Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

প্রতিরোধ দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অনি-বার্য
(p. 25) ani-bārya বিণ. 1 নিবারণ করা বা রোধ করা সম্ভব নয় এমন (জীবনে দুঃখকষ্ট একরকম অনিবার্য, অনিবার্য কারণে); 2 প্রতিহত বা প্রতিরোধ করা যায় না এমন (অনিবার্য গতি, অনিবার্য বেগ)। [সং. ন + নি + √ বৃ + ণিচ্ + য]। 36)
অপ্রতি-রোধ্য
(p. 42) aprati-rōdhya বিণ. প্রতিরোধ করা বা নিবারণ করা বা এড়ানো যায় না এমন (অপ্রতিরোধ্য বাসনা)। [সং. ন + প্রতিরোধ্য (প্রতি + √ রুধ্ + য)। 3)
অসম্বাধ
(p. 70) asambādha বিণ. 1 বাধাহীন, অবাধ; 2 সংঘর্ষহীন; 3 অপ্রতিরোধ্য, বাধা দেওয়া যায় না এমন। [সং. ন + সম্বাধা]। 34)
খগোল
(p. 221) khagōla বি. 1 নভোমণ্ডল; 2 নভোমণ্ডলের প্রতিরূপক কৃত্রিম গোলক। [সং. খ + গোল]। ̃ বিদ্যা বি. নভোবিজ্ঞান; জ্যোতির্বিজ্ঞান, astronomy. 11)
গোলক
(p. 256) gōlaka বি. 1 গোলাকৃতি বস্তু (ভূগোলক); 2 ভাঁটা, কন্দুক, বাঁটুল, বল; 3 যে বর্তুলের উপর পৃথিবীর প্রতিরূপ অঙ্কিত থাকে, globe. [সং. গোল3+ ক (স্বার্থে)]। 140)
ছায়া
(p. 304) chāẏā বি. 1 কোনোকিছুর দ্বারা আলোকরশ্মির গতিপথ রুদ্ধ হওয়ার ফলে উত্পন্ন প্রতিবিম্ব, shadow (গাছের ছায়া); 2 রৌদ্রের অভাব (এসো, ছায়ায় বসি); 3 প্রতিরূপ, সাদৃশ্য (মৃত্যুর ছায়া, কালের করাল ছায়া); 4 অশরীরী অবয়ব (ছায়াময় দেহ); 5 দীপ্তি, প্রভা (রত্নচ্ছায়া); 6 আশ্রয় ('দেহ পদচ্ছায়া'); 7 সূর্যের পত্নী। [সং. √ ছো + য + আ]। ̃ চিত্র বি. সিনেমার ছবি। ̃ চ্ছন্ন বিণ. ছায়ায় ঢাকা; অন্ধকার। ̃ তরু বি. ছায়াপ্রধান গাছ, যে গাছের ছায়া বহুদূর পর্যন্ত ছড়িয়ে পড়ে। ̃ ত্মজ বি. ছায়ার পুত্র অর্তাত্ শনিদেব। ̃ দেহ, ̃ শরীর বি. অশরীরী মূর্তি। ̃ নট বি. রাগবিশেষ। ̃ পথ বি. (জ্যোতি.) শুভ্র মেঘের মতো নক্ষত্রপুঞ্জবিশেষ, আকাশগঙ্গা, যমের জাঙ্গাল, milky way. ̃ বাজি বি. 1 ছায়া-দেখানো খেলা; 2 ম্যাজিক লণ্ঠন; 3 ভেলকিবাজি। ̃ মণ্ডপ বি. চাঁদোয়া-ঢাকা স্হান; ছাঁদনাতলা। ̃ ময় বিণ. 1 ছায়ায় ভরা বা ছায়ায় ঢাকা (ছায়াময় গাছ); 2 ছায়ায় গঠিত অর্থাত্ ভূতুড়ে (ছায়াময় রূপ)। ছায়া মাড়ানো ক্রি. বি. (আল.) কোনোরকম সংস্রব রাখা (তোর ছায়া মাড়ালেও পাপ হয়)। ̃ মূর্তি বি. অশরীরী বা বায়বীয় মূর্তি। ̃ সুত বি. শনি। 45)
ঢাল2
(p. 361) ḍhāla2 বি. অস্ত্রাদির আঘাত প্রতিরোধে ব্যবহার্য চামড়া ইত্যাদির তৈরি ফলক, বর্ম। [সং. ঢাল]। ঢালী বিণ. বি. 1 ঢালধারী, ঢালধারী যোদ্ধা; 2 উপাধি বা পদবিবিশেষ। 3)
দুর্নিরোধ্য
(p. 414) durnirōdhya বিণ. 1 নিরোধ করা বা নিবারিত করা কঠিন এমন; 2 আটকে দেওয়া বা প্রতিরোধ করা কঠিন এমন। [সং. দুর্ + নিরোধ্য]। 34)
দুর্বার
(p. 414) durbāra বিণ. নিবারণ করা বা বাধা দেওয়া শক্ত এমন, প্রতিরোধ করা শক্ত এমন, দুর্নিবার, দুর্দমনীয় ('দুর্বার স্রোতে এল কোথা হতে': রবীন্দ্র)। [সং. দুর্ + √ বৃ + ণিচ্ + অ]। 45)
ধাক্কা
(p. 433) dhākkā বি. 1 ঠেলা (দরজায় ধাক্কা দেওয়া); 2 সংঘর্ষ, ঠোকাঠুকি, ঠেলাঠেলি (ট্রামে-বাসে ধাক্কা লাগে); 3 সহসা চাপ, তাড়া বা বেগ (কাজের ধাক্কা সামলানো)। ক্রি. ধাক্কা দেওয়া, ঠেলা দেওয়া (অমন ধাক্কাচ্ছ কেন?)। [তু. হি. ধক্কা; মৈ. ঢেকা]। ধাক্কা সামলানো ক্রি. বি. 1 সংঘর্ষ বা ঠেলাঠেলি প্রতিরোধ করা; 2 সংকট বা ঝামেলা থেকে রক্ষা পাওয়া। 23)
নকল
(p. 443) nakala বি. 1 অনুকরণ (বিলাতের নকল করা); 2 প্রতিলিপি বা প্রতিরূপ (এটাকে হুবহু নকল করতে পারবে?); 3 পরীক্ষায় অসাধুভাবে বা অন্যায়ভাবে অন্যের উত্তরপত্র দেখে কিংবা অন্য কাগজপত্র দেখে লেখা। বিণ. কৃত্রিম, মেকি, ঝুটো (নকল গয়না)। [আ. নক্ল্]। ̃ নবিশ বি. 1 অনুলিপি লেখক, copyist; 2 বি. বিণ. নকল বা অনুকরণ করতে পটু এমন। নকলি বিণ. কৃত্রিম, জাল (নকলি মুক্তো)। 18)
নটি-বায়োটিক
(p. 76) naṭi-bāẏōṭika বিণ. জীবাণু প্রতিরোধ করে এমন। বি. জীবানুপ্রতিরোধী ওষুধ। [ইং. antibiotic]। 23)
নিরোধ
(p. 468) nirōdha বি. 1 অবরোধ, বাধা; 2 প্রতিরোধ; 3 নিবারণ (জন্মনিরোধ); 4 নিয়ন্ত্রণ, সংযম (ক্রোধ নিরোধ, চিত্তবৃত্তি নিরোধ)। [সং. নি √ রুধ্ + অ]। ̃ ক বিণ. নিরোধকারী। ̃ ন বি. রুদ্ধ করা; বাধাদান, সংযম পালন। নিরোধ্য বিণ. নিরোধ করা যায় এমন, বাধা দেওয়া বা প্রতিরোধ করা যায় এমন। 35)
নিষ্ক্রিয়
(p. 475) niṣkriẏa বিণ. 1 ক্রিয়া বা কাজ নেই যার, ক্রিয়াহীন; 2 অলস। [সং. নির্ + ক্রিয়া]। বি. ̃ তা। নিষ্ক্রিয় গ্যাস বি. হিলিয়াম নিয়ন প্রভৃতি নিষ্ক্রিয় (inert) গ্যাস বা গ্যাসীয় উপাদান। নিষ্ক্রিয় প্রতিরোধ ক্রিয়াহীনভাবে অর্থাত্ আক্রমণাত্মক কিছু না করে অপরের কাজে বাধা দেওয়া, passive resistance. 15)
প্রতি-চিত্র
(p. 538) prati-citra বি. চিত্র বা ছবির অবিকল নকল, চিত্রের প্রতিরূপ, blueprint. [সং. প্রতি + চিত্র]। 82)
প্রতি-রূপ
(p. 543) prati-rūpa বি. 1 প্রতিমূর্তি (নালন্দা ছিল আধুনিক বিশ্ববিদ্যালয়েরই প্রতিরূপ); 2 সাদৃশ্য; প্রতিবিম্ব। বিণ. সদৃশ, তুল্য। [সং. প্রতি + রূপ]। প্রতি-রূপক বি. 1 চিত্র; 2 প্রতিবিম্ব; 3 প্রতিমূর্তি। 5)
প্রতি-রোধ
(p. 543) prati-rōdha বি. 1 নিবারণ (রোগ প্রতিরোধ); 2 বাধাদান (অন্যায়ের প্রতিরোধ); 3 অবরোধ; 4 আটক; 5 প্রতিবন্ধ, ব্যাঘাত। [সং. প্রতি + রোধ]. প্রতি-রুদ্ধ, প্রতি-রোধিত বিণ. প্রতিরোধ করা হয়েছে এমন; বাধাপ্রাপ্ত; নিবারিত। ̃ ক, প্রতিরোধী (-ধিন্) বিণ. প্রতিরোধকারী। প্রতিরোধ্য বিণ. প্রতিরোধ করা সম্ভব বা উচিত এমন। 6)
প্রতি-ষেধ
(p. 543) prati-ṣēdha বি. 1 নিষেধ; 2 নিবারণ (রোগ প্রতিষেধ); 3 ত্যাগ, বর্জন। [সং. প্রতি + √ সিধ্ + অ]। প্রতি-ষিদ্ধ বিণ. প্রতিষেধ করা হয়েছে এমন। ̃ ক বিণ. প্রতিরোধ বা নিবারণ করে এমন, নিবারক (প্রতিষেধক টিকা)। বি. প্রতিষেধক পদার্থ। ̃ ন বি. প্রতিষেধকরণ। 14)
প্রতি-ষ্টম্ভ
(p. 543) prati-ṣṭambha বি. 1 বাধা, প্রতিবন্ধ, আটকে দেওয়া (বাহু প্রতিষ্টম্ভ); 2 প্রতিরোধ। [সং. প্রতি + √ স্তম্ভ্ + অ]। 15)
প্রতিরুদ্ধ
(p. 543) pratiruddha দ্র প্রতিরোধ। 4)
মোকা-বিলা
(p. 717) mōkā-bilā বি. 1 সামনাসামনি বোঝাপড়া বা নিষ্পত্তি (পরিস্হিতির মোকাবিলা); 2 পরস্পরের শক্তিপরীক্ষার ফয়সালা (শত্রুর মোকাবিলা করা); 3 মুখোমুখি হয়ে প্রতিরোধ (শত্রুর মোকাবিলা করা)।[আ. মুকাব্লা]। 34)
সংরোধ
(p. 796) saṃrōdha বি. 1 নিরোধ, প্রতিরোধ; 2 অবরোধ; 3 প্রতিবন্ধ; 4 প্রশমন। [সং. সম্ + রোধ]। ̃ ক বিণ. সংরোধকারী। ̃ ন বি. সংরোধ, প্রতিরোধ; প্রতিরোধ বা সংরোধ করা। 2)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2577883
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2185659
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1785749
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1026904
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901146
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848139
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708618
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 620284

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us