Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

বিষ এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  বিষ এর বাংলা অর্থ হলো -

(p. 627) biṣa বি. 1 যে পদার্থ দেহে প্রবেশ করলে মৃত্যু বা স্বাস্হ্যহানি ঘটে, গরল, হলাহল (সাপের বিষ, রোগের বিষ); 2 (আল.) অতি অপ্রীতিকর বস্তু বা ব্যক্তি (দুচোখের বিষ); 3 (আল.) হিংসা দ্বেষ প্রভৃতি মনোবৃত্তি (মনের বিষ)।
[সং. √ বিষ্ + অ]।
কণ্ঠ
বি. 1 বিষের মতো অসহ্য কণ্ঠস্বর বা ভাষা; 2 শিব।
বিণ. বিষের মতো অসহ্য কণ্ঠস্বরবিশিষ্ট।
কন্যা
বি. যে নারীর সংস্পর্শে বা সহবাসে মৃত্যু অবশ্যম্ভাবী।
কাঁটালি
বি. অতি বিষাক্ত লতাবিশেষ, belladonna.কুম্ভ বি. 1 বিষে পূর্ণ কলসি; 2 (আল.) যে ব্যক্তির অন্তর বিষে পূর্ণ।
ক্রিয়া
বি. দেহের মধ্যে বিষের প্রভাব।
ঘ্ন বিণ. বিষক্রিয়ানাশক।
ণ বি. বিষসঞ্চার, poisoning (বি. প.)।
বিষ ঝাড়া ক্রি. বি. ওঝা কর্তৃক মন্ত্রাদি দ্বারা বিষ বার করা।
দ বিণ. বিষদায়ক।
দন্ত,
(কথ্য)দাঁত বি. 1 সাপের যে দাঁতের গোড়ায় বিষের থলি থাকে; 2 (আল.) দন্ত বা অহংকারের মূল কারণ বা শক্তি।
দিগ্ধ
বিণ. বিষের দ্বারা লিপ্ত, বিষ-মাখা।
স্ত্রী.দিগ্ধা।
দুষ্ট
বিণ. বিষাক্ত।
দৃষ্টি,নয়ন
বি. হিংস্র বা হিংসাপূর্ণ দৃষ্টি; কুনজর; অত্যন্ত বিদ্বেষ।
ধর বিণ. (প্রধানত দাঁতে) বিষ ধারণ করে এমন, সবিষ।
বি. 1 যে সাপের দাঁতে বিষ আছে; 2 সাপ।
নাশক
বিণ. বিষের ক্রিয়া নষ্ট করে এমন।
বিষ নেই তার কুলোপানা চক্কর বিষহীন সাপের ফণার মতো মাথা তুলে আস্ফালন।
প্রয়োগ
বি. হত্যার উদ্দেশ্যে কারও দেহের ভিতরে বিষ প্রবেশ করানো।
ফল বি. বিষাক্ত ফল।
ফোড়া
বি. অত্যন্ত যন্ত্রণাদায়ক ছোটো ফোড়াবিশেষ।
বত্ বিণ. বিষের মতো (বিষবত্ পরিত্যাগ করা)।
বিদ্যা
বি. দেহ থেকে বিষ বার করার বিদ্যা।
বৃক্ষ
বি. 1 বিষফলের বৃক্ষ; 2 (আল.) যা বা যাকে লালন করলে ধ্বংসের কারণ হয়।
বৈদ্য
বি. বিষক্রিয়ার চিকিত্সক; রোজা।
বিষ মরা ক্রি. বি. 1 বিষ নষ্ট হওয়া; 2 (আল.) তেজ নষ্ট হওয়া (এত ঘা খেয়েও লোকটার বিষ মরে না)।
বিষ মারা ক্রি. বি. 1 বিষ নষ্ট করা; 2 (আল.) তেজ নষ্ট করে দেওয়া।
মুখ বি. বিষযুক্ত মুখ।
বিণ. কটুভাষী।
হর বিণ. বিষনাশক।
স্ত্রী.হরা।
হরী বি. (স্ত্রী.) মনসাদেবী।
35)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


বাজরা1
বিসদৃশ
বার৫
বুর্জোয়া
বৈজয়ন্ত
বিছা2
(p. 611) bichā2 ক্রি. বিছানো (চাদর বিছাও)। [ সং. বি +√ স্তৃ + বাং. আ-তু. হি. বিস্তারা]। ̃ নো ক্রি. বি. 1 বিস্তার করা, পাতা (মাদুর বিছানো); 2 ছড়ানো, বিন্যস্ত করা (কাঁকর বিছানো)। বিণ. উক্ত সব অর্থে (কাঁকর বিছানো পথ)। 20)
বেঁধা, বেঁধানো
(p. 633) bēn̐dhā, bēn̐dhānō যথাক্রমে বিঁধাবিঁধানো -র কথ্য রূপ। 110)
বামাক্ষী
(p. 600) bāmākṣī বিণ. সুলোচনা, সুন্দর চোখবিশিষ্টা। [সং. বাম2 + অক্ষি + ঈ]। 23)
বিন্তি
(p. 618) binti বি. তাসের খেলাবিশেষ। [পো. vinte]। 19)
বিলাস
(p. 626) bilāsa বি. 1 সুখভোগ (ভ্রমণবিলাস); 2 বাবুগিরি (বিলাসে অভ্যস্ত); 3 লীলা, কেলি, বিহার, প্রমোদ (বিলাসভবন); 4 শৌখিনতা (কল্পনাবিলাস); 5 লীলায়িত হাবভাব বা ভঙ্গি (কটাক্ষবিলাস)। [সং. বি + √ লস্ + অ]। ̃ কক্ষ বি. (সচ. ধনী ব্যক্তির) আমোদপ্রমোদের জন্য নির্দিষ্ট ঘর। ̃ কানন বি. আমোদপ্রমোদের জন্য ব্যবহৃত উদ্যান। ̃ দ্রব্য বি. আর্থিক স্বচ্ছলতাযুক্ত ব্যক্তিদের ব্যবহার্য মূল্যবান দ্রব্যাদি, luxury goods. ̃ ব্যসন বি. বাবুগিরি; শৌখিনতা। ̃ সামগ্রী বি. শৌখিনমূল্যবান দ্রব্য যা সচরাচর আর্থিক সচ্ছলতা যুক্ত লকে কেনে, luxury goods. বিলাসিতা বি. বিলাসপূর্ণ চালচলন; অমিতব্যয়িতা, শৌখিনতা। বিলাসী (-সিন্) বিণ. 1 বিলাসপরায়ণ, সুখভোগ বা শৌখিন জীবনযাপনে অভ্যস্ত; 2 অনুরাগী স্বামী বা পতি ('ঊর্মিলা-বিলাসী': মধু.)। বিলাসিনী বিণ. (স্ত্রী.) বিলাসপরায়ণ। বি. 1 নারী; 2 প্রিয়া। 2)
বিক্রিয়া
বার-মুখো
(p. 602) bāra-mukhō বিণ. 1 বাড়ির বাইরে বাইরে থাকতে ভালোবাসে এমন (বারমুখো ছেলে); 2 বাড়ির বাইরে রাত্রিযাপন করতে আগ্রহী এমন। [বাং. বার1 + মুখ + আ ও]। 17)
বিজ্ঞেয়
(p. 611) bijñēẏa বিণ. বিশেষভাবে জ্ঞেয় বা জ্ঞাতব্য, জানবার যোগ্য। [সং. বি + √ জ্ঞা + য]। 52)
বালী (-লিন্) বালি
বকেয়া2, বখেয়া
(p. 573) bakēẏā2, bakhēẏā বি. সেলাইয়ের প্রণালীবিশেষ, সহজেই খুলে ফেলা যায় এমন সেলাইবিশেষ। [আ. বখিয়া]। 22)
বীণা
ব্যাং2
বৈমানিক
বিতথ, বিতথ্য
(p. 611) bitatha, bitathya বিণ. 1 মিথ্যা; 2 বৃথা, নিষ্ফল; 3 (বাং.) বিশৃঙ্খল, পারিপাট্যহীন। [সং. বি + তথা, তথ্য]। 74)
ব্রেক-ফাস্ট
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2577771
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2185488
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1785545
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1026479
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901087
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848113
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708582
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 620134

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us