Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

ফল এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  ফল এর বাংলা অর্থ হলো -

(p. 560) phala বি. 1 বৃক্ষলতাদি উদ্ভিদের শস্য বা বীজাধার (জামফল, আম্রফল); 2 উত্পন্ন বস্তু (ক্রোধের ফল, মিলনের ফল); 3 লাভ, উপকার ('কি ফল লভিনু হায়': মধু; ফলের আশা না রেখে কাজ করা); 4 পরিণাম, পরিণতি (কর্মফল, অধ্যবসায়ের ফলে কার্যসিদ্ধি); 5 নির্ধারিত সিদ্ধান্ত বা সম্ভাবনা (জ্যোতিষগণনার ফল); 6 রায়, মীমাংসা (মামলার ফল, খেলার ফল); 7 কার্যসিদ্ধি (চেষ্টায় ফললাভ হবেই); 8 পুরস্কার বা শাস্তি, প্রতিফল।
[সং. ফল্ + অ]।
কথা বি. 1 মোটকথা, সারকথা; 2 শেষকথা।
কর1 বি. 1 বৃক্ষাদির ফল উপভোগের জন্য দেয় কর; 2 ফলের বাগান বা খেত।
কর2 বিণ. 1 ফল ধরে এমন, ফলবান (ফলকর গাছ); 2 উপকারী, সুফলদায়ক (ফলকর পথ্য, ফলকর অভ্যাস)।
(বর্জি.)তঃ (-তস্), ফলে ক্রি-বিণ. মোটের উপর; পরিণামে; বস্তুত।
দ,দায়ক,দায়ী
(-য়িন্),প্রদ,প্রসূ বিণ. ফল দেয় এমন; উপকারী; সিদ্ধিদায়ক।
দর্শী
(-র্শিন্) বিণ. পরিণামদর্শী, বিবেচক।
ন্ত বিণ. ফলবান, ফল ধরেছে এমন।
পাকড়
বি. নানাবিধ ফল ও মূল।
পাকন্ত
বিণ. ফল পাকলে মেরে যায় এমন (ফলপাকান্ত গাছ)।
প্রাপ্তি
বি. কর্মে সিদ্ধিলাভ।
বান (-বত্),শালী (-লিন্) বিণ. 1 ফলপূর্ণ; 2 সফল, কৃতকার্য।
স্ত্রী.বতী,শালিনী।
ভাগী
(-গিন্) বিণ. কোনো কাজের পরিণাম বা তার অংশ যার ভোগ করতে হয় (পাপের ফলভাগী)।
স্ত্রী.ভাগিনী।
ভোগ বি. কৃতকর্মজনিত ভালোমন্দ অবস্হাপ্রাপ্তি, কৃতকর্মের ফলে ভালোমন্দ বা সুখদুঃখ ভোগ।
মূল বি. নানাবিধ ফল ও মূল, ফলপাকড়।
লাভ বি. ফল পাওয়া।
শালী
দ্র ফলবান।
শ্রুতি
বি. 1 কর্মের বা পুণ্যকর্মের ফল বর্ণনা ও তা শ্রবণ; 2 (বাং.) পরিণাম, ফলাফল, তাত্পর্য।
56)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


ফুক
(p. 565) phuka বি. অতি দ্রুততার ভাব (ফুক করে উড়ে গেল)। [ধ্বন্যা.-তু. ফুড়ুক]। 44)
ফলন্ত, ফলপাকান্ত, ফলপ্রদ, ফলপ্রসূ, ফলপ্রাপ্তি, ফলবতী, ফলবান, ফলভাগী, ফলভোগ, ফললাভ, ফলশালী, ফলশ্রুতি
(p. 560) phalanta, phalapākānta, phalaprada, phalaprasū, phalaprāpti, phalabatī, phalabāna, phalabhāgī, phalabhōga, phalalābha, phalaśālī, phalaśruti দ্র ফল।
ফার-নেস
(p. 564) phāra-nēsa বি. চুল্লি, উনুন। [ইং. furnace]। 25)
ফোর-ম্যান
ফাঁড়ি
ফালি
(p. 565) phāli বি. ছোটো ফালা; ফালা (এক ফালি জমি)। [বাং. ফালা + ই]। 2)
ফলার
(p. 562) phalāra বি. 1 ভাত ছাড়া অন্য নিরামিষ দ্রব্য; 2 ফল চিঁড়ে দই মিঠাই বা লুচি ইত্যাদি খাবার; 3 ওইরকম খাদ্য খাওয়া। [সং. ফলাহার]। ফলারে বিণ. ফলার করতে পটু বা ফলার খেতে ভালোবাসে এমন (ফলারে বামুন)। 11)
ফুক-ফুক
(p. 565) phuka-phuka বি. ক্রমাগত ফোঁকা বা ধূমপান করার ভাব (ফুকফুক করে সিগারেট টানছে)। [ফুঁক দ্র]। 46)
ফাইল2
(p. 562) phāila2 বি. উখা, রেতি, ধাতুদ্রব্যাদি ঘষে সমান করার যন্ত্রবিশেষ। [ইং. file]। 32)
ফাঁপ
(p. 563) phām̐pa বি. স্ফীতি, ফুলে ওঠার ভাব (পেটের ফাঁপটা কমছে না)। [ফাঁপা দ্র]। 18)
ফয়তা
ফিনকি
ফাঁক
(p. 563) phān̐ka বি. 1 তফাত, ব্যবধান (দুই বাড়ির মাঝখানের ফাঁক); 2 ছিদ্র, ফাটল (দরজার ফাঁক); 3 ফাঁকা জায়গা (ফাঁকে বেড়ানো); 4 অবসর (কাজের ফাঁকে); 5 সুযোগসুবিধা (এই ফাঁকে পালাল, ফাংক পেলেই পালাবে); 6 বাদ (আমিই ফাঁক পড়লাম); 7 দো, ত্রুটি (তার কাজের ফাঁক পাবে না); 8 শূন্য, লুঠ (তহবিল ফাঁক করা); 9 সংগীতের মাত্রাবিশেষ (তিন তাল এক ফাঁক)। বিণ. 1 পৃথক, তফাত; 2 ফাঁকযুক্ত (ঠোঁট ফাঁক হয়ে আছে); 3 নিঃশেষ (তহবিল ফাঁক হয়ে গেছে)। [মুণ্ডা. ফাঙ্ক (=খোলা জায়গা)]। ̃ তাল বি. হঠাত্ পাওয়া সুযোগ (ফাঁকতালে কাজ গোছানো)। ফাঁক-ফাঁক বিণ. পরস্পর থেকে তফাতে অবস্হিত (ফাঁক-ফাঁক হয়ে দাঁড়ানো)। ̃ ফোকর বি. 1 ফাটল বা ছিদ্র (ফাঁকফোকরে বিছে আছে; 2 সুযোগ (লোকটা সবসময় ফাঁকফোকর খোঁজে)। ফাঁকে ফাঁকে ক্রি-বিণ. 1 আড়ালে আড়ালে; 2 এড়িয়ে এড়িয়ে; 3 কাজের মাঝে মাঝে। 7)
ফজলি
(p. 560) phajali বি. মূলত মালদহের বড়ো আমবিশেষ। [আ. ফজ্ল্]। 13)
ফুট৩
(p. 565) phuṭa3 বি. ছোটো দাগ বা ফোঁটা। [বাং. ফোঁটা সং. স্ফুট]। ফুট ফুট বিণ. ছোটো ছোটো দাগ বা ফোঁটা (তার সর্বাঙ্গে ফুট ফুট দাগ হয়েছে)। 55)
ফাঁপর
(p. 563) phām̐para বি. বিপদ; মুশকিল, হতবুদ্ধিকর বা অস্বস্তিকর অবস্হা (খুব ফাঁপরে পড়ে গেছে লোকটা)। বিণ. হতবুদ্ধি, বিপন্ন ('ফাঁপর হইল হর': ভা. চ.)। [দেশিতু. হি. ফেফড়ী]। 19)
ফিনিক্স
(p. 565) phiniksa বি. বহু বছর বাঁচে এবং মরে গিয়েও পুনরুজ্জীবিত হয় পাশ্চাত্য রূপকথার এমন পাখিবিশেষ ('অক্ষয় ফিনিক্স সম': সু. দ.)। [ইং. phoenix]। 23)
ফর-ফর
(p. 560) phara-phara বি. 1 পাতলা জিনিস হাওয়ায় ওড়ার শব্দ (পতাকা ফরফর করে, ঘুড়ি ফরফর করে ওড়ে); 2 ক্ষুদ্র প্রাণীর ক্রমাগত নড়াচড়ার ভাব বা শব্দ (পুঁটিমাছ ফরফর করছে, ফড়িং ফরফর করছে)। [ধ্বন্যা.]। ফর-ফরানি বি. ফরফর করার ভাব। ফর-ফরে বিণ. ফরফর করে এমন; চঞ্চল। তু. ফড়ফড়। 38)
ফর্দা
(p. 560) phardā বিণ. 1 ফাঁকা, খোলা, উন্মুক্ত; 2 বিস্তৃত। [আ. ফরদ্ + বাং. আ]। ̃ ফাঁই বিণ. ছিন্নভিন্ন; ছিন্নভিন্ন হয়ে ব্যবহারের অযোগ্য হয়েছে এমন। 54)
ফেলনা
(p. 569) phēlanā বিণ. ফেলে দেবার বা বর্জন করার যোগ্য, অকিঞ্চিত্কর, তুচ্ছ (সে মোটেই ফেলনা লোক নয়)। [বাং. ফেলন + আ]। 19)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2628621
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2242290
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1859045
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1128305
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 922378
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 860125
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 723824
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 660689

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us