Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

বাগান)। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অশোক
(p. 66) aśōka বিণ. শোকহীন। বি. 1 গাঢ় লাল রঙের ফুলযুক্ত গাছবিশেষ; 2 মৌর্য বংশের তৃতীয় রাজা। [সং. ন + শোক]। ̃ .কানন, ̃ .বন বি. অশোক বৃক্ষে পূর্ণ বন বা বাগান; লঙ্কার যে বনে সীতা বন্দি হয়ে ছিলেন। ̃ লিপি বি. সম্রাট অশোকের লেখ অর্থাত্ পাথরস্তম্ভ ইত্যাদির গায়ে খোদাই-করা অনুশাসন। ̃ ষষ্ঠী বি. চৈত্রমাসের শুক্লা ষষ্ঠী। ̃ স্তম্ভ বি. সারনাথে অশোক কর্তৃক নির্মিত প্রস্তরস্তম্ভ। [অশোকস্তম্ভের শীর্ষে রয়েছে তিনটি সিংহমূর্তি এবং তাদের মাঝখানে তিনটি চক্র। স্তম্ভটি স্বাধীন ভারতের সরকারী প্রতীক চিহ্ন হিসাবে এবং অশোকচক্র স্বাধীন ভারতের জাতীয় পতাকায় স্হান পেয়েছে]। অশোকাষ্টমী বি. চৈত্র মাসের শুক্লা অষ্টমী। 12)
আম্র
(p. 101) āmra বি. আম গাছ বা তার ফল। [সং. অম্র + অ]। ̃ কানন বি. আমের বাগান। ̃ পল্লব বি. আমের পল্লব বা কচি ডাল, আমের শাখা। 55)
আরাম2
(p. 104) ārāma2 বি. 1 আয়েশ (একটু আরাম করছি); 2 সুখ, আনন্দ; 3 বিশ্রাম; 4 উপবন, বাগান (সংঘারাম)। [সং. আ + √ রম্ + অ]। 22)
উদ্যান
(p. 128) udyāna বি. বাগান, বাগিচা; উপবন। [সং. উত্ + √ যা + অন]। ̃ পাল, ̃ পালক, ̃ রক্ষক বিণ.বি. উদ্যানের রক্ষণাবেক্ষণ যে করে; মালী। ̃ বাটিকা বি. বাগানবাড়ি। 44)
উপ-বন
(p. 133) upa-bana বি. বাগান, উদ্যান, বাগিচা; মানুষের দ্বারা রোপিত তরুলতায় পূর্ণ কৃত্রিম বন। [সং. উপ + বন]। 11)
কানন
(p. 181) kānana বি. বন, অরণ্য; উপবন, বাগান। [সং. √ কানি (দীপ্তি, কান্তি) + অন]। ̃ কুসুম বি. বনফুল। 24)
কাস্তে
(p. 188) kāstē বি. ধান কাটার বা বাগানের কাজে ব্যবহারের জন্য অর্ধচন্দ্রাকার অস্ত্রবিশেষ। [দেশি] 44)
কেয়ারি, কিয়ারি
(p. 207) kēẏāri, kiẏāri বি. 1 আল-বাঁধা খেত বা উদ্যান (ফুলের কেয়ারি, কেয়ারি-করা ফুলবাগান); 2 সযত্ন বিন্যাস (কেয়ারি-করা চুল)। [সং. কেদারিকা]। 9)
গুয়া
(p. 253) guẏā বি. সুপারি (দেব গুয়া-পান)। [সং. গুবাক]। ̃ বাড়ি বি. সুপারি বাগান। 27)
গৃহ
(p. 253) gṛha বি. 1 কক্ষ, ঘর, প্রকোষ্ঠ; 2 বাড়ি, বাসস্হান, আবাস (আমার গৃহে একদিন পদার্পণ করুন)। [সং. √গ্রহ্ + অ]। ̃ কপোত বি. পোষা পায়রা, পারাবত। ̃ কর্তা (-র্তৃ) বি. গৃহস্বামী। স্ত্রী. ̃ কর্ত্রী। ̃ কর্ম, ̃ কার্য বি. ঘরকান্নার কাজ, গৃহস্হালি। ̃ কোণ বি. ঘরের কোণ; অন্তঃপুর (দিনের শেষে ফিরে গৃহকোণে আশ্রয় নিই)। ̃ গোধিকা বি. টিকটিকি। ̃ চ্ছিদ্র বি. পারিবারিক দোষ বা কলঙ্ক। ̃ চ্যুত বিণ. স্বগৃহ থেকে বিতাড়িত বা বিচ্ছিন্ন। ̃ জাত বিণ. ঘরে তৈরি হয়েছে এমন। ̃ ত্যাগ বি. বাড়ি ছেড়ে যাওয়া; সংসারত্যাগ, বৈরাগ্য, সন্ন্যাস। ̃ দাহ বি. অগ্নিসংযোগে গৃহের আংশিক বা সম্পূর্ণ পুড়ে যাওয়া। ̃ দেবতা বি. পুরুষানুক্রমে পূজিত ও গৃহে প্রতিষ্ঠিত দেবতা বা দেবমূর্তি। ̃ ধর্ম বি. গার্হস্হ্যধর্ম, সংসারধর্ম, গৃহীর পালনীয় কর্তব্য। ̃ নির্মাণ বি. ঘর-বাড়ি তৈরি। ̃ পতি বি. গৃহস্বামী। ̃ পালিত বিণ. ঘরে অর্থাত্ বাড়িতে পোষা বা পোষার যোগ্য (গৃহপালিত পশু)। ̃ প্রবেশ বি. নবনির্মিত গৃহে প্রথম প্রবেশকালীন অনুষ্ঠানবিশেষ। ̃ প্রাঙ্গণ বি. গৃহের সংলগ্ন প্রাঙ্গণ বা উঠান। ̃ বধূ বি. ঘরেই থাকে এবং সংসারধর্ম পালন করে এমন বিবাহিতা স্ত্রীলোক। ̃ বন্দি বিণ. ঘরে আটক (বৃষ্টির জন্যে সারাটা দিন গৃহবন্দি হয়ে আছি)। ̃ বলি-ভুক (-ভুজ্) পায়রা। ̃ বাটিকা বি. বাসগৃহসংলগ্ন বাগান; বাগানবাড়ি। ̃ বাসী (-সিন্) বিণ. বি. গৃহস্হ, সংসারী (লোক)। ̃ বিচ্ছেদ বি. আত্মীয়পরিজনের মধ্যে ঝগড়া বা পরস্পর ছাড়াছাড়ি। ̃ বিবাদ বি. 1 একই সংসারের লোকজনের মধ্যে বা পরিজনদের মধ্যে ঝগড়া ; 2 একই রাষ্ট্রের প্রজাদের মধ্যে পরস্পর কলহ বা লড়াই। ̃ ভেদ বি. 1 গৃহবিবাদ; 2 সিঁধ কেটে চুরি। ̃ ভেদী বিণ. 1 পরিজনদের মধ্যে বিবাদ ঘটায় এমন, ঘরভাঙানে; 2 (বিরল) চৌর্যব্যবসায়ী। ̃ মণি বি. প্রদীপ। ̃ মৃগ বি. কুকুর। ̃ মেধী বি. বিণ. গৃহস্হ; কৃতদার, যে বিবাহ করেছে। ̃ মেধিনী বি. (স্ত্রী) গৃহিণী। ̃ যুদ্ধ বি. ঘরোয়া যুদ্ধ; রাষ্ট্রের মধ্যে অন্তর্যুদ্ধ। ̃ লক্ষ্মী বি. কুলবধূ; গৃহিণী। ̃ শত্রু বি. যে ব্যক্তি (প্রধানত গোপনে) স্বগৃহের বা স্বদলের প্রতি শত্রুতা করে। ̃ শিক্ষক বি. যে শিক্ষক পারিশ্রমিকের বিনিময়ে বাড়িতে এসে ছাত্র-ছাত্রীকে পড়ান। ̃ শূন্য বিণ. 1 নিরাশ্রয়; 2 বিপত্নীক। ̃ সজ্জা বি. ঘরের আসবাবপত্র। ̃ স্হ বি. সংসারী লোক; মধ্যবিত্ত অবস্হার লোক। বিণ. গৃহে স্হিত। ̃ স্হালি, ̃ স্হালী বি. ঘরকন্নার কাজকর্ম। ̃ স্বামী (-মিন্) বি. বাড়ির বা পরিবারের কর্তা। স্ত্রী. ̃ স্বামিনী। ̃ হীন বিণ. গৃহ নেই যার; আশ্রয়হীন। 63)
চা
(p. 281) cā বি. 1 প্রধানত চীন, ভারত প্রভৃতি এশীয় দেশে উত্পন্ন এবং বর্তমানে সমগ্র পৃথিবীতে প্রসিদ্ধ গাছবিশেষ বা তার পাতা; 2 সেই পাতা থেকে প্রস্তুত প্রসিদ্ধ ও জনপ্রিয় পানীয়। [চৈ. চা]। চা-কর বি. বিণ. চা-উত্পাদক; চা-বাগানের মালিক। 20)
ঝিঁকরা
(p. 336) jhin̐karā বি. ঝাড়বিশিষ্ট ছোট ছোট বুনো গাছ। বিণ. ওইরকম গাছযুক্ত (ঝিঁকরা বাগান)। [দেশি]। 52)
পুষ্প
(p. 526) puṣpa বি. 1 ফুল, কুসুম (পুষ্পমালা); 2 স্ত্রীরজ; 3 চোখের রোগবিশেষ। [সং. √ পুষ্প্ + অ]। ̃ ক বি. আকাশগামী পৌরাণিক রথবিশেষ; কুবেরের রথ। ̃ কেতন, ̃ কেতু, ̃ ধন্বা (ন্বন্) বি. কামদেব, মদন, কন্দর্প। ̃ চাপ, ̃ ধনু (-নুস্) বি. 1 ফুল দিয়ে তৈরি কামদেবের ধনুক; 2 কামদেব। ̃ জ বি. ফুলের রস বা সার; ফুলের মধু। ̃ জীবী (-বিন্) বিণ. বি. ফুলব্যবসায়ী; মালী; মালাকার। ̃ দ্রব বি. ফুলের মধু, পুষ্পজ। ̃ ধনু - পুষ্পাচাপ -এর অনুরূপ। ̃ ধন্বা বি. যার ধনুক পুষ্পদ্বারা গঠিত, কামদেব। ̃ নির্যাস বি. ফুলের রস বা এসেন্স; ফুলের মধু। ̃ পাত্র বি. (প্রধানত) ফুল রাখার থালা। ̃ বতী বিণ. (স্ত্রী.) রজস্বলা, ঋতুমতী। ̃ বাণ বি. ফুল দিয়ে নির্মিত কামদেবের বাণ বা তির। ̃ বৃষ্টি বি. উপর থেকে পুষ্পবর্ষণ। ̃ ভূষণ বি. ফুল দিয়ে তৈরি অলংকার, ফুলের গহনা। ̃ মধু বি. ফুলের মধু, পুষ্পজ। ̃ মাস বি. চৈত্র মাস; বসন্ত ঋতু। ̃ রজ, ̃ রেণু বি. ফুলের রেণু বা পরাগ। ̃ রথ বি. পুষ্পক। ̃ রস বি. ফুলের মধু। ̃ রাগ, ̃ রাজ বি. পোখরাজ, পদ্মরাগমণি। ̃ শর বি. পুষ্পবাণ। ̃ সার বি. ফুলের রস। ̃ স্তবক বি. ফুলের তোড়া। পুষ্পাজীব বিণ. বি. পুষ্পজীবী, মালাকার। পুষ্পাঞ্জলি বি. দেবতাকে নিবেদন করার জন্য অঞ্জলিপূর্ণ ফূল। পুষ্পাধার বি. ফুল রাখার পাত্র; ফুলদানি। পুষ্পাভরণ বি. ফুলের গহনা। পুষ্পাসব বি. ফুলের মধু। পুষ্পাসার বি. পুষ্পবৃষ্টি। পুষ্পিকা বি. গ্রন্হের শেষে বা প্রত্যেক অধ্যায়ের শেষে প্রদত্ত বিষয়বস্তুর পরিচয়; ভণিতা। পুষ্পিতা বিণ. ফুল ধরেছে এমন, কুসুমিত। পুষ্পিতা বিণ. (স্ত্রী.) 1 কুসুমিতা (পুষ্পিতা লতা); 2 ঋতুমতী (পুষ্পিতা কন্যা)। পুষ্পোদ্যান বি. ফুলের বাগান। 87)
ফল
(p. 560) phala বি. 1 বৃক্ষলতাদি উদ্ভিদের শস্য বা বীজাধার (জামফল, আম্রফল); 2 উত্পন্ন বস্তু (ক্রোধের ফল, মিলনের ফল); 3 লাভ, উপকার ('কি ফল লভিনু হায়': মধু; ফলের আশা না রেখে কাজ করা); 4 পরিণাম, পরিণতি (কর্মফল, অধ্যবসায়ের ফলে কার্যসিদ্ধি); 5 নির্ধারিত সিদ্ধান্ত বা সম্ভাবনা (জ্যোতিষগণনার ফল); 6 রায়, মীমাংসা (মামলার ফল, খেলার ফল); 7 কার্যসিদ্ধি (চেষ্টায় ফললাভ হবেই); 8 পুরস্কার বা শাস্তি, প্রতিফল। [সং. ফল্ + অ]। ̃ কথা বি. 1 মোটকথা, সারকথা; 2 শেষকথা। ̃ কর1 বি. 1 বৃক্ষাদির ফল উপভোগের জন্য দেয় কর; 2 ফলের বাগান বা খেত। ̃ কর2 বিণ. 1 ফল ধরে এমন, ফলবান (ফলকর গাছ); 2 উপকারী, সুফলদায়ক (ফলকর পথ্য, ফলকর অভ্যাস)। ̃ ত (বর্জি.) ̃ তঃ (-তস্), ফলে ক্রি-বিণ. মোটের উপর; পরিণামে; বস্তুত। ̃ দ, ̃ দায়ক, ̃ দায়ী (-য়িন্), ̃ প্রদ, ̃ প্রসূ বিণ. ফল দেয় এমন; উপকারী; সিদ্ধিদায়ক। ̃ দর্শী (-র্শিন্) বিণ. পরিণামদর্শী, বিবেচক। ̃ ন্ত বিণ. ফলবান, ফল ধরেছে এমন। ̃ পাকড় বি. নানাবিধ ফল ও মূল। ̃ পাকন্ত বিণ. ফল পাকলে মেরে যায় এমন (ফলপাকান্ত গাছ)। ̃ প্রাপ্তি বি. কর্মে সিদ্ধিলাভ। ̃ বান (-বত্), ̃ শালী (-লিন্) বিণ. 1 ফলপূর্ণ; 2 সফল, কৃতকার্য। স্ত্রী. ̃ বতী, ̃ শালিনী। ̃ ভাগী (-গিন্) বিণ. কোনো কাজের পরিণাম বা তার অংশ যার ভোগ করতে হয় (পাপের ফলভাগী)। স্ত্রী. ̃ ভাগিনী। ̃ ভোগ বি. কৃতকর্মজনিত ভালোমন্দ অবস্হাপ্রাপ্তি, কৃতকর্মের ফলে ভালোমন্দ বা সুখদুঃখ ভোগ। ̃ মূল বি. নানাবিধ ফল ও মূল, ফলপাকড়। ̃ লাভ বি. ফল পাওয়া। ̃ শালী দ্র ফলবান। ̃ শ্রুতি বি. 1 কর্মের বা পুণ্যকর্মের ফল বর্ণনা ও তা শ্রবণ; 2 (বাং.) পরিণাম, ফলাফল, তাত্পর্য। 56)
বগল
(p. 573) bagala বি. 1 বাহুমূল, বাহুমূলের নিম্নদেশ, কক্ষ; 2 পার্শ্ব; 3 সামীপ্য, নৈকট্য। [ফা. বগল্]। ̃ দাবা বিণ. 1 বগলে চেপে ধরা বা চেপে রাখা হয়েছে এমন; 2 (আল.) বাগানো হয়েছে এমন, আত্মসাত্ (বইখানা বগলদাবা করেছে); 3 গোপনে অপহৃত। বগল বাজানো ক্রি. বি. 1 আনন্দ প্রকাশের জন্য বগলে করতল চেপে শব্দ করা; 2 (অশি.) জয়োল্লাস বা উল্লাস প্রকাশ করা। 45)
বনাম
(p. 575) banāma অব্য. 1 বিরুদ্ধে (মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল); 2 নামান্তরে, ওরফে। [ফা. বনাম]। 73)
বাগ1
(p. 591) bāga1 বি. বাগান, উদ্যান, উপবন (গুলবাগ)। [ফা. বাগ]। 41)
বাগা
(p. 591) bāgā ক্রি. বাগানো (বইখানা কীভাবে বাগালে ? এত ভালো চাকরিটা বাগালে কীভাবে?) [প্রাকৃ. বগ্গা সং. বল্গা + বাং. আ]। 60)
বাগাত
(p. 591) bāgāta বি. বাগানসমূহ, উদ্যানাদি (বাগবাগাত)। [আ. বাগাত্]। 62)
বাগান
(p. 591) bāgāna বি. উদ্যান, উপবন। [ফা. বাগ]। ̃ বাড়ি বি. বাগানশোভিত বা বাগানসমন্বিত প্রমোদভবন। 63)
বাগানো
(p. 591) bāgānō ক্রি. বি. 1 কৌশলে আয়ত্ত বা বশীভূত করা (পাগলা ঘোড়াকে বাগানো); 2 আদায় বা লাভ করা (কাজ বাগানো); 3 বিন্যাস করা (টেরি বাগানো)। বিণ. উক্ত সব অর্থে। [বাগা দ্র]। 64)
বাগিচা
(p. 591) bāgicā বি. ছোটো বাগান বা উপবন। [ফা. বাগ্চহ্]। 67)
বৃক্ষ
(p. 633) bṛkṣa বি. শিকড় কাণ্ড ও শাখাযুক্ত উদ্ভিদ, গাছ, তরু। [সং. √ বৃক্ষ্ + অ, অথবা √ ব্রশ্চ্ + ক্স]। ̃ চর বিণ. বৃক্ষে বিচরণকারী। ̃ চ্ছায় বি. গাছের ছায়া; বৃক্ষশ্রেণির ছায়া। ̃ চ্ছায়া বি. গাছের ছায়া। ̃ বাটিকা বি. উদ্যান, বাগানবাড়ি। বৃক্ষাগ্র বি. তরুশির, গাছের ডগা বা আগা। বৃক্ষদনী বি. পরগাছা। বৃক্ষান্ত-রাল বি. গাছের আড়াল। 57)
মালঞ্চ
(p. 700) mālañca বি. ফুলের বাগান ('মালঞ্চের মধ্যভাগে বসিল ভামিনী': দে. সে)।[সং. মালা-মঞ্চ]। 63)
মালি
(p. 703) māli বি. বাগানের কাজে নিযুক্ত ভৃত্য, উদ্যানপালক। [ সং. মালী]। 3)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2535176
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140636
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730950
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 943152
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883662
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838524
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696737
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603114

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us