Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

বিড়া এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  বিড়া এর বাংলা অর্থ হলো -

(p. 611) biḍ়ā বি. 1 হাঁড়ি কলসি প্রভৃতি রাখার জন্য খড় দড়ি ইত্যাদি দিয়ে প্রস্তুত বেষ্টনীবিশেষ; 2 জড়িয়ে বাঁধা পানের ছোটো বাণ্ডিল বা গোছ; 3 মাথায় ভার বহনের জন্য বা পাগড়িরূপে ব্যবহার্য খড় দড়ি ইত্যাদির তৈরি বেষ্টনীবিশেষ।
[সং. বীটি-তু. প্রাকৃ. বীড়ি, বীডিআ]।
66)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


বিগ্ন
(p. 605) bigna বিণ. 1 উদ্বিগ্ন, উত্কণ্ঠিত; 2 ভীত। [সং. √ বিজ্ + ত]। 130)
বিপ্র-লাভ
(p. 619) bipra-lābha বি. 1 অনর্থক বিবাদ; 2 বিরুদ্ধ বাক্য বলা। [সং. বি. + প্র √লপ্ + অ]। 32)
বাঁট1
বিগত
(p. 605) bigata বিণ. 1 যা অতীত হয়েছে এমন, অতীত, গত (বিগত বত্সর); 2 প্রস্হিত, চলে গেছে এমন, অতিক্রান্ত (বিগত যৌবন); 3 অপগত; 4 নষ্ট (বিগতশ্রী); 5 মৃত (বিগতপ্রাণ)। [সং.বি + গত]। ̃ প্রাণ বিণ. মৃত, নিষ্প্রাণ। ̃ ভী বিণ. 1 যার ভয় দূর হয়েছে; 2 নির্ভীক। ̃ যৌবন বিণ. যার যৌবন অতিক্রান্ত হয়েছে, যৌবন পার হয়ে গেছে এমন। ̃ শোক বিণ. যার দুঃখ দূর হয়েছে। ̃ শ্রী বিণ. 1 শ্রীহীন; 2 সৌন্দর্য নষ্ট হয়েছে এমন। ̃ স্পৃহ বিণ. 1 আকাঙ্ক্ষা বা বাসনা দূর হয়েছে এমন; 2 নিস্পৃহ। 123)
বল৩
(p. 580) bala3 বি. 1 দৈহিক শক্তি, গায়ের জোর (তুমি কত বল ধর); 2 ক্ষমতা, সামর্থ্য ('এত বল নাইরে তোমার': রবীন্দ্র); 3 জোর, শক্তি (মনোবল, যোগবল); 4 সৈন্য (চতুরঙ্গ বল); 5 দাবা খেলার ঘুঁটি; 6 সহায় (তিনিই আমার বল)। [সং. √ বল্ + অ]। ̃ কর, ̃ কারক বিণ. বলদায়ক, যাতে বল বা শক্তি পাওয়া যায়। ̃ গর্বিত, ̃ দৃপ্ত বিণ. শক্তিমত্ত। ̃ দ বিণ. বলকারক। ̃ পূর্বক ক্রি-বিণ. জোর করে, সবলে (বলপূর্বক ধরে নিয়ে গেছে)। ̃ প্রয়োগ বি. শক্তি ব্যবহার (বলপ্রয়োগ না করেই জিনিসটি পেতে চাই)। ̃ বত্ বিণ. 1 শক্তিযুক্ত; 2 কার্যকর, প্রচলিত, বহাল (আইনটি এখনও বলবত্ আছে)। ̃ বত্তা বি. শক্তিশালিতা, শক্তিমত্তা। ̃ বন্ত বিণ. 1 বলবান; 2 বলবত্। [সং. বল + বাং. বন্ত]। ̃ বান (-বত্) বিণ. শক্তিশালী, ক্ষমতাবান। স্ত্রী. ̃ বতী। ̃ বর্ধক বিণ. শক্তিবৃদ্ধিকারী। ̃ বর্ধন বি. শক্তির বৃদ্ধি। বিণ. শক্তিবৃদ্ধিকারী। ̃ বিদ্যা বি. পদার্থের বেগসম্বন্ধীয় বিজ্ঞান, mechanics. ̃ বিন্যাস বি. যুদ্ধের জন্য সৈন্যস্হাপন; ব্যূহরচনা। ̃ ভরসা বি. জোর এবং অবলম্বন (তিনিই আমাদের একমাত্র বলভরসা)। ̃ শালী (-লিন্) বিণ. শক্তিমান, বলবান। স্ত্রী. ̃ শালিনী। বি. ̃ শালিতা। ̃ হীন বিণ. দুর্বল। বি. ̃ হীনতা। 153)
বার্নিশ
(p. 602) bārniśa বি. মসৃণ ও উজ্জ্বল করার জন্য প্রলেপ বা তার প্রয়োগ।[ইং. varnish]। 53)
বিনির্বৃত্ত
বিদংশ
(p. 614) bidaṃśa বি. 1 চাট, অবদংশ; মদ ইত্যাদির সঙ্গে ভক্ষ্য রুচিকর খাবার; 2 দংশন। [সং. বি + √ দন্শ্ + অ]। 2)
বৃহত্
বরমাল্য, বরযাত্র, বরযাত্রী, বরয়িতা, বরয়িত্রী
(p. 580) baramālya, barayātra, barayātrī, baraẏitā, baraẏitrī দ্র বর। 56)
বকলম
বিছা2
(p. 611) bichā2 ক্রি. বিছানো (চাদর বিছাও)। [ সং. বি +√ স্তৃ + বাং. আ-তু. হি. বিস্তারা]। ̃ নো ক্রি. বি. 1 বিস্তার করা, পাতা (মাদুর বিছানো); 2 ছড়ানো, বিন্যস্ত করা (কাঁকর বিছানো)। বিণ. উক্ত সব অর্থে (কাঁকর বিছানো পথ)। 20)
বীত
(p. 630) bīta বিণ. অতীত, বিগত, চলে গেছে বা দূর হয়েছে এমন, অপগত (বীতশোক, বীতরাগ, বীতকাম)। [সং. বি + √ ই + ত]। ̃ কাম বিণ. কামনাবর্জিত। ̃ নিদ্র বিণ. নিদ্রাহীন ('রয়েছি বীতনিদ্র চোখে': নী. চ.)। ̃ ভয় বিণ. ভয়মুক্ত। ̃ রাগ বিণ. অনাসক্ত; বিমুখ; বিরক্ত। ̃ শোক বিণ. শোকমুক্ত। ̃ শ্রদ্ধা বিণ. শ্রদ্ধা বা আস্হা হারিয়েছে এমন; বিরক্ত। ̃ স্পৃহ বিণ. স্পৃহাহীন; বিরক্ত। 67)
বহু৩
(p. 589) bahu3 বিণ. 1 অনেক, নানা (বহু লোক, বহু রকমের জিনিস); 2 প্রচুর, অধিক, মহা (বহু ব্যয়, বহু দুঃখ); 3 দীর্ঘ (বহুকাল); 4 একের অধিক (বহুবচন, বহুবিবাহ)। [সং. √ বংহ্ (বৃদ্ধি) + উ]। ̃ কাল বি. দীর্ঘকাল; বহু বছর। ̃ জাতিক বিণ. আন্তর্জাতিক; বহু বিদেশি রাষ্ট্রসম্বন্ধীয়, multinational (বহুজাতিক সংস্হা)। ̃ জ্ঞ বিণ. অনেক বিষয় জানে এমন; বহুদর্শী; অভিজ্ঞ। ̃ ত বিণ. প্রচুর, খুব (বহুত প্রশংসা)। ̃ তর বিণ. 1 আরও অনেক; 2 অত্যধিক; 3 অনেক, প্রচুর (বহুতর উপকরণ)। ̃ তা, ̃ ত্ব বি. বহুর ভাব, অনেকত্ব; আধিক্য; প্রাচুর্য। ̃ ত্র ক্রি-বিণ. বহু ক্ষেত্রে। ̃ দর্শী (-র্শিন্) বিণ. অনেক দেখেছে এমন; অনেক অভিজ্ঞতাসম্পন্ন; বিচক্ষণ। বি. ̃ দর্শিতা। স্ত্রী. ̃ দর্শিনী। ̃ দূর বি. অনেক দূরত্ব বা ব্যবধান (বহুদূর থেকে আসে)। বিণ. 1 অনেক দূরে অবস্হিত (বহুদূর দেশ); 2 অনেক দীর্ঘ (বহুদূর পথ)। ̃ ধা ক্রি-বিণ. অব্য. নানাভাবে, নানাপ্রকারে, নানাদিকে (বহুধাবিভক্ত, বহুধাবিস্তৃত)। ̃ পত্নীক বিণ. একাধিক বা অনেক পত্নীবিশিষ্ট। ̃ প্রতীক্ষিত বিণ. যার জন্য অনেককাল প্রতীক্ষা করা হয়েছে। ̃ প্রসবিনী বিণ. (স্ত্রী.)বহু সন্তানের জন্মদাত্রী। ̃ বচন (ব্যাক.) বি. একের (সংস্কৃতে দুইয়ের) অধিক বাচক পদ। ̃ বর্ণ বিণ. নানা রঙের (বহুবর্ণ পতাকা)। বি. নানা রং। ̃ বল্লভ বি. 1 বহু জনের বা বহু রমণীর প্রিয় ব্যক্তি; 2 শ্রীকৃষ্ণ। স্ত্রী. ̃ বল্লভা। ̃ বার ক্রি-বিণ. অনেকবার, বারবার। ̃ বিচিত্র বিণ. নানা রঙের ('বহুবিচিত্র বর্ণের সমারোহে': নী. চ.)। ̃ বিধ বিণ. অনেকরকম (বহুবিধ ব্যাপার)। ̃ বিবাহ বি. একাধিকবার বিবাহ, polygamy. ̃ বেত্তা (-ত্তৃ) বিণ. বহুজ্ঞঅনুরূপ। ̃ ব্রীহি বি. (ব্যাক.) সমাসবিশেষ। ̃ ভাগ, ̃ ভাগ্য বিণ. অতি সৌভাগ্যশালী, মহাভাগ। বি. অতিশয় প্রসন্ন ভাগ্য। ̃ ভাষী (-ষিন্) বিণ. 1 নানা ভাষা বলে বা বলতে পারে এমন, বহুভাষাবিদ; 2 বাচাল, অত্যধিক কথা বলে এমন। ̃ ভুজ বি. বহু কোণ বা বাহুযুক্ত ক্ষেত্র বা জ্যামিতিক আকার, polygon. ̃ মত বিণ. অতিশয় সম্মানিত বা সমাদৃত। ̃ মান বি. অতিশয় সমাদর। ̃ মুখ বিণ. 1 অনেক মুখবিশিষ্ট; 2 অনেক বিষয়ে বা দিকে ব্যাপৃত, multi-purpose. স্ত্রী. ̃ মুখী (বহুমুখী পরিকল্পনা, বহুমুখী প্রতিভা)। ̃ মুত্র বি. মূত্রকৃচ্ছ্র রোগ, diabetes. ̃ মূল্য বিণ. অত্যন্ত মূল্যবান, অত্যন্ত দামি। ̃ রূপ বি. নানা রূপ বা আকৃতি (ঈশ্বর বহুরূপে প্রকাশিত হন)। বিণ. বহু রূপবিশিষ্ট (বহুরূপ ঈশ্বর)। বি. ̃ তা। ̃ রূপী (বাং.) বিণ. নানা মূর্তি বা রূপ ধারণকারী। বি. 1 (বহুবার দেহের রং বদলায় বলে) গিরগিটিজাতীয় জীববিশেষ; 2 নানা মূর্তিতে বা রূপে সাজে এমন ব্যক্তি। ̃ শ (-শস্) ক্রিবিণ. অনেকবার। ̃ শাখ বিণ. অনেক শাখাযুক্ত (বহুশাখ বৃক্ষ)। ̃ শ্রুত বিণ. নানা শাস্ত্রে পণ্ডিত। ̃ স্ত্রীক বিণ. (যে স্বামীর) বহু বা একাধিক স্ত্রী আছে এমন। ̃ স্বামিক বিণ. অনেক প্রভু বা স্বত্বাধিকারী আছে এমন। 18)
বিস-মিল্লা, বিস-মিল্লাহ্
বৈশেষিক
(p. 646) baiśēṣika বি. কণাদমুনি-কৃত দর্শনশাস্ত্র। [সং. বিশেষ + ইক]। 4)
বীজাঙ্কুর
(p. 630) bījāṅkura বি. 1 বীজ থেকে উদ্গত অঙ্কুর; 2 বীজ ও অঙ্কুর। [সং. বীজ + অঙ্কুর]। 63)
বিহরণ
বিল1
(p. 625) bila1 বি. (সং.) গর্ত, ছিদ্র; 2 গুহা; 3 (বাং.) স্রোতোহীন জলময় নিম্নভূমি, বাওড়। [সং. √ বিল্ + অ]। 8)
বোঁ
(p. 646) bō অব্য. বি. বেগে ঘূর্ণন গমন ধাবন উড্ডয়ন প্রভৃতি ভাবব্যঞ্জক (মাথাটা বোঁ করে ঘুরে গেল)। [ধ্বন্যা.]। বোঁ বোঁ বি. 1 বেগে ঘোরার ভাব; 2 বেগে ঘোরার শব্দ (আকাশে বোঁ বোঁ শব্দ)। 14)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2614701
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2227900
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1839805
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1098881
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 916352
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 856843
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 719458
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 649141

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us