Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

বিষাদী দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

উপ-বিষ
(p. 133) upa-biṣa বি. 1 আকন্দর আঠা, করবীর আঠা প্রভৃতি পাঁচ রকম বিষাক্ত পদার্থ; 2 কৃত্রিম বিষ। [সং. উপ + বিষ]। 14)
কনক
(p. 160) kanaka বি. স্বর্ণ, সোনা। [সং. √ কন্ + অক]। ̃ চাঁপা বি. হলুদ রঙের চাঁপা ফুল, সোনা রঙের চাঁপা ফুল। ̃ চূড় বি. ধানবিশেষ। বিণ. যার শীর্ষদেশ সোনায় মোড়া ('কনকচূড় মুকুটখানি': রবীন্দ্র)। ̃ চূর বি. ধানবিশেষ, কনকচূড় ধান। ̃ পত্র বি. পাতার মতো দেখতে এমন কর্ণভূষণ। ̃ প্রভা বি.সোনার দ্যুতি, সোনার উজ্জ্বলতা। ̃ ময় বিণ, সোনার তৈরি; যাতে সোনা রয়েছে এমন। ̃ মুকুট বি. সোনার মুকুট। ̃ রঞ্জিত বিণ. সোনার জলে গিল্টি করা হয়েছে এমন। ̃ রস বি. হলুদ রঙের বিষাক্ত ধাতব পদার্থবিশেষ, হরিতাল। ̃ সূত্র বি. সোনার তার, সোনার ডোর। কনকাচল বি. সুমেরু পর্বত; স্বর্ণময় পর্বত। কনকাঞ্জলি বি. হিন্দু বিবাহানুষ্ঠানে বা অন্য অনুষ্ঠানে মাঙ্গলিক সোনা দান। 41)
কাঁকড়া
(p. 174) kān̐kaḍ়ā বি. কর্কট, শক্ত দেহাবরণ বিশিষ্ট এবং দশটি পা-বিশিষ্ট ভক্ষ্য জলজ প্রাণিবিশেষ। [সং. কর্কট]। ̃ বিছা, ̃ বিছে বি. বৃশ্চিক, কাঁকড়ার মতো বিষাক্ত বিছাবিশেষ, scorpion. 43)
ক্লোরিন
(p. 217) klōrina বি. হরিতাভ রঙের অধাতব ও তীব্র গন্ধযুক্ত গ্যাসবিশেষ, পীত-সবুজ রঙের বিষাক্ত গ্যাসীয় পদার্থ, সাধারণত জল পরিশোধনের কাজে ব্যবহৃত গ্যাসবিশেষ। [ইং. chlorine]। 6)
গরল
(p. 242) garala বি. 1 বিষ; 2 সাপের বিষ; 3 (আঞ্চ.) বিষাক্ত ঘা। [সং. গর + ল (স্বার্থে)]। 26)
ত্বিষাম্পতি
(p. 387) tbiṣāmpati বি. সূর্য। [সং. ত্বিষাম্ (দীপ্তি) + পতি]। 69)
দরবার
(p. 399) darabāra বি. 1 রাজসভা; 2 সভা; 3 উচ্চপদস্হ ব্যক্তির বৈঠকখানা; 4 আদালত (বিধাতার দরবারে); 5 কোনো বিষয়ে তদবির বা অভিযোগ (কর্তৃপক্ষের কাছে দরবার করা)। [ফা. দরবার]। দরবারি বিণ. 1 দরবারে যাতায়াতকারী (দরবারি লোক); 2 দরবারের উপযুক্ত বা দরবারে ব্যবহৃত (দরবারি পোশাক, দরবারি সংগীত); 3 আভিজাত্যপূর্ণ (দরবারি মেজাজ, দরবারি চালচলন)। বি. উচ্চাঙ্গ সংগীতের রাগবিশেষ। দরবারি কানাড়া বি. উচ্চাঙ্গ সংগীতের রাত্রিকালীন বিষাদগম্ভীর রাগবিশেষ। 23)
ধুতুরা
(p. 433) dhuturā বি. উপক্ষারধারী বনৌষধিবিশেষ, বিষাক্ত ফলবিশেষ ও তার গাছ বা ফুল। [সং. ধুস্তুর]। 118)
নাগিনী
(p. 452) nāginī বি. (স্ত্রী.) সর্পিণী ('নাগিনীরা চারিদিকে ফেলিতেছে বিষাক্ত নিঃশ্বাস': রবীন্দ্র)। [সং. নাগ + বাং. ইনী (স্ত্রী.)]। 33)
নিরানন্দ
(p. 467) nirānanda বিণ. 1 আনন্দহীন (নিরানন্দ জীবন); 2 দুঃখিত, দুঃখময়। (বাং.) বি. আনন্দহীনতা (নিরানন্দে জীবন কাটে); দুঃখ, বিষাদ। [সং. নির্ + আনন্দ]। 23)
নিরিক্ত
(p. 468) nirikta বিণ. সম্পূর্ণ রিক্ত ('আমার নিরিক্ত মর্মে বিষাক্ত শেলের মতো বাজে': সু. দ.)। [সং. নি + √ রিচ্ + ত। সংস্কৃতে এই শব্দ লভ্য নয়]। 4)
বিনির্বৃত্ত
(p. 618) binirbṛtta বিণ. 1 ক্ষান্ত, সমাপ্ত (বিনির্বৃত্ত ঝঞ্ঝা); 2 বিষাদিত, দুঃখক্লিষ্ট (বিনির্বৃত্ত অন্তরে); 3 নিষ্পন্ন। [সং. বি + নির্ + √ বৃত্ + ত]। 12)
বিষ
(p. 627) biṣa বি. 1 যে পদার্থ দেহে প্রবেশ করলে মৃত্যু বা স্বাস্হ্যহানি ঘটে, গরল, হলাহল (সাপের বিষ, রোগের বিষ); 2 (আল.) অতি অপ্রীতিকর বস্তু বা ব্যক্তি (দুচোখের বিষ); 3 (আল.) হিংসা দ্বেষ প্রভৃতি মনোবৃত্তি (মনের বিষ)। [সং. √ বিষ্ + অ]। ̃ কণ্ঠ বি. 1 বিষের মতো অসহ্য কণ্ঠস্বর বা ভাষা; 2 শিব। বিণ. বিষের মতো অসহ্য কণ্ঠস্বরবিশিষ্ট। ̃ কন্যা বি. যে নারীর সংস্পর্শে বা সহবাসে মৃত্যু অবশ্যম্ভাবী। ̃ কাঁটালি বি. অতি বিষাক্ত লতাবিশেষ, belladonna. ̃ কুম্ভ বি. 1 বিষে পূর্ণ কলসি; 2 (আল.) যে ব্যক্তির অন্তর বিষে পূর্ণ। ̃ ক্রিয়া বি. দেহের মধ্যে বিষের প্রভাব। ̃ ঘ্ন বিণ. বিষক্রিয়ানাশক। ̃ ণ বি. বিষসঞ্চার, poisoning (বি. প.)। বিষ ঝাড়া ক্রি. বি. ওঝা কর্তৃক মন্ত্রাদি দ্বারা বিষ বার করা। ̃ দ বিণ. বিষদায়ক। ̃ দন্ত, (কথ্য) ̃ দাঁত বি. 1 সাপের যে দাঁতের গোড়ায় বিষের থলি থাকে; 2 (আল.) দন্ত বা অহংকারের মূল কারণ বা শক্তি। ̃ দিগ্ধ বিণ. বিষের দ্বারা লিপ্ত, বিষ-মাখা। স্ত্রী. ̃ দিগ্ধা। ̃ দুষ্ট বিণ. বিষাক্ত। ̃ দৃষ্টি, ̃ নয়ন বি. হিংস্র বা হিংসাপূর্ণ দৃষ্টি; কুনজর; অত্যন্ত বিদ্বেষ। ̃ ধর বিণ. (প্রধানত দাঁতে) বিষ ধারণ করে এমন, সবিষ। বি. 1 যে সাপের দাঁতে বিষ আছে; 2 সাপ। ̃ নাশক বিণ. বিষের ক্রিয়া নষ্ট করে এমন। ̃ বিষ নেই তার কুলোপানা চক্কর বিষহীন সাপের ফণার মতো মাথা তুলে আস্ফালন। ̃ প্রয়োগ বি. হত্যার উদ্দেশ্যে কারও দেহের ভিতরে বিষ প্রবেশ করানো। ̃ ফল বি. বিষাক্ত ফল। ̃ ফোড়া বি. অত্যন্ত যন্ত্রণাদায়ক ছোটো ফোড়াবিশেষ। ̃ বত্ বিণ. বিষের মতো (বিষবত্ পরিত্যাগ করা)। ̃ বিদ্যা বি. দেহ থেকে বিষ বার করার বিদ্যা। ̃ বৃক্ষ বি. 1 বিষফলের বৃক্ষ; 2 (আল.) যা বা যাকে লালন করলে ধ্বংসের কারণ হয়। ̃ বৈদ্য বি. বিষক্রিয়ার চিকিত্সক; রোজা। বিষ মরা ক্রি. বি. 1 বিষ নষ্ট হওয়া; 2 (আল.) তেজ নষ্ট হওয়া (এত ঘা খেয়েও লোকটার বিষ মরে না)। বিষ মারা ক্রি. বি. 1 বিষ নষ্ট করা; 2 (আল.) তেজ নষ্ট করে দেওয়া। ̃ মুখ বি. বিষযুক্ত মুখ। বিণ. কটুভাষী। ̃ হর বিণ. বিষনাশক। স্ত্রী. ̃ হরা। ̃ হরী বি. (স্ত্রী.) মনসাদেবী। 35)
বিষণ্ণ
(p. 627) biṣaṇṇa বিণ. 1 বিষাদযুক্ত, দুঃখিত; 2 ম্লান (বিষণ্ণবদন)। [সং. বি + √ সদ্ + ত]। স্ত্রী. বিষণ্ণা। বি. ̃ তা। 36)
বিষা
(p. 627) biṣā ক্রি. বিষাক্ত করা ('যাহারা তোমার বিষাইছে বায়ু': রবীন্দ্র)। [সং. বিষ + বাং. আ]। 40)
বিষাক্ত
(p. 627) biṣākta বিণ. বিষযুক্ত, বিষমিশ্রিত (বিষাক্ত বায়ু, বিষাক্ত আবহাওয়া)। [সং. বিষ + অক্ত (=লিপ্ত)]। 41)
বিষাণ
(p. 627) biṣāṇa বি. 1 পশুশৃঙ্গ; 2 শৃঙ্গ বা শিং দিয়ে তৈরি বা শৃঙ্গাকার বাদ্যযন্ত্র, শিঙা ('সিংহদুয়ারে বাজিল বিষাণ': রবীন্দ্র); 3 হাতি শুয়োর প্রভৃতির বড়ো দাঁত। [সং. বিষ্ + আন]। 42)
বিষাদ
(p. 627) biṣāda বি. 1 স্ফূর্তিহীনতা; 2 দুঃখ; 3 আশাভঙ্গজনিত খেদ। [সং. বি + √ সদ্ + অ]। বিষাদিত, বিষাদী (-দিন্) বিণ. বিষাদযুক্ত, বিষণ্ণ। স্ত্রী. বিষাদিতা, বিষাদিনী। 43)
বিষানো
(p. 627) biṣānō ক্রি. বি. 1 বিষাক্ত হওয়া (ঘা বিষিয়ে উঠেছে); 2 যন্ত্রণাপূর্ণ হওয়া, টাটানো; 3 (আল.) বিদ্বেষপূর্ণ করা বা হওয়া (মন বিষিয়ে দিয়েছ)। বিণ. উক্ত সব অর্থে। [বাং. বিষা + আনো]। 44)
বিষান্তক
(p. 627) biṣāntaka বিণ. বিষনাশক, বিষ নষ্ট করে এমন, বিষঘ্ন। [সং. বিষ + অন্তক]। 45)
বিষিত
(p. 627) biṣita বিণ. বিষযুক্ত, বিষাক্ত, poisoned (বি. প.)। [সং. বিষ + ইত]। 46)
বিসর্প1
(p. 630) bisarpa1 বি. বিষাক্ত চর্মরোগবিশেষ, erysipelas. [সং. বি + √ সৃপ্ + অ]। 12)
বৈমনস্য
(p. 644) baimanasya বি. 1 উদ্বেগ; 2 বিষাদ, বিষণ্ণতা; 3 মনোমালিন্য। [সং. বিমনস্ + য]। 52)
বৈহাসিক
(p. 646) baihāsika বিণ. পরিহাসবিষয়ক। বি. পরিহাস করে বা ভাঁড়ামি করে এমন ব্যক্তি ('বৈহাসিক অবিশ্বাসী ঢালে যদি বিষাক্ত বিদ্রূপ': সু.দ.)। [সং. বিহাস + ইক]। 13)
বোলতা
(p. 646) bōlatā বি. দংশনকারী হলুদ রঙের বিষাক্ত পতঙ্গবিশেষ। [সং. বরটা]। 63)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2577671
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2185350
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1785413
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1026239
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901046
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848097
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708543
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 620030

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us