Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

প্রশাখা দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অক্ষুব্ধ
(p. 4) akṣubdha বিণ. 1 ক্ষুব্ধ বা বিচলিত নয় এমন (অক্ষুব্ধ চিত্তে); 2 প্রশান্ত, ধীর, শান্ত। [সং. ন+ক্ষুব্ধ]। 39)
অক্ষোভ
(p. 4) akṣōbha বিণ. 1 ক্ষোভহীন; 2 প্রশান্ত; 3 খেদহীন; 4 অক্লান্ত (অক্ষোভ শরীর)। বি. ক্ষোভহীনতা; প্রশান্তি; আকুলতার অভাব। [সং. ন+ক্ষোভ]। 40)
অব-স্হান
(p. 46) aba-shāna বি. 1 স্হিতি, বাস; 2 বাসস্হান, location. [সং. অব + √ স্হা + অন]. অবস্হান ধর্মঘট বি. কর্মস্হলে কর্মবিরতি পালন, stay-in-strike. অব-স্হিত বিণ. 1 আছে বা বাস করছে এণন, স্হিত, বিদ্যমান (গঙ্গার তীরে অবস্হিত); 2 স্হির বা প্রশান্ত (অবস্হিতচিত্ত)। অব-স্হিতি বি. বাস; বিদ্যমানতা। 34)
অব্যবস্হা
(p. 50) abyabashā বি. সুষ্ঠু ব্যবস্হার অভাব, শৃঙ্খলার অভাব, বেবন্দোবস্ত; গোলযোগ; অরাজকতা (দেশে তখন চরম প্রশাসনিক অব্যবস্হা)। [সং. ন + ব্যবস্হা]। অব্যবস্হ বিণ. ব্যবস্হাহীন, বিশৃঙ্খল; গোলযোগপূর্ণ; অস্হির। 27)
কমিশনার
(p. 164) kamiśanāra বি. 1 শাসনাঞ্চলের বা বিভাগের প্রশাসক; 2 মিউনিসিপ্যালিটি বা পৌরসংঘের সদস্য; 3 অনুসন্ধান সমিতি বা তদন্ত কমিটির সদস্য। [ইং. commissioner]। 61)
ক্ষমতা
(p. 217) kṣamatā বি. 1 শক্তি, সামর্থ্য (শারীরিক ক্ষমতা, ওজন তোলার ক্ষমতা); 2 যোগ্যতা; 3 পটুতা, কর্মদক্ষতা, নৈপুণ্য; 4 প্রভাব, আধিপত্য (রাজকীয় ক্ষমতা, রাজনৈতিক ক্ষমতা, প্রশাসনিক ক্ষমতা)। [সং. ক্ষম + তা]। ̃ চ্যুত বিণ. ক্ষমতা চলে গেছে এমন। ̃ বান (-বান্) বিণ. ক্ষমতাশালী, যার ক্ষমতা আছে। স্ত্রী. ̃ বতী। ̃ শালী (-লিন্) বিণ. ক্ষমতা আছে এমন। স্ত্রী. ̃ শালিনী। ̃ সীন বিণ. শাসনক্ষমতায় অধিষ্ঠিত, (যার) হাতে শাসনক্ষমতা রয়েছে এমন। 21)
জেলা
(p. 327) jēlā বি. মহকুমার সমষ্টি; দেশ, রাজ্য বা প্রদেশের বিভাগবিশেষ, district. [আ. দিলা]। ̃ পরিষদ বি. ভারতের পঞ্চায়েত ব্যবস্থায় সর্বোচ্চ স্তর। ̃ শহর বি. জেলার প্রধান শহর। &tilde ; শাসক বি. জেলার প্রশাসনিক প্রধান, district magistrate. 82)
ডাল2
(p. 355) ḍāla2 বি. বৃক্ষশাখা (ডালপালা)। [দেশি]। ̃ পালা বি. শাখাপ্রশাখা। 43)
ধীর
(p. 433) dhīra বিণ. 1 মন্হর, মৃদু (ধীর গতি); 2 অচঞ্চল, স্হির (ধীর ভাব); 3 শান্ত, নম্র (ধীর স্বভাব); 4 গম্ভীর (ধির কণ্ঠ); 5 ধৈর্যশীল (বিপদে ধীর); 6 বিবেচক, স্হিরবুদ্ধি (ধীর ব্যক্তি)। [সং. ধী + √ রা + অ]। বি. ̃ তা। ̃ গতি বিণ. ধীর গতিসম্পন্ন। ̃ প্রশান্ত বিণ. (অল.) প্রসিদ্ধ গুণাবলির অধিকারী নায়কবিশেষ। ̃ ললিত বিণ. (অল.) নম্রস্বভাব, নিশ্চিন্ত এবং নম্র; স্হির বুদ্ধিসম্পন্ন। ধীরা বিণ. ধীর -এর স্ত্রীলিঙ্গ। বি. (স্ত্রী.) (অল.) যে নায়িকার কোপ স্পষ্টভাবে বোঝা যায় না। 102)
ধৈর্য
(p. 439) dhairya বি. 1 সহিষ্ণুতা, সহ্য বা অপেক্ষা করার ক্ষমতা; 2 ধীরতা; 3 (বৈ. সা.) নিস্পৃহতা ও প্রশান্তি ('ধৈরজ ধর চিতে')। [সং. ধীয় + য]। ̃ চ্যুত, ̃ হারা বিণ. সহ্য করার বা অপেক্ষা করার ক্ষমতা হারিয়েছে এমন, অসহিষ্ণু। বি. ̃ চ্যুতি। ধৈর্য ধরা ক্রি. সহ্য করে থাকা, সহিষ্ণু হওয়া। ̃ ধারণ, ধৈর্যাবলম্বন বি. সহিষ্ণু হওয়া, ধীরতা অবলম্বন। ̃ শালী (-লিন্) বিণ. সহিষ্ণু। স্ত্রী. ̃ শালিনী। ̃ শীল বিণ. ধৈর্য আছে এমন, ধৈর্যশালী। স্ত্রী. ̃ শীলা। ̃ হারা, ̃ হীন-ধৈর্যচ্যুত -র অনুরূপ।
ধ্যান
(p. 442) dhyāna বি. 1 মনের স্হিরতা লাভের উদ্দেশ্যে গভীর চিন্তা; 2 অভিনিবেশসহকারে মনন বা স্মরণ; 3 (দেবতাদির) রূপচিন্তন। [সং. √ ধ্যৈ + অন]। ̃ গম্ভীর বিণ. 1 ধ্যানরত বা ধ্যানমগ্ন বলে গম্ভীর; 2 প্রশান্তভাবে ধ্যানরত ('ধ্যানগম্ভীর এই-যে ভূধর': রবীন্দ্র)। ̃ গম্য বিণ. (কেবল) ধ্যানযোগে জানা বা চেনা যায় এমন। ̃ জ্ঞান বি. ধ্যান বা চিন্তার একমাত্র বিষয়। ̃ ধারণা বি. চিন্তা ও ধারণা; (বাং. অর্থ) ভাবনা ও বিশ্বাস; মনন ও স্মরণ। ̃ নেত্র বি. ধ্যানলব্ধ অর্ন্তদৃষ্টি (ধ্যাননেত্রে দেখা)। ̃ ভঙ্গ বি. বাধাবিঘ্নের জন্য অকালে ধ্যানের সমাপ্তি। ̃ মগ্ন বিণ. ধ্যানে বা গভীর চিন্তায় ডুবে আছে এমন, গভীরভাবে ধ্যানরত। ̃ রত, ̃ স্হ বিণ. ধ্যান করছে এমন। ধ্যানাসন বি. ধ্যান বা চিন্তা করবার উপযোগী বিশেষ আসন বা ভঙ্গি। ধ্যানী (-নিন্) বিণ. ধ্যানকারী। 9)
নিরাকুল
(p. 467) nirākula বিণ. 1 অত্যন্ত ব্যাকুল; 2 ব্যাকুলতাহীন, উদ্বেগহীন, প্রশান্ত। [সং. নির্ + আকুল]। 16)
পরিচ্ছন্ন
(p. 497) paricchanna বিণ. 1 পরিষ্কার, অমলিন (পরিচ্ছন্ন জামাকাপড়); 2 গোছানো, ফিটফাট (সবসময় ঘরদোর পরিচ্ছন্ন রাখে); 3 দুর্নীতিমুক্ত (পরিচ্ছন্ন প্রশাসন)। [সং. পরি + √ ছদ্ + ত]। বি. ̃ তা। 24)
পালা1
(p. 513) pālā1 (সচ. উত্তরপদে) বি. পল্লব, প্রশাখা, ক্ষুদ্র ডাল (গাছপালা, ডালপালা)। [সং. পল্লব]। 172)
পূর্ণ
(p. 529) pūrṇa বিণ. 1 পুরো, ভরতি (পূর্ণকুম্ভ); 2 কমতি বা ঘাটতি নেই এমন (পূর্ণ সুযোগ); 3 সফল, সিদ্ধ (আশা পূর্ণ হওয়া, দাবি পূর্ণ হওয়া); 4 নিঃশেষ, সমাপ্ত (কাল পূর্ণ হয়েছে); 5 অখণ্ড, সমস্ত (পূর্ণদায়িত্ব, পূর্ণমাত্রা)। [সং. √ পুর্ + ত]। বি. ̃ তা, ̃ ত্ব। ̃ কাম বিণ. (যার) বাসনা পূর্ণ হয়েছে এমন। ̃ গর্ভা বিণ. (স্ত্রী.) আসন্নপ্রসবা, গর্ভধারণের কাল পূর্ণ হয়েছে এমন। ̃ গ্রাস বি. গ্রহণের সময় চন্দ্র-সূর্যের সম্পূর্ণ অদৃশ্য হওয়া। (তু. খণ্ডগ্রাস)। ̃ চন্দ্র বি. পূর্ণিমার রাতের সম্পূর্ণ গোলাকার চাঁদ। ̃ চ্ছেদ বি. যতিচিহ্নবিশেষ, দাঁড়ি। ̃ পক্ব বিণ. সম্পূর্ণ পাকা; সম্পূর্ণ সিদ্ধ। ̃ বয়স্ক বিণ. পূর্ণযৌবনপ্রাপ্ত; সাবালক। স্ত্রী. ̃ বয়স্কা। ̃ ব্রহ্ম বি. অখণ্ড পরব্রহ্ম। ̃ মন্ত্রী বি. একটি প্রশাসনবিভাগের সম্পূর্ণ দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী। ̃ মাত্রা বি. পুরো পরিমাণ। ̃ মাসী বি. পূর্ণিমা। ̃ সংখ্যা বি. অখণ্ড বা অভগ্ন সংখ্যা বা রাশি, ভগ্নাংশ নয় এমন সংখ্যা। পূর্ণা বিণ. (স্ত্রী.) পূর্ণ অর্থে। বি. (স্ত্রী.) পঞ্চমী দশমী অমাবস্যা ও পূর্ণিমা তিথি। পূর্ণাঙ্ক বি. পূর্ণ রাশি বা সংখ্যা, integer. পূর্ণাঙ্গ বিণ. 1 সকল অঙ্গবিশিষ্ট; 2 সম্পূর্ণ (পূর্ণাঙ্গ আলোচনা)। পূর্ণানন্দ বি. 1 পরিপূর্ণ আনন্দ; 2 ভগবান। পূর্ণাব-তার বি. নৃসিংহ রামচন্দ্র ও শ্রীকৃষ্ণ। পূর্ণাবয়ব বিণ. সকল অঙ্গবিশিষ্ট, সম্পূর্ণ দেহযুক্ত (পূর্ণাবয়ব চিত্র)। বি. পূর্ণরূপে বৃদ্ধিপ্রাপ্ত দেহ। পূর্ণায়ু (-য়ুঃ) বিণ. 1 শতবর্ষজীবী; 2 দীর্ঘজীবী। পূর্ণাহুতি বি. যজ্ঞাদি শেষ করার আহুতি। 22)
প্রচেতা
(p. 538) pracētā (-তস্) বিণ. 1 প্রকৃষ্টচিত্ত, জ্ঞানী; 2 হৃষ্ট, সুখী, প্রশান্তচিত্ত। বি. 1 জলদেবতা বরুণ; 2 প্রজাপতিবিশেষ। [সং. প্র + চেতস্]। 20)
প্ররোহ
(p. 550) prarōha বি. 1 অঙ্কুর; 2 বট প্রভৃতি গাছের ঝুরি বা শাখামূল; 3 শাখাপ্রশাখা, ডালপালা। [সং. প্র + √ রুহ্ + অ]। প্ররোহিত বিণ. অঙ্কুরিত। প্ররোহী (-হিন্) বিণ. 1 অঙ্কুরিত; 2 শাখাপ্রসারী, শাখা ছড়িয়ে রয়েছে এমন। 22)
প্রশাখা
(p. 551) praśākhā বি. শাখা থেকে নির্গত ক্ষুদ্রতর শাখা, শাখার শাখা। [সং. প্র (=প্রগত) + শাখা]। 11)
প্রশান্ত
(p. 551) praśānta বিণ. অতিশয় শান্ত বা স্হির, অচঞ্চল, বিক্ষোভহীন ('কার্তিকের প্রশান্ত আকাশে': বিষ্ণু, প্রশান্তবদন, প্রশান্তকণ্ঠ)। [সং. প্র + শান্ত]। প্রশান্ত মহাসাগর বি. আমেরিকা ও এশিয়ার মধ্যবর্তী বিশাল মহাসমুদ্রবিশেষ, Pacific Ocean. প্রশান্তি বি. প্রশান্ত অবস্হা বা ভাব, উদ্বেগহীনতা; গাম্ভীর্য। 12)
প্রশাসক
(p. 551) praśāsaka বিণ. বি. পরিচালনার ভারপ্রাপ্ত শাসনকর্তা, শাসনকার্য পরিচালনা করেন এমন বা এমন পদস্হ কর্মচারী। [সং. প্র + শাসক]। 13)
প্রশাসন
(p. 551) praśāsana বি. শাসন-পরিচালন, administration. [সং. প্র + শাসন]। প্রশাসনিক বিণ. (প্রধানত রাষ্ট্রের) শাসনসংক্রান্ত, administrative. 14)
ফেঁকড়া, ফ্যাঁকড়া
(p. 567) phēn̐kaḍ়ā, phyān̐kaḍ়ā বি. 1 প্রশাখা; 2 মূল বিষয় থেকে উদ্ভূত অন্য বিষয় (ফেঁকড়া তোলা, ফেঁকড়া বার করা); 3 ফ্যাসাদ, বাধা, ঝামেলা। [দেশি-তু. সং. ফর্ফরীক]। ফেঁকড়ি বি. অতি ক্ষুদ্র শাখা বা প্রশাখা। 38)
বংশ2
(p. 572) baṃśa2 বি. 1 পুরুষপরম্পরা (বংশানুক্রমে); 2 কুল, গোষ্ঠী, গোত্র (একই বংশের সন্তান); 3 সন্তানসন্ততি (বংশরক্ষা, নির্বংশ)। [সং. √ বম্ + শ]। ̃ কৌলীন্য বি. বংশমর্যাদা, উঁচু বংশের গৌরব। ̃ গত বিণ. পুরুষানুক্রমে প্রাপ্ত (বংশগত রোগ); বংশের বৈশিষ্ট্যস্বরূপ। ̃ গতি বি. বংশানুক্রমে দৈহিক ও মানসিক বৈশিষ্ট্যের সংক্রমণ, heredity (বি. প.)। ̃ চরিত বি. বংশের ইতিহাস। ̃ চ্যুত বিণ. বংশ থেকে বিচ্যুত। ̃ জ বিণ. 1 বংশে জাত; 2 সদ্বংশীয়; 3 কুলভ্রষ্ট কুলীন, মৌলিক। ̃ তিলক বি. বিণ. বংশের গৌরব বা গৌরবস্বরূপ। ̃ ধর বি. যে কুলের অস্তিত্ব বজায় রাখে, বংশের পরবর্তী সন্তান; সন্তান। ̃ নাশ ̃ ক্ষয়, ̃ ধ্বংস বি. বংশের অবলুপ্তি। ̃ পরম্পরা বি. বংশের ধারা। ̃ বৃদ্ধি বি. বংশের সন্তানদের জন্ম; বংশধরদের সংখ্যাবৃদ্ধি। ̃ মর্যাদা বি. বংশের ঐতিহ্য অনুযায়ী প্রাপ্য সম্মান, আভিজাত্য। ̃ রক্ষা বি. সন্তানের জন্মদান করে বংশকে অব্যাহত রাখা। ̃ লোপ - বংশনাশ -এর অনুরূপ। ̃ লতা বি. শাখাপ্রশাখাক্রমে বিন্যস্ত বংশতালিকা। বংশে বাতি দেওয়া ক্রি. বি. 1 মৃত পিতৃপুরুষদের আত্মার মঙ্গল কামনায় কার্তিক মাসের পিতৃপক্ষে আকাশপ্রদীপ জ্বালা; 2 (আল.) বংশধররূপে বংশ বাঁচিয়ে রাখা। 15)
বিশ্রদ্ধ
(p. 627) biśraddha বিণ. 1 বিশ্বস্ত; 2 প্রগাঢ়; 3 প্রশান্ত; 4 নিঃশঙ্ক, নির্ভীক। [সং. বি + √ শ্রন্ভ্ + ত]। 27)
বৈচক্ষণ্য
(p. 644) baicakṣaṇya বি. বিচক্ষণতা (প্রশাসন-বৈচক্ষণ)। [সং. বিচক্ষণ + য]। 10)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534754
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140278
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730443
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942623
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883515
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838448
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696608
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603053

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us