Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

নজর এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  নজর এর বাংলা অর্থ হলো -

(p. 444) najara বি. 1 দৃষ্টি (নজরে পড়া, কু-নজর); 2 মনোবৃত্তি (ছোট নজর); 3 লুব্ধ দৃষ্টি (অন্যের খাবারে নজর দেওয়া, পরের সৌভাগ্যে নজর দেওয়া); 4 তত্ত্বাবধান (ছেলেটার দিকে নজর রেখো); 5 মনোভাব, ধারণা (নেকনজর); 6 ভালো ধারণা (কর্তার নজরে পড়েছ, আর ভাবনা কী?); 7 অশুভ বা অমঙ্গলজনক দৃষ্টি (নজর লেগেছে, পেঁচোর নজর); 8 ভেট, উপহার, নজরানা।
[আ. নজর্]।
নজর কাড়া ক্রি. বি. দর্শনীয় বা আকর্ষণীয় হওয়া, চোখে লাগা (তার খেলা সকলের নজর কেড়েছে)।
দার বি. 1 পরীক্ষাকেন্দ্রের পরিদর্শক, invigilator; 2 প্রহরী।
নজর দেওয়া ক্রি. বি. 1 লক্ষ্য রাখা (আমার দিকেও একটু নজর দিয়ো); 2 অশুভ বা ঈর্ষান্বিত দৃষ্টি দেওয়া; লুব্ধ দৃষ্টি দেওয়া (অন্যের খাবারে নজর দেওয়া)।
বন্দি
বিণ. চোখের আ়ড়ালে যেতে দেওয়া হয় না এমন; অন্তরিত।
বি. অন্তরিত ব্যক্তি।
নজর লাগা ক্রি. বি. অশুভ বা ঈর্ষালু দৃষ্টিতে পড়া; প্রেতযোনির উত্পাতে পড়া।
নজরে পড়া ক্রি. বি. 1 দৃষ্টিগোচর হওয়া; 2 অনুগ্রহ বা সমাদর লাভ করা।
নজরে রাখা ক্রি. বি. চোখের বাইরে যেতে না দেওয়া; তত্ত্বাবধান করা, লক্ষ্য রাখা।
21)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


নোকর
(p. 481) nōkara বি. চাকর। [হি. নৌকর]। নোকরি বি. চাকরি। 5)
নিষ্কর্ষ
নাট্য
নৈত্যিক
নষ্ট
(p. 447) naṣṭa বিণ. 1 নাশপ্রাপ্ত, ধ্বংসপ্রাপ্ত (নষ্ট রাজ্য, নষ্ট প্রাণ); 2 অপব্যয়িত (টাকা নষ্ট হওয়া); 3 ব্যর্থ, বিফল (ব্রত সময় পরিশ্রম সবই নষ্ট হল); 4 পণ্ড (কাজ নষ্ট হওয়া); 5 বিকারপ্রাপ্ত, বিকৃত (দুধ নষ্ট, নষ্ট মাছ); 6 অসত্, দুশ্চরিত্র (নষ্ট চরিত্র, নষ্ট মেয়েমানুষ, নষ্ট স্বভাব); 7 লুপ্ত, হারিয়ে গেছে এমন (নষ্টোদ্ধার, নষ্ট ধন)। বি. কুকর্ম, অনিষ্ট (যত নষ্টের গোড়া)। [সং. √ নশ্ + ত]। ̃ চন্দ্র বি. ভাদ্রমাসের কৃষ্ণচতুর্থীর বা শুক্লচতুর্থীর চাঁদ যা দেখলে কলঙ্ক হয়। ̃ চেতন বিণ. চেতনা বা সংজ্ঞা হারিয়েছে এমন। ̃ মতি বিণ. দুষ্টবুদ্ধি, কুবুদ্ধিযুক্ত। নষ্টা বিণ. বি. (স্ত্রী.) কুচরিত্র, ভ্রষ্টা, কুলটা। নষ্টামি, নষ্টামো বি. দুষ্টতা; শঠতা, দুরন্তপনা। নষ্টোদ্ধার বি. হারানো জিনিস উদ্ধার। 92)
নিশ্চুপ
(p. 473) niścupa বিণ. সম্পূর্ণ চুপ বা নীরব। [সং. নির্ + বাং. চুপ]। 39)
নিস্তব্ধ
(p. 475) nistabdha বিণ. 1 সম্পূর্ণ নীরব, নিঃশব্দ; 2 সম্পূর্ণ নিস্পন্দ, সামান্য স্পন্দন বা নড়াচড়াও নেই এমন। [সং. নি + √ স্তন্ভ্ + ত]। বি. ̃ তা। 51)
নাই৬
(p. 451) nāi6 ক্রি. 1 অভাবার্থক নেই অর্থে বর্তমান কালে (আমার টাকা নাই, সে এখানে নাই, 'নাই নাই ভয়': রবীন্দ্র); 2 অনুচিত (অমন কথা বলিতে নাই)। বিণ. 1 অবিদ্যমান (নাই মামার চেয়ে কানা মামা ভালো) 2 অভাবে পীড়িত (নাইঘরে খাঁই)। [সং. নাস্তি প্রাকৃ. নাত্থি হি. নাহি]। 17)
নাকি1, না কি
(p. 452) nāki1, nā ki অব্য. প্রশ্ন, সন্দেহ, অনুমান প্রভৃতি ভাবব্যঞ্জক-নয় কি, তাই কি, সত্য কি (তুমি না কি চলে যাচ্ছে? 'তোমার নাকি মেয়ের বিয়ে': সু. রা.)। [তু. সং. কিংনু বাং. কিনা]। 8)
নির্ভর
(p. 468) nirbhara বি. 1 অবলম্বন, আশ্রয় (ঈশ্বরই পরম নির্ভর); 2 ভরসা, বিশ্বাস, আস্হা (অন্যের উপর নির্ভর, নির্ভরযোগ্য)। বিণ. 1 যার উপর ভরসা বা নির্ভর করতে হয় (কৃষিনির্ভর দেশ); 2 (বাংলায় বিরল) পরিপূর্ণ; 3 (বিরল) অধিক। [সং. নির্ + √ ভৃ + অ]। নির্ভর করা ক্রি. বি. ভরসা করা; আস্হা স্হাপন করা। ̃ তা বি. (বাং.) 1 বিশ্বাস, আস্হা; 2 পরমুখাপেক্ষিতা। ̃ যোগ্য বিণ. নির্ভর করা যায় বা আস্হা রাখা যায় এমন (নির্ভরযোগ্য লোক, নির্ভরযোগ্য সূত্র)। ̃ শীল বিণ. 1 আস্হা স্হাপন করেছে এমন; 2 অন্যের উপর নির্ভর, পরমুখাপেক্ষী। বি. ̃ শীলতা। 124)
নিত্য
(p. 461) nitya ক্রি-বিণ. 1 সর্বদা, সতত (সেইজন্য নিত্য শঙ্কিত থাকে); 2 প্রতিদিন (নিত্য এক কাজ করে যাচ্ছি)। বিণ. 1 প্রাত্যহিক (নিত্য ব্যবহারের বস্তু); 2 দৈনন্দিন (নিত্যকৃত্য); 3 অক্ষয়, চিরস্হায়ী (নিত্য ধর্ম, নিত্যানন্দ); 4 অনাদি, অনন্ত, চির (নিত্যকাল, নিত্যসত্তা); 5 (পদার্থ.) ধ্রুব, অপরিবর্তনীয়, constant (বি. প.)। [সং. নি + ত্য]। ̃ কর্ম, ̃ কৃত্য, ̃ ক্রিয়া বি. 1 প্রতিদিনের অবশ্যকরণীয় কাজ, দৈনন্দিন কর্তব্য; 2 সন্ধ্যাতর্পণাদি প্রতিদিনের শাস্ত্রীয় অনুষ্ঠান। ̃ কার বিণ. প্রতিদিনের, রোজকার (নিত্যকার কাজ)। ̃ কাল বি. চিরকাল। ̃ তা বি. চিরস্হায়িত্ব, চিরন্তনতা (মানবসত্তার নিত্যতা)। ̃ ধাম বি. স্বর্গ। ̃ নৈমিত্তিক বিণ. 1 বিশেষ উদ্দেশ্যে বা উপলক্ষ্যে করণীয়; 2 প্রতিদিন ঘটে বা অনুষ্ঠিত হয় এমন, দৈনন্দিন (এ সংসারে অশান্তি এখন নিত্যনৈমিত্তিক ঘটনা)। ̃ প্রয়োজনীয় বিণ. জীবনধারণের পক্ষে একান্ত প্রয়োজন এমন (নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে)। ̃ প্রলয় বি. সুষুপ্তি, নিদ্রা। ̃ বৃত্ত বিণ. প্রতিদিন ঘটে বা ঘটত এমন (নিত্যবৃত্ত অতীত)। ̃ যাত্রী (ত্রিন্) বি. প্রতিদিন যাতায়াত করে এমন লোক। ̃ যৌবন বিণ. যার যৌবন অক্ষুণ্ণ থাকে। স্ত্রী. ̃ যৌবনা। ̃ সঙ্গী (-ঙ্গিন্) বি. সর্বক্ষণের সঙ্গী। ̃ সমাস বি. (ব্যাক.) সে সমাসে ব্যাসবাক্য হয় না বা ভিন্ন পদ দ্বারা হয়। ̃ সেবা বি. দৈনিক পূজা। 14)
নির্ঘাত
নিব
(p. 461) niba বি. কলমের ডগায় লাগানো যে ধাতুর তৈরি মুখ দিয়ে লেখা হয়, কলমের মোচ, কচ। [ইং. nib]। 56)
নিষ্ঠা
(p. 475) niṣṭhā বি. 1 দৃঢ় আস্হা, ভক্তি বা মনোযোগ (কর্মে নিষ্ঠা); 2 ধর্মানুষ্ঠানে শ্রদ্ধা বা অনুরাগ (নিষ্ঠাবান ব্রাহ্মণ)। [সং. নি + √ স্হা + অ + আ]। ̃ বান, (বর্জি.) ̃ বান্ (-বত্) বিণ. নিষ্ঠা আছে এমন। নিষ্ঠিত বিণ. নিষ্ঠা আছে এমন, নিষ্ঠাবান। 18)
নিশিত
(p. 473) niśita বিণ. শাণিত, অত্যন্ত ধারালো। [সং. নি + √ শো + ত]। 30)
নীলাম্বু, নীলাম্বুধি
(p. 475) nīlāmbu, nīlāmbudhi বি. (নীল রঙের জল বলে) সমুদ্র। [সং. নীল + অম্বু, অম্বুধি]। 102)
নৈষ্ঠিক
নির্মোক
(p. 468) nirmōka বি. 1 সাপের খোলস; 2 বর্ম, সাঁজোয়া; 3 খোলস, আবরণ ('ছিন্ন ভিন্ন শান্তির নির্মোক': বিষ্ণু)। [সং. নির্ + √ মুঢ়্ +অ]। 149)
নথি
নিড়া
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2544016
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2149920
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1742058
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 955747
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 887165
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 840545
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 699083
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 604335

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us