গ্রাহক, ̃ গ্রাহী (-হিন্) বিণ. বি. পাণিগ্রহণকারী; স্বামী, পতি। ̃ জোড়ে ক্রি-বিণ. দুই হাত যুক্ত করে। ̃ তল বি. হাতের তেলো, palm. ̃ তল-গত বিণ. হস্তগত, আয়ত্ত। ̃ তালি বি. হাততালি। ̃ ন্যাস বি. পূজার সময় মন্ত্রোচ্চারণের সঙ্গে করচিহ্নে বৃদ্ধাঙুলি স্পর্শ করা। ̃ পদ্ম বি করকমল এর অনুরূপ। ̃ পল্লব বি. ফুলের নরম পাতার মতো হাত; সুন্দর হাত। ̃ পীড়ন বি. বিবাহ। ̃ পুট বি. জোড়হাত। ̃ ভূষণ বি. হাতের গয়না। ̃ মর্দন বি. দুইজনে প্রীতিভরে পরস্পরের হাত ঝাঁকুনি, handshake. ̃ মুক্ত বিণ. হস্তচ্যুত; হাত ছাড়িয়েছে এমন। 19)
কুশাসন2
(p. 201) kuśāsana2 বি. অন্যায় শাসন; অবিচার; প্রজাপীড়ন। [সং. কু + শাসন]। কুশাসিত বিণ. অন্যায় বা অযোগ্যভাবে শাসিত। 20)
গলা1
(p. 244) galā1 বি. 1 কণ্ঠ, ঘাড়ের বিপরীত দিক; 2 ঘাড়; গ্রীবা; 3 টুঁটি (গলা চেপে ধরেছে) ; 4 কণ্ঠস্বর (গলার জোর, তার গলা শোনা যাচ্ছে) ; 5 গলার জোর (কী গলা ! চিত্কার করতে গলা থাকা চাই)। [সং. গল + বাং. আ (স্বার্থে)]। ভারী গলা বি. গম্ভীর স্বর। গলা টিপলে দুধ বেরয় নিতান্ত শিশু বা অজ্ঞ সম্পর্কে উক্তি। গলা ধরা ক্রি. বি. ঠাণ্ডা লেগে বা শ্লেষ্মার জন্য স্বর বন্ধ হওয়া। গলা বসা ক্রি. বি. (সচ. ঠাণ্ডা লাগার দরুন) কণ্ঠস্বর অস্পষ্ট হয়ে যাওয়া। গলা ভাঙা ক্রি. বি. স্বরভঙ্গ হওয়া; সাময়িক স্বরবিকৃতি হওয়া। গলায় গলায় বিণ. 1 আকণ্ঠ; 2 অত্যন্ত ঘনিষ্ঠ (গলায় গলায় ভাব)। ক্রি-বিণ. ঘনিষ্ঠভাবে। গলায় গাঁথা, গলায় পড়া ক্রি. বি. গলগ্রহ হওয়া। গলায় দড়ি ধিক্কারসূচক উক্তি (অমন স্বামীর গলায় দড়ি)। গলায় লাগা ক্রি. বি. 1 ভুক্তদ্রব্য গলায় আটকে শ্বাসরোধের উপক্রম হওয়া; 2 (ওল কচু প্রভৃতি খাওয়ার ফলে) গলা কুটকুট করা। ̃ কাটা বি. যে গলা কেটে হত্যা করে; দস্যু। বিণ. মাত্রাতিরিক্ত, পীড়নমূলক (গলাকাটা দাম)। ̃ গলি বি. পরস্পর গলা জড়িয়ে ধরা; অত্যন্ত ঘনিষ্ঠতা। ̃ টিপি বি. গলা টিপে ধরা। ̃ ধাক্কা বি. বিতাড়িত করবার জন্য গলায় হাত দিয়ে সামনের দিকে ঠেলে দেওয়া; ঘাড়ধাক্কা; বিতাড়ন। ̃ বন্ধ বি. গলা গরম রাখার পট্টিবিশেষ, কম্ফর্টার। ̃ বাজি বি. চেঁচামেচি, হাঁকডাক; (ব্যঙ্গে) অসার ও নিষ্ফল বক্তৃতা। ̃ ভাঙা বিণ. স্বরভঙ্গ হয়েছে এমন, বিকৃতস্বর। গলা সাধা ক্রি. বি. গানের সুর গলায় ভাঁজা, গানের সুর সাধনা করা। 7)
গোবেচারা, গোবেচারি
(p. 256) gōbēcārā, gōbēcāri বিণ. (গোরুর মতো) অত্যন্ত নিরীহ; অতিরিক্ত ভালোমানুষ (তাকে গোবেচারা পেয়ে খুব পীড়ন করেছে)। [সং. গো + ফা. বেচারা. বাং. ই]। 116)
গোরু
(p. 256) gōru বি. 1 গাভিজাতীয় তৃণভোজী, সচ গৃহপালিত, পুরুষ বা স্ত্রী পশু (গোরুর দুধ, গোরুর শিং); 2 বৃষ, বলদ (গোরুর গাড়ি); 3 (বিদ্রুপে বা গালিতে) বোকা, মূর্খ (তুমি তো আচ্ছা গোরু!)। [সং. গোরূপ, প্রাকৃ. গোরুঅ]। ̃ খোঁজা বি. গোরু হারালে যেভাবে খোঁজা হয় সেইরকম সর্বত্র খোঁজাখুঁজি। ̃ চোর বি. 1 যে অন্যের গোরু চুরি করেহিন্দু সমাজে যা অত্যন্ত নীচ ও হীন কাজ বলে বিবেচিত; 2 যে ব্যক্তি মুখ বুজে সমস্ত পীড়ন সহ্য করে; 3 ভীতসন্ত্রস্ত ব্যক্তি। গোরু মেরে জুতো দান জঘন্য অন্যায়কর্মের প্রায়শ্চিত্তস্বরূপ অল্পকিছু ভালো কাজ করা। 135)
চাপ2
(p. 281) cāpa2 বি. 1 ভার, পেষণ, পীড়ন (পায়ের চাপ, কাজের চাপ); 2 (বি. প.) প্রেষ, pressure (রক্তের উচ্চচাপ); 3 পীড়াপীড়ি, পরোক্ষ পীড়ন (চাপ দিয়ে কাজ আদায় করা); 4 জমাট বস্তু, ডেলা, চাঙড় (চাপ চাপ রক্ত, মাটির চাপ ভেঙে পড়েছে)। বিণ. ঘন, ঠাস, জমাট (চাপবুনন, চাপদই)। [বাং. √চাপ্ + অ]। চাপ-মান-যন্ত্র বি. বায়ুর চাপ মাপার যন্ত্রবিশেষ, barometer. 109)
জনার্দন
(p. 312) janārdana বি. ('জন' নামক অসুরের নিধনকারী বলে) বিষ্ণু। [সং. জন + অর্দন (=পীড়ন, দমন)]। 60)
জুলুম
(p. 327) juluma বি. অত্যাচার, উত্পীড়ন; জবরদস্তি (জোরজুলুম, চাঁদার জুলুম)। [আ. জুল্ম]। ̃ বাজ বিণ. অত্যাচারী, পীড়ক। ̃ বাজি বি. অত্যাচার, পীড়ন। 54)
তাড়ন
(p. 373) tāḍ়na বি. 1 শাসন (প্রবৃত্তির তাড়ন); 2 আঘাতন, প্রহার; 3 র্ভত্সনা; 4 উত্পীড়ন, অত্যাচার। [সং. √ √তড়্ + ণিচ্ + অন]। তাড়নী বি. (স্ত্রী.) চাবুক কশা প্রভৃতি তাড়নের অস্ত্র। 42)
তাড়না
(p. 373) tāḍ়nā বি. 1 শাসন; 2 পীড়ন, অত্যাচার; 3 জ্বালাতন (এত তাড়না ভালো লাগে না); 4 পীড়াপীড়ি (টাকাটা পাবার জন্যে কী তাড়নাই না করল!) [সং. √ তড়্ + ণিচ্ + অন + আ]। 43)
দমন-নীতি
(p. 398) damana-nīti বি. অন্যকে পীড়ন করার নীতি; অন্যের মতকে সম্পূর্ণ দমন করার স্বৈরাচারী নীতি; পীড়ন। [সং. দমন + নীতি]। 18)
দলন
(p. 400) dalana বি. 1 পেষণ; 2 মর্দন; শাসন, দমন, পীড়ন (শত্রুদলন)। বিণ. দলনকারী; দমনকারী (অসুরদলন কৃষ্ণ)। [সং. √ দল্ + অন]। দলনী বিণ. (স্ত্রী.) দমনকারিণী (দানবদলনী, অসুরদলনী)। 18)
দলা2
(p. 400) dalā2 ক্রি. 1 দলন বা মর্দন করা, মাড়ানো (পায়ে দলা); 2 দমন বা পীড়ন করা। বি. উক্ত সব অর্থে। বিণ. দলিত (পায়ে-দলা ঘাস)। [সং. দল্ + বাং. আ]। দলাই-মলাই বি. অঙ্গমর্দন, সংবাহন, শরীর মাসাজ। 23)
দারুণ
(p. 406) dāruṇa বিণ. 1 অতিশয় (দারুণ খিদে); 2 ভীষণ (দারুণ রাগ, দারুণ ভয়); 3 প্রবল (দারুণ ঝ়ড়, দারুণ জ্বর); 4 তীব্র, উগ্র (দারুণ রোদ, 'দারুণ অগ্নিবাণে রে': রবীন্দ্র); 5 অসহ্য ('কান্ত পাহুন কাম দারুণ': বিদ্যা); 6 কঠিন, দুর্জয় (দারুণ সংকল্প); 7 নিষ্ঠুর, নৃশংস (দারুণ পীড়ন, দারুণ বাক্য, দারুণ যন্ত্রণা)। বিণ-বিণ. খুব (দারুণ ভালো)। ক্রি-বিণ. 1 প্রবল পরাক্রমে (দারুণ খেলেছে); 2 চমত্কার (আজ দারুণ খেয়েছি)। [সং. √ দৃ + ণিচ্ + উন]। 25)
দুঃ
(p. 411) duḥ অব্য. দুষ্ট মন্দ নিষিদ্ধ দুঃখজনক প্রভৃতি অর্থসূচক উপসর্গ। [সং. দুর্, দুস্]। ̃ শাসন বি. 1 পীড়নপূর্ণ শাসন; 2 কুশাসন; 3 ধৃতরাষ্ট্রের দ্বিতীয় পুত্র। বিণ. সহজে শাসন বা বশীভূত করা যায় না এমন। ̃ শীল বিণ. দুষ্ট বা অসত্ স্বভাববিশিষ্ট। ̃ শ্রব বিণ. 1 অশ্রাব্য; শুনলে মনে কষ্ট হয় এমন; 2 আওয়াজের ক্ষীণতার জন্য শুনতে পাওয়া যায় না এমন। ̃ সময় বি. 1 অসময়; 2 অশুভ সময়; 3 দুখের সময়। ̃ সহ বিণ. সহ্য করা কঠিন এমন, অসহ্য। ̃ সাধ্য বিণ. 1 কষ্টসাধ্য; অসাধ্য, সম্পন্ন করা যায় না এমন (দুঃসাধ্য সংকল্প); 2 যার প্রতিবিধান অসম্ভব, অচিকিত্স্য (দুঃসাধ্য ব্যাধি)। ̃ সাহস বি. অনুচিত বা অত্যধিক সাহস। ̃ সাহসিক বিণ. দুঃসাহসী; সম্পাদনের জন্য দুঃসাহসের প্রয়োজন হয় এমন (দুঃসাহসিক অভিযান)। ̃ সাহসিকতা বি. অনুচিত বা অত্যধিক সাহসের প্রবৃত্তি। ̃ সাহসী (-সিন্) দুঃসাহসসম্পন্ন (দুঃসাহসী ডাকাত)। ̃ স্হ, দুস্হ বিণ. 1 দরিদ্র ও দুরবস্হাপন্ন; 2 (বিরল) দুঃখপীড়িত। ̃ স্হিত, দুস্হিত বিণ. 1 দুঃখপীড়িত; 2 (পদার্থ.) স্হির থাকে না এমন, unstable (বি.প.)। বি. ̃ স্হিতি, দুস্হিতি। ̃ স্পর্শ, দুস্পর্শ বিণ. স্পর্শ করা কঠিন এমন। ̃ স্বপ্ন বি. অশুভ ঘটনার স্বপ্ন; খারাপ স্বপ্ন। 3)
দুর্গতি
(p. 414) durgati বি. 1 দুর্দশা, দুরবস্হা (দেশের দুর্গতি, দুর্গতিনাশিনী); 2 নিগ্রহ, পীড়ন; 3 (মৃত্যুর পরে) নরকে গতি বা গমন; 4 নরক। [সং. দুর্ + গতি]। ̃ নাশিনী বি. বিণ. (স্ত্রী.) যিনি দুর্গতি নাশ করেন, দুর্গাদেবী। 8)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534880
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140416
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730640
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942830
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883570
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838481
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696646
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603078

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us