Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

কেয়ারি, কিয়ারি এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  কেয়ারি, কিয়ারি এর বাংলা অর্থ হলো -

(p. 207) kēẏāri, kiẏāri বি. 1 আল-বাঁধা খেত বা উদ্যান (ফুলের কেয়ারি, কেয়ারি-করা ফুলবাগান); 2 সযত্ন বিন্যাস (কেয়ারি-করা চুল)।
[সং. কেদারিকা]।
9)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


ক্যাস্টর অয়েল
(p. 210) kyāsṭara aẏēla বি (সাধারণত) জোলাপ হিসাবে ব্যবহৃত তেলবিশেষ, রেড়ির তেল। [ইং. castor oil]। 137)
কৃত-বর্মা
করঞ্জা
কুঁই-কুঁই
(p. 192) kum̐i-kum̐i অব্য. বি. ক্ষুধা, শীত, কষ্ট প্রভৃতির সূচক চাপা আর্তনাদ (কুকুরছানাটা শীতে কুঁইকুঁই করছে, কোথা থেকে যেন একটা কুঁইকুঁই শব্দ আসছে)। [ধ্বন্যা.]। 11)
কোঁত, কোঁথ
(p. 209) kōn̐ta, kōn̐tha বি. মলত্যাগের বেগ, কুন্হন। [সং. √ কুন্হ্]। কোঁত দেওয়া, কোঁত পাড়া ক্রি. বি. মলত্যাগের জন্য দম বন্ধ করে ও তলপেট কুঞ্চিত করে বেগ দেওয়া। 11)
কুমন্ত্রী
কষ2
(p. 172) kaṣa2 বি. কষ্টিপাথর বা নিকষ, যাতে ঘষে সোনা বা অন্য ধাতুর বিশুদ্ধতা পরীক্ষা করা হয়। [সং. √ কষ্ (হিংসা করা, পরীক্ষা করা) + অ]। 56)
কৃতান্ত
(p. 204) kṛtānta বি. যম, শমন। 1 সিদ্ধান্ত; 2 সম্পাদিত। [সং. কৃত + আন্ত]। ̃. দলনী বি. (স্ত্রী.) কালিকাদেবী, কালী। 4)
কুশল2
কড়ার2
কেমন
(p. 207) kēmana ক্রি-বিণ. কীরকম (কেমন আছ? ওরা কেমন খেলছে?)। অব্য. 1 একরকম (কেমন যেন বোকার মতো); 2 বেশ, আচ্ছা, খুব (কেমন জব্দ ! কেমন হল!); 3 সম্মতি আশা করে প্রশ্ন (যেয়ো কেমন?)। বিণ. কীরকম (কেমন আঘাত? কেমন ব্যথা?)। [বাং. কী (কি) + মন]। কেমন কেমন বিণ. ঠিক ভালো নয়; ভালো কি মন্দ সন্দেহজনক (শরীরটা কেমন কেমন করছে; ওখানে যেন কেমন কেমন ব্যাপার চলছে)। ̃ তর, ̃ তরো বিণ. কীরকম (কেমনতর লোক তুমি?)। কেমন যেন বিণ. ভালো নয় বলে সন্দেহ হয় এমন (কেমন যেন অবস্হাটা); কিছুপরিমাণ (কেমন যেন অসুস্হ)। কেমনে (কাব্যে) ক্রি-বিণ. কীভাবে ('কেমনে শুধিব বল তোমার এ ঋণ': রবীন্দ্র)। 2)
কণ্ঠ
(p. 159) kaṇṭha বি. 1 গলা, গলদেশ (কণ্ঠভূষণ); 2 স্বরনালী (কণ্ঠরোধ্); 3 গলার স্বর (সুকণ্ঠ)। [সং. √ কণ্ + ঠ]। ̃ গত বিণ. কণ্ঠাগত; কণ্ঠ পর্যন্ত এসেছে এমন; বাইরে বেরিয়ে এসেছে এমন। ̃ নালী, ̃ নালি বি. গলনালি, গলার নালি। ̃ বদ্ধ, ̃ লগ্ন, ̃ লীন বিণ. আলিঙ্গন করে গলা জড়িয়ে ধরেছে এমন। ̃ ভূষণ বি. গলার হার; চিক, মালা ইত্যাদি গলার অলংকার। ̃ মণি বি. 1 গলায় ধারণীয় রত্ন; 2 (আল.) পরম আদরের পাত্র; 3 গলনালীর বাইরের দিকের উঁচু নরম হাড়বিশেষ, Adam's apple. ̃ রোধ শ্বাসরোধ; কথা বলার ক্ষমতা বা প্রতিবাদের অধিকার বিলোপ (সংবাদপত্রের কণ্ঠরোধ)। ̃ লগ্ন বিণ. গলায় জড়ানো রয়েছে এমন (কণ্ঠলগ্ন হয়ে)। ̃আলিঙ্গন করে রয়েছে এমন (স্বামীর কন্ঠলগ্ন হয়ে) স্হ বিণ. 1 কণ্ঠে অবস্হিত; 2 (আল.) মুখস্হ। ̃ হার বি. 1 গলায় পরবার হার; অতি প্রিয়মাত্র। কণ্ঠা বি. 1 গলার দুই পাশের হাড়, কণ্ঠাস্হি; 2 গলা, কণ্ঠ (কণ্ঠা জেগে গেছে)। কণ্ঠাগত বিণ. 1 কণ্ঠ পর্যন্ত এসেছে এমন; 2 বেরিয়ে এসেছে এমন। কণ্ঠাগত-প্রাণ বিণ. মুর্মূষু, প্রাণ বেরিয়ে যাবার উপক্রম হয়েছে এমন; অত্যন্ত ক্লান্ত। বি. মূমূর্ষু প্রাণ। কণ্ঠাভরণ বি. গলার অলংকার। কণ্ঠি বি. বৈষ্ণবদের গলার তুলসীর মালা। কণ্ঠি-ধারণ বি. বৈষ্ণবদের তুলসীর মালা পরা; বৈষ্ণবধর্ম গ্রহণ। কণ্ঠি-ধারী (-রিন্) বিণ. বি. বৈষ্ণব, বৈরাগী। কণ্ঠিবদল বি. মালাবদলের মতো কণ্ঠিবদল করে বৈষ্ণবদের বিবাহপ্রথা। কণ্ঠী, কণ্ঠিকা বি. 1 গলার একনর মালা; 2 কণ্ঠি। কণ্ঠৌষ্ঠ্য বিণ. কণ্ঠ ও ওষ্ঠ থেকে উচ্চারিত। কণ্ঠ্য বিণ. 1 কণ্ঠসম্বন্ধীয়; 2 কণ্ঠ থেকে উচ্চারিত (কণ্ঠ্যবণ)। 23)
কদর্থ
(p. 160) kadartha বি. বিকৃত, অসংগত বা ভুল মানে; কুত্সিত অর্থ। [সং. কু + অর্থ]। ̃ ন, ̃ না বি. 1 নিন্দা; 2 কদর্থ করা (আমার বক্তব্যর এই কদর্থন আমাকে খুবই পীড়া দেয়)। কদর্থিত, কদর্থী-কৃত বিণ. ভুল অসংগত বা বিকৃত অর্থ করা হয়েছে এমন। 26)
কোদাল, কোদালি
(p. 210) kōdāla, kōdāli বি. মাটি কোপানোর অস্ত্রবিশেষ, spade. [সং. কুদ্দাল]। কোদলানো, কোদাল পাড়া ক্রি. বি. কোদাল দিয়ে মাটি কোপানো। কোদালিয়া বি. বিণ. কোদাল দিয়ে মাটি খননকারী। বিণ. কোদাল দিয়ে খনিত মাটির মতো (কোদালিয়া মেঘ)। 14)
কাঞ্চন
কথা
(p. 160) kathā বি. 1 উক্তি, বচন (আস্তে কথা বলে); 2 কাহিনি, গল্প, আখ্যান (রামায়ণের কথা, মহাভারতের কথা); 3 মত, অভিমত (এ ব্যাপারে এই হল আমার কথা); 4 প্রসঙ্গ, বিষয় (অবান্তর কথার অবতারণা করা); 5 প্রতিশ্রুতি (কথা দেওয়া, কথা রাখা); 6 কথকতা (আজ জমিদারবাড়িতে কথা হবে); 7 আলাপ (তার সঙ্গে কথা বন্ধ); 8 পরামর্শ, প্ররোচনা (মন্হরার কথায় কৈকেয়ী দশরথের কাছে বর চাইলেন); 9 তিরস্কার, কটুবাক্য (খুব করে কথা শুনিয়ে দিয়েছি); 1 তুলনা (ধনীর সঙ্গে কার কথা?); 11 ব্যাপার (যে-সে কথা নয়); 12 প্রয়োজন, বাধ্যবাধকতা (যেতেই হবে এমন কোনো কথা নেই); 13 ওজন, কৈফিয়ত (ভুল হলে কোনো কথা শুনব না); 14 কল্পনাধর্মী বর্ণনা (কথাসাহিত্য); 15 আদেশ, নির্দেশ (গুরুর কথা ঠেলতে পারব না); 16 প্রবাদ (কথায় বলে, কানা গোরুর ভিন্ন পথ)। [সং. √ কথ্ + অ + আ]। কথা কাটা ক্রি. বি. কথা এড়ানো; প্রতিবাদ করা; যুক্তি খণ্ডন করা। কথা কাটা-কাটি বি. তর্কাতর্কি; বাদ-প্রতিবাদ; বচসা। ̃ কলি বি. পৌরাণিক যুদ্ধকাহিনিমূলক ভারতীয় নৃত্যবিশেষ। [সং. কথা (কাহিনি) + কলি (=যুদ্ধ)]। ̃ চ্ছলে, কথার ছলে ক্রি-বিণ. প্রসঙ্গক্রমে, কথাবার্তা বলতে বলতে (কথাচ্ছলে প্রস্তাবটা করলাম)। ̃ ন্তর বি. 1 ঝগড়া, বাদানুবাদ, কথা কাটাকাটি; 2 অন্য প্রসঙ্গ; 3 কথার মধ্যে বিরাম; 4 কথার খেলাপ। কথা পাড়া ক্রি. বি. প্রস্তাব করা; প্রস্তাব উত্থাপন করা। ̃ প্রসঙ্গে ক্রি-বিণ. কথাচ্ছলে, কথা বলতে বলতে; কথায় কথায়। কথা ফোটা ক্রি বি. (শিশু, পাখি প্রভৃতির) মুখে অর্থযুক্ত শব্দ উচ্চারিত হওয়া; কথা বলতে শেখা। ̃ বার্তা বি. আলাপ-আলোচনা। কথা-মাত্র সার কেবল কথাই, কাজ নয়; ফাঁকা আওয়াজ; ফাঁকি। কথায় কথায় ক্রি-বিণ. 1 কথাচ্ছলে, কথাপ্রসঙ্গে; 2 অকারণে বা প্রায়ই (কথায় কথায় ঝগড়া)। কথার কথা বি. গুরুত্বহীন বা বাজে কথা, অসার বা অবান্তব কথা। কথার নড়চড় বি. প্রতিশ্রুতিভঙ্গ। কথার মারপ্যাঁচ বি. কথার কৌশল বা জটিলতা। ̃ রম্ভ বি. বক্তব্য বা কাহিনির শুরু। ̃ শিল্প বি. উপন্যাস গল্প ইত্যাদি গদ্যে লিখিত সাহিত্য শিল্পী বি. উপন্যাসপ্রণেতা; গল্প বা কাহিনির লেখক। কথাসাহিত্য বি. গল্প-উপন্যাস প্রভৃতি। উচিত কথা বি. যোগ্য বা হক কথা; ন্যায্য এবং কড়া মন্তব্য (উচিত কথা শুনিয়ে দিয়েছি)। কাজের কথা বি. দরকারি কথা। ছোট মুখে বড় কথা বি. তুচ্ছ বা কনিষ্ঠ লোকের মুখে বড়র প্রতি বা মাননীয়ের প্রতি অসম্মানজনক কথা। দশ কথা বি. অনেক কথা, নানা কথা; গালমন্দ (বাড়ি বয়ে দশ কথা শুনিয়ে গেল)। নাকে মুখে কথা, চোখে মুখে কথা বি. বেশি কথা, বাচালতা। বাজে কথা বি. খেলো বা অসার কথা। মোট কথা বি. মোটমাট বক্তব্য, ফলকথা; সব মিলে যা দাঁড়াল তাই। লাখ কথার এক কথা বি. অনেক বাজে কথার মধ্যে একটিমাত্র দামি বা কাজের কথা। শেষ কথা বি. 1 যে কথার পর আর বক্তব্য বা মন্তব্য চলে না; 2 মরণকালের কথা। 13)
ক্রোড়1
(p. 215) krōḍ়1 বি. 1 অঙ্ক, কোল ('বালিকা মাতার ক্রোড়ে ফিরিয়া আসিল': রবীন্দ্র); 2 শূকর; 3 শনিগ্রহ। [সং. √ ক্রুড্ + অ]। ক্রোড় অঙ্ক, ক্রোড়াঙ্ক বি. নাটকের শেষে সংযোজিত অংশ। ̃ চ্যুত বিণ. কোল থেকে বিচ্যুত, কোলছাড়া। ̃ পত্র বি. 1 গ্রন্হ দলিল প্রভৃতির অতিরিক্ত অংশ বা সংযোজন, supplement; 2 উইলের অতিরিক্ত অংশ, codicil. 29)
কাফেলা, কাফিলা
কোক
(p. 209) kōka বি. গৃহস্হের ব্যবহারের উপযোগী করে পোড়ানো খনিজ কয়লা (কোকচুল্লি)। [ইং. coke]। 15)
কুক
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534746
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140271
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730432
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942611
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883513
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838447
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696607
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603052

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us