Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

ফোঁড়া দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

আঁজনাই
(p. 79) ān̐janāi বি. আঞ্জনি; চোখের পাতার ভিতরদিকের ফোঁড়াবিশেষ, sty, stye. [সং. অঞ্জন]। 11)
আওরানো
(p. 77) āōrānō ক্রি. 1 ফুলে ওঠা; 2 টাটানো, টনটনে ব্যথা করা (ফোঁড়াটা খুব আওরাচ্ছে); 3 রোদে শুকিয়ে যাওয়া। বিণ. ফুলে উঠেছে এমন; টনটন করছে এমন। বি. ফোলা; টনটনে ব্যথা। [বাং. √ আওরা + আনো]। 37)
উসকা
(p. 139) usakā ক্রি. 1 বাড়িয়ে দেওয়া (আগুনটা উসকে দাও); 2 উত্তেজিত করা; 3 প্ররোচিত করা (তুমি কেন ছেলেটাকে উসকে দিচ্ছ ?); 4 (ফোঁড়া ইত্যাদির মুখ) খোঁচা দিয়ে ফাটিয়ে দেওয়া। [বাং. √ উসকা]। ̃ নো ক্রি. বি. প্ররোচনা; উত্তেজিত করা। বিণ. প্ররোচিত; উত্তেজিত; বর্ধিত। উসকানি বি. প্রবর্ধন; উত্তেজনা; প্ররোচনা (তোমার উসকানিতেই ছেলেটা এ কাজ করেছে)। 17)
ঊরু-উরু
(p. 140) ūru-uru বি. মানুষের কুঁচকি থেকে হাঁটু পর্যন্ত দেহাংশ। [সং. ঊর্ণু + উ]। ̃ স্তম্ভ বি. ঊরুতে যে দুষ্টব্রণ বা ফোঁড়া উদ্গত হয়ে ঊরুকে অবশ করে দেয়। 7)
এফোঁড়-ওফোঁড়
(p. 148) ēphōn̐ḍ়-ōphōn̐ḍ় দ্র ফোঁড়। 5)
ওষ্ঠ
(p. 153) ōṣṭha বি. উপরের ঠোঁট; (বাং.) নীচের বা উপরের ঠোঁট। [সং. √ উষ্ + থ]। ̃ পুট বি. মিলিত ওষ্ঠদ্বয়। ̃ ব্রণ বি. ঠোঁটের বিষফোঁড়াবিশেষ ওষ্ঠাগত বিণ. 1 প্রাণ বেরিয়ে যাবার উপক্রম হয়েছে এমন, মুর্মূষু; 2 জ্বালাতনে অতিষ্ঠ; পরিশ্রম ইত্যাদিতে কাতর ও অতিষ্ঠ। ওষ্ঠাগত-প্রায় বিণ. মৃতপ্রায়। ওষ্ঠাধর বি. নীচের ও উপরের দুটি ঠোঁট। ওষ্ঠ্য বিণ. ওষ্ঠের দ্বারা উচ্চার্য বা উচ্চারিত (ওষ্ঠ্যবর্ণ)। বি. ওষ্ঠের দ্বারা উচ্চার্য বর্ণ, ওষ্ঠ্যবর্ণ। [সং. ওষ্ঠ + য]। 65)
কাঁক2, কাঁখ
(p. 174) kān̐ka2, kān̐kha বি. 1 কক্ষ, কাঁকাল (কলসি কাঁখে); 2 বগল। [সং. কক্ষ]। ̃ বিড়ালি, ̃ বেড়ালি বি. বগলের ফোঁড়া। 41)
কাটা
(p. 179) kāṭā ক্রি. 1 কর্তন বা ছেদন করা (কাঠ কাটা, গাছ কাটা); 2 খণ্ডন করা (যুক্তি কাটা); 3 প্রতিবাদ করা (কথা কাটা-কাটি); 4 রেখা টেনে বাতিল করা (ভুল উত্তর কাটা); 5 দূর হওয়া (মেঘ কেটে যাবে, তুমি কেটে পড়ো, নেশা কেটে গেছে); 6 অকেজো বা বাতিল হওয়া (বালব কেটে গেছে); 7 খনন করা (পুকুর কাটা, কুয়ো কাটা, খাল কাটা); 8 অঙ্কন করা, আঁকা (লাইন কাটা, দাগ কাটা); 9 রচনা করা (ছড়া কাটা, ফোঁটা বা তিলক কাটা); 1 লিখে দেওয়া (চেক কাটা); 11 প্রস্তুত করা বা বিন্যাস করা (পথ কাটা, টেরি কাটা, সিঁথি কাটা, ছানা কাটা, সুতো কাটা); 12 চুরির উদ্দেশ্যে ছেদন বা কর্তন করা (পকেট কাটা, গাঁট কাটা, সিঁদ কাটা); 13 খোদাই করা (শিল কাটা); 14 সামঞ্জস্যচ্যুত হওয়া (সুর কাটা, তাল কাটা); 15 অতিবাহিত হওয়া বা যাপিত হওয়া (দিন কেটে যায়, রাত কাটছে না); 16 কেনা, ক্রয় করা (টিকিট কাটা); 17 বিক্রয় বা চালু হওয়া (বইটা কাটছে ভালো, ভারে কাটছে); 18 নির্গত হওয়া, বেরোনা (জল কাটা, লালা কাটা); 19 জলে ভেসে থাকার অভ্যাস করা (সাঁতার কাটা); 2 প্রদর্শন বা ধারণ করা (ভেংচি কাটা); 21 অস্ত্রোপচার করা (ফোঁড়া কাটা, চোখের ছানি কাটা)। বি. উক্ত সমস্ত অর্থে। বিণ. কর্তিত, ছিন্ন, খণ্ডিত; খনিত; বাতিল। [বাং. √ কাট্ (সং. √ কুত্) + আ]। কাটিয়ে ওঠা ক্রি. বি. বিপদ বা দুঃখের সময় উত্তীর্ণ হওয়া। কাটা ঘায়ে নুনের ছিটা অসহ্য কষ্ট বা যন্ত্রণার উপর আঁতে ঘা দিয়ে কথা বা তিরস্কার। কাট-কুট বি.কাটাকুটি; সংশোধন। কাটা কাটা বিণ. কর্কশ (কাটা কাটা কথা); ছাড়া ছাড়া, বিচ্ছিন্ন (কাটা কাটা ভাবে কথা বলে)। কাট-ছাঁট বি. (মূলত পোশাকের) কাটবার ভঙ্গি। কাটতি বি. বাজারে চলন; প্রচুর বিক্রয়; বিক্রয়ের পরিমাণ। কাটন বি. কর্তন, ছেদন; খণ্ডন; বাতিল; রচনা; নির্মাণ; খনন; যাপন; দূর হওয়া; চালু হওয়া। কাটনি, কাটুনি, কাটাই বি. কাটবার খরচ। কাটা-কাপড় বি. পোশাক তৈরি করার উপযোগী কাটা ছিটে, cut-piece ছিটকাপড়। ̃ কাটি বি. হানাহানি, মারামারি, তর্কাতর্কি। ̃ কুটি বি. কাটকুট; সংশোধন। ̃ ন বি. (উচ্চা. কাটান) রেহাই, অব্যাহতি (এ থেকে আর কাটান নেই); পরিশোধ। ̃ নো ক্রি. কর্তন বা ছেদন করানো; অতিবাহিত করা (দিন কাটানো); উত্তীর্ণ হওয়া বা মুক্ত করা (বিপদ কাটানো); বেচা (মাল কাটানো); ক্রয় করানো (টিকিট কাটানো)। বি. বিণ. উক্ত সমস্ত অর্থে। কেটে পড়া ক্রি. বি. (কথ্য) বিপদ বা অসুবিধা বুঝে পালিয়ে যাওয়া; দূর হওয়া (তুমি এখন এখান থেকে কেটে পড়ো তো)। 22)
গণ্ড
(p. 236) gaṇḍa বি. 1 গাল, কপোল (গণ্ডদেশ); 2 আব, বড় ফোঁড়া, মাংসস্ফীতি (গলগণ্ড) ; 3 গ্রন্হি; 4 চিহ্ন; 5 যোগবিশেষ। বিণ. 1 প্রধান; 2 ক্ষুদ্র ও দূরবর্তী (কোন গণ্ডগ্রামে তার বাড়ি)। [সং. √গণ্ড্ + অ]। ̃ কূপ বি. 1 অধিত্যকা; 2 গালের টোল। ̃ গ্রাম বি. 1 জনবহুল বড় গ্রাম; 2 দূরবর্তী ও ক্ষুদ্র গ্রাম। ̃ দেশ বি. গাল, কপোল। ̃ মালা বি. গলদেশের গ্রন্হিস্ফীতি রোগ। ̃ মূর্খ বি. একেবারে মূর্খ, আকাট মূর্খ। ̃ যোগ বি. (জ্যোতিষ.) যে যোগে জন্ম হলে জাতকের মাতা-পিতার মৃত্যু হয়। ̃ শৈল বি. 1 পাহাড়ের গা থেকে উত্ক্ষিপ্ত বড় পাথর ; 2 ছোট পাহাড়। ̃ স্হল বি. গাল, কপোল। 56)
গলা2
(p. 244) galā2 ক্রি. 1 গলে যাওয়া, তরল বা দ্রব হওয়া (বরফ গলা) ; 2 সরু ফাঁকের মধ্য দিয়ে বেরিয়ে যাওয়া (হাত দিয়ে জল গলে না, 'পাঁচিলের ফোকর গলে': নজরুল); 3 অভিভূত হওয়া (পুত্রস্নেহে গলে যাওয়া); 4 ফেটে নরম ও তরল হওয়া (ফোঁড়া গলে যাওয়া); 5 ঢোকা, প্রবেশ করা (এর মধ্যে মাথা গলবে না) ; 6 বেশি সিদ্ধ হয়ে নরম হওয়া (ভাত গলে গেছে)। বি. উক্ত সব অর্থে। বিণ. গলিত, দ্রবীভূত; জীর্ণ; অতিরিক্ত নরম হয়েছে বা ফেটে গেছে এমন; পচা (পচা-গলা)। [বাং. √গল্ (সং. √গল্) + আ]। ̃ নো ক্রি. 1 গালানো, দ্রব বা তরল করা ; 2 সংকীর্ণ ফাঁকের মধ্য দিয়ে চালনা করা (সে বলটা জানলা দিয়ে গলিয়ে দিল); 3 অভিভূত করা (মিষ্টি কথায় তাঁকে গলিয়ে দিল); 4 প্রবেশ করানো, ঢুকানো (ছুঁচে সুতো গলানো) ; 5 পরিধান করা (জুতোটা পায়ে গলাও, জামাটা গলিয়ে নিই)। বি. বিণ. উক্ত সব অর্থে। 8)
গালা2
(p. 246) gālā2 ক্রি. 1 গালিয়ে ফেলা, দ্রব বা তরল করা; 2 ফাটিয়ে ভিতরের পদার্থ বার করা (ফোঁড়া গালা) ; 3 বার করে ফেলা, নিষ্কাশিত করা (ভাতের ফেন গালা)। বি. বিণ. উক্ত সব অর্থে। [সং. √গল্ + ণিচ্ + বাং. আ]। 98)
গোদ
(p. 256) gōda বি. পা ফোলা রোগ, শ্লীপদ। [দেশি]। গোদা বি. বিণ. 1 গোদযুক্ত; 2 অত্যন্ত স্হূল বা মোটা (গোদা লোকটা); 3 (মন্দ অর্থে) প্রধান ব্যক্তি, নায়ক (পালের গোদা)। গোদের উপর বিষফোঁড়া এক যন্ত্রণার উপর তীব্রতর আরেক যন্ত্রণা। 80)
ঝরা
(p. 334) jharā ক্রি. 1 ক্ষরিত হওয়া, ফোঁটায় ফোঁটায় বা ধারায় পতিত হওয়া (জল ঝরছে); 2 খসে পড়া, বিচ্যুত হয়ে নীচে পড়া (আমের বোল ঝরছে, ফুল ঝরছে); 3 ক্ষীণ ধারায় নির্গত হওয়া (ফোঁড়া দিয়ে রক্ত ঝরছে)। বি. বিণ. উক্ত সব অর্থে (রক্ত ঝরা, ঝরা ফুল)। [সং. √ ঝৃ + বাং. আ]। ঝরই, ঝরু (ব্রজ.) ক্রি. ঝরে। ̃ নো ক্রি. 1 ক্ষরিত হওয়া; 2 খসিয়ে ফেলা। বি. বিণ. উক্ত দুই অর্থে। 39)
টস-টস
(p. 341) ṭasa-ṭasa বি. 1 রসে পরিপূর্ণ হওয়ার ভাব (ফলটা পেকে টসটস করছে); 2 ফোঁটায় ফোঁটায় পড়ার বা জল রস পুঁজ প্রভৃতিতে পূর্ণ হওয়ার ভাব (ফোঁড়াটা টসটস করছে)। [ধ্বন্যা.]। টস-টসে বিণ. টসটস করছে এমন; ফোঁটা ফোঁটা পড়ছে এমন; রসে বা পুঁজে ভরতি এমন (টসটসে ফোঁড়া)। 57)
টাটা2
(p. 343) ṭāṭā2 ক্রি. টাটানো, ব্যথার অনুভূতি হওয়া। [প্রাকৃ. তত্ত সং. তপ্ত]। ̃ নো ক্রি. বি. বেদনাযুক্ত হওয়া, ব্যথার বোধ হওয়া, টনটন করা (ফোঁড়াটা টাটাচ্ছে)। টাটানি বি. টনটনানি, ব্যথার অনুভূতি। চোখ টাটানো ক্রি. বি. অন্যের সুখ সইতে না পারা, ঈর্ষা হওয়া। 22)
ঠোস
(p. 353) ṭhōsa বি. 1 পূর্তি, স্ফীতি (পেট একেবারে ঠোস মেরে আছে); 2 ছোট ফোঁড়া বা ফোসকা। [দেশি]। 3)
দপ
(p. 396) dapa বি. হঠাত্ আগুন বা আলো জ্বলে ওঠার অব্যক্ত শব্দ (দপ করে জ্বলে উঠল)। [ধ্বন্যা.]। ̃ দপ বি. 1 ক্রমাগত দপ করে জ্বলা; 2 ফোঁড়া ক্ষত প্রভৃতির টাটানির ভাব (ফোঁড়াটা দপদপ করছে)। ̃ দপানি বি. দপদপ করে জ্বলার বা টাটানির ভাব। 55)
পুঁজ
(p. 523) pun̐ja বি. (পেকে ওঠার পরে) ফোঁড়া বা ক্ষতের দূষিত সাদা রস। [সং. পূয]। 21)
পুল-টিস
(p. 526) pula-ṭisa বি. ফোঁড়া ক্ষত প্রভৃতিতে লাগাবার জন্য গরম মলমবিশেষ। [ইং. poultice]। 71)
পৃষ্ঠ
(p. 531) pṛṣṭha বি. 1 পিঠ ('এমন সময় দিলেন পিতা পদাঘাত এক পৃষ্ঠে': দ্বি. রা.); 2 পিছন দিক (পৃষ্ঠ প্রদর্শন); 3 উপরিভাগ, তল (ভূপৃষ্ঠ)। [সং. √ পৃষ্ + থ]। ̃ দেশ বি. পিঠ; দেহের পিছনের ভাগ। ̃ পোষাক বিণ. সহায়ক, সমর্থক। বি. ̃ পোষকতা, ̃ পোষণ। ̃ প্রদর্শন বি. পলায়ন। ̃ বংশ বি. মেরুদণ্ড। ̃ ব্রণ বি. পিঠের উপর উদ্গত ফোঁড়া। ̃ ভঙ্গ বি. পরাজিত হয়ে পলায়ন। ̃ রক্ষক বিণ. বি. পশ্চাদ্ভাগ রক্ষাকারী, দেহরক্ষী। ̃ রক্ষা বি. পশ্চাদ্ভাগ রক্ষা; দেহরক্ষীর কাজ। 3)
ফুঁড়া, ফোঁড়া
(p. 565) phun̐ḍ়ā, phōn̐ḍ়ā ক্রি. বি. 1 বিদ্ধ করা বা ভেদ করা (তিরটা তার শরীর ফুঁড়ে বেরিয়েছে, মাটি ফুঁড়ে ওঠা); 2 ছেঁদা করা (দেওয়াল ফুঁড়ে উই বেরোচ্ছে)। বিণ. উক্ত উভয় অর্থে। [প্রাকৃ. √ ফুড় সং. √ স্ফুট্ + বাং. আ]। ̃ নো ক্রি. বি. বিদ্ধ বা ভেদ করানো (মেয়ের কান ফোঁড়ানো হবে); ছেঁদা করানো। বিণ. উক্ত উভয় অর্থে। ̃ ফুঁড়ি বি. বারংবার বিদ্ধ বা ভেদ করা (ডাক্তারের ফোঁড়াফুঁড়ি)। 41)
ফুস-কুড়ি, ফুস-কুরি
(p. 567) phusa-kuḍ়i, phusa-kuri বি. ছোটো ফোঁড়া, ফোসকা বা ব্রণ। [তু. সং. স্ফোটক]। 31)
ফোঁড়
(p. 569) phōn̐ḍ় বি. 1 বেঁধন (ছুঁচের ফোঁড়); 2 ছিদ্র; 3 সেলাই (ছুঁচ দিয়ে ফোঁড় তোলা)। বিণ. ভেদ করে উঠেছে এমন (ভুঁইফোঁড়)। [বাং. ফুঁড় + অ]। এফোঁড়-ওফেঁড় বিণ. এক দিক থেকে অন্য দিক পর্যন্ত বিদ্ধ (তলোয়ার দিয়ে এফোঁড়-ওফোঁড় করেছে)।
ফোঁড়া2 (বিদ্ধ করা), ফোঁড়ানো, ফোঁড়াফুঁড়ি
(p. 570) phōn̐ḍ়ā2 (biddha karā), phōn̐ḍ়ānō, phōn̐ḍ়āphun̐ḍ়i যথাক্রমে ফুঁড়া, ফুঁড়ানো ও ফুঁড়াফুঁড়ি -র চলিত রূপ। 2)
বিঁধ
(p. 605) bin̐dha বি. 1 ছিদ্র, ফুটো; 2 ফোঁড়। [সং. বিধ্ + বাং. অ]। ̃ নো ক্রি. বি. ফুটো করা; ফুটিয়ে দেওয়া। 72)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534528
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140044
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730172
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942338
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883437
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838410
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696573
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603033

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us