Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

বিত্ব। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অগ্নি
(p. 7) agni বি. 1 যা দহন করে; আগুন, অনল, বহ্নী, পাবক; 2 ব্রহ্মার জ্যেষ্ঠ পুত্র ও দক্ষকন্যা স্বাহার স্বামী; 3 তেজ, শক্তি; 4 পরিপাকশক্তি, ক্ষুধা; 5 জ্বালা (ক্রোধাগ্নি)। [সং. √ অগ্ + নি়]। ̃ কণা বি. স্ফুলিঙ্গ। ̃ কর্ম বি. অগ্নিহোত্রাদি কর্ম; অন্ত্যেষ্টিক্রিয়া। ̃ কল্প বিণ. প্রায় আগুনের সমান, অগ্নিতুল্য (তেজস্বী); উগ্র, ক্রোধান্বিত। ̃ কাণ্ড বি. আগুনের ব্যাপক ধ্বংসলীলা; আগুনে দগ্ধ হওয়া (পাটের গুদামে অগ্নিকাণ্ড); তুমুল ঝগড়াঝাঁটি বা মারামারি; বিষম অনর্থ (সে অগ্নিকাণ্ড ঘটাবে)। ̃ কার্য-অগ্নিকর্ম -র অনুরূপ। ̃ কুণ্ড বি. আগুন জ্বালবার গর্ত; আগুনে পূর্ণ গহ্বর (পৃথিবী তখন যেন এক বিশাল অগ্নিকুণ্ড)। ̃ কুমার বি. কার্তিকেয়। ̃ কেতু বি. ধোঁয়া। ̃ কোণ.বি. পূর্ব ও দক্ষিণ দিকের মধ্যবর্তী কোণ (অগ্নিদেব এই কোণের অধিদেবতা)। ̃ ক্রিয়া - অগ্নিকর্ম- র অনুরূপ। ̃ ক্রীড়া বি. আগুনের খেলা; আতশবাজি পোড়ানো। ̃ .গর্ভ বিণ. অভ্যন্তরে আগুন আছে এমন; (আল.) অত্যন্ত উত্তেজনাপূর্ণ, উত্তপ্ত (অগ্নিগর্ভ বক্তৃতা)। ̃ গৃহ বি. হোমগৃহ। ̃ চূর্ণ বি. বারুদ gunpowder. ̃ জ বি. অগ্নি থেকে যার জন্ম; কার্তিকেয়। ̃ জিহ্ব বিণ. অগ্নির মতো জিহ্বা যার। বি. বরাহরূপী বিষ্ণু। ̃ .তপ্ত বিণ. অগ্নিতাপে উষ্ণ, অগ্নিতে তপ্ত; অগ্নির তূল্য উষ্ণ। ̃ তূল্য বিণ. আগুনের মতো। ̃ এয় বি. বেদোক্ত তিনপ্রকার অগ্নি, যথা গার্হপত্য, আহবনীয় ও দাক্ষিণ্য। ̃ দগ্ধ বিণ. আগুনে-পোড়া। ̃ .দাতা (-তৃ) বি. 1 আগুন লাগায় যে; 2 যে ব্যক্তি মৃতের মুখাগ্নি করে। ̃ .দান বি. 1 আগুন ধরানো, আগুন লাগানো; 2 মৃতের মুখাগ্নি। ̃ দাহ বি. 1 অগ্নিকাণ্ড; 2 আগুনের তাপ। ̃ .দাহ্য বিণ. আগুনে দগ্ধ হয় বা পোড়ে এমন, combustible. ̃ দীপক বিণ. ক্ষুধা বা পরিপাকশক্তি সৃষ্টি করে বা বৃদ্ধি করে এমন। ̃ দীপন বিণ. পরিপাক ক্রিয়া বৃদ্ধি করে এমন। বি. 1 অগ্নিদীপক পদার্থ; 2 প্রজ্বলন। ̃ দীপ্ত বিণ. আগুনের দ্বারা আলোকিত। ̃ .দেব, ̃ .দেবতা বি. আগুনের অধিদেবতা, বৈশ্বানর। ̃ পক্ব বিণ. 1 আগুনের তাপে রন্ধন করা হয়েছে এমন; 2 আগুনের তাপে কঠিনীকৃত (অগ্নিপক্ব ইট)। ̃ পরীক্ষা বি. 1 আগুনে পুড়িয়ে বিশুদ্ধতা বিচার; কাউকে জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে তার চরিত্রের দোষশূন্যতা বিচার (সীতার অগ্নিপরীক্ষা); 2 (আল.) অতি কঠিন পরীক্ষা। ̃ পুরাণ বি. অষ্টাদশ পুরাণের অন্যতম। ̃ প্রবেশ বি. জ্বলন্ত চিতায় প্রবেশপূর্বক জীবন বিসর্জন। ̃ .প্রভ বিণ. আগুনের মতো দীপ্তিসম্পন্ন। ̃ প্রভা বি. আগুনের আভা। ̃ প্রস্তর বি. চকমকি পাথর। ̃ বর্ণ বিণ. আগুনের মতো রক্তবর্ণবিশিষ্ট। ̃ বর্ধক বিণ. পরিপাকশক্তি বা ক্ষুধা বাড়ায় এমন। ̃ বর্ষণ, ̃ বৃষ্টি বি. 1 (আগ্নেয়গিরির) অগ্ন্যুত্পাত; 2 আকাশ থেকে বৃষ্টির মতো অগ্নিকণার পতন। ̃ বাণ বি. পুরাণোক্ত অগ্নিবর্ষী তিরবিশেষ। ̃ বৃদ্ধি বি. ক্ষুধাবৃদ্ধি ̃ বৃষ্টি-অগ্নিবর্ষণ -এর অনুরূপ। ̃ .মন্ত্র বি. যে মন্ত্র অন্তরে তেজ বাড়িয়ে অভীষ্টলাভের যোগ্যতা অর্জন করায়। ̃ .ময় বিণ. আগুনে পূর্ণ; আগুন দিয়ে তৈরি। ̃ .মান্দ্য বি. 1 পরিপাকশক্তি বা ক্ষুধার হ্রাস; 2 অজীর্ণ রোগ। ̃ .মুখ বি. 1 দেবতা; 2 ব্রাহ্মণ। ̃ .মূর্তি বিণ. অতিশয় ক্রুদ্ধ বা উগ্র। বি. ক্রুদ্ধ অবস্হা, উগ্র অবস্হা। ̃ .মূল্য বিণ. অত্যন্ত দুর্মূল্য (বাজারে সব কিছু এখন অগ্নিমূল্য)। ̃ যুগ বি. বিপ্লব বা বিদ্রোহের যুগ। ̃ শর্মা (-র্মন্) বিণ. অত্যন্ত ক্রোধী। ̃ শিখা বি. আগুনের শিখা। ̃ শুদ্ধ বিণ. 1 আগুনে পুড়িয়ে শুদ্ধ করা হয়েছে এমন; অগ্নির স্পর্শের দ্বারা শোধিত; 2 কঠিন প্রায়শ্চিত্ত দ্বারা পবিত্রীকৃত। ̃ ষ্টোম বি. সাগ্নিক ব্রাহ্মণের করণীয় বৈদিক যজ্ঞবিশেষ। ̃ সংস্কার বি. 1 আগুনে পুড়িয়ে সংস্কার বা শোধন; 2 শবদাহ। ̃ সখ, ̃ সখা বি. অগ্নির সখা অর্থাত্ বায়ু। ̃ সত্কার বি. শবদাহ। ̃ সহ বিণ. আগুনে পোড়ে না এমন, fireproof. ̃ সহ ইষ্টক আগুনে পোড়ে না এমন ইট, fire-brick. ̃ .সহ মৃত্তিকা fire-clay. ̃ সাত্ বিণ. 1 আগুনে নিক্ষিপ্ত; 2 সম্পূর্ণ দগ্ধ। ̃ .স্ফুলিঙ্গ্ বি. আগুনের ফুলকি। ̃ হোত্র বি. সাগ্নিকের প্রত্যহ করণীয় হোম। ̃ হোত্রী (-ত্রিন্) বি. সাগ্নিক; নিত্য হোমকারী; যে নিত্য অগ্নি রক্ষা করে প্রত্যহ হোম করে। 12)
অন্যোন্য
(p. 34) anyōnya বিণ. পরস্পর, mutual. বি. কাব্যের অর্থালংকারবিশেষ। ̃ জীবিত্ব বি. ভিন্ন ভিন্ন জীবের মিলন, মিথোজীবিতা, symbiosis (বি. প.)। ̃ বিরোধী (-ধিন্) বি. পরস্পরবিরোধী, mutually opposed. 58)
অপবিত্র
(p. 34) apabitra বিণ. অশুচি, অশুদ্ধ; দূষিত। [সং. ন + পবিত্র]। 109)
অপরি-শুদ্ধ
(p. 34) apari-śuddha বিণ. বিশুদ্ধ নয় এমন; অপবিত্র; মলিন। [সং. ন + পরি + শুদ্ধ]। 152)
অমেধ্য
(p. 57) amēdhya বিণ. 1 যজ্ঞের পক্ষে অযোগ্য বা অনুপযুক্ত এমন; 2 অপবিত্র। বি. অপবিত্র বস্তু; মল, মূত্র ইত্যাদি। [সং. ন + মেধা]। 51)
অশুচি
(p. 66) aśuci বিণ. অপবিত্র, অশুদ্ধ ('মোর কূপের বারি অশুচি' রবীন্দ্র; অশুচি দেল, অশুচি মন)। [সং. ন + শুচি]। ̃ তা বি. অশুদ্ধতা, পবিত্রতার অভাব। 8)
অশুদ্ধ
(p. 66) aśuddha বিণ. 1 অপবিত্র; অশোধিত; 2 ভুল ভ্রমপূর্ণ। [সং. ন + শুদ্ধ]। অশুদ্ধি বি. 1 অপবিত্রতা; 2 ভুল। অশুদ্ধি-পত্র বি. অশুদ্ধ শব্দ ইত্যাদির (সংশোধনসহ) তালিকাপত্র। 9)
অশৌচ
(p. 66) aśauca বি. অপবিত্রতা; অশুদ্ধি; আত্মীয়ের জন্ম বা মৃত্যুর জন্য দেহের অশুদ্ধিরূপ সংস্কার। [সং. ন + শৌচ]। অশৌচান্ত বি. অশৌচ অবস্হার বা অশৌচকালের শেষ। 16)
অস্হি
(p. 73) ashi বি. হাড়; যা দিয়ে মেরুদন্ডী প্রাণীর কঙ্কাল তৈরি হয়। [সং. √ অস্ + থি]। ̃ চর্ম বি. হাড় ও চামড়া; হাড়-মাস। ̃ চর্ম-সার বিণ. শরীরে কেবল হাড় আর চামড়াই আছে, আর কিছুই নেই এমন; অত্যন্ত শীর্ণ। ̃ দান বি. গঙ্গা সমুদ্র প্রভৃতির পবিত্র জলে মৃতের অস্হি নিক্ষেপ। ̃ পঞ্জর বি. শুধু হাড় ও পাঁজরা দিয়ে গঠিত দেহের কাঠামো; কঙ্কাল, skeleton. ̃ পঞ্জর-সার বিণ. হাড়-পাঁজরা বেরিয়ে রয়েছে এমন, হাড়-জিরজিরে, অত্যন্ত শীর্ণ। ̃ বিজ্ঞান, ̃ বিদ্যা বি. (নর-) দেহের অস্হিসম্বন্ধীয় শাস্ত্র, osteology, ̃ ভঙ্গ বি. হাড় ভেঙে যাওয়া। জটিল অস্হিভঙ্গ বি. দেহের হাড় ভেঙে চামড়া ভেদ করেছে এমন অবস্হা, compound fracture of bone. সরল অস্হিভঙ্গ বি. হাড় ভেঙেছে কিন্তু চামড়া ভেদ করেনি এমন অবস্হা, single fracture of bone. ̃ সন্ধি বি. 1 দুটি হাড়ের সংযোগস্হল, গাঁট; 2 ভাঙা হাড় জোড়া লাগানো। ̃ সার বিণ. কেবল হাড়ই আছে এমন; অত্যন্ত শীর্ণ। বি. মজ্জা, bone marrow. 25)
আত্ম2
(p. 89) ātma2 (অন্য শব্দের পূর্বে বসলে) বিণ. নিজের, নিজস্ব। ̃ কর্ম (-র্মন্) বি. নিজের কাজ। ̃ কলহ বি. গৃহবিবাদ। ̃ কৃত বিণ. কেউ নিজেই করেছে এমন, স্বকৃত, নিজের করা। ̃ কেন্দ্রিক বিণ. কেবল নিজেরাই লাভ বা মঙ্গল একমাত্র লক্ষ্য এমন, স্বার্থপর। ̃ গত বিণ. আত্মনিষ্ঠ; স্বগত অর্থাত্ নিজের মনে নিবিষ্ট হয়ে আছে এমন। ̃ গর্ব বি. অহংকার। ̃ গর্বী (-র্বিন্) বিণ. অহংকারী। ̃ গোপন বি. নিজেকে বা নিজের মনোভাব লুকিয়ে রাখা। ̃ গৌরব বি. নিজের মর্যাদা বা গুরুত্ব; নিজেকে নিয়ে গর্ব। ̃ গ্লানি বি. নিজের ভুলত্রুটি বা অপরাধের জন্য ক্ষোভ বা মনোবেদনা; নিজের প্রতি ধিক্কার। ̃ ঘাত বি. স্বেচ্ছায় বা নিজের হাতে নিজের জীবননাশ, আত্মহত্যা। ̃ ঘাতী (-তিন্) বিণ. 1 আত্মহত্যাকারী; 2 আত্মহত্যার শামিল (আত্মঘাতী প্রয়াস)। বিণ. স্ত্রী. ̃ ঘাতিনী। ̃ চরিত বি. নিজের জীবনী, নিজের জীবনকাহিনী। &tilde চিন্তা বি. 1 নিজের ভালোমন্দ সম্বন্ধে চিন্তা; 2 আত্মানুসন্ধান, আত্মা বা পরমাত্মা সম্বন্ধে দার্শনিক চিন্তা। ̃ জ বি. পুত্র (নিজ দেহ থেকে জন্ম হয়েছে বলে)। বি. (স্ত্রী.) ̃ জা কন্যা। ̃ জীবনী বি. নিজের জীবনী, আত্মচরিত। ̃ জ্ঞ বিণ. 1 নিজের চরিত্র শক্তি বা মনোবৃত্তি সম্বন্ধে সচেতন; 2 আত্মার সম্বন্ধে জ্ঞানপ্রাপ্ত। ̃ জ্ঞান, ̃ তত্ত্ব বি. 1 আত্মা বা পরমাত্মার সম্বন্ধে জ্ঞান; 2 অধ্যাত্মদর্শন। ̃ তত্ত্বজ্ঞ বিণ. 1 আত্মজ্ঞানী, ব্রহ্মজ্ঞানী; 2 অধ্যাত্মতত্ত্ববিদ। ̃ তুষ্টি, ̃ তৃপ্তি বি. নিজের তৃপ্তি বা সন্তোষ। ̃ তুল্য বিণ. নিজের সমান। বিণ. (স্ত্রী.) ̃ তুল্যা। ̃ ত্যাগ বি. 1 স্বার্থত্যাগ, নিজের লাভ ত্যাগ; 2 আত্মোত্সর্গ, নিজের জীবন দান। ̃ ত্যাগী (-গিন্) বিণ. স্বার্থত্যাগী; নিজেকে উত্সর্গ করে এমন। ̃ ত্রাণ বি. বিপদ থেকে নিজের মুক্তি। ̃ দমন বি. নিজেকে সংযত রাখা; রিপু বা ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণে রাখা। ̃ দর্শন বি. নিজের আত্মার স্বরূপ সম্বন্ধে দৃষ্টি বা বোধ; নিজের চরিত্র বিচার, নিজের মনের বিচার। ̃ দর্শী (-র্শিন্) বিণ. আত্মদর্শনকরতে পারে এমন। ̃ দান বি. অন্যের জন্য নিজের জীবন বিসর্জন। ̃ দৃষ্টি-আত্মদর্শন -এর অনুরূপ। ̃ দোষ বি. নিজের দোষ বা ত্রুটি। ̃ দ্রষ্টা (ষ্ট) বি. আত্মদর্শী ব্যক্তি। ̃ দ্রোহ বি. 1 নিজের ক্ষতি, নিজেকে পীড়ন; 2 গৃহবিবাদ, অন্তর্কলহ। ̃ দ্রোহী (-হীন্) বিণ. নিজের ক্ষতি বা নিজেকে পীড়ন করে এমন; গৃহবিবাদকারী। ̃ নিবেদন বি. নিজেকে উত্সর্গ করা, আত্মোত্সর্গ। ̃ নিয়ন্ত্রণ বি. নিজেকে নিজেই পরিচালন; নিজেকে সংযত রাখা। &tilde নিয়োগ বি. কোনো কাজে নিজেকে লিপ্ত করা। ˜ নির্ভর বি. নিজের ক্ষমতার উপর ভরসা, আত্মপ্রত্যয়, স্বাবলম্বন। বিণ. স্বাবলম্বী। ̃ নিষ্ঠ বিণ. 1 আত্মজ্ঞান বা ব্রহ্মজ্ঞান সম্বন্ধে নিষ্ঠা আছে এমন; 2 আত্মগত, subjective ̃ নেপদ বি. (ব্যাক.) পরস্মৈপদের বিপরীত ক্রিয়ার তিঙন্ত রূপ, ক্রিয়ার আত্মফলভাগিত্ব-প্রকাশক তিঙন্ত রূপ। ̃ পক্ষ বি. নিজের পক্ষ, স্বপক্ষ; নিজের পক্ষের লোকজন। ̃ পর বি. নিজে ও অন্যেরা। ̃ পরায়ণ বিণ. 1 ব্রহ্মনিষ্ঠ, আত্মা সম্বন্ধে নিষ্ঠা আছে এমন; 2 কেবল নিজের কথা ভাবে এমন, স্বার্থপর। পরীক্ষা-আত্মান্বেষণ -এর অনুরূপ। ̃ পীড়ন বি. নিজেকে কষ্ট দেওয়া। ̃ প্রকটন -আত্মপ্রকাশ -এর অনুরূপ ('বিক্ষুব্ধ সম্পাতে করে আত্মপ্রকটন': সু. দ.)। ̃ প্রকাশ বি. 1 নিজ মূর্তি ধারণ; 2 আবির্ভাব; অন্তরাল থেকে বেড়িয়ে আসা; 3 নিজের পরিচয় দেওয়া। ̃ প্রতারণা, ̃ প্রবঞ্চনা -আত্মবঞ্চনা -র অনুরূপ। ̃ প্রত্যয় বি. নিজের প্রতি বিশ্বাস, নিজের ক্ষমতায় আস্হা; নিজের অন্তরে উপলব্ধি। ̃ প্রশংসা বি. (নিজের মুখে) নিজের সুখ্যাতি। ̃ প্রসাদ বি. নিজের মনের মধ্যে তৃপ্তি। ̃ বঞ্চনা বি. সজ্ঞানে নিজেকে মিথ্যা প্রবোধ দেওয়া বা ভুল বোঝানো, নিজেকে ঠকানো। ̃ বত্ অব্য. নিজের মতো। ̃ বন্ধু বি. একান্ত অন্তরঙ্গ বন্ধু, ঘনিষ্ঠ বন্ধু। ̃ বর্গ বি. নিজের লোকজন; আত্মীয়স্বজন। ̃ বলি, ̃ বলি-দান - আত্মদান -এর অনুরূপ। ̃ বশ বিণ. স্বাধীন; সংযমী। বি. আত্মসংযম, মনকে বশ করা। ̃ বিকাশ বি. নিজের অন্তর্নিহিত বা ভিতরের ক্ষমতার স্ফুরণ। ̃ বিক্রয় বি. অন্যের কাছে নিজের স্বাধীনতা বিসর্জন। ̃ বিচ্ছেদ বি. নিজের লোকজনের সঙ্গে বা আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্ক ছেদ; গৃহবিবাদ। ̃ বিদ, ̃ বিদ্, ̃ বিত্ বিণ. আত্মজ্ঞানসম্পন্ন, ব্রহ্মজ্ঞানসম্পন্ন, আত্মজ্ঞ। ̃ বিদ্যা বি. ব্রহ্মবিদ্যা; অধ্যাত্মবিদ্যা। ̃ বিরোধ বি. 1 নিজের বিরুদ্ধতা; নিজের মতেরই বিরোধিতা; 2 গৃহবিবাদ। ̃ বিলাপ বি. নিজের মনে বা নিজের সম্বন্ধে খেদ। ̃ বিলোপ বি. নিজের সত্তার বা নিজের নাম যশ কর্তৃত্ব ইত্যাদির স্বেচ্ছায় বিলোপসাধন। বিলোপী বিণ. আত্মবিলোপ ঘটায় এমন ('আত্মবিলোপী কালধারায়')। ̃ বিশ্বাস বি. আত্মপ্রত্যয় -এর অনুরূপ। ̃ বিসর্জন -আত্মদান -এর অনুরূপ। ̃ বিস্মরণ, ̃ বিস্মৃতি বি. নিজেকে ভুলে যাওয়া; নিজের সত্তা সম্পর্কে চেতনার অভাব ̃ বিস্মৃত বিণ. নিজেকে বা নিজের সত্তাকে ভুলে গেছে এমন; তন্ময়; নিজের শক্তি বা সত্তাকে ভুলে গেছে এমন; নিজের শক্তি সম্পর্কে অচেতন। ̃ বুদ্ধি বি. নিজ বুদ্ধি; সজ্ঞান; আত্মজ্ঞান। ̃ বেদী (-দিন্) বিণ. আত্মা সম্পর্কে জানে এমন; ব্রহ্মজ্ঞ। ̃ ভাব বি. আত্মার সত্তা; স্বীয় ভাব, স্বভাব। ̃ ভূত বিণ 1 স্বয়ংজাত; 2 নিজের মতো, আত্মতুল্য; 3 (অশু.) স্বীয় আত্মার সঙ্গে একত্রীকৃত বা আত্মসাত্কৃত। ̃ মগ্ন বিণ. নিজের মধ্যে ডুবে আছে এমন, নিজের মনে নিবিষ্ট। ̃ মর্যাদা বি. নিজ গৌরব; নিজ সম্মান, আত্মসম্মান। ̃ ম্ভরি বিণ. আত্মসর্বস্ব; অহংকারী, দাম্ভিক। ̃ ম্ভরিতা বি. আত্মসর্বস্বতা; অহংকার, দম্ভ। ̃ রক্ষা বি. নিজেকে বাঁচানো। ̃ রতি বি. নিজেকে নিয়ে আনন্দ, নিজেকে ভালোবাসা ('তাই অসহ্য লাগে ও আত্মরতি': সু. দ.)। ̃ রূপ বি. স্বরূপ, নিজের চেহারা ও প্রকৃতি। ̃ লোপ-আত্মবিলোপ -এর অনুরূপ। ̃ শক্তি বি. নিজের ক্ষমতা; নিজের অন্তর্নিহিত ক্ষমতা। ̃ শাসন-আত্মসংযম -এর অনুরূপ। ̃ শুদ্ধি, ̃ শোধন বি. নিজের দোষ-ত্রুটি-পাপ ক্ষালন করে মনকে পবিত্র করা। ̃ শ্লাঘা বি. নিজের প্রশংসা। ̃ সংবরণ বি. নিজেকে বা নিজের আবেগকে সংযত করা। ̃ সংযম বি. নিজের রিপু বা ইন্দ্রিয়কে বশে রাখা। বিণ ̃ সংযমী (-মিন্)। ̃ সমর্পণ বি. সম্পূর্ণ ভাবে অন্যের বশ্যতা স্বীকার; (ভগবানের কাছে) নিজেকে সম্পূর্ণরূপে দান। ̃ সমাহিত বিণ. আপনাতে আপনি মগ্ন; আত্মস্হ, তন্ময়। ̃ সম্পর্কীয়, ̃ সম্বন্ধীয় বিণ. নিজের সঙ্গে বা নিজের ব্যাপারে যুক্ত এমন। ̃ সম্ভ্রম, ̃ সম্মান আত্মমর্যাদা -র অনুরূপ। ̃ সর্বস্ব বিণ. কেবল নিজের কথাই ভাবে এমন, স্বার্থপর। ̃ সাত্ বিণ. (সাধারণত অন্যায়ভাবে) নিজের হস্তগত, নিজের অধিকারভুক্ত। ̃ সার-আত্মসর্বস্ব -র অনুরূপ। ̃ সিদ্ধি বি. নিজের মোক্ষ, নিজের মুক্তি। ̃ স্হ বিণ. 1 আত্মায় স্হিত; 2 হৃদয়স্হ, নিজের ভিতরে নেওয়া হয়েছে এমন; 3 প্রকৃতিস্হ। ̃ স্বরূপ বি. নিজের প্রকৃত রূপ; স্বীয় পরিচয়। ̃ হত্যা বি. স্বেচ্ছায় নিজের দ্বারা নিজের প্রাণনাশ। ̃ হন্তা (-ন্তৃ) বি. বিণ. আত্মহত্যাকারী। বিণ. (স্ত্রী.) ̃ হন্ত্রী। ̃ হা বিণ. আত্মঘাতী। ̃ হারা বিণ. আত্মাবিস্মৃত, নিজেকে ভুলে গেছে এমন; বিহ্বল; তন্ময়। 19)
আসুর, আসুরিক
(p. 110) āsura, āsurika বিণ. 1 অসুরসম্বন্ধীয়; 2 অসুরতুল্য (আসুরিক শক্তি); 3 গর্হিত, অপরাধজনক (আসুরিক বলপ্রয়োগ); 4 অপবিত্র; 5 ভয়ংকর। [সং. অসুর + অ, ইক]। আসুর বিবাহ যে বিবাহে বর কন্যার অভিভাবককে মূল্য দিয়ে কন্যা গ্রহণ করে। 14)
উচ্চ
(p. 119) ucca বিণ. 1 উন্নত ('রহিবে উচ্চ শির'); 2 উঁচু (উচ্চবৃক্ষ); 3 সম্ভ্রান্ত, অভিজাত (উচ্চবংশীয়); 4 জোরালো (উচ্চকণ্ঠ); 5 চড়া (উচ্চমূল্য, উচ্চহার); 6 ঊর্ধ্বতন (উচ্চ আদালত)। [সং. উত্ + √ চি + অ]। বি. ̃ তা। ̃ গ্রাম বি. উঁচু পর্দায় বাঁধা স্বর বা কণ্ঠ। ̃ নীচ বিণ. 1 উঁচুনিচু, উন্নত-অনুন্নত; 2 উত্তম ও অধম। ̃ বাচ্য বি. সাড়াশব্দ; বাদ-প্রতিবাদ; ভালোমন্দ মন্তব্য। ̃ বিত্ত বিণ. অর্থশালী; আর্থিক সচ্ছলতাযুক্ত। ̃ বিদ্যালয় বি. যে বিদ্যালয়ে প্রবেশিকা বা মাধ্যমিক পরীক্ষা পর্যন্ত পড়ানো হয়। ̃ ভাষী বিণ. কড়া কথা বলে এমন; চড়া গলায় কথা বলে এমন। 28)
কবিত্ব
(p. 164) kabitba বি. কবির ভাব (তার কবিতায় কবিত্বের বড় অভাব); 2 কবিতা রচনা করার শক্তি; 3 ভাবমাধুর্য; 4 কল্পনাবিলাস (কবিত্ব করা)। [সং. কবি + ত্ব]। ̃ পূর্ণ, ̃ ময় বিণ. কাব্যগুণসমন্বিত। ̃ শক্তি বি. কবিতা রচনার ক্ষমতা। 24)
কোঠা
(p. 210) kōṭhā বি. 1 প্রকোষ্ঠ, ঘর; 2 পাকা বাড়ি, অট্টালিকা (দালানকোঠা) ; 3 শ্রেণি (তাঁকে মধ্যবিত্তের কোঠায় ফেলা যায় না); 4 স্তর, অবস্হা (জীবনের শেষ কোঠায় এসে)। [সং. কোষ্ঠ]। 5)
গরিব
(p. 242) gariba বিণ. দরিদ্র। [আ. গরীব্]। ̃ খানা বি. দীনের কুটির; (সৌজন্য ও বিনয় প্রকাশার্থে) আমার গৃহ। [আ. গরীব্ + ফা. খানা3]। ̃ গুরবো বি. দরিদ্র লোকজন; বিত্তহীন সম্প্রদায় (গরিবগুরবোদের কথাও একটু ভাবা উচিত ছিল)। গরিবানা, গরিবি-য়ানা বি. গরিবের ভাব; গরিবের মতো চালচলন। বিণ. দরিদ্রোচিত। গরিবি বি. 1 দারিদ্র; 2 দুঃখদৈন্য। 30)
গৃহ
(p. 253) gṛha বি. 1 কক্ষ, ঘর, প্রকোষ্ঠ; 2 বাড়ি, বাসস্হান, আবাস (আমার গৃহে একদিন পদার্পণ করুন)। [সং. √গ্রহ্ + অ]। ̃ কপোত বি. পোষা পায়রা, পারাবত। ̃ কর্তা (-র্তৃ) বি. গৃহস্বামী। স্ত্রী. ̃ কর্ত্রী। ̃ কর্ম, ̃ কার্য বি. ঘরকান্নার কাজ, গৃহস্হালি। ̃ কোণ বি. ঘরের কোণ; অন্তঃপুর (দিনের শেষে ফিরে গৃহকোণে আশ্রয় নিই)। ̃ গোধিকা বি. টিকটিকি। ̃ চ্ছিদ্র বি. পারিবারিক দোষ বা কলঙ্ক। ̃ চ্যুত বিণ. স্বগৃহ থেকে বিতাড়িত বা বিচ্ছিন্ন। ̃ জাত বিণ. ঘরে তৈরি হয়েছে এমন। ̃ ত্যাগ বি. বাড়ি ছেড়ে যাওয়া; সংসারত্যাগ, বৈরাগ্য, সন্ন্যাস। ̃ দাহ বি. অগ্নিসংযোগে গৃহের আংশিক বা সম্পূর্ণ পুড়ে যাওয়া। ̃ দেবতা বি. পুরুষানুক্রমে পূজিত ও গৃহে প্রতিষ্ঠিত দেবতা বা দেবমূর্তি। ̃ ধর্ম বি. গার্হস্হ্যধর্ম, সংসারধর্ম, গৃহীর পালনীয় কর্তব্য। ̃ নির্মাণ বি. ঘর-বাড়ি তৈরি। ̃ পতি বি. গৃহস্বামী। ̃ পালিত বিণ. ঘরে অর্থাত্ বাড়িতে পোষা বা পোষার যোগ্য (গৃহপালিত পশু)। ̃ প্রবেশ বি. নবনির্মিত গৃহে প্রথম প্রবেশকালীন অনুষ্ঠানবিশেষ। ̃ প্রাঙ্গণ বি. গৃহের সংলগ্ন প্রাঙ্গণ বা উঠান। ̃ বধূ বি. ঘরেই থাকে এবং সংসারধর্ম পালন করে এমন বিবাহিতা স্ত্রীলোক। ̃ বন্দি বিণ. ঘরে আটক (বৃষ্টির জন্যে সারাটা দিন গৃহবন্দি হয়ে আছি)। ̃ বলি-ভুক (-ভুজ্) পায়রা। ̃ বাটিকা বি. বাসগৃহসংলগ্ন বাগান; বাগানবাড়ি। ̃ বাসী (-সিন্) বিণ. বি. গৃহস্হ, সংসারী (লোক)। ̃ বিচ্ছেদ বি. আত্মীয়পরিজনের মধ্যে ঝগড়া বা পরস্পর ছাড়াছাড়ি। ̃ বিবাদ বি. 1 একই সংসারের লোকজনের মধ্যে বা পরিজনদের মধ্যে ঝগড়া ; 2 একই রাষ্ট্রের প্রজাদের মধ্যে পরস্পর কলহ বা লড়াই। ̃ ভেদ বি. 1 গৃহবিবাদ; 2 সিঁধ কেটে চুরি। ̃ ভেদী বিণ. 1 পরিজনদের মধ্যে বিবাদ ঘটায় এমন, ঘরভাঙানে; 2 (বিরল) চৌর্যব্যবসায়ী। ̃ মণি বি. প্রদীপ। ̃ মৃগ বি. কুকুর। ̃ মেধী বি. বিণ. গৃহস্হ; কৃতদার, যে বিবাহ করেছে। ̃ মেধিনী বি. (স্ত্রী) গৃহিণী। ̃ যুদ্ধ বি. ঘরোয়া যুদ্ধ; রাষ্ট্রের মধ্যে অন্তর্যুদ্ধ। ̃ লক্ষ্মী বি. কুলবধূ; গৃহিণী। ̃ শত্রু বি. যে ব্যক্তি (প্রধানত গোপনে) স্বগৃহের বা স্বদলের প্রতি শত্রুতা করে। ̃ শিক্ষক বি. যে শিক্ষক পারিশ্রমিকের বিনিময়ে বাড়িতে এসে ছাত্র-ছাত্রীকে পড়ান। ̃ শূন্য বিণ. 1 নিরাশ্রয়; 2 বিপত্নীক। ̃ সজ্জা বি. ঘরের আসবাবপত্র। ̃ স্হ বি. সংসারী লোক; মধ্যবিত্ত অবস্হার লোক। বিণ. গৃহে স্হিত। ̃ স্হালি, ̃ স্হালী বি. ঘরকন্নার কাজকর্ম। ̃ স্বামী (-মিন্) বি. বাড়ির বা পরিবারের কর্তা। স্ত্রী. ̃ স্বামিনী। ̃ হীন বিণ. গৃহ নেই যার; আশ্রয়হীন। 63)
জন
(p. 312) jana বি. 1 মানুষ, লোক (শত শত জন); 2 শ্রমিক, মজুর (জন খাটানো); 3 জনসাধারণ, সাধারণ লোক (জননেতা)। বিণ. ব্যক্তির সংখ্যানির্দেশক (তিনজন লোক)। [সং. √ জন্ + অ]। জন খাটানো ক্রি. বি. মজুরের দ্বারা কাজ করানো। ̃ গণ - জনসাধারণ -এর অনুরূপ। ̃ গণনা বি. লোকসংখ্যা নির্ণয়, লোকের সংখ্যা গোনা। ̃ গণ-তন্ত্র বি. জনগণের মঙ্গলের জন্য জনগণের প্রতিষ্ঠিত সরকার। ̃ গণেশ বি. জনসাধারণের অধিদেবতা, গণদেবতা ('জনগণেশের প্রচণ্ড কৌতুক': রবীন্দ্র)। ̃ তা বি. 1 ভিড়; বহু লোকের সমাবেশ (জনতার ভিড়ে হারিয়ে যাওয়া); 2 বিত্তহীন মানুষ; সাধারণ মানুষ, the masses ('পরিচিত জনতার সরণীতে': রবীন্দ্র)। ̃ নেতা, ̃ নায়ক বি. জনগণের পরিচালক বা নেতা। ̃ পদ বি. 1 লোকালয়, জনবসতিযুক্ত স্হান; 2 শহর। ̃ পদ-বধূ বি. গণিকা, বেশ্যা। ̃ প্রবাদ বি. কিংবদন্তি, যে কথা বা কাহিনী দীর্ঘকাল ধরে লোকের মুখে মুখে প্রচলিত আছে। ̃ প্রাণী (-ণিন্) বি. একজনও মানুষ বা প্রাণী (কোথাও কোনো জনপ্রাণী দেখা যাচ্ছে না)। ̃ প্রিয় বিণ. সাধারণ বা অধিকাংশ লোকে ভালোবাসে এমন। ̃ বল বি. লোকবল, বহু লোক থাকার ফলে অর্জিত বল। ̃ বসতি বি. লোকজনের বাস বা বাসস্হান। ̃ বহুল বিণ. বহু লোক বাস করে এমন, বহুলোকপূর্ণ (জনবহুল শহর)। বিপ. জনবিরল। ̃ মজুর বি. (সচ. ঠিকা) শ্রমিক। ̃ মত বি. অধিকাংশ লোকের মত। ̃ মানব - জনপ্রাণী -র অনুরূপ। ̃ যুদ্ধ বি. 1 যে যুদ্ধে জনগণই অংশ নেয়; 2 যে যুদ্ধে জনগণের সক্রিয় সমর্থন আছে; 3 জনগণের হিতার্থে যুদ্ধ। ̃ রব বি. লোকের মুখে মুখে প্রচারিত কথা; গুজব। ̃ লোক বি. পুরাণে বর্ণিত সপ্তলোকের অন্যতম; মহর্লোকের উপরিস্হ লোক। ̃ শিক্ষা বি. সাধারণ মানুষের জন্য শিক্ষা। ̃ শূন্য বিণ. লোকজন নেই বা বাস করে না এমন, নির্জন। ̃ শ্রুতি বি. কিংবদন্তি, গুজব, জনপ্রবাদ। ̃ সংখ্যা বি. কোনো স্হানের অধিবাসীদের সংখ্যা, population. ̃ সংভরণ বি. জনসাধারণের খাদ্যাদি সরবরাহের সরকারি ব্যবস্হা, civil supply (স. প.)। ̃ সংযোগ বি. সরকার কর্তৃক প্রচারের দ্বারা জনসাধারণের সঙ্গে যোগস্হাপন। ̃ সংঘ বি. জনগণের মঙ্গলের জন্য জনগণের দ্বারা গঠিত ও পরিচালিত সমিতি। ̃ সভা বি. বহু মানুষের সমাবেশ, public meeting. ̃ সমাজ বি. মানুষের সমাজ। ̃ সমুদ্র বি. সমুদ্রের মতো বিরাট জনতা, অসংখ্য মানুষের ভিড় (এই জনসমুদ্রে তাকে খুঁজে বার করা অসম্ভব)। ̃ সাধারণ বি. 1 সাধারণ লোক; 2 কোনো দেশের বা সমাজের অধিকাংশ লোক; 3 মূলত বিত্তহীন লোকসম্প্রদায়, the masses. ̃ সেবা বি. মানুষের সেবা। ̃ স্হান বি. 1 লোকালয়; 2 রামায়ণে বর্ণিত দণ্ডকারণ্যের মধ্যবর্তী স্হানবিশেষ। ̃ স্রোত (-তস্) বি. চলন্ত মানুষের অবিচ্ছিন্ন শ্রেণি, লোকপ্রবাহ। ̃ হিত-কর বিণ. লোকের পক্ষে কল্যাণকর। ̃ হীন বিণ. নির্জন, মানুষজন নেই এমন। 41)
জোড়া-শব্দ
(p. 330) jōḍ়ā-śabda বি. বিশেষ অর্থবোধ হয় এমন একই শব্দের বা প্রায় একইরকম শব্দের দ্বিত্ব, শব্দদ্বৈত-যথা গলায় গলায়। [সং. জোড়া + সং. শব্দ]। 10)
টর-টর
(p. 341) ṭara-ṭara ক্রি-বিণ. 1 (চলন সম্বন্ধে) দ্রুত ও ছোট ছোট পদবিক্ষেপে (টরটর করে চলেছে); 2 (কথা বলা সম্বন্ধে) দ্রুত ও ঈষত্ আধোআধো ভাবে। [সং. ত্বর (দ্বিত্ব)]। টর-টরে বিণ. দ্রুত ও ছোট ছোট পায়ে চলে এমন; কথাবার্তায় খুব চালাকচতুর ও চটপটে। 45)
তামা
(p. 375) tāmā বি. লালচে রঙের নমনীয় মিশ্র ধাতুবিশেষ, copper. [ পা. তম্ব সং. তাম্র]। ̃ টে বিণ. তামার মতো বর্ণবিশিষ্ট, তাম্রাভ। তামা-তুলসী বি. তামা ও তুলসীপাতা যা হিন্দুরা পবিত্র মনে করেন এবং স্পর্শ করে শপথ করেন। 45)
তিল
(p. 375) tila বি. 1 তৈলপ্রদ ক্ষুদ্র শস্যবিশেষ, তৈলবীজ (তিলের তেল); 2 গায়ে তিলের মতো ক্ষুদ্র কালো চিহ্নবিশেষ (গালে তিল); 3 এক কড়ার আশি ভাগের এক ভাগ; 4 (আল.) অতি সামান্য পরিমাণ বা অংশ (আমি এক তিলও পাইনি, তাকে এক তিলও বিশ্বাস করি না)। বিণ. বিন্দুমাত্র, অতি সামান্যমাত্র ('তিল ঠাঁই আর নাহি রে': রবীন্দ্র)। [সং. √ তিল্ + অ]। তিলকে তাল করা ক্রি. বি. অতিরঞ্জিত করা, সামান্য জিনিসকে ফুলিয়ে ফাঁপিয়ে বড় করা। তিলধারণের জায়গা না থাক অত্যন্ত ভিড় হওয়া, ঠাসাঠাসি হওয়া (এ ঘরে আর তিলধারণের জায়গা নেই)। তিল তিল করে ক্রি-বিণ. একটু একটু করে; ক্রমে ক্রমে কিন্তু অবিচ্ছিন্নভাবে (দীর্ঘদিন ধরে তিল তিল করে ওই টাকা জমিয়েছি)। ̃ কল্ক বি. তিলের খইল। ̃ কাঞ্চন বি. মাতাপিতার শ্রাদ্ধের জন্য ব্যবহৃত তিল ও যত্সামান্য সোনা। ̃ কুটো বি. তিল বা তিলচূর্ণ দিয়ে প্রস্তুত সন্দেশবিশেষ। ̃ তুলসী, তুলসী-তিল বি. তিল ও তুলসী-হিন্দুদের কাছে পবিত্র বলে বিশুদ্ধ দানের বা নিঃশেষে দানের উপকরণ ('দেই তুলসী তিল দেহ সমর্পিলু: বিদ্যা.)। ̃ পিটালি, ̃ পিটুলি বি. তিল-মিশানো পিটুলির গোলা। ̃ মাত্র, তিলার্ধ, তিলার্ধেক, একতিল বি. অতি সামান্য অংশও (তাকে তিলার্ধ বিশ্বাস করি না)। ক্রি-বিণ. ক্ষণমাত্র; একটুও (সেখানে তিলার্ধ না দাঁড়িয়ে চলে গেল)। তিলে তিলে - তিল তিল করে -র অনুরূপ। 147)
তীর্ণ
(p. 375) tīrṇa বি. 1 পুণ্যস্হান (মিলনতীর্ণ); 2 দেবতা বা মহাপুরুষদের লীলাক্ষেত্র বা বাসভূমি; 3 পাপমোচনের স্হান (বারাণসীতীর্ণ); 4 ঋষিসেবিত পবিত্র জলযুক্ত নদী ইত্যাদি (পুষ্কর তীর্থ); 5 নদ্যাদিতে অবতরণের বা স্নানের ঘাট; 6 গুরু বা শিক্ষক (সতীর্থ); 7 উপাধিবিশেষ (ব্যাকরণতীর্থ)। [সং. √ তৃ + থ]। তীর্থ করা ক্রি. বি. পূণ্য অর্জনের জন্য তীর্থ দর্শন ও তীর্থকৃত্য করা। তীর্থের কাক তীর্থযাত্রীরা কথন যজ্ঞস্হানে নৈবেদ্য ছড়াবে সেই আশায় কাক যেমন অপেক্ষা করে তেমনি পরানুগ্রহপ্রত্যাশী লোভী ব্যক্তি। ̃ যাত্রা বি. পাপক্ষয়ের জন্য তীর্থে যাওয়া। ̃ যাত্রী (ত্রিন্) বিণ. বি. তীর্থে গমনকারী। ̃ সলিল বি. তীর্থস্হানের পবিত্র জল। তীর্থোদক বি. তীর্থের পবিত্র জল। 168)
তুলসী
(p. 375) tulasī বি. হিন্দুদের কাছে পবিত্র বলে পরিগণিত গাছবিশেষ বা তার পাতা, basil. [সং. তুলা + √ সো + অ + ঈ]। তুলসী চড়ানো, তুলসী দেওয়া ক্রি. বি. নারায়ণের প্রসন্নতা বা আশীর্বাদ লাভের জন্য তাঁর চরণে তুলসীপাতা দেওয়া। ̃ মঞ্চ বি. মাটির বা বাঁধানো যে বেদির উপর তুলসী গাছ রোপণ করে নিত্যপূজা করা হয়। তুলসীবনের বাঘ সাধু বলে পরিচিত অসাধু ব্যক্তি বা দুর্জন। 222)
ত্রি
(p. 387) tri বি. বিণ. 3 সংখ্যা বা সংখ্যক। [সং. √ তৃ + ই]। ̃ কাল বি. অতীত, বর্তমান, ভবিষ্যত্ এই তিন কাল; সর্বকাল। ̃ কালজ্ঞ, ̃ কাল-দর্শী (-র্শিন্) বিণ. অতীত বর্তমান ও ভবিষ্যত্ এই তিন কালের সমস্ত ঘটনা বা সবই জানেন এমন; সর্বজ্ঞ। ̃ কুল বি. পিতৃকুল, মাতৃকুল ও শ্বশুরকুল। ̃ কোণ বিণ. তিন কোণবিশিষ্ট, তেকোনা। বি. (জ্যামি.) ত্রিভুজ; তেকোনা ক্ষেত্র। ̃ কোণ-মিতি বি. ত্রিকোণক্ষেত্র পরিমাপক গণিতশাস্ত্র, trigonometry. ̃ গঙ্গ বি. গঙ্গা, যমুনা, সরস্বতী এই তিন নদীর মিলনক্ষেত্র; ত্রিবেণী; প্রয়াগ। ̃ গণ বি. ধর্ম, অর্থ ও কাম মানুষের সাধনীয় এই তিন বিষয়। ̃ গুণ বি. সত্ত্ব রজঃ তমঃ প্রকৃতির এই তিন ধর্ম বা 'গুণ'। বিণ. 1 উক্ত তিন গুণবিশিষ্ট; 2 তিন দ্বারা গুণিত। ̃ গুণা বি. দুর্গা। বিণ. (স্ত্রী.) ত্রিগুণ -এর অর্থে। ̃ গুণাতীত বিণ. সত্ত্ব রজঃ তমঃ এই তিন গুণের প্রভাব বা মায়ার বন্ধন থেকে মুক্ত। বি. পূর্ণব্রহ্ম। ̃ গুণাত্মক বিণ. সত্ত্ব রজঃ তমঃ এই তিন গুণযুক্ত। ̃ গুণাত্মিকা বিণ. (স্ত্রী.) সত্ত্ব রজঃ তমঃ এই তিন গুণযুক্তা (ত্রিগুণাত্মিকা প্রকৃতি)। ̃ ঘাত বিণ. 1 (গণি.) একই সংখ্যা ক্রমাগত দুবার নিজেকে নিজে গুণ করে এমন, cubic (যেমন ত্রিঘাত 5=53 = 5x5x5); 2 (জ্যামি.) দৈর্ঘ্য, প্রস্হ ও বেধ এই তিনটিই আছে এমন, ঘন, ত্রিমাত্রিক। ̃ চত্বারিংশত্ বি. বিণ. 43 সংখ্যক বা সংখ্যা। ̃ চত্বারিংশত্তম বিণ. 43 সংখ্যক। স্ত্রী. ̃ চত্বারিংশত্তমী। ̃ জগত্ বি. স্বর্গ, মর্ত্য ও পাতাল এই তিন জগত্। ̃ তন্ত্রী (-ন্ত্রিন্) বি. তিন তারযুক্ত বাদ্যযন্ত্র; বীণা; সেতার। ̃ তল বিণ. তেতলা (ত্রিতল অট্টালিকা)। ̃ তাপ বি. আধ্যাত্মিক, আধিদৈবিক ও আধিভৌতিক এই তিনরকম দুঃখ বা যন্ত্রণা। ̃ ত্ব বি. 1 তিনের ভাব বা সমাহার; 2 ত্রিমূর্তি; 3 (খ্রিস্টধর্মে) আধ্যাত্মিক ত্রিতত্ত্ব, trinity. ̃ দশ বি. 1 ত্রিশ সংখ্যা; 2 দেবতা। ̃ দশ-বধূ, ̃ দশ-বনিতা বি. অপ্সরা। ̃ দশ-মঞ্জরি বি. তুলসী। ̃ দশাধি-পতি বি. দেবরাজ ইন্দ্র। ̃ দশালয় বি. স্বর্গ। ̃ দিব বি. 1 স্বর্গ; 2 আকাশ। ̃ দোষ বি. বাত, পিত্ত, কফ-শরীরের এই তিন দোষ। ̃ ধা ক্রি-বিণ. 1 তিনভাবে, তিনপ্রকারে; 2 তিন দিকে। ̃ ধারা বি. 1 তিন স্রোতে বা পথে প্রবহিত নদী অর্থাত্ গঙ্গা-তিনটি স্রোতের নাম যথাক্রমে স্বর্গে মন্দাকিনী, মর্ত্যে অলকানন্দা বা ভাগীরথী এবং পাতালে ভোগবতী; 2 তিনটি ধারা বা প্রভাব। ̃ নবতি বি. বিণ. 93 সংখ্যা বা সংখ্যক। ̃ নবতি.তম বিণ. 93 সংখ্যক। স্ত্রী. ̃ নবতিতমী। ̃ নয়ন, ̃ নেত্র, ̃ লোচন বি. (তিন চক্ষুযুক্ত বলে) শিব। ̃ নয়না, ̃ নয়নী বি. (স্ত্রী.) দুর্গা। ̃ নাথ বি. 1 ত্রিভুবনের অধীশ্বর, পরমেশ্বর; 2 শিব; 3 ব্রহ্মা, বিষ্ণু, শিব এই তিন দেবতা; 4 (আঞ্চ.) সিদ্ধি ও ভাঙের দেবতা। ̃ পঞ্চাশত্ বি. বিণ. 53 সংখ্যা বা সংখ্যক। ̃ পঞ্চাশত্তম বিণ. 53 সংখ্যক। স্ত্রী. ̃ পঞ্চাশত্তমী। ̃ পত্র বি. বেলপাতা। বিণ. তিনটি পাতাযুক্ত। &tilde ; পথগা, ̃ পথগামিনী স্বর্গ, মর্ত্য ও পাতাল এই তিন চরণবিশিষ্ট বাংলা ছন্দ। ̃ পর্ণ বি. পলাশ গাছ। বিণ. তিনটি পাতাযুক্ত। ̃ পাদ বি. (তিনটি পা আছে বলে) বিষ্ণুর বামনাবতার। বিণ. 1 তিনটি পাযুক্ত; 2 তিন পদাঙ্ক পরিমাণ (ত্রিপাদ ভূমি); 3 চার ভাগের তিন ভাগ। ̃ পাপ বি. অতিপাতক, মহাপাতক ও উপপাতক এই তিনরকম পাপ। ̃ পিটক বি. সুত্ত (সূত্র) অভিধম্ম (অভিধর্ম) ও বিনয় এই তিন ভাগে বিভক্ত বৌদ্ধ শাস্ত্রগ্রন্হ। ̃ পুণ্ড্র, ̃ পুণ্ড্রক বি. ললাটে ত্রিশূলের মতো অঙ্কিত তিলক। ̃ ফলা বি. হরীতকী, আমলকী ও বিভীতকী (বহেড়া) এই তিন ফল। ̃ বর্গ বি. 1 ধর্ম, অর্থ, কাম এই তিনটি; 2 সত্ত্ব, রজঃ, তমঃ এই তিনটি। ̃ বর্ণ, ̃ বর্ণক বি. ব্রাহ্মণ, ক্ষত্রিয় ও বৈশ্য-হিন্দু জাতির এই তিন শ্রেণি। ̃ বলি বি. কণ্ঠ বা শরীরের অন্যত্র মাংস সংকোচনের ফলে সৃষ্ট তিনটি রেখা বা ভাঁজ ('ত্রিবলি তব ভুরুতে':সু.দ.)। ̃ বার্ষিক - ত্রৈবার্ষিক -এর অনুরূপ। ̃ বিক্রম বি. বামনরূপী বিষ্ণু, ত্রিলোকে তাঁর তিনটি 'বিক্রম' বা পদক্ষেপ বলে। ̃ বিদ্যা বি. ঋক্, সাম, যজুঃ এই তিন বেদ, ত্রয়ী। ̃ বিধ বিণ. তিনরকম (ত্রিবিধ উপায়)। ̃ বৃত্ত বিণ. ত্রিগুণিত, তিনবার গুণ করা হয়েছে এমন। ̃ বেণী বি. গঙ্গা, যমুনা ও সরস্বতী এই তিনটি নদী অথবা তাদের সংযোগস্হল বা বিয়োগস্হল। ̃ বেদী (-দিন্) বি. 1 ঋক্ সাম যজুঃ এই তিনটি বেদ অধ্যয়নকারী; 2 এই তিন বেদ অধ্যয়নকারী ব্রাহ্মণের বংশগত উপাধিবিশেষ, তেওয়ারি। ̃ ভঙ্গ বিণ. শরীরের তিন স্হানে বক্রতাযুক্ত। বি. শ্রীকৃষ্ণ। ত্রিভঙ্গমুরারি বি. শ্রীকৃষ্ণ। ̃ ভঙ্গিম বিণ. ত্রিভঙ্গ। ̃ ভুজ (জ্যামি.) বি. তিনটি সরলরেখা দ্বারা বেষ্টিত ক্ষেত্র। ত্রিভুজ, বিষমবাহু যে ত্রিভুজের তিনটি বাহু পরস্পর অসমান। ত্রিভুজ, সমকোণী যে ত্রিভুজের একটি কোণ সমকোণ। ত্রিভুজ, সমদ্বিবাহু যে ত্রিভুজের দুটি বাহু সমান। সমবাহু ত্রিভুজ যে ত্রিভুজের তিনটি বাহুই পরস্পর সমান। ত্রিভুজ, সূক্ষ্মকোণী যে ত্রিভুজের তিনটি কোণই সূক্ষ্মকোণ। ̃ ভুবন বি. স্বর্গ, মর্ত্য ও পাতাল। ̃ মাত্রিক বিণ. (জ্যামি.) দৈর্ঘ্য, প্রস্হ ও বেধ আছে এমন, ত্রিঘাত। ̃ মূর্তি বি. ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর; এই তিন দেবতার যুক্তমূর্তি; (ব্যঙ্গে) তিন ঘনিষ্ঠ ব্যক্তি বা তিন ব্যক্তি একত্রে। ̃ যামা বি. 1 রাত্রি; 2 তিন যাম অর্থাত্ প্রহরবিশিষ্ট রাত্রি-বস্তুত চার যামে এক রাত্রি হয়, কিন্তু প্রথম প্রহরের প্রথমার্ধ ও শেষ প্রহরের শেষার্ধ যথাক্রমে সন্ধ্যা ও উষার মধ্যে ধরা হয় বলে রাত্রিকে ত্রিযামা বলা হয়। ̃ রত্ন বি. বুদ্ধ ধর্ম ও সংঘ; বৌদ্ধদের এই তিন পবিত্র বস্তু। ̃ রাত্র বি. 1 তিন রাত্রি; 2 মধ্যবর্তী দুই দিনের সঙ্গে তিন রাত্রি; 3 তিন রাত্রিব্যাপী উপবাস বা উত্সব। ̃ লোক বি. স্বর্গ, মর্ত্য ও পাতাল। ̃ লোচন বি. শিব। ̃ শঙ্কু বি. 1 জনৈক পৌরাণিক রাজা-ইনি সশরীরে স্বর্গে যেতে অসমর্থ হয়ে শেষে স্বর্গ-মর্ত্যের অন্তরালে নক্ষত্রলোকে অবস্হান করতে বাধ্য হয়েছিলেন; 2 (আল.) অনিশ্চিত অবস্হায় পড়েছে এমন ব্যক্তি (আমার এখন ত্রিশঙ্কু অবস্হা)। ̃ শূল বি. তিনটি সূক্ষ্ম ফলকবিশিষ্ট অস্ত্রবিশেষ, শিবের অস্ত্র। ̃ শূলী (-লিন্), ̃ শূল-ধারী (-রিন্) বিণ. ত্রিশূল ধারণ করেছে এমন। বি. শিব। স্ত্রী. ̃ শূল-ধারিণী। ̃ সংসার বি. স্বর্গ, মর্ত্য, পাতাল; ত্রিভুবন (ত্রিসংসারে তার কেউ নেই)। ̃ ষষ্ঠি বি. বিণ. 63 সংখ্যা বা সংখ্যক। ̃ ষষ্ঠিতম বিণ. 63 সংখ্যক। স্ত্রী. ̃ ষষ্ঠিতমী। ̃ সন্ধ্যা বি. প্রাতঃকাল মধ্যাহ্ন অপরাহ্ন এই তিন বেলা। ̃ সপ্ততি বি. বিণ. 73 সংখ্যা বা সংখ্যক। ̃ সপ্ততি-তম বিণ. 73 সংখ্যক। স্ত্রী. ̃ সপ্ততি-তমী। ̃ সীমা, ̃ সীমানা বি. 1 তিন প্রান্ত; 2 নৈকট্য, সান্নিধ্য (তুমি এ বাড়ির ত্রিসীমানায় আসবে না)। ̃ স্রোতা, (বর্জি.) ̃ স্রোতঃ (-তস্) বি. 1 ত্রিধারা, গঙ্গা; 2 তিস্তা নদী। 90)
দরগা
(p. 399) daragā বি. পিরের কবর ও তত্সংলগ্ন পবিত্র স্মৃতিমন্দির। [ফা. দরগাহ্]। 14)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2535034
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140555
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730824
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 943032
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883619
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838501
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696708
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603097

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us