Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

বর্ণানো দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অনু-ক্রম
(p. 25) anu-krama বি. 1 যথাক্রম (বর্ণানুক্রম, পুরুষানুক্রমে); 2 ক্রমান্বয়, পারম্পর্য, sequence; 3 কর্মসূচি, programme. [সং. অনু + √ ক্রম্ + অ]। ̃ ণ বি. অনুসরণ; পিছন পিছন যাওয়া। ̃ ণিকা, ̃ ণী বি. বইয়ের মুখবন্ধ বা ভূমিকা। অনু-ক্রমিক বিণ. পারম্পর্যযুক্ত, ক্রম-অনুসারী, পরপর ঘটে এমন। 75)
অব-লোহিত রশ্মি
(p. 46) aba-lōhita raśmi বি. দৃশ্যমান বর্ণালির লাল রশ্মির চেয়ে বেশি তরঙ্গদৈর্ঘ্যের কিন্তু বেতার তরঙ্গের চেয়ে কম তরঙ্গদৈর্ঘ্যের আলোকরশ্মি, infrared rays. 17)
ক্রম
(p. 215) krama বি. 1 ধারাবাহিকতা, পরম্পরা (ক্রমানুসারে); 2 প্রণালী, পদ্ধতি, রীতি (কার্যক্রম); 3 নির্দেশ, নিয়ম (পাঠ্যক্রম); 4 অনুসার, অনুসরণ (অনুমতিক্রমে, ভাগ্রক্রমে); 5 গমন; পদক্ষেপ (পরিক্রম); 6 অতিক্রম (কালক্রমে); 7 বিন্যাস (বর্ণানুক্রম)। [সং. √ ক্রম্ + অ]। ̃ ণ বি. গমন; পদক্ষেপ; পায়চারি। ̃ নিম্ন বিণ. ঢালু, গড়ানে, ক্রমশ নিচু হয়ে গেছে এমন (ক্রমনিম্ন পথ)। ̃ পর্যায় বি. ধাপে ধাপে অগ্রগতি, gradation. ̃ বর্ধ-মান বিণ. ক্রমশ বৃদ্ধিশীল, ক্রমশ বাড়ছে এমন। ̃ বিকাশ বি. ক্রমোন্নতি; বিবর্তন; বিবর্ধন। ̃ ভঙ্গ বি. পর্যায়চ্যুতি, ধারাবাহিকতা লঙ্ঘন; নিয়মলঙ্ঘন; বিশৃঙ্খলা। ̃ মাণ বিণ. ইতস্তত গমনশীল। ̃ শ, (বর্জি.) ̃ শঃ (-শস্) ক্রি-বিণ. ক্রমে ক্রমে; পর্যায়ক্রমে; ধীরে ধীরে। ̃ হ্রাস-মাণ বিণ. ক্রমশ কমে আসছে এমন। ক্রমাগত বিণ. 1 পরম্পরাগত (কুলক্রমাগত প্রথা); 2 ধারাবাহিক; 3 অবিরাম (ক্রমাগত পরিশ্রম)। ক্রি-বিণ. সর্বদা, কেবলই (ক্রমাগত বৃষ্টি হচ্ছে)। ক্রমাঙ্কন বি. পরপর অংশ চিহ্নিত করা, graduation (বি.প.)। ক্রমান্বয় বি. ধারাবাহিকতা, পারস্পর্য। ক্রমান্বয়ে ক্রি-বিণ. পর্যায়ক্রমে, একের পর এক করে, পরপর (তোমাদের প্রত্যেককে ক্রমান্বয়ে ডাকা হবে)। ক্রমায়াত বিণ. ক্রম অনুসারে আগত, পরপর এসেছে এমন, successive. ক্রমিক বিণ. ক্রমাগত, ধারাবাহিক (ক্রমিক সাফল্য)। ক্রমে ক্রি-বিণ. 1 ক্রমানুযায়ী, একের পর এক করে; ধারাবাহিকভাবে; 2 এইভাবে কিছু সময় কাটবার পর (ক্রমে তিনি নগরে পৌঁছলেন)। ক্রমোত্-কর্ষ বি. ক্রমশ উত্কর্ষ লাভ, ক্রমোন্নতি। ক্রমোন্নত বিণ. 1 ক্রমশ উত্কর্ষপ্রাপ্ত, ক্রমশ উন্নতি লাভ করেছে এমন; 2 ক্রমে উঁচু হয়ে গেছে এমন। ক্রমোন্নতি বি. 1 ক্রমশ উন্নতি বা উত্কর্ষ লাভ; 2 ক্রমশ উচ্চতা। 5)
টুর্নামেণ্ট
(p. 346) ṭurnāmēṇṭa বি. সাধারণত খেলাধূলার প্রতিযোগিতা বা প্রতিযোগিতার বর্ণাঢ্য অনুষ্ঠান। [ইং. tournament]। 25)
বর্ণ
(p. 580) barṇa বি. 1 রং (গাঢ় কৃষ্ণবর্ণ); 2 অক্ষর (ব্যঞ্জনবর্ণ); 3 (ব্রাহ্মণ ক্ষত্রিয় প্রভৃতি) জাতি (উচ্চ বর্ণের মধ্যে সীমাবদ্ধ); 4 (জ্যোতিষ.) রাশি অনুসারে জাতকের শ্রেণিভেদ (বিপ্রবর্ণ)। [সং. √ বর্ণ্ + অ]। ̃ ক্ষত্রিয় বি. বিণ. উচ্চ বর্ণের ক্ষত্রিয়। ̃ চোরা বিণ. 1 স্বাভাবিক বর্ণ গোপন রাখে এমন (বর্ণচোরা আম); 2 বাইরে থেকে ভিতর বোঝা যায় না এমন (বর্ণচোরা লোক)। ̃ চ্ছটা বি. রঙের বাহার। ̃ জ্ঞান-হীন বিণ. অক্ষরপরিচয়হীন, সম্পূর্ণ নিরক্ষর। ̃ জ্যেষ্ঠ বি. বর্ণ বা জাতির মধ্যে শ্রেষ্ঠ অর্থাত্ ব্রাহ্মণ। ̃ তত্ত্ব বি. জাতিতত্ত্ব, ethnology. ̃ পরিচয় বি. 1 অক্ষরপরিচয়, অক্ষরজ্ঞান, অ-আ ইত্যাদি শিক্ষা; 2 (আল.) প্রাথমিক জ্ঞান। ̃ বিদ্বেষ বি. অন্য বর্ণ বা জাতির প্রতি বিদ্বেষ। ̃ বিদ্বেষী (-ষিন্) বিণ. অন্য বর্ণ বা জাতির লোকের প্রতি বিদ্বেষভাবাপন্ন। ̃ বিপর্যয় বি. শব্দে কোনো বর্ণের স্হানচ্যুত হয়ে আগে বা পরে আসা। ̃ বৈচিত্র্য বি. নানা বর্ণ বা রঙের সমাহার (ময়ূরের পালকের বর্ণবৈচিত্র্য)। ̃ ময় বিণ. রঙিন; নানা রংযুক্ত। ̃ মালা বি. যে-কোনো ভাষার অক্ষরসমূহ। ̃ লোপ বি. শব্দে কোনো অক্ষরের লোপ পাওয়া। ̃ শ্রেষ্ঠ বি. বর্ণজ্যেষ্ঠ, ব্রাহ্মণ। ̃ সংকর বি. বিণ. দুই ভিন্ন বর্ণের বা জাতির মাতাপিতা থেকে উত্পন্ন জাতি; মিশ্রজাতি; দো-আঁশলা। ̃ হিন্দু বি. ব্রাহ্মণ কায়স্হাদি উচ্চবর্ণের হিন্দু যারা 'তফশিল' এর অন্তর্ভুক্ত নয়। ̃ হীন বিণ. রংহীন, বিবর্ণ। বর্ণানু-ক্রম বি. অক্ষরের পরম্পরা, alphabetical order. বর্ণানু-ক্রমে ক্রি-বিণ. অক্ষরের পরম্পরা অনুসারে, alphabetically. বর্ণান্ধ বিণ. রঙের পার্থক্য ধরতে পারে না এমন, রং চিনতে পারে না এমন, colour-bling. বি. বর্ণান্ধতা। বর্ণাশ্রম বি. ব্রহ্মচর্যাদি চতুরাশ্রম। বর্ণাশ্রম ধর্ম বি. ব্রাহ্মণাদি বর্ণের ব্রহ্মচর্য গার্হস্হ্য বানপ্রস্হ ও সন্ন্যাস এই চার আশ্রমে পালনীয় ধর্ম। বর্ণে বর্ণে ক্রিবিণ. অক্ষরে অক্ষরে; পুরোপুরি (তাঁর ভবিষ্যদ্বাণী বর্ণে বর্ণে মিলে গেছে)। 97)
বর্ণা, বর্ণানো
(p. 580) barṇā, barṇānō ক্রি. (কাব্যে) বর্ণনা করা ('বর্ণিল পদ্যছন্দে', 'বর্ণাইয়া কৈলা স্তব': ভা. চ.)। [সং. √ বর্ণ্ + বাং. আ, আনো]। 101)
বর্ণাট
(p. 580) barṇāṭa বি. চিত্রকর, চিত্রশিল্পী। [সং. বর্ণ (রং) + আট (প্রয়োগকারী)]। 102)
বর্ণানুক্রম, বর্ণান্ধ
(p. 580) barṇānukrama, barṇāndha দ্র বর্ণ। 103)
বর্ণালি, বর্ণালী
(p. 580) barṇāli, barṇālī বি. তেকোনা কাচের ভিতর দিয়ে আলোকরশ্মির রামধনুর মতো যে প্রতিসরণ হয়, তেকোনা কাচের ভিতর দিয়ে আলোকরশ্মির নানা রঙে বিভক্ত অবস্হা, spectrum. [সং. বর্ণ + আলি, আলী]। 104)
বর্ণাশ্রম
(p. 580) barṇāśrama দ্র বর্ণ। 105)
বর্না, বর্নানো
(p. 580) barnā, barnānō যথাক্রমে বর্ণা ও বর্ণানো -র বানানভেদ। 128)
বীজ-মন্ত্র
(p. 630) bīja-mantra বি. ইষ্টমন্ত্র, ইষ্টদেবতার প্রতীকস্বরূপ বর্ণাত্মক মন্ত্র। [সং. বীজ + মন্ত্র]। 61)
বৈশ্য
(p. 646) baiśya বি. 1 বর্ণাশ্রম ধর্মে চতুর্বর্ণের তৃতীয়বর্ণ; 2 বণিক বা ব্যবসায়ী সম্প্রদায় (বৈশ্যবুদ্ধি)। [সং. বিশ্ + ক্বিপ্ + য]। স্ত্রী. বৈশ্যা। ̃ বৃত্তি বি. বণিকের কর্ম বা স্বাভাবিক প্রবৃত্তি। বৈশ্যানী বিণ. (স্ত্রী.) বৈশ্যেতর জাতীয় পুরুষের বৈশ্যজাতীয়া পত্নী। 6)
মুষা
(p. 712) muṣā বি. স্বর্ণাদি ধাতু গলাবার পাত্র, মুচি। [সং. √ মুষ্ + অ + আ]। 41)
মূষ1, মূষা
(p. 714) mūṣa1, mūṣā বি. স্বর্ণাদি ধাতু গলাবার পাত্র, মুচি। [মুষা দ্র]। 9)
রং. রঙ
(p. 731) ra. ṃraṅa বি. 1 বর্ণ (লাল রং, মেঘের কালো রং); 2 রঞ্জনদ্রব্য (কাপড়টাকে লাল রঙে ছোপানো হল); 3 গায়ের বর্ণ (ফরসা রং); 4 তাসের চিহ্নভেদ; 5 আতিশয্য (রং চড়ানো)। [সং. রঙ্গ]। ̃ কানা বিণ. রং চেনে না এমন, বর্ণান্ধ। ̃ চঙে বিণ. নানান রংযুক্ত, বিচিত্র রঙের। ̃ চটা বিণ. রং উঠে গেছে এমন (একটা রং চটা চাদর)। রং চড়ানো ক্রি. বি. 1 ছবি ইত্যাদিতে রং লাগানো বা রঙের প্রলেপ দেওয়া; 2 বাড়িয়ে বলা, অতিশয়োক্তি করা। ̃ তামাশা বি. কৌতুক বা হাসিঠাট্টা। ̃ দার বিণ. রঙিন বিচিত্র রঙের সমাবেশ আছে এমন। ̃ বেরং বিণ. নানা রঙের ̃ মশাল বি. আগুনের রঙিন ফুলকিযুক্ত আতশবাজিবিশেষ। 7)
রসান
(p. 736) rasāna বি. 1 রসসিক্ত করা; 2 স্বর্ণাদি ধাতু উজ্বল করার উপকরণ অথবা পালিশ-পাথর; 2 (আল.) তীব্র রসাত্মক বাক্য, ফোড়ন (রসান দিয়ে বলা)। [ সং. রসায়ন]। 39)
সবুজ
(p. 808) sabuja বিণ. বি. 1 বর্ণবিশেষ, বর্ণালিতে আশমানি ও হলুদের মাঝের বর্ণ, গাছপালা ও ঘাসের পাতার বর্ণ, হরিত্; 2 (আল.) অল্পবয়স্ক বা তরুণ ('ওরে সবুজ ওরে আমার কাঁচা': রবীন্দ্র)। [ফা. সব্জ]। সবুজাভ বিণ. সবুজের আভাযুক্ত, সবজেটে। 26)
স্বর্ণ
(p. 853) sbarṇa বি. উজ্জ্বল হলুদরঙের বহুমূল্য ধাতুবিশেষ, সোনা, সুবর্ণ, হিরণ্য, কনক, কাঞ্চন, হেম। [সং. সু + √ ঋণ্ (=গতি) + অ]। ̃ কমল বি. রক্তপদ্ম। ̃ কার বি. সোনার অলংকারাদির নির্মাতা, স্যাকরা। ̃ গর্ভ বিণ. অভ্যন্তরে সোনা আছে এমন, স্বর্ণপূর্ণ। ̃ গর্ভা বিণ. (স্ত্রী.) স্বর্ণপূর্ণা; (আল.) গর্ভে সোনার চাঁদের মতো সন্তান ধারণ করেছে এমন, সুসন্তানপ্রসবিনী। ̃ প্রতিমা বি. স্বর্ণনির্মিত প্রতিমা; (আল.) অতি সুন্দর মূর্তি। ̃ প্রসূ বিণ. (আল.) অতিশয় উর্বরা। ̃ বণিক (-ণিজ্) বি. সোনার বেনে, হিন্দুজাতিবিশেষ। ̃ ভূষণ, স্বর্ণালংকার বি. সোনার গহনা। ̃ মৃগ বি. সীতাকে প্রলুব্ধ করার জন্য মায়ারূপধারী রাক্ষস মারীচ; (আল.) মিথ্যা ও সর্বনাশা প্রলোভন। ̃ সিন্দূর বি. পারদঘটিত আয়ুর্বেদীয় ওষুধবিশেষ, মকরধ্বজ। ̃ সুযোগ বি. সুবর্ণ সুযোগ। ̃ সূত্র বি. সোনার হার। স্বর্ণাক্ষরে লেখা সোনার মতো অতি উজ্জ্বল অক্ষরে লেখা। 22)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534945
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140487
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730703
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942911
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883585
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838494
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696671
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603089

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us