Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

প্রস্হ1 এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  প্রস্হ1 এর বাংলা অর্থ হলো -

(p. 552) prasha1 বি. 1 দফা (দুই প্রস্হ দাবি); 2 একই প্রয়োজনে ব্যবহার্য বস্তুসমূহ (এক প্রস্হ নতুন পোশাক, এক প্রস্হ বাসন)।
[দেশি]।
26)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


পুনর্বার
(p. 523) punarbāra ক্রি-বিণ. আবার, পুনরায় (পুনর্বার যেন ওকথা না শুনি)। [সং. পুনঃ + বার]। 75)
প্রণয়ী
প্রস্তার
(p. 552) prastāra বি. 1 তৃণশয্যা; 2 ঘাসবন; 3 ব্যাপ্তি, বিস্তার। [সং. প্র + √ স্তৃ + অ]। 24)
পরি-বর্তন
প্রতিজ্ঞ
(p. 538) pratijña দ্র প্রতিজ্ঞা। 86)
পাললিক
প্রকাশ
(p. 537) prakāśa বি. 1 প্রদর্শন, প্রকটন (বীরত্ব প্রকাশ); 2 প্রচার (মহিমা প্রকাশ); 3 ব্যক্ত করা বা হওয়া (দুঃখ প্রকাশ); 4 উদয়, বিকাশ (সূর্যের প্রকাশ); 5 প্রস্ফুটন (ফুলের প্রকাশ); 6 সাধারণের কাছে জাহির (গুপ্তকথা প্রকাশ); 7 ছাপিয়ে বিক্রয়ের ব্যবস্হা (পত্রিকা বা পুস্তক প্রকাশ)। বিণ. ব্যক্ত; বিজ্ঞাত; প্রচারিত (প্রকাশ থাকে যে)। [সং. প্র + √ কাশ্ + অ]। ̃ ক বিণ. প্রকাশকারী। বি. যে ব্যক্তি পুস্তকাদি ছেপে প্রকাশ করে, publisher. স্ত্রী. প্রকাশিকা। ̃ ন, ̃ না বি. পুস্তকাদি প্রকাশিত করা। ̃ নীয় বিণ. প্রকাশের যোগ্য। ̃ মান বিণ. প্রকাশিত হচ্ছে বা প্রকাশ পাচ্ছে এমন; স্পষ্ট, ব্যক্ত। প্রকাশিত বিণ. প্রকাশ করা হয়েছে এমন। প্রকাশ্য বিণ. 1 প্রকাশযোগ্য; 2 প্রকাশিত হবে এমন (ক্রমশ প্রকাশ্য); 3 সাধারণের অধিগম্য (প্রকাশ্য সভা); 4 খোলাখুলি, সকলের সামনের কৃত বা সংঘটিত (প্রকাশ্য বিচার)। প্রকাশ্য দিবালোকে ক্রি-বিণ. দিনের বেলায় এবং সকলের সামনে। প্রকাশ্যে, প্রকাশ্যত ক্রি-বিণ. সাধারণের সামনে। 6)
প্রমিত
প্রষ্টব্য
পেট
(p. 531) pēṭa বি. 1 উদর, জঠর; 2 পাকস্হলী (জলটুকুও পেটে থাকছে না); 3 গর্ভ (পেটে ধরা); 4 (অশি.) গর্ভসঞ্চার (পেট হয়েছে); 5 মন (পেটের কথা পেটেই রাখো); 6 উদরান্ন (পেট চালানো)। [তা. পেটু?]। পেট আঁটা ক্রি. বি. কোষ্ঠবদ্ধ হওয়া। পেট কাটা ক্রি. বি. (কথ্য) পেটে অস্ত্রোপচার করা। পেট-কাটা বিণ. পেট দেখা যায় এমন (পেট-কাটা ব্লাউজ); পেট কাটা গেছে বা কাটা হয়েছে এমন। পেট খসা ক্রি. বি. (অশি.) গর্ভপাত হওয়া। পেট খারাপ হওয়া ক্রি. বি. উদরাময় হওয়া, পাতলা পায়খানা হওয়া। পেট গরম হওয়া ক্রি. বি. বদহজম হওয়া। পেঁট চলা ক্রি. বি. পেটের খোরাক জোগাড় হওয়া। পেট চালানো ক্রি. বি. নিয়মিতভাবে পেটের খোরাক জোগাড় করা। পেট নামা ক্রি. বি. পাতলা পায়খানা হওয়া। পেট ফাঁপা ক্রি. বি. বদহজমের জন্য পেট বায়ু জমা। পেট ভরা ক্রি. বি. খাদ্য খেয়ে পেট পূর্ণ হওয়া। পেট মরা ক্রি. বি. (অনাহার বা অল্পাহারের ফলে) আহারের শক্তি হারানো। ̃ মোটা বিণ. 1 ভুঁড়িওয়ালা; 2 মধ্যদেশ স্ফীত এমন (পেটমোটা জালা)। ̃ রোগা বিণ. পেটের অসুখে প্রায়ই ভোগে এমন; দুর্বল হজমশক্তিবিশিষ্ট। ̃ সর্বস্ব বিণ. কেবল খাওয়ার কথা বলে বা ভাবে এমন; পেটুক। পেট হওয়া ক্রি. বি. (অশি.) গর্ভসঞ্চার হওয়া। পেটে আসা ক্রি. বি. গর্ভে জন্ম নেওয়া (সেই বছরই তাঁর প্রথম সন্তান পেটে আসে)। পেটে থাকা ক্রি. বি. 1 হজম হওয়া (কোনো খাবারই তার পেটে থাকে না); 2 মনে গোপন থাকা (কোনো কথাই তার পেটে থাকে না)। পেটে ধরা ক্রি. বি. গর্ভে বহন করা (এমন সন্তান পেটে ধরেছি)। পেটে বিদ্যে থাকা ক্রি. বি. লেখাপড়া জানা। পেটে সওয়া ক্রি. বি. হজম করতে পারা (এসব খাবার আমার পেটে সয় না)। পেটে খিদে মুখে লাজ মনের প্রবল বাসনা লজ্জাবশত প্রকাশ না করা। পেটে খেলে পিঠে সয় (উক্তি) লাভের জন্য কষ্ট সহ্য করা যায়। পেটের কথা বি. মনের কথা, মনের গোপন কথা। পেটের ছেলে বি. নিজের গর্ভজাত ছেলে। পেটের জ্বালা বি. খিদের জ্বালা, ক্ষুধার তাড়না। পেটের দায় বি. ক্ষুধার তাড়না। পেটের ভিতর হাতপা সেঁধিয়ে যাওয়া ক্রি. বি. অত্যন্ত ভীত বা দুশ্চিন্তাগ্রস্ত হওয়া। পেটের শত্রু বি. যে সন্তান মায়ের দুঃখের কারণ হয়। কাঁচা পেট বি. গর্ভের প্রথম অবস্থা বা প্রসবের ঠিক পরের অবস্হা। খালি পেট বি. ক্ষুধার্ত অবস্হা। বিপ. ভরা পেট। নাদা পেট বি. বিণ. ভুঁড়ি বা ভুঁড়িবিশিষ্ট। 22)
পরি-হিত
পুলি2
(p. 526) puli2 বি. কপিকল, ভারী জিনিস নীচ থেকে উপরে সহজে তোলবার জন্য ব্যবহৃত চাকাযুক্ত কলবিশেষ। [ইং. pulley]। 73)
পরি-বহণ
(p. 499) pari-bahaṇa বি. 1 (মানুষ মালপত্র ইত্যাদি) বহন করে স্হানান্তরে নিয়ে যাওয়া, transport (স.প.); 2 (বিজ্ঞা.) কোনোকিছুর ভিতর দিয়ে বিদ্যুত্ তাপ প্রভৃতি সঞ্চালন, conduction (বি.প.)। [সং. পরি + বহন]। 18)
পরঞ্জয়
(p. 488) parañjaẏa বিণ. শত্রুজয়কারী। [সং. পর + √জি + অ (খচ্)]। 121)
প্রতি-প্রশ্ন
পজ্-ঝটিকা
(p. 484) paj-jhaṭikā বি. ষোলো মাত্রার ছন্দবিশেষ। [সং. পদ্ + ঝটিকা]। 21)
প্রভঞ্জন
(p. 548) prabhañjana বি. 1 ঝড়, প্রবল বায়ু ('প্রভঞ্জনের দোলা': প্রেমেন্দ্র); 2 বায়ু। [সং. প্র + √ ভঞ্জ্ + অন]। 25)
প্রবহমান
(p. 548) prabahamāna দ্র প্রবহ। 4)
প্রতুল
(p. 544) pratula বি. 1 প্রাচুর্য; 2 শ্রীবৃদ্ধি। বিণ. প্রচুর। [সং. প্র + তুলা (+অ)]। 15)
পক্ষিরাজ
(p. 483) pakṣirāja দ্র পক্ষী। 23)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534965
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140501
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730727
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942936
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883594
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838495
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696681
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603089

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us