Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

ব্যবহার্য। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অকেজো
(p. 4) akējō বিণ. 1 অকর্মণ্য, নিষ্কর্মা; 2 অব্যবহার্য। [ম. বাং. আকাজুয়া আ. বাং. অকাজুয়া (অকাজ+উয়া ও)]। 7)
অচল
(p. 8) acala বিণ. 1 গতিহীন, স্হির (অচলপ্রতিষ্ঠ); 2 অটল; 3 অপ্রচলিত. অব্যবহার্য; 4 বাতিল (অচল প্রথা); 5 জাল, মেকি (অচল টাকা); 6 নির্বাহ করা বা পরিচালনা করা কঠিন এমন (অচল সংসার); 7 যথারীতি কাজ করা প্রায় অসম্ভব এমন (অচল অবস্হা); 8 পতিত (সমাজে অচল); 9 অকেজো (অচল ঘড়ি); 1 নিস্পন্দ (অচল নাড়ি)। বি. পর্বত। [সং. ন+চল]। অচলা বিণ. (স্ত্রী.) অচঞ্চলা, স্হিরা (অচলা ভক্তি)। বি. পৃথিবী। ̃ ন বি. অপ্রচলন। ̃ নীয় বিণ. প্রচলনের অযোগ্য। ̃ .রাজ বি. পর্বতরাজ, হিমালয়। অচলায়তন বি. প্রগতিবর্জিত ও গোঁড়ামিপূর্ণ প্রতিষ্ঠান। অচলিত বিণ. অপ্রচলিত (অচলিত রচনা)। 61)
অপ্রযুক্ত
(p. 42) aprayukta বিণ. 1 প্রয়োগ করা বা ব্যবহার করা হয়নি এমন, অব্যবহৃত; 2 অসংগত; 3 অযোগ্য। [সং. ন + প্রযুক্ত]। ̃ তা বি. অব্যবহার্যতা; প্রয়োগ করা যায় না এমন অবস্হা; অসংগতি। 22)
অব্যব-হার
(p. 50) abyaba-hāra বি. ব্যবহার বা প্রয়োগের অভাব; কাজে না লাগানো। [সং. ন + ব্যবহার]. অব্যবহার্য বিণ. ব্যবহার করার পক্ষে অযোগ্য, ব্যবহার করা যায় না এমন, কাজের নয় এমন। অব্যবহৃত বিণ. ব্যবহার করা হয়নি এমন, কাজে লাগানো হয়নি এমন; নতুন। 29)
আচরণ
(p. 85) ācaraṇa বি. 1 ব্যবহার, চালচলন; 2 পালন, অনুষ্ঠান (ধর্মাচরণ, পাপাচরণ)। [সং. আ + √ চর্ + অন]। ̃ .বিধি বি. চালচলনের বা মেনে চলার জন্য নিয়মাবলি। আচরণীয় বিণ. 1 আচরণের যোগ্য; ব্যবহার্য; 2 অনুষ্ঠান বা পালন করার যোগ্য। আচরিত বিণ. আচরণ করা হয়েছে এমন। 6)
কুঁদরু
(p. 192) kun̐daru বি. তরকারিরূপে ব্যবহার্য পটোলের মতো ফলবিশেষয [সং. কুন্দুরুকী]। 37)
কোষা
(p. 210) kōṣā বি. পূজায় ব্যবহার্য তামার তৈরি জলপাত্রবিশেষ; ডোঙা। [সং. কোষ + বাং. আ]। 63)
খারাপ
(p. 226) khārāpa বিণ. 1 মন্দ, বদ (খারাপ কাজ, খারাপ লোক); 2 খেলো, নিকৃষ্ট, বাজে (খারাপ কাপড়) ; 3 দুষ্ট, নষ্ট (খারাপ চরিত্রের লোক); 4 অভদ্র (খারাপ ব্যবহার); 5 অশ্লীল, অশালীন (খারাপ কথা); 6 রুক্ষ, উগ্র (খারাপ মেজাজ) ; 7 দুঃখিত, ব্যথিত (মন খারাপ); 8 অসুস্হ (শরীর খারাপ) ; 9 বিকল, অব্যবহার্য (ফোন খারাপ হয়েছে); 1 দুর্দশাগ্রস্ত (খারাপ অবস্থা); 11 দুশ্চিকিত্ স্য ; সংক্রামক (খারাপ রোগ); 12 দূষিত (খারাপ রক্ত) ; 13 অশুভ (খারাপ দিন); 14 কুশ্রী, অসুন্দর (খারাপ চেহারা) ; 15 বিকৃত (মাথা খারাপ); 16 নোংরা (মুখ খারাপ করা); 17 অসত্ মতলব বা অভিপ্রায়যুক্ত (খারাপ নজর, খারাপ দৃষ্টি)। [আ. খরাব্]। 78)
খুন্তি
(p. 231) khunti বি. রান্নার কাজে ব্যবহার্য খন্তার মতো ছোট হাতা। [সং. খনিত্র]। 17)
খেলা
(p. 232) khēlā বি. 1 ক্রীড়া (বল নিয়ে খেলা); 2 কৌতুক বা পারদর্শিতা প্রদর্শন (সাপ খেলা, ছোরা খেলা) ; 3 লীলা, অবস্হাবিশেষের আচরণ ('এই খেলা তো শেষ খেলা নয়': রবীন্দ্র) ; 4 ভোজবাজি (ভানুমতীর খেলা)। ক্রি. 1 খেলা করা (ছেলেরা মাঠে খেলছে); 2 স্ফুরিত বা বিকশিত হওয়া (মাথায় একটা বুদ্ধি খেলে গেল) ; 3 বুদ্ধিযুক্ত হওয়া (অঙ্কটা তার মাথায় ঠিক খেলে না)। [সং. √খেল্ + বাং. আ]। খেল বি. 1 ক্রীড়া; 2 ভোজবাজি (ভানুমতীর খেল)। খেলনা বি. ক্রীড়নক, পুতুল। বিণ. ক্রীড়নকরূপে ব্যবহার্য (খেলনা-পুতুল)। ̃ ঘর বি. (আল.) কৃত্রিম সংসার। ̃ ধুলা বি. তুচ্ছ জিনিস নিয়ে শিশুদের ক্রীড়াকৌতুক; নানাবিধ খেলা। ̃ নো ক্রি. 1 খেলা করানো (ছেলেদের খেলাচ্ছে); 2 চালনা করে কৌতুক দক্ষতা রঙ্গ ইত্যাদি প্রদর্শন করা (সাপ খেলানো) ; 3 ইচ্ছামতো পরিচালিত করা (মাছটাকে খেলাচ্ছি, পুলিশ চোরকে খেলাচ্ছে)। 42)
গর্জন তেল
(p. 243) garjana tēla বি. মাটির পুতুল প্রতিমা ইত্যাদির রঙে ঔজ্জ্বল্য দেবার জন্য এবং মালিশ হিসাবে ব্যবহার্য গাছের রসবিশেষ। [তু. সং. সর্জরস তৈল]। 9)
গাছ
(p. 246) gācha বি. 1 শিকড় কাণ্ড ও শাখাযুক্ত উদ্ভিদ, বৃক্ষ, তরু (আমগাছ, বটগাছ, গাছে ওঠা); 2 গাছের আকৃতিবিশিষ্ট বস্তু (ঘানিগাছ); 3 লতা, গুল্ম, তৃণ (লাউ গাছ)। বিণ. গাছের মতো লম্বা (মেয়েটা দিন দিন গাছ হয়ে উঠছে)। [সং. গচ্ছ]। গাছকোমর বাঁধা ক্রি. বি. (সাধারণত মেয়েদের সম্বন্ধে) গাছে ওঠার সময় বা অন্য কোনো ভারী কাজ করার সময় বস্ত্রাঞ্চল কোমরে জড়ানো। গাছে চড়ানো (আল.) ক্রি. বি. অযথা প্রশংসা করে বা চাটু বাক্য বলে কাউকে গর্বিত করা। গাছে তুলে মই কেড়ে নেওয়া ক্রি. বি. (বিদ্রুপে) প্ররোচনা দিয়ে কঠিন বা বিপজ্জনক কাজে লিপ্ত করবার পর অসহায় অবস্হায় ফেলে চলে যাওয়া। গাছে কাঁঠাল গোঁফে তেল, গাছে না উঠতেই এক কাঁদি (বিদ্রুপে) কাজ শুরুর আগেই ফল উপভোগের ব্যবস্হা। ̃ গাছড়া বৃক্ষলতাদি; ওষুধে ব্যবহৃত উদ্ভিজ্জ বস্তু। ̃ ড়া বি. যেকোনো ক্ষুদ্র বন্য গাছ বা গুল্মলতা; ওষুধে ব্যবহার্য উদ্ভিজ্জ। ̃ পাথর বি. হিসাবের নির্দেশক (তার বয়েসের গাছপাথর নেই-অর্থাত্ অনেক বয়েস হয়েছে)। ̃ পালা বি. বৃক্ষলতাপাতা; নানারকম গাছ ও লতাপাতা। 22)
গোপিকা, গোপিনী, গোপী
(p. 256) gōpikā, gōpinī, gōpī বি. 1 গোয়ালিনি; 2 গোপবধূ। [সং. গোপ+ক+আ; গোপ+বাং. ইনি]। গপিনী-বল্লভ, গোপী-জন-বল্লভ বি. শ্রীকৃষ্ণ। গোপী-চন্দন বি. বৈষ্ণবদের ব্যবহার্য তিলকমাটি। গোপী-যন্ত্র বি. এক তারযুক্ত বাদ্যযন্ত্রবিশেষ। 96)
চেলি
(p. 294) cēli বি. পট্টবস্ত্রবিশেষ, বিবাহাদিতে ব্যবহার্য রেশমি কাপড়বিশেষ। [সং. চেল]। 81)
টোপর
(p. 348) ṭōpara বি. 1 হিন্দুদের বিবাহে বরের ব্যবহার্য শোলার তৈরি টুপিবিশেষ; 2 হিন্দুদের দেবদেবীর মাথার শোলার টুপি। [বাং. টোপ1 + র]। 11)
ডাক-বাংলা, ডাক-বাংলো
(p. 355) ḍāka-bāṃlā, ḍāka-bāṃlō বি. সরকারি কর্মচারী ও ভ্রমণকারীদের ব্যবহার্য সরকারি পান্হশালা। [বাং. ডাক + হি. বাংলা (বড় ঘরবিশেষ)]। 16)
ডোবা1
(p. 357) ḍōbā1 বি. জলপূর্ণ গর্ত; ছোট ও সচরাচর অব্যবহার্য জলাশয়। [দেশি]। 64)
ঢাল2
(p. 361) ḍhāla2 বি. অস্ত্রাদির আঘাত প্রতিরোধে ব্যবহার্য চামড়া ইত্যাদির তৈরি ফলক, বর্ম। [সং. ঢাল]। ঢালী বিণ. বি. 1 ঢালধারী, ঢালধারী যোদ্ধা; 2 উপাধি বা পদবিবিশেষ। 3)
তাড়ু1
(p. 373) tāḍ়u1 বি. ময়রার ব্যবহার্য কাঠের হাতাবিশেষ। [সং. তর্দু]। 55)
তুক্ক
(p. 375) tukka বি. 1 তির ছোড়া শিক্ষার সময় ব্যবহার্য হুলহীন বাণ বা তির, ভোঁতা তির; 2 (অল.) শ্লোকের শেষ বা চতুর্থ চরণ; 3 কীর্তনের অঙ্গবিশেষ। [ফা. তুকা]। 178)
নিয়ামক
(p. 461) niẏāmaka বিণ. 1 নিয়ন্ত্রণকারী (নিয়ামক আইন); 2 পরিচালক, controller (বিশ্ববিদ্যালয়ের পরীক্ষানিয়ামক); 3 নিয়মকর্তা; 4 (জ্যামি.) বক্রাদি অঙ্কনে ব্যবহার্য স্হির রেখা, directrix (বি. প.)। [সং. নি + √ যম্ + অক]। 119)
প্রস্হ1
(p. 552) prasha1 বি. 1 দফা (দুই প্রস্হ দাবি); 2 একই প্রয়োজনে ব্যবহার্য বস্তুসমূহ (এক প্রস্হ নতুন পোশাক, এক প্রস্হ বাসন)। [দেশি]। 26)
বাক্স, বাক্স
(p. 591) bāksa, bāksa বি. ঢাকনা বা ডালাওয়ালা এবং সচ. চৌকো আধারবিশেষ; পেটিকা। [ইং. box]। ̃ জাত, ̃ বন্দি বিণ. বাক্সের মধ্যে আবদ্ধ। ক্যাশবাক্স বি. নগদ টাকাপয়সা রাখার বাক্স। হাতবাক্স বি. নগদ টাকাপয়সা ও ছোটোখাটো নিত্যব্যবহার্য জিনিসপত্র রাখার ছোটো বাক্সবিশেষ। 38)
বার৪
(p. 600) bāra4 বি. 1 উকিলসমাজ; 2 কোনো আদালতের উকিলসমূহ (বার সমিতি)। [ইং. bar]। বার লাইব্রেরি বি. আইনজীবীদের ব্যবহার্য প্রধানত আইনবিষয়ক গ্রন্হের সংগ্রহ। ̃ সমিতি বি. উকিলদের সংস্হা। 48)
বিড়া
(p. 611) biḍ়ā বি. 1 হাঁড়ি কলসি প্রভৃতি রাখার জন্য খড় দড়ি ইত্যাদি দিয়ে প্রস্তুত বেষ্টনীবিশেষ; 2 জড়িয়ে বাঁধা পানের ছোটো বাণ্ডিল বা গোছ; 3 মাথায় ভার বহনের জন্য বা পাগড়িরূপে ব্যবহার্য খড় দড়ি ইত্যাদির তৈরি বেষ্টনীবিশেষ। [সং. বীটি-তু. প্রাকৃ. বীড়ি, বীডিআ]। 66)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534931
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140472
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730687
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942895
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883585
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838492
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696667
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603086

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us