Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

প্রজাতি দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অদিতি
(p. 17) aditi বি. 1 দক্ষ প্রজাপতির কন্যা; দেবগণের মাতা ও কশ্যপ মুনির পত্নী; 2 আকাশ; 3 পৃথিবী। [সং. ন+ √ দো+তি]। ̃ নন্দন বি. 1 অদিতির পুত্র; 2 দেবতা। 8)
অনু-রঞ্জন
(p. 30) anu-rañjana বি. 1 তৃপ্তি বা সন্তোষ বিধান, প্রীতিসম্পাদন; মনোরঞ্জন; 2 রঞ্জিতকরণ। [সং. অনু + রন্জ্+ অন]। অনু-রঞ্জক বি. বিণ. 1। প্রীতি-উত্পাদক, আনন্দদানকারী (রাম প্রজানুরঞ্জক শাসক ছিলেন); 2 রঞ্জনকারী। অনু-রঞ্জিত বিণ. 1 অনুরাগযুক্ত; তোষিত; 2 বর্ণরঞ্জিত। 25)
অপালন
(p. 40) apālana বি. ঠিকমতো পালনের অভাব; ত্রুটিপূর্ণ প্রজাপালন, কুশাসন; অযত্ন। [সং. ন + পালন]। 24)
আওসত
(p. 77) āōsata বি. বড় জমিদারির অধীন খাজনা-করা ছোট তালুক বা ভূসম্পত্তি; ছোট তালুক বা জোতজমি। [আ. আওসত্, অওসত্]। ̃ হাওয়ালা বি. হাওয়ালা বা হাওলা-করা অর্থাত্ নির্দিষ্ট শর্তে দেওয়া প্রজাস্বত্ব বা চাষের অধিকার। 40)
উত্-পীড়ন
(p. 123) ut-pīḍ়na বি. 1 পীড়ন, নিগ্রহ, অত্যাচার (প্রজাদের উপর জমিদারদের উত্পীড়ন); 2 কষ্ট দেওয়া; 3 উত্যক্ত করা। [সং. উত্ + পীড়ন]। উত্-পীড়ক বিণ. বি. যে উত্পীড়ন করে। উত্-পীড়িত বিণ. উত্পীড়ন করা হয়েছে এমন; নিগৃহীত; অত্যাচারিত। 32)
উপর
(p. 133) upara বি. 1 ঊর্ধ্বভাগ, উপরিভাগ (জলের উপরটা দেখো); 2 চল, ছাদ। বিণ. 1 ঊর্ধ্বে স্হিত; উচ্চ (উপরমহল); 2 অতিরিক্ত, বাড়তি (উপর-পাওনা)। অব্য. প্রতি (প্রজাদের উপর জমিদারের অত্যাচার)। [সং. উপরি]। ̃ অলা, ̃ ওয়ালা বিণ. ঊর্ধ্বতন। বি. ঊর্ধ্বতন কর্মচারী। [বাং. উপর + ফা. বালা]। উপর-উপর অব্য. ক্রি-বিণ. বিণ. ভাসাভাসা, অগভীরভাবে (বইখানা উপর-উপর দেখেছি)। উপর-চড়া, উপর-চড়াও বিণ. ক্রি-বিণ. অকারণ; গায়ে-পড়া; গায়ে পড়ে (উপর চড়া হয়ে ঝগড়া করা, লোকটি ভারি উপর-চড়া)। ̃ চাল বি. 1 লোক-দেখানো ভাবভঙ্গি; 2 (দাবা খেলায়) দর্শকের বলে-দেওয়া চাল। ̃ চালাক বিণ. (যথার্থ বুদ্ধিমান না হয়েও) মাত্রাধিক চালাকি করে এমন; ফাজিল। ̃ টপকা বিণ. ক্রি-বিণ. 1 উপর-উপর; 2 উপর-পড়া। ̃ তলা বি. 1 পাকা বাড়ির একতলার উপরের অংশ; 2 (আল.) সম্পন্ন বা ধনী লোকের অবস্হান (উপরতলার লোক)। ̃ নীচ করা ক্রি. বি. বারবার ওঠা ও নামা। ̃ পড়া বিণ. স্বয়ংপ্রবৃত্ত, উপযাচক। 35)
কড়চা
(p. 158) kaḍ়cā বি. 1 বৈষ্ণব সাহিত্যে পদ্যে লিখিত ইতিবৃত্ত, জীবনী বা দিনলিপি; 2 রোজনামচা, দিনলিপি; 3 প্রজার দেয় খাজনায় বিবরণ সংবলিত বই বা নথি। [তু. হি. কড়খা]। 22)
কালা2
(p. 186) kālā2 বি. শ্রীকৃষ্ণ। বিণ. 1 কৃষ্ণবর্ণ; 2 কলঙ্কিত (এই কালা মুখ আর দেখাতে চাই না)। [সং. কাল3]। কালা কানুন বি. প্রজাস্বার্থবিরোধী অন্যায় আইন, black act. ̃ চাঁদ বি. শ্রীকৃষ্ণ। 35)
কুশাসন2
(p. 201) kuśāsana2 বি. অন্যায় শাসন; অবিচার; প্রজাপীড়ন। [সং. কু + শাসন]। কুশাসিত বিণ. অন্যায় বা অযোগ্যভাবে শাসিত। 20)
কোর্ফা
(p. 210) kōrphā বি. 1 জমির নিম্নতম স্বত্ব বা অধিকার; 2 যে প্রজা তার ঊর্ধ্বতন প্রজার কাছ থেকে জমি নিয়ে চাষ করে। [ফা. কোর্ফা]। কোর্ফা প্রজা বি. এক প্রজার অধীন অন্য প্রজা। 47)
কোল2
(p. 210) kōla2 বি. 1 ক্রোড় (শিশুকে কোলে নেওয়া); 2 আলিঙ্গন (কোল দাও) ; 3 পেট বা মধ্যভাগ (মাছের কোল, কোলের মাছ); 4 কিনারা (নদীর কোল); 5 সন্নিহিত স্হান, সান্নিধ্য (বনের কোল, গাছের, কোল); 6 বক্ষ, মধ্যদেশ (সমুদ্রকোল)। [সং. ক্রোড়]। কোল আঁচল বি. শাড়ি পরবার পর যে আঁচল কোল বা কোমরের কাছে থাকে। কোল-আলো-করা ছেলে বি. মায়ের কোলের আলোস্বরূপ সুন্দর ফুটফুটে ছেলে। ̃ কুঁজো বিণ. কোল বা কোমরের দিকে একটু হেলানো বা কুঁজো। ̃ জমা বি. (ভূসম্পত্তির) জমার অধীন জমা; কোর্ফা প্রজার অস্হায়ী স্বত্ব। ̃ পোঁছা, ̃ মোছা বিণ. (সন্তান সম্বন্ধে) সবশেষে যার জন্ম হয়েছে, কনিষ্ঠ (কোলপোঁছা ছেলে)। ̃ জুড়ানো বিণ. মায়ের কোলে বসে মায়ের অন্তরে আনন্দদান করে এমন। ̃ বালিশ - বালিশ দ্র। 50)
খাজনা, খাজানা
(p. 226) khājanā, khājānā বি. রাজস্ব; জমিদার বা সরকারের প্রাপ্য কর; জমিদার বা সরকার প্রজার কাছ থেকে যে ভূমিকর পান। [আ. খজানা]। ̃ খানা বি. কোষাগার। 4)
খাস
(p. 229) khāsa বিণ. 1 অসাধারণ (শাক দরবার); 2 নিজস্ব (খাস কামরা); 3 মালিকের সরাসরি অধিকারভুক্ত বা কর্তৃত্বাধীন (খাসদখল)। [আ. খাস্]। ̃ খামার বি. নিজের চাষবাসের জমি। ̃ মহল, ̃ মহাল, ̃ তালুক বি. যে জমি বা তালুক প্রজার কাছে বিলি না করে জমির মালিক সরাসরি নিজের তত্ত্বাবধানে রাখে (খাস তালুকের প্রজা)। 9)
গৃহ
(p. 253) gṛha বি. 1 কক্ষ, ঘর, প্রকোষ্ঠ; 2 বাড়ি, বাসস্হান, আবাস (আমার গৃহে একদিন পদার্পণ করুন)। [সং. √গ্রহ্ + অ]। ̃ কপোত বি. পোষা পায়রা, পারাবত। ̃ কর্তা (-র্তৃ) বি. গৃহস্বামী। স্ত্রী. ̃ কর্ত্রী। ̃ কর্ম, ̃ কার্য বি. ঘরকান্নার কাজ, গৃহস্হালি। ̃ কোণ বি. ঘরের কোণ; অন্তঃপুর (দিনের শেষে ফিরে গৃহকোণে আশ্রয় নিই)। ̃ গোধিকা বি. টিকটিকি। ̃ চ্ছিদ্র বি. পারিবারিক দোষ বা কলঙ্ক। ̃ চ্যুত বিণ. স্বগৃহ থেকে বিতাড়িত বা বিচ্ছিন্ন। ̃ জাত বিণ. ঘরে তৈরি হয়েছে এমন। ̃ ত্যাগ বি. বাড়ি ছেড়ে যাওয়া; সংসারত্যাগ, বৈরাগ্য, সন্ন্যাস। ̃ দাহ বি. অগ্নিসংযোগে গৃহের আংশিক বা সম্পূর্ণ পুড়ে যাওয়া। ̃ দেবতা বি. পুরুষানুক্রমে পূজিত ও গৃহে প্রতিষ্ঠিত দেবতা বা দেবমূর্তি। ̃ ধর্ম বি. গার্হস্হ্যধর্ম, সংসারধর্ম, গৃহীর পালনীয় কর্তব্য। ̃ নির্মাণ বি. ঘর-বাড়ি তৈরি। ̃ পতি বি. গৃহস্বামী। ̃ পালিত বিণ. ঘরে অর্থাত্ বাড়িতে পোষা বা পোষার যোগ্য (গৃহপালিত পশু)। ̃ প্রবেশ বি. নবনির্মিত গৃহে প্রথম প্রবেশকালীন অনুষ্ঠানবিশেষ। ̃ প্রাঙ্গণ বি. গৃহের সংলগ্ন প্রাঙ্গণ বা উঠান। ̃ বধূ বি. ঘরেই থাকে এবং সংসারধর্ম পালন করে এমন বিবাহিতা স্ত্রীলোক। ̃ বন্দি বিণ. ঘরে আটক (বৃষ্টির জন্যে সারাটা দিন গৃহবন্দি হয়ে আছি)। ̃ বলি-ভুক (-ভুজ্) পায়রা। ̃ বাটিকা বি. বাসগৃহসংলগ্ন বাগান; বাগানবাড়ি। ̃ বাসী (-সিন্) বিণ. বি. গৃহস্হ, সংসারী (লোক)। ̃ বিচ্ছেদ বি. আত্মীয়পরিজনের মধ্যে ঝগড়া বা পরস্পর ছাড়াছাড়ি। ̃ বিবাদ বি. 1 একই সংসারের লোকজনের মধ্যে বা পরিজনদের মধ্যে ঝগড়া ; 2 একই রাষ্ট্রের প্রজাদের মধ্যে পরস্পর কলহ বা লড়াই। ̃ ভেদ বি. 1 গৃহবিবাদ; 2 সিঁধ কেটে চুরি। ̃ ভেদী বিণ. 1 পরিজনদের মধ্যে বিবাদ ঘটায় এমন, ঘরভাঙানে; 2 (বিরল) চৌর্যব্যবসায়ী। ̃ মণি বি. প্রদীপ। ̃ মৃগ বি. কুকুর। ̃ মেধী বি. বিণ. গৃহস্হ; কৃতদার, যে বিবাহ করেছে। ̃ মেধিনী বি. (স্ত্রী) গৃহিণী। ̃ যুদ্ধ বি. ঘরোয়া যুদ্ধ; রাষ্ট্রের মধ্যে অন্তর্যুদ্ধ। ̃ লক্ষ্মী বি. কুলবধূ; গৃহিণী। ̃ শত্রু বি. যে ব্যক্তি (প্রধানত গোপনে) স্বগৃহের বা স্বদলের প্রতি শত্রুতা করে। ̃ শিক্ষক বি. যে শিক্ষক পারিশ্রমিকের বিনিময়ে বাড়িতে এসে ছাত্র-ছাত্রীকে পড়ান। ̃ শূন্য বিণ. 1 নিরাশ্রয়; 2 বিপত্নীক। ̃ সজ্জা বি. ঘরের আসবাবপত্র। ̃ স্হ বি. সংসারী লোক; মধ্যবিত্ত অবস্হার লোক। বিণ. গৃহে স্হিত। ̃ স্হালি, ̃ স্হালী বি. ঘরকন্নার কাজকর্ম। ̃ স্বামী (-মিন্) বি. বাড়ির বা পরিবারের কর্তা। স্ত্রী. ̃ স্বামিনী। ̃ হীন বিণ. গৃহ নেই যার; আশ্রয়হীন। 63)
গেরো-বাজ
(p. 256) gērō-bāja বি. পায়বার প্রজাতিবিশেষ। [হি. গিরবাজ]। 33)
চেক2
(p. 294) cēka2 বি. ব্যাংককে টাকা দেবার আদেশপত্র বা হুণ্ডি়; ব্যাংক থেকে আমানতি টাকা তোলার জন্য নির্দেশপত্র। [ইং. cheque]। চেক কাটা ক্রি. বি. চেক দেওয়া, চেক দাখিল করা। ̃ দাখিলা বি. জমিদার প্রজাকে জমির বিবরণসংবলিত খাজনার যে-রসিদ দেন; খাজনার রসিদ। ̃ মুড়ি বি. দাখিলার অর্থাত্ রসিদের যে অংশ দাখিলাদাতা নিজের কাছে রাখে, counterfoil. 50)
জমা2
(p. 312) jamā2 বি. 1 পুঁজি, সঞ্চয়; সংগ্রহ; 2 আয় (জমা-খরচ); 3 খাজনা (বার্ষিক দশ টাকা জমা); 4 খাজনা করা জমি (তাঁর অধীনে আমার কিছু জমা আছে)। [আ. জম্আ]। ̃ ওয়াশিল-বাকি বি. আদায়ীকৃত ও অনাদায়ী খাজনার হিসাব। ̃ খরচ বি. আয়-ব্যয়ের হিসাব। ̃ নবিশ বি. জমি ও খাজনার হিসাবরক্ষক। ̃ বন্দি বি. প্রজাবিলি ও খাজনার হিসাব। 105)
জিজিয়া
(p. 325) jijiẏā বি. মুসলমান শাসকদের দ্বারা অমুসলমান প্রজাদের উপর ধার্য করবিশেষ। [আ. জিজিয়া]। 3)
তন্ত্র
(p. 367) tantra বি. 1 সাধনপ্রণালীপ্রধান শাস্ত্রবিশেষ; শিব-শক্তি সম্বন্ধীয় শাস্ত্র বা উপাসনাবিধি (তন্ত্রবিদ্যা, তন্ত্রশাস্ত্র); 2 বেদের শাখাবিশেষ, আগম, নিগম; 3 রাষ্ট্রশাসন পদ্ধতি (প্রজাতন্ত্র, রাজতন্ত্র); 4 বিদ্যা বা শাস্ত্র (চিকিত্সাতন্ত্র); 5 সাধনপ্রণালী, পন্হা; 6 মতবাদ (কোনো তন্ত্র মানি না, বস্তুতন্ত্র); 7 অধ্যায়, পরিচ্ছেদ (পঞ্চতন্ত্র); 8 মন্ত্রবিদ্যা, ঝাড়ফুঁক; 9 তাঁত, বয়নযন্ত্র; 1 পশুর অন্ত্র; 11 তার (বীণাতন্ত্র)। বিণ. অধীন, আয়ত্ত, বশ (স্বতন্ত্র, স্বেচ্ছাতন্ত্র, পরতন্ত্র)। [সং. √ তন্ + ত্র]। ̃ ধারক, ̃ ধারী বি. ধর্মীয় ক্রিয়াকর্মের অনুষ্ঠানে যে-ব্রাহ্মণ পুঁথি দেখে পুরোহিতকে মন্ত্রপাঠে সাহায্য করে। ̃ শাস্ত্র বি. শিব-শক্তি সম্বন্ধীয় শাস্ত্রবিশেষ। 17)
তহরি
(p. 372) tahari বি. 1 (প্রধানত দলিল বা চিঠিপত্রাদি) লেখার পারিশ্রমিক; 2 জমিদারের কর্মচারীরা প্রজাদের কাছ থেকে খাজনার অতিরিক্ত যে অর্থ আদায় করে; 3 দোকানদার খরিদ্দারের ভৃত্যকে যে অর্থ বকশিশ দেয়। [আ. তহ্রীব]। 17)
তৌজি
(p. 387) tauji বি. প্রজাদের নাম এবং তাদের জমি ও খাজনার পরিমাণের তালিকা। [আ. তৌজী]। 50)
দক্ষ2
(p. 395) dakṣa2 বি. প্রজাপতিবিশেষ, ইনি সতী ও নক্ষত্ররূপিণী সপ্তবিংশতি কন্যার জনক। [সং. √ দক্ষ্ + অ]। ̃ কন্যা বি. শিবপত্নী সতী, দুর্গা। ̃ জা বি. দক্ষকন্যা -র অনুরূপ। ̃ যজ্ঞ বি. 1 প্রজাপতি দক্ষের দ্বারা অনুষ্ঠিত শিবহীন যজ্ঞ, যে যজ্ঞে শিবনিন্দা শুনে সতী প্রাণত্যাগ করেন এবং শিব অনুচরদের সঙ্গে এসে যজ্ঞ পণ্ড করেন; 2 (আল.) প্রলয় কাণ্ড, চূড়ান্ত হট্টগোল। 17)
দাক্ষায়ণী
(p. 402) dākṣāẏaṇī বি. প্রজাপতি দক্ষের কন্যা, সতী। [সং. দক্ষ + অয়ন (অপত্যার্থে) + ঈ]। 40)
দাখিলা
(p. 402) dākhilā বি. (প্রধানত প্রজাকে জমিদারের দেওয়া) খাজনা প্রাপ্তির রসিদ বা স্বীকারপত্র। [আ. দাখিলা]। 44)
দাগ
(p. 402) dāga বি. 1 চিহ্ন, ছাপ (কালির দাগ); 2 মরচে, জং (লোহার দাগ ধরা); 3 কলঙ্ক (চরিত্রে কোনো দাগ পড়েনি); 4 রেখাঙ্কন (এইখানে দাগ দাও); 5 (আল.) মালিন্য, অভিমান (মনের দাগ সহজে যাবে না)। [ফা. দাগ্]। ̃ বিলি বি. জমি ও প্রজার বিবরণ। 45)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2535225
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140692
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1731010
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 943179
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883676
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838543
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696758
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603119

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us