Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

প্রতি-ষ্টম্ভ এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  প্রতি-ষ্টম্ভ এর বাংলা অর্থ হলো -

(p. 543) prati-ṣṭambha বি. 1 বাধা, প্রতিবন্ধ, আটকে দেওয়া (বাহু প্রতিষ্টম্ভ); 2 প্রতিরোধ।
[সং. প্রতি + √ স্তম্ভ্ + অ]।
15)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


পূষা
(p. 530) pūṣā (-ষন্) বি. সূর্য। [সং. পূষন্]। 4)
পরমোত্-সব
(p. 488) paramōt-saba বি. শ্রেষ্ঠ উত্সব, মহান বা পবিত্র উত্সব ('ওহে সুন্দর মম গৃহে আজি পরমোত্সব রাতি': রবীন্দ্র)। [সং. পরম + উত্সব]। 178)
প্রচ্ছদ
(p. 538) pracchada বি. 1 আবরণ, আচ্ছাদন; 2 বইয়ের মলাট। [সং. প্র + √ ছদ্ + ণিচ্ + অ]। ̃ পট বি. 1 পরদা, screen; 2 আবরণ বা আচ্ছাদনের কাপড় বা কাগজ; 3 বইয়ের মলাট। 23)
প্রশংসন
(p. 551) praśaṃsana বি. প্রশংসা করা, সুখ্যাতি করা। [সং. প্র + √ শন্স্ + অন]। প্রশংসনীয় বিণ. প্রশংসার যোগ্য। 5)
প্রখর
(p. 537) prakhara বিণ. 1 অতিশয় তীক্ষ্ণ বা ধারালো (প্রখর খ়ড্গ); 2 তীব্র, কড়া (প্রখর রৌদ্র, প্রখর তেজ)। [সং. প্র + খর]। বি. ̃ তা, ̃ ত্ব। স্ত্রী. প্রখরা।
প্রতি-প্রদান
প্লায়ার্স
(p. 559) plāẏārsa বি. তার বাঁকাবার বা কোনোকিছু শক্ত করে ধরার সাঁড়াশিবিশেষ। [ইং. pliers]। 9)
পরিদৃষ্ট
(p. 498) paridṛṣṭa বিণ. সম্যক দৃষ্ট। [সং. পরি + দৃষ্ট]। 19)
প্রতি-মান
(p. 541) prati-māna বি. 1 নজির, নিদর্শন, প্রমাণ; 2 মানদণ্ড, বিচারের মাপকাঠি; 3 মান, standard. [সং. প্রতি + মান2]। 59)
প্রপর্ণ
(p. 546) praparṇa বি. বৃক্ষের স্খলিত পত্র, গাছের ঝরা পাতা। [সং. প্র + পর্ণ]। 41)
পালন
(p. 513) pālana বি. 1 প্রতিপালক (সন্তানপালক); 2 ভরণপোষণ (পরিবারপালন); 3 তত্ত্বাবধান, সংরক্ষণ (পশুপালন); 4 মান্য করা, তামিল (হুকুম পালন, প্রতিজ্ঞাপালন); 5 উদযাপন (জন্মদিন পালন)। [সং. √পা + ণিচ্ = পালি + অন]। পালনীয় বিণ. পালন করা উচিত এমন, পালন করতে হবে এমন। 168)
পরি-ণেতা
(p. 498) pari-ṇētā (-তৃ) বি. 1 বিবাহকর্তা, যে বিবাহ করে; 2 স্বামী। [সং. পরি + √ নী + তৃ]। 6)
পোতা2
পেছন, পেছপা, পেছু
(p. 531) pēchana, pēchapā, pēchu যথাক্রমে পিছন, পিছপা ও পিছু -র কথ্য রূপ। পেছু নেওয়া, পিছু নেওয়া ক্রি. বি. অনুসরণ করা। পেছু লাগা, পিছনে লাগা ক্রি. বি. উত্যক্ত করা; নাছোড়বান্দা হয়ে রত থাকা বা অনুসরণ করা। 19)
পুঁটে
(p. 523) pun̐ṭē বি. 1 বালাজাতীয় গয়নার মুখ; 2 ঘুণ্টি। বিণ. খুব ছোটো (পুঁটে পেরেক)। [দেশি]। 26)
প্রতি-হর্তা
(p. 543) prati-hartā (-র্তৃ) বিণ. বি. 1 প্রত্যাঘাতকারী; 2 নিবারণকারী। [সং. প্রতি + √ হৃ + তৃ]।
পনেরো
(p. 488) panērō বি. বিণ. 1 সংখ্যা বা সংখ্যক। [তু. হি. পন্রহ্ সং. পঞ্চদশন্]। ̃ ই বি. বিণ. মাসের পনেরো তারিখ বা তারিখের। 69)
পতগ
(p. 488) pataga বি. 1 পাখি; 2 পতঙ্গ। [সং. পত (পক্ষ বা ডানা) + √ গম্ + অ]। 7)
পেট
(p. 531) pēṭa বি. 1 উদর, জঠর; 2 পাকস্হলী (জলটুকুও পেটে থাকছে না); 3 গর্ভ (পেটে ধরা); 4 (অশি.) গর্ভসঞ্চার (পেট হয়েছে); 5 মন (পেটের কথা পেটেই রাখো); 6 উদরান্ন (পেট চালানো)। [তা. পেটু?]। পেট আঁটা ক্রি. বি. কোষ্ঠবদ্ধ হওয়া। পেট কাটা ক্রি. বি. (কথ্য) পেটে অস্ত্রোপচার করা। পেট-কাটা বিণ. পেট দেখা যায় এমন (পেট-কাটা ব্লাউজ); পেট কাটা গেছে বা কাটা হয়েছে এমন। পেট খসা ক্রি. বি. (অশি.) গর্ভপাত হওয়া। পেট খারাপ হওয়া ক্রি. বি. উদরাময় হওয়া, পাতলা পায়খানা হওয়া। পেট গরম হওয়া ক্রি. বি. বদহজম হওয়া। পেঁট চলা ক্রি. বি. পেটের খোরাক জোগাড় হওয়া। পেট চালানো ক্রি. বি. নিয়মিতভাবে পেটের খোরাক জোগাড় করা। পেট নামা ক্রি. বি. পাতলা পায়খানা হওয়া। পেট ফাঁপা ক্রি. বি. বদহজমের জন্য পেট বায়ু জমা। পেট ভরা ক্রি. বি. খাদ্য খেয়ে পেট পূর্ণ হওয়া। পেট মরা ক্রি. বি. (অনাহার বা অল্পাহারের ফলে) আহারের শক্তি হারানো। ̃ মোটা বিণ. 1 ভুঁড়িওয়ালা; 2 মধ্যদেশ স্ফীত এমন (পেটমোটা জালা)। ̃ রোগা বিণ. পেটের অসুখে প্রায়ই ভোগে এমন; দুর্বল হজমশক্তিবিশিষ্ট। ̃ সর্বস্ব বিণ. কেবল খাওয়ার কথা বলে বা ভাবে এমন; পেটুক। পেট হওয়া ক্রি. বি. (অশি.) গর্ভসঞ্চার হওয়া। পেটে আসা ক্রি. বি. গর্ভে জন্ম নেওয়া (সেই বছরই তাঁর প্রথম সন্তান পেটে আসে)। পেটে থাকা ক্রি. বি. 1 হজম হওয়া (কোনো খাবারই তার পেটে থাকে না); 2 মনে গোপন থাকা (কোনো কথাই তার পেটে থাকে না)। পেটে ধরা ক্রি. বি. গর্ভে বহন করা (এমন সন্তান পেটে ধরেছি)। পেটে বিদ্যে থাকা ক্রি. বি. লেখাপড়া জানা। পেটে সওয়া ক্রি. বি. হজম করতে পারা (এসব খাবার আমার পেটে সয় না)। পেটে খিদে মুখে লাজ মনের প্রবল বাসনা লজ্জাবশত প্রকাশ না করা। পেটে খেলে পিঠে সয় (উক্তি) লাভের জন্য কষ্ট সহ্য করা যায়। পেটের কথা বি. মনের কথা, মনের গোপন কথা। পেটের ছেলে বি. নিজের গর্ভজাত ছেলে। পেটের জ্বালা বি. খিদের জ্বালা, ক্ষুধার তাড়না। পেটের দায় বি. ক্ষুধার তাড়না। পেটের ভিতর হাতপা সেঁধিয়ে যাওয়া ক্রি. বি. অত্যন্ত ভীত বা দুশ্চিন্তাগ্রস্ত হওয়া। পেটের শত্রু বি. যে সন্তান মায়ের দুঃখের কারণ হয়। কাঁচা পেট বি. গর্ভের প্রথম অবস্থা বা প্রসবের ঠিক পরের অবস্হা। খালি পেট বি. ক্ষুধার্ত অবস্হা। বিপ. ভরা পেট। নাদা পেট বি. বিণ. ভুঁড়ি বা ভুঁড়িবিশিষ্ট। 22)
পেখা
(p. 531) pēkhā ক্রি. বি. (প্রা. কা.) দেখা, নিরীক্ষণ করা। [সং. প্র + √ ঈক্ষ্ + বাং. আ]। পেখনু, পেখলু, পেখলুঁ ক্রি. দেখলাম ('কি পেখলুঁ নটবর গৌরকিশোর': গো. দা.)। 16)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2614737
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2227928
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1839855
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1098911
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 916358
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 856857
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 719472
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 649150

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us