Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

বন্দি)। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অন্তরিত
(p. 32) antarita বিণ. 1 অন্তর্হিত, অদৃশ্য বা দূর হয়েছে এমন (ব্যথা অন্তরিত); 2 আচ্ছন্ন, আবৃত; 3 সরকারি আদেশে কারাগারের বাইরে নির্দিষ্ট কোনো জায়গায় নিঃসঙ্গ অবস্হায় আবদ্ধ, গৃহবন্দি, interned. [সং. অন্তর + ইত]। অন্তরণ বি. অন্তরিত করা, internment. অন্তরিন বিণ. গৃহবন্দি, interned. বি. internee. 39)
অব-রোধ
(p. 45) aba-rōdha বি. 1 বাধা, প্রতিবন্ধক; পরিবেষ্টন blockade; 2 কারাগার, জেলখানা; 3 অন্তঃপুর; 4 বন্দিত্ব, আটক, detention. [সং. অব + রোধ]। অব-রোধক বিণ. অবরোধকারী, বাধা সৃষ্টি করে এমন। ̃ প্রথা বি. পর্দা প্রথা, নারীদের পর্দানাশিন থাকার নিয়ম, নারীদের অন্তঃপুরে থাকার বা রাখার প্রথা। 30)
অভি-নন্দন
(p. 50) abhi-nandana বি. আনন্দ প্রকাশের দ্বারা বা প্রশংসাবাদের দ্বারা সম্মান জানানো; সংবর্ধনা; আনন্দের সঙ্গে গৌরবের স্বীকৃতি জানানো। [সং. অভি + √ নন্দ্ + অন]। ̃ পত্র বি. সম্মানজ্ঞাপনের জন্য রচিত পত্র, মানপত্র। অভি-নন্দিত বিণ. বন্দিত, প্রশংসার দ্বারা সম্মানিত। 89)
অশোক
(p. 66) aśōka বিণ. শোকহীন। বি. 1 গাঢ় লাল রঙের ফুলযুক্ত গাছবিশেষ; 2 মৌর্য বংশের তৃতীয় রাজা। [সং. ন + শোক]। ̃ .কানন, ̃ .বন বি. অশোক বৃক্ষে পূর্ণ বন বা বাগান; লঙ্কার যে বনে সীতা বন্দি হয়ে ছিলেন। ̃ লিপি বি. সম্রাট অশোকের লেখ অর্থাত্ পাথরস্তম্ভ ইত্যাদির গায়ে খোদাই-করা অনুশাসন। ̃ ষষ্ঠী বি. চৈত্রমাসের শুক্লা ষষ্ঠী। ̃ স্তম্ভ বি. সারনাথে অশোক কর্তৃক নির্মিত প্রস্তরস্তম্ভ। [অশোকস্তম্ভের শীর্ষে রয়েছে তিনটি সিংহমূর্তি এবং তাদের মাঝখানে তিনটি চক্র। স্তম্ভটি স্বাধীন ভারতের সরকারী প্রতীক চিহ্ন হিসাবে এবং অশোকচক্র স্বাধীন ভারতের জাতীয় পতাকায় স্হান পেয়েছে]। অশোকাষ্টমী বি. চৈত্র মাসের শুক্লা অষ্টমী। 12)
আটক
(p. 85) āṭaka বি. বাঁধা, প্রতিবন্ধক (এতে কোনো আটক নেই)। বিণ. বন্দি; অবরুদ্ধ, কয়েদ (আটক ব্যক্তিদের ছাড়া হবে না)। [দেশি]। আটক পড়া ক্রি. বি. বন্দি হওয়া, অবরুদ্ধ হয়ে পড়া। 61)
আটকা
(p. 85) āṭakā বি. বাধা, প্রতিবন্ধক। বিণ. বন্দি, অবরুদ্ধ (জালে আটকা-পড়া মাছ, কলে আটকা ইঁদুর)। [বাং. আটক + আ]। আটকা-আটকি বি. কড়াকড়ি ব্যবস্হা। 63)
উঠ-বন্দি
(p. 119) uṭha-bandi বি. চাষ-আবাদের জন্য চাষিদের সঙ্গে মেয়াদি বন্দোবস্তবিশেষ। [বাং. উঠ + ফা. বন্দি]। 83)
কারা2
(p. 185) kārā2 বি. জেলখানা, কয়েদ (কারারুদ্ধ)। [সং. √ কৃ + অ + আ]। ̃ গার বি. জেলখানা, কয়েদখানা। ̃ পাল বি. জেলখানার অধ্যক্ষ, jailor (স.প.)। ̃ বাস বি. বন্দিত্ব; বন্দি হিসাবে কারাগারে বাস। ̃ রক্ষী বি. কারাগারের প্রহরী। 23)
কিস্তি2
(p. 191) kisti2 বি. 1 ঋণের পরিশোধযোগ্য অংশ; 2 আংশিক ঋণ শোধের সময়; 3 খাজনা আদান-প্রদানের সময়; 4 দফা, ক্ষেপ, খেপ, বার, instalment (আর এক কিস্তি মাল আসবে)। [ফা. কিস্ত]। ̃ বন্দি বি. দফায় দফায় ঋণপরিশোধের ব্যবস্হা। 18)
খাতা
(p. 226) khātā বি. লেখার বা হিসাবের পুস্তকবিশেষ; লেখার জন্য একত্র বাঁধা কাগজ। [ফা. খত্]। খাতা খোলা ক্রি. বি. হিসাব আরম্ভ করা। ̃ পত্র বি. নানান বিষয়ের বা নানাবিধ খাতা। ̃ বন্দি বি. বিণ. হিসাব নির্ধারণ; হিসাবের বইয়ের অন্তর্ভুক্ত। খাতা লেখা ক্রি. বি. দোকান বা ব্যাবসা প্রতিষ্ঠানের জমা-খরচ খাতায় লেখা। 27)
খালাস
(p. 226) khālāsa বি. 1 মুক্তি, রেহাই, অব্যাহতি (অভিযোগ থেকে খালাস পাওয়া); 2 (আঞ্চ.) প্রসব (পোয়াতিদের খালাসের ব্যবস্হা); 3 দায়মুক্তি (তুমি তো বলেই খালাস) ; 4 বন্দি অবস্থা থেকে মুক্তি (জেল থেকে খালাস পেয়েছে) ; 5 ছাড়ানো (মাল খালাস করা)। বিণ. 1 খালি, শূন্য (ঘর খালাস করা); 2 দায়মুক্ত (একবার বলেই খালাস হলাম); 3 প্রসূতা (পোয়াতি খালাস হয়েছে)। [আ. আখ্লস্]। 84)
গড়1
(p. 236) gaḍ়1 বি. 1 দুর্গ, কেল্লা (গড়ের মধ্যে বন্দি সৈন্য); 2 খাত, পরিখা (গড় পার হয়ে কেল্লায় ঢুকেছে) ; 3 ধান ভানার সময় মুষলের আঘাত যে গহ্বরের মধ্যে পড়ে। [সং. গর্ত গড্ড]। ̃ খাই বি. দুর্গের চারপাশের খাত বা পরিখা। [গড় + খাত খাই]। গড়ের বাদ্যি বি. 1 কেল্লার সৈন্যদলের বাজনা ; 2 বিলাতি ব্যাণ্ডপার্টির বাজনা; গোরার বাজনা। গড়ের মাঠ বি. 1 নগরদুর্গ ও নগরভবনগুলির মধ্যবর্তী মাঠ বা সমতল জমি esplanade; 2 (আল.) খালি, শূন্য (পকেট গড়ের মাঠ)। 31)
গৃহ
(p. 253) gṛha বি. 1 কক্ষ, ঘর, প্রকোষ্ঠ; 2 বাড়ি, বাসস্হান, আবাস (আমার গৃহে একদিন পদার্পণ করুন)। [সং. √গ্রহ্ + অ]। ̃ কপোত বি. পোষা পায়রা, পারাবত। ̃ কর্তা (-র্তৃ) বি. গৃহস্বামী। স্ত্রী. ̃ কর্ত্রী। ̃ কর্ম, ̃ কার্য বি. ঘরকান্নার কাজ, গৃহস্হালি। ̃ কোণ বি. ঘরের কোণ; অন্তঃপুর (দিনের শেষে ফিরে গৃহকোণে আশ্রয় নিই)। ̃ গোধিকা বি. টিকটিকি। ̃ চ্ছিদ্র বি. পারিবারিক দোষ বা কলঙ্ক। ̃ চ্যুত বিণ. স্বগৃহ থেকে বিতাড়িত বা বিচ্ছিন্ন। ̃ জাত বিণ. ঘরে তৈরি হয়েছে এমন। ̃ ত্যাগ বি. বাড়ি ছেড়ে যাওয়া; সংসারত্যাগ, বৈরাগ্য, সন্ন্যাস। ̃ দাহ বি. অগ্নিসংযোগে গৃহের আংশিক বা সম্পূর্ণ পুড়ে যাওয়া। ̃ দেবতা বি. পুরুষানুক্রমে পূজিত ও গৃহে প্রতিষ্ঠিত দেবতা বা দেবমূর্তি। ̃ ধর্ম বি. গার্হস্হ্যধর্ম, সংসারধর্ম, গৃহীর পালনীয় কর্তব্য। ̃ নির্মাণ বি. ঘর-বাড়ি তৈরি। ̃ পতি বি. গৃহস্বামী। ̃ পালিত বিণ. ঘরে অর্থাত্ বাড়িতে পোষা বা পোষার যোগ্য (গৃহপালিত পশু)। ̃ প্রবেশ বি. নবনির্মিত গৃহে প্রথম প্রবেশকালীন অনুষ্ঠানবিশেষ। ̃ প্রাঙ্গণ বি. গৃহের সংলগ্ন প্রাঙ্গণ বা উঠান। ̃ বধূ বি. ঘরেই থাকে এবং সংসারধর্ম পালন করে এমন বিবাহিতা স্ত্রীলোক। ̃ বন্দি বিণ. ঘরে আটক (বৃষ্টির জন্যে সারাটা দিন গৃহবন্দি হয়ে আছি)। ̃ বলি-ভুক (-ভুজ্) পায়রা। ̃ বাটিকা বি. বাসগৃহসংলগ্ন বাগান; বাগানবাড়ি। ̃ বাসী (-সিন্) বিণ. বি. গৃহস্হ, সংসারী (লোক)। ̃ বিচ্ছেদ বি. আত্মীয়পরিজনের মধ্যে ঝগড়া বা পরস্পর ছাড়াছাড়ি। ̃ বিবাদ বি. 1 একই সংসারের লোকজনের মধ্যে বা পরিজনদের মধ্যে ঝগড়া ; 2 একই রাষ্ট্রের প্রজাদের মধ্যে পরস্পর কলহ বা লড়াই। ̃ ভেদ বি. 1 গৃহবিবাদ; 2 সিঁধ কেটে চুরি। ̃ ভেদী বিণ. 1 পরিজনদের মধ্যে বিবাদ ঘটায় এমন, ঘরভাঙানে; 2 (বিরল) চৌর্যব্যবসায়ী। ̃ মণি বি. প্রদীপ। ̃ মৃগ বি. কুকুর। ̃ মেধী বি. বিণ. গৃহস্হ; কৃতদার, যে বিবাহ করেছে। ̃ মেধিনী বি. (স্ত্রী) গৃহিণী। ̃ যুদ্ধ বি. ঘরোয়া যুদ্ধ; রাষ্ট্রের মধ্যে অন্তর্যুদ্ধ। ̃ লক্ষ্মী বি. কুলবধূ; গৃহিণী। ̃ শত্রু বি. যে ব্যক্তি (প্রধানত গোপনে) স্বগৃহের বা স্বদলের প্রতি শত্রুতা করে। ̃ শিক্ষক বি. যে শিক্ষক পারিশ্রমিকের বিনিময়ে বাড়িতে এসে ছাত্র-ছাত্রীকে পড়ান। ̃ শূন্য বিণ. 1 নিরাশ্রয়; 2 বিপত্নীক। ̃ সজ্জা বি. ঘরের আসবাবপত্র। ̃ স্হ বি. সংসারী লোক; মধ্যবিত্ত অবস্হার লোক। বিণ. গৃহে স্হিত। ̃ স্হালি, ̃ স্হালী বি. ঘরকন্নার কাজকর্ম। ̃ স্বামী (-মিন্) বি. বাড়ির বা পরিবারের কর্তা। স্ত্রী. ̃ স্বামিনী। ̃ হীন বিণ. গৃহ নেই যার; আশ্রয়হীন। 63)
চক2
(p. 274) caka2 বি. 1 চতুষ্কোণ ক্ষেত্র, চৌকোনা ভূমি; 2 নগর বা গ্রামের কেন্দ্রস্হিত ভূমিখণ্ড বা ময়দান (মোল্লার চক); 3 চতুষ্কোণ উঠান ঘিরে অট্টালিকাশ্রেণি (চকমিলানো বাড়ি); 4 চতুষ্কোণাকৃতি বাজার (চাঁদনি চক); 5 জমিদারির অংশবিশেষ, তালুক বা তহসিল। [ সং. চতুষ্ক-তু. বাং. চৌক]। ̃ বন্দি বি. 1 জমির বা গ্রামের সীমা নির্ধারণ; 2 জমির ভাগ, লাট, তৌজি। বিণ. 1 চতুঃসীমাযুক্ত; চতুঃসীমা নির্ধারিত হয়েছে এমন (চকবন্দি জমি); 2 চকমিলানো। ̃ মিলানো বিণ. চতুষ্কোণ উঠানকে ঘিরে অট্টালিকাশ্রেণি উঠেছে এমন। 7)
জবান
(p. 312) jabāna বি. 1 ভাষা (হিন্দি জবান); 2 কথা, প্রতিশ্রুতি (জবানের ঠিক নেই); 3 জিহ্বা (জবান সামলে কথা বলবে, জবান দুরস্ত করো)। [ফা. যবান; তু. আ. জবান]। ̃ বন্দি বি. বিচারকার্যে ব্যবহারের জন্য প্রদত্ত সাক্ষ্য। জবানি বি. উক্তি। ক্রি-বিণ. প্রমুখাত্, মুখে (সব কথা তার জবানিতে শুনে নিয়ো)। 95)
জমা2
(p. 312) jamā2 বি. 1 পুঁজি, সঞ্চয়; সংগ্রহ; 2 আয় (জমা-খরচ); 3 খাজনা (বার্ষিক দশ টাকা জমা); 4 খাজনা করা জমি (তাঁর অধীনে আমার কিছু জমা আছে)। [আ. জম্আ]। ̃ ওয়াশিল-বাকি বি. আদায়ীকৃত ও অনাদায়ী খাজনার হিসাব। ̃ খরচ বি. আয়-ব্যয়ের হিসাব। ̃ নবিশ বি. জমি ও খাজনার হিসাবরক্ষক। ̃ বন্দি বি. প্রজাবিলি ও খাজনার হিসাব। 105)
থাক
(p. 392) thāka বি. 1 স্তর (বইয়ের থাক, থাকে থাকে সাজানো); 2 শ্রেণি। [ সং. স্তবক]। ̃ বন্দি বিণ. 1 বিভিন্ন শ্রেণিতে বিভক্ত; 2 স্তরে স্তরে সাজানো। 23)
নজর
(p. 444) najara বি. 1 দৃষ্টি (নজরে পড়া, কু-নজর); 2 মনোবৃত্তি (ছোট নজর); 3 লুব্ধ দৃষ্টি (অন্যের খাবারে নজর দেওয়া, পরের সৌভাগ্যে নজর দেওয়া); 4 তত্ত্বাবধান (ছেলেটার দিকে নজর রেখো); 5 মনোভাব, ধারণা (নেকনজর); 6 ভালো ধারণা (কর্তার নজরে পড়েছ, আর ভাবনা কী?); 7 অশুভ বা অমঙ্গলজনক দৃষ্টি (নজর লেগেছে, পেঁচোর নজর); 8 ভেট, উপহার, নজরানা। [আ. নজর্]। নজর কাড়া ক্রি. বি. দর্শনীয় বা আকর্ষণীয় হওয়া, চোখে লাগা (তার খেলা সকলের নজর কেড়েছে)। ̃ দার বি. 1 পরীক্ষাকেন্দ্রের পরিদর্শক, invigilator; 2 প্রহরী। নজর দেওয়া ক্রি. বি. 1 লক্ষ্য রাখা (আমার দিকেও একটু নজর দিয়ো); 2 অশুভ বা ঈর্ষান্বিত দৃষ্টি দেওয়া; লুব্ধ দৃষ্টি দেওয়া (অন্যের খাবারে নজর দেওয়া)। ̃ বন্দি বিণ. চোখের আ়ড়ালে যেতে দেওয়া হয় না এমন; অন্তরিত। বি. অন্তরিত ব্যক্তি। নজর লাগা ক্রি. বি. অশুভ বা ঈর্ষালু দৃষ্টিতে পড়া; প্রেতযোনির উত্পাতে পড়া। নজরে পড়া ক্রি. বি. 1 দৃষ্টিগোচর হওয়া; 2 অনুগ্রহ বা সমাদর লাভ করা। নজরে রাখা ক্রি. বি. চোখের বাইরে যেতে না দেওয়া; তত্ত্বাবধান করা, লক্ষ্য রাখা। 21)
নাশ-বন্দি
(p. 454) nāśa-bandi বি. পুরুষের নির্বীজীকরণের অস্ত্রোপচার। [হি.]। 91)
প্যাক করা
(p. 534) pyāka karā ক্রি. বি. বাক্সো বা অন্য কোনো আধারে আবদ্ধ করা। [ইং. pack]। প্যাক-বন্দি বিণ. বাক্সো বা প্যাকেটে আবদ্ধ। প্যাকেট বি. কাগজ বা অন্য কোনো জিনিসের মোড়ক। প্যাকিং বি. মোড়ক; আবদ্ধকরণ। 80)
প্রহরা
(p. 552) praharā বি. পাহারা (প্রহরায় নিযুক্ত)। [সং. প্রহর + বাং. আ]। ̃ ধীন বিণ. নজরবন্দি, পাহারা দিয়ে রাখা হয়েছে এমন। 40)
বদ্ধ
(p. 575) baddha বিণ. 1 বাঁধা, আবদ্ধ (নিয়মবদ্ধ); 2 গ্রথিত (বদ্ধকবরী); 3 রুদ্ধ, বন্ধ (বদ্ধদ্বার); 4 আটক, বন্দি (সংসারবন্ধনে বদ্ধ); 5 অবরুদ্ধ (বদ্ধজলা, বদ্ধস্রোত); 6 যুক্ত (বদ্ধাঞ্জলি); 7 বিন্যস্ত (লিপিবদ্ধ); 8 দৃঢ়, অপরিবর্তনীয় (বদ্ধমূল, বদ্ধধারণা); 9 সম্পূর্ণ, নিরেট (বদ্ধপাগল)। [সং. √ বদ্ধ্ + ত]। ̃ দৃষ্টি বি. স্হির বা অনিমেষ দৃষ্টি বা লক্ষ্য। বিণ. স্হির দৃষ্টিসম্পন্ন। ̃ পরিকর বিণ. 1 কোমর বা কটিবন্ধ বেঁধেছে এমন; 2 দৃঢ়প্রতিজ্ঞ। ̃ মুষ্টি বিণ. মুষ্টি দৃঢ় করেছে এমন। ̃ মূল বিণ. শিকড় মাটিতে শক্তভাবে নিহিত হয়ে আছে এমন; দৃঢ়, বিচ্যুত করা যায় না এমন (ধারণা হৃদয়ে বদ্ধমূল)। ̃ মৌন বিণ. কথা বলে না এমন, মৌনাবলম্বী। বদ্ধাঞ্জলি বিণ. অঞ্জলিবদ্ধ, দুই হাত যুক্ত করে রয়েছে এমন। 55)
বন্দা2
(p. 575) bandā2 ক্রি. (কাব্যে) বন্দনা করা ('বন্দিল সবে, জয় মা জননি': দ্বি. রা.)। [সং.√ বন্দ্ + বাং. আ]। 86)
বন্দি, বন্দী
(p. 575) bandi, bandī বি. 1 অবরুদ্ধ ব্যক্তি ('বিকৃত ক্ষুধার ফাঁদে বন্দী মোর ভগবান কাঁদে': প্রেমেন্দ্র); 2 কয়েদি (জেলের বন্দিরা)। বিণ. আটক, অবরুদ্ধ (জলবন্দি, বাক্সবন্দি)। [ফা. বন্দী তু. সং. বন্দিন্]। স্ত্রী. বি. বিণ. বন্দিনি। ̃ দশা বি. বন্দি অবস্হা। ̃ পাল বি. কারাধ্যক্ষ, jail superintendent (স. প.)। ̃ শালা বি. কারাগার, জেলখানা। 87)
বন্দিত
(p. 575) bandita বিণ. যার বন্দনা করা হয়েছে এমন, প্রশংসিত। [সং. √ বন্দ্ + ত]। স্ত্রী. বন্দিতা। 88)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2535175
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140636
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730949
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 943152
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883662
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838522
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696737
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603114

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us