Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

বিগ্গহ দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অনিদ্রা
(p. 25) anidrā বি. 1 নিদ্রা বা ঘুমের অভাব, নিদ্রাহীনতা; 2 নিদ্রাহীনতা রোগ, insomnia. [সং. ন + নিদ্রা়। অনিদ্র বিণ. 1 সজাগ, নিদ্রাহীন; 2 উত্কণ্ঠিত, উদ্বিগ্ন। 30)
অনুদ্বিগ্ন
(p. 28) anudbigna বিণ. উদ্বিগ্ন বা উত্কণ্ঠিত এমন; ভাবনাচিন্তা নেই এমন। [সং. ন (অন্) + উদ্বিগ্ন]। অনুদ্বেগ বি. উদ্বেগহীনতা, উত্কণ্ঠার অভাব। 16)
অন্তর্বিগ্রহ
(p. 34) antarbigraha বি. আত্মকলহ; গৃহবিবাদ; কোনো দেশের অধিবাসীদের মধ্যে পরস্পর দ্বন্দ্ব, civil war. [সং. অন্তর্ + বিগ্রহ]। 13)
উচ্চকিত
(p. 119) uccakita বিণ. 1 উদ্বিগ্ন, উত্কণ্ঠিত; 2 চঞ্চল; 3 চমকিত। [সং. উত্ + চকিত]। 29)
উতল
(p. 123) utala বিণ. 1 উদ্বিগ্ন (মন উতল হওয়া); 2 ভাবাবেগে আকুল; 3 চঞ্চল (উতল হাওয়া)। [ সং. উত্তাল]। 40)
উত্-কণ্ঠা
(p. 119) ut-kaṇṭhā বি. উদ্বেগ, ব্যাকুলতা, চিন্তা-ভাবনা। [সং. উত্ + √ কণঠ্ + অ + আ]। উত্-কণ্ঠিত বিণ. উদ্বিগ্ন, ব্যাকুল। স্ত্রী. উত্-কণ্ঠিতা। 107)
উত্-কলিত
(p. 119) ut-kalita বিণ. 1 উদ্বিগ্ন; 2 তরঙ্গিত; 3 গৃহীত, উদ্ধৃত (পঙ্ক্তিটি কোন কবিতা থেকে উত্কলিত?)। [সং. উত্ + √ কল্ + ত]।
উত্ক
(p. 119) utka বিণ. ব্যাকুল, উদ্বিগ্ন। [সং. উত্ + ক]। 104)
উদ্বিগ্ন
(p. 128) udbigna বিণ. দুশ্চিন্তাগ্রস্ত, উত্কণ্ঠিত; শঙ্কিত। [সং. উত্ + √ বিজ্ + ত]। 20)
উদ্বেজক
(p. 128) udbējaka বিণ. 1 উদ্বেগজনক; 2 কষ্টকর বা বিরক্তিকর। [সং. উত্ + √ বিজ্ + অক]। উদ্বেজন বি. উদ্বেগ; উদ্বিগ্ন বা উত্যক্ত করা। উদ্বেজিত বিণ. উদ্বিগ্ন বা উত্যক্ত করা হয়েছে এমন। 25)
কুঞ্জ1
(p. 194) kuñja1 বি. 1 উপবন; 2 লতাবেষ্টিত স্হান বা গৃহ (কুঞ্জকানন, কুঞ্জবন); 3 বৈষ্ণবদের আশ্রম। [সং. √ কুজ্ + অ, ঞ্ আগম]। ̃ বাটিকা, ̃ বাটী বি. বৈষ্ণবদের ভজনস্হান, যেখানে রাধাকৃষ্ণের বিগ্রহ প্রতিষ্ঠিত থাকে। 31)
চরণ
(p. 279) caraṇa বি. 1 পা, পদ; 2 কবিতার পদ বা পঙ্ক্তি, শ্লোকের একচতুর্থাংশ; 3 ভ্রমণ, বিচরণ; 4 শীল, আচরণ, অনুষ্ঠান। [সং. √চর্ + অন]। ̃ কমল বি. পাদপদ্ম, চরণরূপ পদ্ম। ̃ চারণ বি. পদচারণা, পায়চারি। ̃ চারী (-রিন্) বিণ. বি. পথিক, পদব্রজে গমনকারী। ̃ চিহ্ন বি. পায়ের চিহ্ন। ̃ ধুলা, ̃ ধূলি, ̃ রেণু বি. পদধূলি। ̃ পদ্ম বি. পাদপদ্ম। ̃ প্রান্ত বি. পদপ্রান্ত, পাদমূল, পায়ের কাছে। ̃ বন্দনা বি. পাদপূজা, পায়ের আরাধনা। ̃ রেখা বি. পদচিহ্ন। ̃ সেবা বি. পাদপূজা; পা টেপা। চরণামৃত বি. বিগ্রহাদি বা পূজনীয় ব্যক্তির পা-ধোয়া জল। চরণাম্বুজ, চরণারবিন্দ বি. পাদপদ্ম। চরণাশ্রয় বি. পায়ের কাছে আশ্রয়, পা-কে আশ্রয় করা। চরণাশ্রিত বিণ. পায়ে আশ্রয় নিয়েছে এমন। চরণোপান্ত বি. পদপ্রান্ত। 28)
চিন্তা
(p. 290) cintā বি. 1 মনন (ব্যাপারটা একটু চিন্তা করে দেখতে হবে); 2 ধ্যান (ঈশ্বরচিন্তা); 3 স্মরণ (ভালো করে চিন্তা করে দেখো, ঠিক মনে পড়বে); 4 কল্পনা, বিচার, প্রভৃতি মানসিক কাজ, ভাবনা (চিন্তার বিষয়); 5 উদ্বেগ (চিন্তাকুল); 6 ভয়, আশঙ্কা (তোমার কোনো চিন্তা নেই)। [সং. √চিন্ত্ + অ + আ]। চিন্তনীয়, চিন্ত্য বিণ. গুণদোষ বিচার করতে হয় এমন, চিন্তা করতে হয় বা চিন্তা করা উচিত এমন। ̃ কুল, ̃ কুলিত বিণ. চিন্তায় বা উদ্বেগে আকুল (চিন্তাকুল মনে এগিয়ে চললেন)। ̃ গম্য বিণ. চিন্তা করে যা বোঝা যায়, ভাবনাচিন্তা করা যায় এমন (চিন্তাগম্য বিষয়)। ̃ জনক বিণ. ভাবনা বা চিন্তা জন্মায় এমন, চিন্তায় ফেলে এমন। ̃ তীত বিণ. চিন্তা বা ধারণা করা যায় না এমন, চিন্তার অতীত। ̃ ন্বিত বিণ. ভাবনাগ্রস্ত, উদ্বিগ্ন। ̃ পর বিণ. চিন্তামুক্ত, চিন্তিত। ̃ প্রবণ বিণ. চন্তাভাবনা করতে অভ্যস্ত (চিন্তাপ্রবণ মন)। ̃ মগ্ন বিণ. চিন্তায় ডুবে আছে এমন, চিন্তায় বিভোর। ̃ মণি বি. 1 যে মণি অভীষ্ট ফল জোগায়; স্পর্শমণি; 2 ভগবান; 3 ব্রহ্মা; 4 নারায়ণ। ̃ শক্তি বি. চিন্তা করার ক্ষমতা। ̃ শীল বিণ. 1 ভাবুক; 2 চিন্তা করে বিচার করেত সমর্থ (চিন্তাশীল মনীষী)। 16)
চিন্তিত
(p. 290) cintita বিণ. 1 চিন্তাযুক্ত, চিন্তা করছে বা ভাবছে এমন; 2 উদ্বিগ্ন (ছেলেটার জন্যে একটু চিন্তিত আছি); 3 স্মরণ করা হয়েছে এমন; 4 বিবেচিত, চিন্তার বিষয়ীভূত (সুচিন্তিত অভিমত)। [সং. √চিন্ত্ + ত]। 17)
দুর্ভাবনা
(p. 414) durbhābanā বি. দুশ্চিন্তা; অমঙ্গলের ভয়ে উত্কণ্ঠা বা উদ্বেগ। [সং. দুর্ + ভাবনা]। ̃ গ্রস্ত বিণ. দুশ্চিন্তাগ্রস্ত, উদ্বিগ্ন। 65)
দুর্মনা
(p. 414) durmanā (-নস্) বিণ. 1 উদ্বিগ্নচিত্ত, দুর্ভাবনাগ্রস্তl; 2 বিষণ্ণ, দুঃখ পাচ্ছে বা ভোগ করছে এমন। [সং. দুর্ + মনস্]। দুর্মনায়-মান বিণ. দুর্ভাবনা করছে এমন। 72)
নিরুদ্বিগ্ন
(p. 468) nirudbigna (অশু. কিন্তু প্রচ.) বিণ. উদ্বেগহীন, শান্ত (নিরুদ্বিগ্ন মন)। [সং. নিরুদ্বেগ]। 23)
প্রতিমা
(p. 541) pratimā বি. 1 প্রতিমূর্তি, প্রতিকৃতি; 2 ঈশ্বরের কোনো রূপের সাদৃশ্যকল্পনায় গঠিত বা নির্মিত দেবমূর্তি; 3 বিগ্রহ, মূর্তরূপ (সৌন্দর্যের প্রতিমা)। [সং. প্রতি + √ মা + অ + আ]। 58)
বিগ্ন
(p. 605) bigna বিণ. 1 উদ্বিগ্ন, উত্কণ্ঠিত; 2 ভীত। [সং. √ বিজ্ + ত]। 130)
বিগ্রহ
(p. 605) bigraha বি. 1 দেবতার মূর্তি, দেবপ্রতিমা (বিগ্রহসেবা); 2 যুদ্ধ (সন্ধি-বিগ্রহ); 3 দেহ; 4 কলহ, বিবাদ; 5 বিভাগ; 6 বিস্তার; 7 (ব্যাক.) সমাসের অর্থবোধক বাক্য, ব্যাসবাক্য। [সং. বি + √ গ্রহ্ + অ]। 131)
বিঘা
(p. 610) bighā বি. ভূমির পরিমাণবিশেষ, কুড়ি কাঠা বা 144 বর্গফুট পরিমাণ। [প্রাকৃ. বিগ্গহ সং. বিগ্রহ]। ̃ কালি বি. বিঘার হিসাবে জমির পরিমাণ। 3)
বিমনস্ক, বিমনা
(p. 621) bimanaska, bimanā (-নস্) বিণ. 1 অন্যমনস্ক; 2 উদ্বিগ্নচিত্র; 3 বিষণ্ণ। [সং. বি + মনস্ক, মনস্]। 59)
ব্যাস-বাক্য
(p. 652) byāsa-bākya বি. (ব্যাক.) বিগ্রহবাক্য, সমাসবদ্ধ পদসমূহের অর্থপ্রকাশক বাক্য। [সং. ব্যাস (=বিস্তার) + বাক্য]। 7)
ভাবা
(p. 663) bhābā ক্রি. 1 চিন্তা করা (কী ভাবছ:); 2 দুশ্চিন্তা করা (অত ভেবে কী হবে?); 3 বিচার-বিবেচনা করা (একটু ভেবে দেখি); 4 সংকল্প করা (চাকরিটা ছাড়ব ভেবেছি); 5 অনুমান করা (ভবাছি বৃষ্টি হবে কি না); 6 গণ্য করা (পণ্ডিত ভাবা); 7 উদ্ভাবন করা (একটা উপায় ভাবো)। [ সং. ভাবি]। ̃ নো ক্রি. বি. চিন্তিত বা উদ্বিগ্ন করা (ভাবিয়ে তোলা, ওকে এত ভাবাচ্ছ কেন?)। 9)
ভাবিত
(p. 663) bhābita বিণ. 1 চিন্তিত; 2 উদ্বিগ্ন (তার জন্য একটু ভাবিত হচ্ছি); 3 প্রাপ্ত বা প্রাপিত; 4 শোধিত বা রঞ্জিত; 5 প্রকটিত (কৃষ্ণের চরিত্র গীতার ভাবের দ্বারা ভাবিত)। [সং. √ ভূ + ণিচ্ + ত]। 12)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2535150
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140631
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730939
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 943141
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883652
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838521
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696737
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603110

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us