Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

ফল এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  ফল এর বাংলা অর্থ হলো -

(p. 560) phala বি. 1 বৃক্ষলতাদি উদ্ভিদের শস্য বা বীজাধার (জামফল, আম্রফল); 2 উত্পন্ন বস্তু (ক্রোধের ফল, মিলনের ফল); 3 লাভ, উপকার ('কি ফল লভিনু হায়': মধু; ফলের আশা না রেখে কাজ করা); 4 পরিণাম, পরিণতি (কর্মফল, অধ্যবসায়ের ফলে কার্যসিদ্ধি); 5 নির্ধারিত সিদ্ধান্ত বা সম্ভাবনা (জ্যোতিষগণনার ফল); 6 রায়, মীমাংসা (মামলার ফল, খেলার ফল); 7 কার্যসিদ্ধি (চেষ্টায় ফললাভ হবেই); 8 পুরস্কার বা শাস্তি, প্রতিফল।
[সং. ফল্ + অ]।
কথা বি. 1 মোটকথা, সারকথা; 2 শেষকথা।
কর1 বি. 1 বৃক্ষাদির ফল উপভোগের জন্য দেয় কর; 2 ফলের বাগান বা খেত।
কর2 বিণ. 1 ফল ধরে এমন, ফলবান (ফলকর গাছ); 2 উপকারী, সুফলদায়ক (ফলকর পথ্য, ফলকর অভ্যাস)।
(বর্জি.)তঃ (-তস্), ফলে ক্রি-বিণ. মোটের উপর; পরিণামে; বস্তুত।
দ,দায়ক,দায়ী
(-য়িন্),প্রদ,প্রসূ বিণ. ফল দেয় এমন; উপকারী; সিদ্ধিদায়ক।
দর্শী
(-র্শিন্) বিণ. পরিণামদর্শী, বিবেচক।
ন্ত বিণ. ফলবান, ফল ধরেছে এমন।
পাকড়
বি. নানাবিধ ফল ও মূল।
পাকন্ত
বিণ. ফল পাকলে মেরে যায় এমন (ফলপাকান্ত গাছ)।
প্রাপ্তি
বি. কর্মে সিদ্ধিলাভ।
বান (-বত্),শালী (-লিন্) বিণ. 1 ফলপূর্ণ; 2 সফল, কৃতকার্য।
স্ত্রী.বতী,শালিনী।
ভাগী
(-গিন্) বিণ. কোনো কাজের পরিণাম বা তার অংশ যার ভোগ করতে হয় (পাপের ফলভাগী)।
স্ত্রী.ভাগিনী।
ভোগ বি. কৃতকর্মজনিত ভালোমন্দ অবস্হাপ্রাপ্তি, কৃতকর্মের ফলে ভালোমন্দ বা সুখদুঃখ ভোগ।
মূল বি. নানাবিধ ফল ও মূল, ফলপাকড়।
লাভ বি. ফল পাওয়া।
শালী
দ্র ফলবান।
শ্রুতি
বি. 1 কর্মের বা পুণ্যকর্মের ফল বর্ণনা ও তা শ্রবণ; 2 (বাং.) পরিণাম, ফলাফল, তাত্পর্য।
56)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


ফলন
(p. 560) phalana বি. 1 উত্পত্তি; 2 ফল বা শস্য জন্মানো (গমের ফলন এবার আশানুরূপ হয়নি); 3 ফলে যাওয়া, সত্য হওয়া (জ্যোতিষীর কথার ফলন)। [সং. √ ফল্ + অন]। 59)
ফালতু, (আঞ্চ.) ফালতো
(p. 564) phālatu, (āñca.) phālatō বিণ. 1 অনর্থক, বাড়তি, অতিরিক্ত (ফালতু খরচ); 2 তুচ্ছ, বাজে (ফালতু শোক, ফালতু কথা)। [হি. ফালতু]। 36)
ফিরিঙ্গি
ফকির
(p. 560) phakira বি. 1 মুসলমান সাধু; 2 (সচ. মুসলমান) ভিক্ষুক; 3 (আল.) ভিখারি, অতি দরিদ্রনিঃস্ব ব্যক্তি (পথের ফকির, কাল রাজা আজ ফকির)। [আ. ফকীর]। ফকিরি বি. ফকিরের বৃত্তি বা ভাব। বিণ. ফকিরসংক্রান্ত (ফকিরি চালচলন)। ফকিরা মালা, ফকরে মালা বি. ফকিরের জপমালা। 6)
ফোকট
ফাকতা
ফই-জত
ফটাস
(p. 560) phaṭāsa বি. জোরে ফেটে যাবার শব্দবিশেষ (বেলুনটা ফটাস করে ফেটে গেল)। [ধ্বন্যা.]। 18)
ফাঁদা
(p. 563) phān̐dā ক্রি. বি. 1 পত্তন বা আরম্ভ করা (ব্যাবসা ফাঁদা, বাড়ি ফাঁদা); 2 বিস্তার করা, সবিস্তারে বর্ণনা করা (গল্প ফাঁদা); 3 আঁটা, মতলব করা (মতলব ফাঁদা, ফন্দি ফাঁদা)। বিণ. উক্ত সব অর্থে। [বাং. ফাঁদ + আ]। 15)
ফুঁসা, ফুঁসানো, ফোঁসা, ফোঁসানো
(p. 565) phum̐sā, phum̐sānō, phōm̐sā, phōm̐sānō ক্রি. বি. 1 ফোঁস ফোঁস শব্দ করা; 2 রাগে চাপা গর্জন করা। [ধ্বন্যা.]। ফুঁসানি, ফোঁসানি বি. ফোঁস ফোঁস আওয়াজ; চাপা গর্জন। 43)
ফেঁকড়া, ফ্যাঁকড়া
(p. 567) phēn̐kaḍ়ā, phyān̐kaḍ়ā বি. 1 প্রশাখা; 2 মূল বিষয় থেকে উদ্ভূত অন্য বিষয় (ফেঁকড়া তোলা, ফেঁকড়া বার করা); 3 ফ্যাসাদ, বাধা, ঝামেলা। [দেশি-তু. সং. ফর্ফরীক]। ফেঁকড়ি বি. অতি ক্ষুদ্র শাখা বা প্রশাখা। 38)
ফুলেল
ফিটন
ফাবড়া
(p. 564) phābaḍ়ā বি. ছোটো মোটা লাঠি, পাবড়া, খেটে (মাথায় মারল ফাবড়ার বাড়ি)। [বাং. পাব ( সং. পর্ব) ফাব + ড়া]। 22)
ফলোন্মুখ
(p. 562) phalōnmukha বিণ. তাড়াতাড়ি ফল ধরবে এমন। [সং. ফল + উন্মুখ]। 16)
ফ্রেঞ্চ-কাট
(p. 571) phrēñca-kāṭa বি. বিণ. (দাড়ি সম্বন্ধে) কেবল থুতনিতে গোটির মতো রাখা দাড়ি। [ভারতীয় ইং. french-cut]। 8)
ফোড়ন
ফাইল1
(p. 562) phāila1 বি. নথিপত্রের তাড়া; নথি। [ইং. file]। ফাইল করা ক্রি. বি. 1 নির্দিষ্ট তাড়ার মধ্যে রাখা; 2 পেশ করা, দাখিল করা, রুজু করা। 31)
ফটক
ফাউণ্টেন পেন
(p. 563) phāuṇṭēna pēna বি. যে কলমে একবার কালি ভরে অনেকক্ষণ লেখা যায়, ঝরনাকলম। [ইং. fountain pen]। 3)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2595526
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2205554
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1813861
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1061647
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 908392
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 852309
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 713858
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 634468

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us