Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

বন্দর]। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অব-তরণ
(p. 44) aba-taraṇa বি. নিচে নামা, নিম্নে গমন; অবরোহণ (বন্দরে অবতরণ)। [সং. অব + √ তৃ + অন]। অব-তরণিকা বি. 1 (বইয়ের) ভূমিকা, মুখবন্ধ; 2 সিঁড়ি, সোপান। অব-তরা ক্রি. (কাব্যে) 1 নামা, নেমে আসা; 2 অবতীর্ণ বা আবির্ভূত হওয়া। 9)
আড়-কাঠি, আড়-কাটি
(p. 85) āḍ়-kāṭhi, āḍ়-kāṭi বি. 1 খনি কারখানা প্রভৃতির জন্য মজুর সংগ্রহকারী, recruiter; 2 তাঁতের মাকু; 3 নদীর চড়া প্রভৃতি সম্বন্ধে সতর্ক করার জন্য পুঁতে রাখা দণ্ড বা লাঠি; 4 কর্ণধার; 5 বন্দরের কাছে জাহাজের পথপ্রদর্শক। [দেশি]। 81)
নদী
(p. 444) nadī বি. পর্বত, হ্রদ বা অন্য কোনো জলপ্রবাহ থেকে উত্পন্ন এবং হ্রদ উপসাগর সমুদ্র বা অন্য কোনো নদীতে মেশে এমন স্বাভাবিক জলপ্রবাহ; স্রোতস্বিনী, তটিনী, তরঙ্গিণী। [সং. √ নদ্ + অ + ঈ]। ̃ কূল বি. নদীর তীর। ̃ গর্ভ বি. নদীর দুই তীরের মধ্যবর্তী জলভাগ বা তার তলদেশ, নদীর খাত। ̃ তট বি. নদীর তীরভূমি। ̃ পথ বি. জাহাজ নৌকা প্রভৃতি জলযানের চলাচলের উপযোগী পথরূপ নদী (নদীপথে রওনা হল)। ̃ বহুল বিণ. বহু নদীবিশিষ্ট। ̃ বন্দর বি. নদীর তীরে অবস্হিত বন্দর। ̃ মাতৃক বিণ. নদীই যার মাতার মতো অর্থাত্ কেবলমাত্র নদীজলের সাহায্যে উত্পন্ন শস্যে পালিত। ̃ মুখ বি. নদীর মোহনা। 54)
বন্দর
(p. 575) bandara বি. সমুদ্রের বা বড়ো নদীর তীরে জাহাজ ভিড়াবার স্হান; যে শহরের প্রান্তে জাহাজ ভিড়াবার উপযোগী স্হান আছে, port. [ফা. বন্দর]। 85)
বিমান
(p. 621) bimāna বি. 1 এরোপ্লেন প্রভৃতি আকাশগামী যান; 2 সপ্ততল প্রাসাদ; 3 আকাশ (বিমানপথ)। [সং. বি + √ মন্ + অ]। ̃ ঘাঁটি বি. বিমানপোতের বা এরোপ্লেনের মেরামতি ব্যবস্হাসংবলিত উড়ান ও অবতরণের স্হান, aerodrome, airbase. ̃ চারী (রিন্) বি. বিণ. বিমানচালক বা বিমানযাত্রী। ̃ ডাক বি. বিমানে বাহিত ডাক, airmail. ̃ বন্দর বি. বিমানপোতের ওড়া ও নামার জায়গা, airport. ̃ বল, ̃ বাহিনী বি. বৈমানিক সৈন্যবাহিনী, airforce. ̃ বাহী (-হিন্) বিণ. বিমান বহন করে এমন (বিমানবাহী জাহাজ)। ̃ বিধ্বংসী বিণ. (শত্রুর) বিমানপোত ধ্বংস করতে পারে এমন (বিমানবিধ্বংসী) বোমা)। ̃ সেবিকা বি. বিমানপোতে যাত্রীদের স্বাচ্ছন্দ্য বিধানকারিণী মহিলা কর্মী, air-hostess. 68)
সপ্ত
(p. 806) sapta (-প্তন্) বি. বিণ. 7 সংখ্যা বা সংখ্যক, সাত। [সং. √ সপ্ + অন (ত্ আগম)]। ̃ ক বিণ. 1 সাতসংখ্যক; 2 একসঙ্গে সাতটি। বি. 1 সাতটির সমষ্টি; 2 (সংগীতে) সুরের স্বরগ্রাম অর্থাত্ সা রে গা মা পা ধা নি এই সাতটি সুরের সমষ্টি। ̃ কী বি. স্ত্রীলোকের কটিভূষণ বা মেখলা। ̃ গ্রাম বি. বাংলার অধুনালুপ্ত কিন্তু ইতিহাসপ্রসিদ্ধ বাণিজ্য-বন্দর, সাতগাঁ। ̃ চত্বারিংশ, ̃ চত্বারিংশত্তম বিণ. সাতচল্লিশ সংখ্যার পূরক বা স্হানীয়। ̃ চত্বারিং-শত্ বি. বিণ. 47 সংখ্যা বা সংখ্যক, সাতচল্লিশ। ̃ চ্ছদ, ̃ পর্ণ বি. ছাতিমগাছ। ̃ জিহ্ব বি. অগ্নি, আগুন। ̃ তল বিণ. (অট্টালিকা সম্বন্ধে) সাততলা; সাতটি তলাবিশিষ্ট। ̃ তাল বিণ. সাতটি তালগাছের দৈর্ঘ্যের সমান গভীর। ̃ তি বি. বিণ. 7 সংখ্যা বা সংখ্যক, সত্তর। ̃ তি-তম বিণ. সত্তর সংখ্যার পূরক বা স্হানীয়। ̃ ত্রিংশ, ̃ ত্রিংশত্তম বিণ. 37 সংখ্যার পূরক বা স্হানীয়। স্ত্রী. ̃ ত্রিংশত্তমী। ̃ ত্রিং-শত্ বি. বিণ. 37 সংখ্যা বা সংখ্যক। ̃ দশ বি. বিণ. 17 সংখ্যা বা সংখ্যক। ̃ দশী বি. বিণ. (স্ত্রী.) 1 সতেরো স্হানীয়া; 2 সতেরো বত্সর বয়স্কা। ̃ দ্বীপ বি. পুরাণোক্ত সাতটি দ্বীপ বা পৃথিবীর সাতটি বিভাগ যথা, জম্বু কুশ প্লক্ষ শাল্মলী ক্রৌঞ্চ শাক ও পুষ্কর। ̃ দ্বীপা বিণ. (স্ত্রী.) সপ্তদ্বীপযুক্তা (সপ্তদীপা বসুন্ধরা)। বি. পৃথিবী। ̃ ধা ক্রি-বিণ. সাত প্রকারে, সাত ভাগে; সাত দিকে; সাতবার (সপ্তধা বিভক্ত)। ̃ ধাতু বি. (আয়ুর্বেদ) দেহের সাতটি উপাদান, যথা-বায়ু পিত্ত কফ রক্ত শুক্র মাংস ও অস্হি। ̃ নবতি বিণ. বি. সাতানব্বই। ̃ নবতি-তম বিণ. সাতানব্বই সংখ্যক। স্ত্রী. ̃ নবতি-তমী। ̃ পঞ্চা-শত্ বি. বিণ. সাতান্ন। ̃ পঞ্চাশত্তম বিণ. সাতান্ন সংখ্যক। স্ত্রী. ̃ পঞ্চাশত্তমী। ̃ পদী বি. হিন্দু বিবাহে বরবধূর একত্রে সপ্তপদ বা সাত পা বা সাতপাক ঘোরার অনুষ্ঠান। বিণ. (স্ত্রী.) সাতটি চরণযুক্তা। ̃ পর্ণ, ̃ পর্ণী বি. ছাতিমগাছ। ̃ পাতাল বি. তল অতল বিতল সুতল তলাতল মহাতল রসাতল-পুরাণোক্ত এই সাত পাতাল। ̃ বিংশতি বি. বিণ. সাতাশ। ̃ বিংশতি-তম বিণ. সাতাশ সংখ্যক। বিণ. (স্ত্রী.) ̃ বিংশতি-তমী। ̃ ম বিণ. সাতের পূরক। ̃ মী বিণ. সপ্তম -এর স্ত্রীলিঙ্গে। বি. (জ্যোতিষ.) তিথিবিশেষ। ̃ রথী (-থিন্) বিণ. দ্রোণাচার্য কর্ণ কৃপাচার্য অশ্বত্থামা শকুনি দুর্যোধন দুঃশাসন: বালক অভিমন্যুকে একযোগে আক্রমণপূর্বক বধকারী এই সপ্ত বীর। ̃ র্ষি বি. 1 মরীচি অত্রি অঙ্গিরা পুলস্ত্য পুলহ ক্রতু বশিষ্ঠ: ব্রহ্মার মানসপুত্ররূপে খ্যাত এই সাত ঋষিশ্রেষ্ঠ; 2 নক্ষত্রপুঞ্জবিশেষ, Great Bear, Ursa Major. ̃ র্ষি-মণ্ডল বি. সপ্তর্ষি নামে খ্যাত নক্ষত্রসমূহের সমবায়। ̃ লোক, ̃ স্বর্গ বি. ভূঃ ভুবঃ স্বঃ জনঃ মহঃ তপঃ সত্য: পুরাণোক্ত এই সপ্ত ঊর্ধ্বলোক। ̃ শতী বি. 1 সাতশত শ্লোকবিশিষ্ট দেবীমাহাত্ম্যসূচক গ্রন্হ, চণ্ডী; 2 সাত শতের সমবায়। ̃ ষষ্ঠি বি. বিণ. সাতষট্টি। ̃ ষষ্টি-তম বিণ. সাতষট্টি সংখ্যক। বিণ. (স্ত্রী.) ̃ ষষ্ঠি-তমী। ̃ সমুদ্র, ̃ সাগর, ̃ সিন্ধু বি. লবণ ইক্ষুরস সুরা ঘৃত দধি ক্ষীর স্বাদূদক: পুরাণোক্ত এই সাত সমুদ্র। ̃ সূর, ̃ স্বর বি. (সংগীতে) ষ়ড়্জ ঋষভ গান্ধার মধ্যম পঞ্চম ধৈবত নিষাদ: স্বরগ্রামভুক্ত এই সাতটি সুর। ̃ স্বরা বিণ. জলতরঙ্গবাদ্য। 32)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2535102
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140604
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730909
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 943097
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883639
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838515
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696730
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603109

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us