Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

প্রশস্ত]। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অকথা
(p. 2) akathā বি. অনুচিত কথা, অশ্লীল কথা [সং ন. (অপ্রশস্ত অর্থে)+কথা]। 6)
অকাল
(p. 3) akāla বি. 1 অশুভ সময়, দুঃসময়; 2 অসময়, অপরিণত সময়; 3 (জ্যোতি) অপ্রশস্তকাল, শুুভকার্যের পক্ষে অনুপযুক্ত সময়; 4 (বাং.) দুর্ভিক্ষ। বিণ. অপরিণত (অকাল বসন্ত)। [সং. ন+কাল]। অকালে ক্রি-বিণ. অসময়ে (অকালে ঝরে যায়) ̃ কুষ্মাণ্ড বি. অকালে উত্পন্ন কুমড়ো; (আল.) অকেজো, অকর্মণ্য বা মূর্খ লোক। ̃ কুসুম বি. অসময়ে জাত ফুল (এই ফুল সাধারণত দেশের উত্পাতসূচক)। ̃ জলদোদয় বি. অকালে মেঘের আবির্ভাব। ̃ পক্ব বিণ. স্বাভাবিক সময়ের পূর্বেই পেকেছে এমন; আচার-আচরণে বয়সের তুলনায় অত্যধিক বুড়োটে, ইঁচড়ে পাকা। ̃ বৃদ্ধ বিণ. পরিণত বয়সের পূর্বেই জরাগ্রস্ত। ̃ .বোধন বি. পূজার উদ্দেশ্যে অসময়ে দুর্গাদেবীর নিদ্রাভঙ্গকরণ ও আরাধনা (রাবণবধের উদ্দেশ্যে শক্তিলাভের জন্য শ্রীরামচন্দ্র অকালে অর্থাত্ বসন্তকালের পরিবর্তে শরত্কালে দেবীর বোধন করেন)। ̃ .মৃত্যু বি. পরিণত বয়সের পূর্বে বা আয়ুষ্কাল পুর্ণ হওয়ার পূর্বেই মৃত্যু। ̃ সন্ধ্যা বি. অসময়ে সন্ধ্যা, নির্দিষ্ঠ সময়ের পূর্বেই আবির্ভূত সন্ধ্যা। 7)
অঘর
(p. 8) aghara বি. অকুলীন বা হীন বংশ, বৈবাহিক সম্পর্ক স্হাপনের অযোগ্য বংশ। [সং. ন (অপ্রশস্ত অর্থে) + বাং. ঘর়]। 17)
অঘাট
(p. 8) aghāṭa বি. নদী খাল প্রভৃতির তীরের যে অংশ নৌকা ইত্যাদি থেকে নামার পক্ষে অনুপযুক্ত; আঘাটা; অস্হান। [সং. ন (অপ্রশস্ত অর্থে)+বাং. ঘাট]। 19)
অদিন
(p. 17) adina বি. অশুভ দিন; দুর্দিন (অদিনে অক্ষণে)। [বাং. অ (অপ্রশস্ত অর্থে)+দিন]। 9)
অপরি-সর
(p. 39) apari-sara বিণ. তেমন প্রশস্ত বা চওড়া নয় এমন, সংকীর্ণ (অপরিসর ঘর)। [সং. ন + পরিসর]। 4)
অপ্রশস্ত
(p. 42) apraśasta বিণ. 1 চওড়া নয় এমন, সংকীর্ণ; 2 নিন্দিত; 3 অশুভ (অপ্রশস্ত সময়); 4 প্রতিকূল। [সং. ন + প্রশস্ত]। 29)
অবিস্তীর্ণ
(p. 49) abistīrṇa বিণ. বিস্তীর্ণ বা প্রশস্ত নয় এমন; সংকীর্ণ। [সং. ন + বিস্তীর্ণ]। 29)
অবিহিত
(p. 49) abihita বিণ. অবৈধ; অশাস্ত্রীয়, শাস্ত্রসম্মত নয় বা নীতিসম্মত নয় এমন; অন্যায্য; অনুচিত, অকর্তব্য। [সং. ন + বিহিত]। ̃ কাল বি. খারাপ সময়, দুঃসময়; অপ্রশস্ত সময়। 31)
অশুভ
(p. 66) aśubha বি. অমঙ্গল, অকল্যাণ, পাপ। বিণ অমঙ্গলজনক (অশুভ ইঙ্গিত)। [সং. ন + শুভ]। ̃ কর ̃ ং.কর বিণ. অমঙ্গলজনক। ̃ কামনা বি. (অন্যের) অমঙ্গল কামনা করা। ̃ .কাল বি. যে কাল বা সময় শুভ নয় বা প্রশস্ত নয়। সবকিছুই জেনেছেন এমন; সমস্ত জ্ঞান অর্জন করেছেন এমন। ̃ বিধ নানারকম; সমস্তরকম। 11)
অসংকীর্ণ
(p. 67) asaṅkīrṇa বিণ. সংকীর্ণ নয় এমন; প্রশস্ত, উদার। [সং. ন + সংকীর্ণ]। 32)
অসংকুচিত, অসঙ্কুচিত
(p. 67) asaṅkucita, asaṅkucita বিণ. 1 সংকোচ বা কুণ্ঠা নেই এমন, অকুণ্ঠিত (অসংকুচিত স্বীকৃতি); 2 সংকীর্ণ নয় এমন, প্রশস্ত। [সং. ন + সংকুচিত]। 33)
অ৩
(p. 1) a3 অব্য সমাসে অন্য পদের পূর্বে 'নঞ্' এই অব্যয়ের স্হানবর্তী হয়ে অভাবাদি অর্থ প্রকাশ করে, যথা- অভাব অর্থে (অযত্ন, অভয়), বিরোধ বা বৈপরীত্য (অসুর, অধর্ম), অন্যত্ব (অহিন্দু, অবা়ঙালি), অল্পতা (অজন্মা, অবোধ), অপ্রশস্ততা বা অযোগ্যতা (অকাল, অকর্ম); পরবর্তী পদের প্রথম বর্ণ স্বরবর্ণ হলে অ-স্হানে অন্ হয় (অন্+ইচ্ছা অনিচ্ছা, এইভাবে অনায়াস, অনলস)। 4)
উদার
(p. 127) udāra বিণ. 1 মহত্, উচ্চ, প্রশস্ত (উদারহৃদয়, উদার আকাশ); 2 দানশীল, বদান্য; 3 করুণাপূর্ণ; 4 সংকীর্ণতাশূন্য (উদার প্রকৃতি, উদার নীতি)। [সং. উত্ + আ + √ ঋ + অ]। বি. ̃ তা। ̃ চরিত্র বিণ. চরিত্রে উদারতা আছে এমন। ̃ চিত্ত বিণ. অন্তর উদারতার পূর্ণ এমন; উন্নতমনা; বদান্য; সংকীর্ণতামুক্ত। ̃ চেতা-উদারচিত্ত -র অনুরূপ। ̃ নীতি বি. সংকীর্ণতামুক্ত নীতি, liberal policy. বিণ. ̃ নীতিক, ̃ নৈতিক। ̃ পন্হী বিণ. বি. উদারনীতি অনুসরণ করে এমন; উদারনৈতিক। ̃ মতি, ̃ মনা-উদারচিত্ত ও উদারচেতা -র অনুরূপ। ̃ স্বভাব বিণ. উদারমনা; উদারচিত্ত। ̃ হৃদয় বিণ. যার হৃদয় উদারতার ভরা। 5)
উপ-ধর্ম
(p. 132) upa-dharma বি. 1 অপ্রশস্ত বা অপকৃষ্ট ধর্ম; 2 ধর্মের অঙ্গীভূত কুসংস্কার, ধর্মের নামে চলে এমন কুসংস্কার; 3 লৌকিক ধর্ম। [সং. উপ + ধর্ম]। 14)
উরু
(p. 133) uru বিণ. বিশাল; মহান। [সং. √ উর্ + উ]। ̃ কীর্তি বিণ. বিশাল বা বিরাট কীর্তি অর্জন করেছে এমন। ̃ ক্রম বি. বামনদেব। ̃ বুক বি. এরণ্ড বা ভেরেণ্ডা গাছ। ̃ মার্গ বি. বিশাল বা প্রশস্ত পথ। 146)
কাল2
(p. 186) kāla2 বি. 1 সময় (রাত্রিকাল, শিশুকাল); 2 অবসর (কালাভাব); 3 মানবজীবনে বিভিন্ন অবস্হা অর্থাত্ শৈশব, কৈশোর, যৌবন, প্রৌঢ়ত্ব ইত্যাদি (তিন কাল গিয়ে এক কালে ঠেকেছে); 4 আয়ুষ্কাল (তাঁর কাল পূর্ণ হয়েছে); 5 সম; মৃত্যু; সর্বনাশ (কালের কবলে); 6 সমূহ বিপদ (মামলা করাই তার কাল হয়েছে); 7 (ব্যাক.) ক্রিয়ার কার্যের সময় অর্থাত্ অতীত, বর্তমান, ভবিষ্যত্ প্রভৃতি। [সং. √ কল্ + ণিচ্ + অ]। ̃ কর্ণী বি. অলক্ষ্মী। ̃ কূট বি. মারাত্মক বিষবিশেষ। ̃ ক্রমে ক্রি-বিণ. কালে কালে; কিছুকাল পরে; সময়ে। ̃ ক্ষেপ, ̃ ক্ষেপণ বি. সময় অতিবাহন, কালাতিপাত। ̃ গ্রাস বি. মৃত্যুর কবল, মৃত্যু (কালগ্রাসে পতিত হল)। ̃ ঘাম বি. মৃত্যুকালীন ঘাম; অতিশয় পরিশ্রমজনিত ঘাম। ̃ ঘুম, ̃ নিদ্রা বি. মৃত্যুরূপ ঘুম, যে ঘুম কখনো ভাঙে না (কালঘুমে ঢলে পড়ল)। ̃ চক্র বি. চক্রবত্ অবিরাম ভ্রমণশীল সময়। ̃ জ্ঞ বিণ. কালবিত্, কোন কালে কী কর্তব্য তা জানে এমন। বি. দৈরজ্ঞ। ̃ জ্ঞান বি. সময়ের বোধ, যথাযোগ্য সময়ের বোধ; জ্যোতিষশাস্ত্র। ̃ ধর্ম বি. 1 মৃত্যু; কালের ধর্ম; 2 বিভিন্ন বয়সের বা ঋতুর স্বাভাবিক প্রকৃতি বা গুণ; 3 কালক্রমে যা নিশ্চয়ই ঘটবে। ̃ পুরুষ বি. 1 যমের অনুচরবিশেষ; 2 পুরুষাকৃতি নক্ষত্রপুঞ্জবিশেষ, Orion. ̃ বেলা বি.(জ্যোতিষ.) অশুভ সময়বিশেষ। ̃ বৈশাখী (কথ্য.) ̃ বোশেখি বি. চৈত্র-বৈশাখ মাসের বৈকালিক ঝড়বৃষ্টি। ̃ ব্যাজ বি. এখন নয় পরে করা যাবে: এইরকম চিন্তা করে বিলম্ব;A গড়িমসি। ̃ ভৈরব বি. শিবের অংশ থেকে বা দেহ থেকে জাত ভৈরববিশেষ। ̃ যাপন বি. সময় কাটানো, কালক্ষেপ। ̃ রাত্রি বি. 1 যে রাত্রিতে মৃত্যু বা বিপদ ঘটে; ভয়ংকর রাত্রি; 2 (জ্যোতিষ.) রাত্রির অশুভ ভাগ। ̃ শুদ্ধি বি. 1 কালের শুদ্ধি; 2 (জ্যোতিষ.) কালের প্রশস্ত বা শুভ ভাগ। ̃ সমুদ্র বি. সমুদ্রের মতো অনন্তবিস্তার কাল। ̃ স্রোত বি. সময়ের অগ্রগতি ('কালস্রোতে ভেসে যায় জীবন যৌবন ধনমান': রবীন্দ্র)। ̃ হরণ বি. কালযাপন, সময় কাটানো। কালে ক্রি-বিণ. ভবিষ্যতে, কালক্রমে (এ ছেলে কালে উন্নতি করবে)। কালে কালে ক্রি-বিণ. কালক্রমে, ক্রমে ক্রমে; বিভিন্ন কালে। কালে-ভদ্রে ক্রি-বিণ. কদাচিত্, কখনোসখনো। 25)
কালাশুদ্ধি
(p. 186) kālāśuddhi বি. (জ্যোতিষ.) অকাল, অশুভ বা অপ্রশস্ত সময়। [সং. কাল2 + অশুদ্ধি]।
গুমটি
(p. 253) gumaṭi বি. প্রহরী বা দারোয়ানের থাকার জন্য তিন দিক বন্ধ ও অপ্রশস্ত ছোট কুঠুরি। [হি. গুমটী]। 15)
চওড়া
(p. 274) cōḍ়ā বিণ. 1 প্রশস্ত, বিস্তৃত (চওড়া বুক); 2 প্রস্হবিশিষ্ট (পাঁচ হাত চওড়া থান)। বি. বিস্তার, প্রস্হ (চওড়ায় তিন হাত, চওড়ার দিক)। [সং. চর্পট (প্রসারিত, বিপুল)। ̃ ই বি. প্রস্হের পরিমাণ। 5)
চাটালো
(p. 281) cāṭālō বিণ. চওড়া, প্রশস্ত (চাটালো বারান্দা)। [দেশি]। 84)
চাটু2
(p. 281) cāṭu2 বি. স্তুতিবাক্য, অতিপ্রশস্তি, তোষামোদ। [সং. √চট্ + উ]। ̃ কার, ̃ বাদী (দিন্), ̃ ভাষী (-ষিন্) বিণ. তোষামোদকারী। স্ত্রী. ̃ বাদিনী, ̃ ভাষিণী। 88)
চৌরস
(p. 299) caurasa বিণ. 1 প্রশস্ত; 2 সমতল; 3 চারকোনা। [সং. চতুরস্র]। 24)
চ্যাটালো
(p. 299) cyāṭālō বিণ. প্রশস্ত, চওড়া। [দেশি]। 36)
জুলি
(p. 327) juli বি. 1 ছোট নালা; 2 অগভীর ও অপ্রশস্ত খাত; 3 মাটি খুঁড়ে সাজানো সারি সারি চুল্লি। [দ্রা. জোলি ?-তু জলপ্রণালী]। 52)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534973
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140510
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730738
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942938
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883596
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838498
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696684
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603090

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us