Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

বৈপরীত্য) দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অ৩
(p. 1) a3 অব্য সমাসে অন্য পদের পূর্বে 'নঞ্' এই অব্যয়ের স্হানবর্তী হয়ে অভাবাদি অর্থ প্রকাশ করে, যথা- অভাব অর্থে (অযত্ন, অভয়), বিরোধ বা বৈপরীত্য (অসুর, অধর্ম), অন্যত্ব (অহিন্দু, অবা়ঙালি), অল্পতা (অজন্মা, অবোধ), অপ্রশস্ততা বা অযোগ্যতা (অকাল, অকর্ম); পরবর্তী পদের প্রথম বর্ণ স্বরবর্ণ হলে অ-স্হানে অন্ হয় (অন্+ইচ্ছা অনিচ্ছা, এইভাবে অনায়াস, অনলস)। 4)
আ৩
(p. 77) ā3 অব্য. ঈষত্ সম্যক বৈপরীত্য সীমা না (নঞ্) অল্প প্রভৃতির সূচক উপসর্গ (আরক্ত, আগত, আসমুদ্র, আঢাকা, আধোয়া)। 4)
গর
(p. 242) gara অব্য. (পূর্বপদে) অভাব, বৈপরীত্য, নঞ্ (-ন) ইত্যাদি সূচক (গররাজি, গরহাজির)। [আ. গয়র্]। 8)
না৩
(p. 451) nā3 অব্য. বি. বৈপরীত্য বা নিষেধসূচক (যাব না, ' যেওনা যেওনা ফিরে': রবীন্দ্র); 2 আপত্তি বা অমতসূচক (তার সবকিছুতেই না); 3 অনুরোধ বা আদেশসূচক ('আমায় থাকতে দে না': রবীন্দ্র; চিঠিটা পড়েই দেখ না); 4 সংশয়, সন্দেহ বা অনিশ্চয়তাসূচক (রোদ উঠবে না?); 5 আধিক্যসূচক (সেখানে কত-না মজা); 6 প্রশ্নসূচক বা বিস্ময়সূচক (বেড়াতে যাবে না? সে কি আজও যাবে না?); 7 অভাবসূচক (আমার না আছে টাকা না আছে জমি); 8 অথবা, কিংবা (কিছুই নেই, না অন্ন না বস্ত্র); 9 বিনা, ব্যতীত (না বুঝে কাজ কোরো না); 1 স্বকথিত প্রশ্ন ও উত্তরের সংযোগবাচক (অর্থ কী? না অনর্থের মূল); 11 ছড়ায় বা গানে স্বার্থে (একই অর্থে) প্রযুক্ত ('কোন না কোন কাম করে') [সং. ন]। ̃ বাচক, ̃ ধর্মী বিণ. না বোঝায় এমন, negative. 11)
পরা2
(p. 495) parā2 উপ. আতিশষ্য বৈপরীত্য ইত্যাদি সূচক (পরক্রম, পরাজয়) [সং. পৃ + আ]। 8)
বি
(p. 605) bi বৈপরীত্য (বিপক্ষ); অভাব, বিহীনতা (বিগুণ, বিকল), মন্দত্ব (বিপথ), বিকার (বিবর্ণ), বিশেষ (বিখ্যাত) প্রভৃতি ভাবসূচক উপসর্গবিশেষ। [সং.]। 62)
বিপর্যাস
(p. 619) biparyāsa বি. 1 ওলটপালট; 2 বৈপরীত্য, ক্রম বা অবস্হার বৈপরীত্য বা ব্যতিক্রম (বাক্যে অন্বয়ের বিপর্যাস)। [সং. বি + পরি + √ অস্ + অ]। 15)
বিপর্যয়
(p. 619) biparyaẏa বি. 1 ওলটপালট, অবস্হায় ব্যাপক ও অবাঞ্ছিত পরিবর্তন; 2 বিশৃঙ্খল ও দুর্ভাগ্যজনক ঘটনা বা অবস্হা (প্রাকৃতিক বিপর্যয়); 3 বৈপরীত্য, বিপর্যাস, ব্যতিক্রম (বর্ণবিপর্যয়); 4 ধ্বংস, লোপ। [সং. বি + পরি + √ ই + অ]। বিপর্যস্ত বিণ. বিপর্যয়গ্রস্ত; সম্পূর্ণ পরিবর্তিত; বিশৃঙ্খলাবস্হাগ্রস্ত; ছত্রভঙ্গ (বিপর্যস্ত সমাজব্যবস্হা)। 14)
বিরোধ
(p. 625) birōdha বি. 1 অনৈক্য; বৈষম্য, পরস্পর বৈপরীত্য (মতবিরোধ); 2 শত্রুতা বা অসদ্ভাব; 3 কলহ, দ্বন্দ্ব। [সং. বি + √ রুধ্ + অ]। ̃ মূলক বিণ. বৈষম্যমূলক, অনৈক্যমূলক; শত্রুভাবাপন্ন, শত্রুতামূলক। বিরোধাভাস বি. অর্থালংকারবিশেষ-যেখানে বিরোধ না থাকলেও বিরোধের ভাব প্রতীত হয়। বিরোধিত বিণ. বিরোধযুক্ত; বিরোধিতাপূর্ণ। বিরোধী (-ধিন্) বিণ. 1 বিরুদ্ধ (শাস্ত্রবিরোধী); 2 প্রতিপক্ষ (বিরোধী দল); 3 প্রতিবাদী, ভিন্নমতপোষণকারী (তিনি এই মতের বিরোধী)। বি. শত্রু, বিপক্ষ। বি. বিরোধিতা। 7)
বে2
(p. 633) bē2 অভাব বৈপরীত্য বিরোধ নিন্দা হীনতা প্রভৃতি সূচক উপসর্গবিশেষ (বেদম, বেওয়ারিশ, বেদরদি)। [ফা. বে]। 92)
বৈজাত্য
(p. 644) baijātya বি. 1 বিজাতীয়তা, বিজাতীয়ের ভাব (বৈজাত্যবোধ); 2 জাতির বা স্বভাবের বৈপরীত্য। [সং. বিজাত + য]। 15)
বৈপরীত্য
(p. 644) baiparītya বি. 1 বিপরীত ভাব (স্বভাবের বৈপরীত্য); 2 বিরুদ্ধতা (প্রকৃতির বৈপরীত্য); 3 বিপর্যয়। [সং. বিপরীত + য]। 43)
ব্যতি-ক্রম
(p. 648) byati-krama বি. 1 অন্যথা, ব্যত্যয়, exception (নিয়মের ব্যতিক্রম), 2 লঙ্ঘন, নিয়ম ক্রম ইত্যাদির বিপর্যয়, বৈপরীত্য, বিপর্যাস। [সং. বি + অতি + √ ক্রম্ + অ]। ব্যতি-ক্রমী বিণ. 1 ব্যতিক্রম করে এমন; 2 ব্যতিক্রম হিসাবে অর্থাত্ বিশিষ্ট বা অসাধারণ হিসাবে গণনীয় (ব্যতিক্রমী লেখক, ব্যতিক্রমী শিল্পী)। ব্যতি-ক্রান্ত বিণ. 1 ব্যতিক্রমযুক্ত, লঙ্ঘিত; 2 অতিক্রান্ত, বিগত (ব্যতিক্রান্ত যুগ)। 14)
ব্যত্যাস
(p. 648) byatyāsa বি. ব্যত্যয়, বিপর্যয়। [সং. বি + অতি + √ অস্ + অ]। ব্যত্যস্ত বিণ. 1 ব্যতিক্রান্ত; 2 বৈপরীত্যযুক্ত; 3 ঢেরা চিহ্নের মতো বিপরীতভাবে অবস্হিত, crossed. 23)
ব্যত্যয়
(p. 648) byatyaẏa বি. ব্যতিক্রম, বৈপরীত্য, অন্যথা, বিপর্যাস (সংকল্পের ব্যত্যয়, নিয়মের ব্যত্যয়)। [সং বি. + অতি + √ ই + অ়]। 21)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534989
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140520
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730765
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942965
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883602
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838500
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696692
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603092

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us