Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

ভাষাটা দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অনু-বাদ
(p. 29) anu-bāda বি. 1 ভাষান্তর, তরজমা, এক ভাষা থেকে অন্য ভাষায় রূপান্তর; 2 পুনঃ পুনঃ কথন (গুণানুবাদ); 3 অনুকরণ। [সং. অনু + √ বদ্ + অ]। ̃ ক বি. বিণ. ভাষান্তরকারী। অনূদিত বিণ. ভাষান্তরিত, অনুবাদ করা হয়েছে এমন। অনু-বাদিত (বাং. বর্ত. অপ্র.) বিণ. অন্যের দ্বারা অনুবাদ করিয়ে নেওয়া হয়েছে এমন। অনুবাদী (-দিন্) বিণ. 1 অনুবাদক, অনুবাদকারী, তরজমাকারী; 2 রাগরাগিণীতে বাদী সংবাদী বিবাদী ভিন্ন অন্য; 3 অনুরূপ। বি. (সংগীতে) বাদী সংবাদী ভিন্ন অন্য সূর। 21)
অনূদিত
(p. 32) anūdita বিণ. 1 অনুবাদ করা হয়েছে এমন, ভাষান্তরিত; 2 পরে বলা হয়েছে এমন; পরে উক্ত। [সং. অনু + √ বদ্ + ত]। 14)
অপ-ভাষা
(p. 34) apa-bhāṣā বি. অশিষ্ট অভদ্র বা গ্রাম্য ভাষা; ইতর ভাষা; মান্য ভাষার standard language চেয়ে ন্যূন হীন ভাষা। [সং. অপ + মিশ্রণ]। 114)
অপ-শ্রুতি
(p. 39) apa-śruti বি. (ভাষাতত্ত্বে) একই ধাতু বা শব্দ থেকে কিংবা একই প্রত্যয় বা বিভক্তি যোগে নিষ্পন্ন পদে নির্দিষ্ট ক্রম অনুসারে স্বরধ্বনির অপসরণ বা গুণবৃদ্ধি ও সম্প্রসারণজনিত পরিবর্তন (যথা - √ কৃ-করণ, কারণ, কৃত), ablaut. [সং. অপ + শ্রুতি়]। 22)
অপভ্রংশ
(p. 34) apabhraṃśa বি. 1 মূল শব্দের বিকৃত বা অশুদ্ধ রূপ; 2 প্রাকৃতের পরবর্তী এবং নব্যভারতীয় ভাষার পূর্ববর্তী রূপ; 3 অপভাষা; 4 বিকৃতি, বিকার; বিচ্যুতি। [সং. অপ + √ ভ্রন্শ্ + অ]। অপ-ভ্রষ্ট বিণ. স্খলিত; বিকৃত; অশুদ্ধ; বিচ্যুত। 115)
অপি-নিহিত
(p. 40) api-nihita বি. (ভাষাতত্ত্বে) শব্দের মধ্যে ই বা উ ধ্বনি থাকলে পূর্বেই তা উচ্চারণ করার প্রবণতা (যেমন, আজি আইজ, কাঁচি কাঁইচি), epenthesis. [সং. অপি + নি + √ ধা + তি]। অপি-নিহিত বিণ. এইভাবে নিষ্পন্ন। বি. অপিনিহিতি। 28)
অভি-শ্রুতি
(p. 50) abhi-śruti বি. (ভাষাতত্ত্বে) যে নিয়মে অপিনিহিতি, স্বরলোপ ও স্বরসংগতির ফলে বহু বাংলা শব্দ পশ্চিমবঙ্গের কথ্য ভাষার সংক্ষিপ্ত রূপে পরিবর্তিত হয়-যেমন, রাখিয়া রাইখ্যা রেখে; umlaut. [সং. অভি + শ্রুতি]। 130)
অলং-কার, (বর্জি.) অলঙ্কার
(p. 62) ala-ṅkāra, (barji.) alaṅkāra বি. 1 গয়না, গহনা, ভূষণ; 2 প্রসাধন, সজ্জা; শোভা; 3 গৌরব (বিদ্বান দেশের অলংকার); 4 ভাষার সৌন্দর্য বা উত্কর্ষ বাড়ায় এমন গুণাবলি: যেমন উপমা, রূপক, অনুগ্রাস ইত্যাদি। [সং. অলম্ + √ কৃ + অ]। ̃ শাস্ত্র বি. কাব্যের অলংকারবিষয়ক তত্ত্ব। অলং-করণ, অলং-কৃতি বি. অলংকার; অলংকার দিয়ে সাজানো; প্রসাধন; সাহিত্যে উপমা, অনুগ্রাস ইত্যাদি অলংকার প্রয়োগ। 34)
(p. 113) i বাংলা ভাষার তৃতীয় স্বরবর্ণ এবং উর্ধ্ব সম্মুখ সংবৃত তালব্য 'ই' ধ্বনির দ্যোতক বর্ণ। 2)
(p. 118) ī বাংলা ভাষার চতুর্থ স্বরবর্ণ। ̃ কার বি. ব্যঞ্জনবর্ণের সঙ্গে ঈ অক্ষর যোগ। 2)
(p. 119) u বাংলা ভাষার পঞ্চম স্বরবর্ণ এবং উর্ধ্ব পশ্চাত্ সংবৃত কণ্ঠ্য 'উ' ধ্বনির দ্যোতক বর্ণ। 2)
উপ-ভাষা
(p. 133) upa-bhāṣā বি. মূল ভাষার বিভিন্ন প্রাদেশিক বা আঞ্চালিক রূপ, dialect. [সং. উপ + ভাষা]। 20)
উর্দু
(p. 133) urdu বি. হিন্দুস্হানি ভাষা; মূলত আরবি হরফে লিখিত এবং আরবি-ফারসি ও হিন্দির সংমিশ্রণে গঠিত ভাষাবিশেষ। [তুর. ওর্দু]। ̃ নবিশ বিণ. উর্দু ভাষা জানে এমন। [তুর. ওর্দু + ফা. নবীস]। 148)
(p. 140) ū বাংলা ভাষার ষষ্ঠ স্বরবর্ণ; ঊ বর্ণে ও বানানে থাকলেও উচ্চারণ দীর্ঘ হয় না। ঊ-কার বি. ব্যঞ্জনবর্ণের সঙ্গে দীর্ঘ-ঊ যোগ। 2)
ঋ1
(p. 141) ṛ1 বাংলা ভাষার সপ্তম স্বরবর্ণ, স্বরবর্ণ হিসাবে গণ্য হলেও এর উচ্চারণ ব্যঞ্জনের মতো। 2)
এ1
(p. 142) ē1 বাংলা ভাষার দশম (বর্তমানে অষ্টম) স্বরবর্ণ এবং উচ্চমধ্য অর্ধসংবৃত এ-ধ্বনির দ্যোতক বর্ণ। 2)
কেহ
(p. 207) kēha সর্ব. (সাধু ভাষার) 1 কোনো ব্যক্তি (কেহ জানে না); 2 আপনজন, সম্বন্ধীয় ব্যক্তি (সে আমার কেহ নয়)। কেউ শব্দের সাধু রূপ। [প্রাকৃ. কেঅ, তু. মাগ. কেহু সং. কঃ অপি]। কেহ কেহ সর্ব. কেউ কেউ, কোনো কোনো লোক; কতিপয় লোক। কেহ না কেহ সর্ব. কেউ-না-কেউ, কোনো-না-কোনো লোক। 37)
খ1
(p. 221) kha1 বাংলা ভাষার দ্বিতীয় ব্যঞ্জনবর্ণ এবং অঘোষ মহাপ্রাণ কণ্ঠ্য খ্ ধ্বনির দ্যোতক বর্ণ। 2)
খামতি
(p. 226) khāmati বি. 1 ঘাটতি; 2 ত্রুটিবিচ্যুতি (ভাষার উজ্জ্বলতা এই প্রবন্ধের যুক্তির খামতিকে পুষিয়ে দিয়েছে)। [দেশি]। 70)
(p. 236) g বাংলা ভাষার তৃতীয় ব্যঞ্জনবর্ণ এবং অল্পপ্রাণ ঘোষবত্ কণ্ঠ্যধ্বনি গ্-এর লিখিত রূপ। 2)
গুরু
(p. 253) guru বি. 1 ধর্মোপদেষ্টা; দীক্ষাদাতা, মন্ত্রদাতা; 2 আচার্য, উপদেশক, শিক্ষক (গুরুর কাছে শেখা বিদ্যা) ; 3 গুরুজন, মাননীয় বা পূজনীয় ব্যক্তি; 4 দেবগুরু বৃহস্পতি (গুরু বার) ; 5 (অমা.) ওস্তাদ্, নেতা (ওসব ধান্দা ছাড়ো গুরু)। বিণ. 1 ভারী, অধিক (সংখ্যাগুরু সম্প্রদায়); 2 দুর্বহ (গুরুভার) ; 3 দায়িত্বপূর্ণ; 4 কঠিন (গুরুদণ্ড); 5 মহান (গুরু দায়িত্ব) ; 6 অলঘু (গুরুপাক খাদ্য); 7 অতিরিক্ত, অধিক (গুরুভোজন) ; 8 (ব্যাক.) দীর্ঘ মাত্রাযুক্ত। [সং. √গৃ + উ]। ̃ কুল বি. 1 গুরুর গৃহ বা আশ্রম; 2 পুরুষানুক্রমে পারিবারিক আচার্যের বংশ; 3 হরিদ্বারের নিকটবর্তী প্রাচীন ভারতীয় আদর্শে স্হাপিত শিক্ষাকেন্দ্র। ̃ গম্ভীর বিণ. গভীর অর্থযুক্ত এবং গম্ভীর শব্দবিশিষ্ট (গুরুগম্ভীর বর্ণনা, গুরুগম্ভীর ভাষা)। ̃ গিরি বি. গুরুর বৃত্তি বা পেশা। ̃ গৃহ বি. গুরুর বাড়ি। ̃ চণ্ডালী বি. 1 সাধু ভাষার সঙ্গে চলিত ভাষার মিশ্রণ; 2 সংস্কৃত শব্দের সঙ্গে দেশজ শব্দের মিশ্রণ; 3 গম্ভীর শব্দের সঙ্গে হালকা ও চটুল শব্দের মিশ্রণ (যথা, বারিধিতে ডুব দেওয়া, ডোবার জলে নিমজ্জিত)। ̃ জন বি. পূজনীয় বা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি। ̃ ঠাকুর বি. পারিবারিক ও বংশানুক্রমিক ধর্মোপদেষ্টা। ̃ তর বিণ. 1 দুইয়ের মধ্যে অধিক গুরু; মহত্তর ; 2 সাংঘাতিক, ভয়ানক (একটা গুরুতর ব্যাপার ঘটে গেছে)। ̃ তা, ̃ ত্ব বি. 1 গুরুগিরি; 2 মহত্ত্ব, মূল্য; 3 মনোযোগ পাওয়ার যোগ্যতা (কথার গুরুত্ব); 4 ভার, ওজন (gravity); 5 আধিক্য (অপরাধের গুরুত্ব) ; 6 গাম্ভীর্য (পরিস্হিতির গুরুত্ব)। ̃ দক্ষিণা বি. শিক্ষা সমাপ্ত হবার পর শিষ্য কর্তৃক গুরুকে দেওয়া অর্থ বা মূল্য, গুরুবিদায়। ̃ দশা বি. 1 পিতা বা মাতার মৃত্যুজনিত অবস্হা; 2 (জ্যোতিষ) বৃহস্পতির দশা। ̃ পাক বিণ. সহজে হজম হয় না এমন। ̃ বরণ বি. দীক্ষাগুরুকে বস্ত্র অর্থ অলংকার ইত্যাদি দিয়ে বরণ বা পূজা। ̃ বল বি. গুরুর করুণারূপ শক্তি; গুরুর আশীর্বাদ। ̃ বার বি. বৃহস্পতিবার। ̃ ভাই বি. একই গুরুর শিষ্য। ̃ মহাশয়, ̃ মশাই বি. 1 (প্রধানত পাঠশালার) শিক্ষক ('পাঠশালাটি দোকান-ঘরে, গুরুমশাই দোকান করে': স. দ.); 2 (ব্যঙ্গে) অকালপক্ব বা ডেঁপো ছেলে; জ্যাঠা ছেলে। ̃ মা বি. 1 ধর্মোপদেশদাত্রী; 2 গুরুর পত্নী। গুরু-মারা বিদ্যা গুরুর কাছ থেকে লব্ধ যে বিদ্যা গুরুকেই জব্দ বা পরাজিত করবার জন্য ব্যবহৃত হয়। গুরুমুখী বিদ্যা যে বিদ্যা কেবল গুরুর কাছ থেকেই পাওয়া যায়, অর্থাত্ যা বই পড়ে বা অন্যভাবে অর্জন করা যায় না (সংগীত একটি গুরুমুখী বিদ্যা)। ̃ মুখী, গুর-মুখী বি. শিখদের মধ্যে প্রচলিত বর্ণমালাবিশেষ। ̃ য়া বিণ. তীব্র, দুঃসহ ('গুরুয়া দুখভার': বিদ্যা); 2 বিপুল ('গিরিবর গুরুয়া': বিদ্যা) ; 3 দুর্ভর ('গুরুয়া কবরীভার': শ্রীকৃষ্ণমঙ্গল); 4 গভীর, উত্কৃষ্ট ('আমোদ গুরুয়া': শ্রীকৃষ্ণমঙ্গল)। ̃ লঘু-জ্ঞান বি. কে মান্য বা পূজ্য এবং কে নয় এই জ্ঞান (ছেলেটার এখনও গুরু-লঘু জ্ঞানই হল না)। ̃ লাঘব বি. আপেক্ষিক গুরুত্ব ও লঘুত্ব। ̃ সেবা বি. গুরুর পরিচর্যা। ̃ স্হানীয় বিণ. গুরুতুল্য। যেমন গুরু তেমনি চেলা গুরু ও শিষ্য দুজনেই সমান মন্দ বা মূর্খ। 30)
গ্রাম্য
(p. 261) grāmya বিণ. 1 গ্রামসম্বন্ধীয়, গ্রামবিষয়ক; 2 গ্রামজাত, গ্রামে উত্পন্ন ; 3 গ্রামস্হ, গ্রামের; 4 ইতর, অমার্জিত, অভদ্র, প্রাকৃত (গ্রাম্য স্বভাব)। [সং. গ্রাম + য]। ̃ তা বি. 1 অমার্জিত ভাব, অভদ্রতা; 2 ভাষার শব্দগত ও অর্থগত অশোভনতা। ̃ ধর্ম বি. গ্রামধর্ম, স্ত্রীসম্ভোগ। ̃ মৃগ বি. কুকুর। 65)
গ্রিক
(p. 261) grika বি. গ্রিসদেশের লোক বা ভাষা। বিণ. গ্রিসদেশ বা গ্রিক ভাষাসম্বন্ধীয় (গ্রিক পুরাণের গল্প)। [ইং. Greek]। 69)
(p. 265) gh বাংলা ভাষার চতুর্থ ব্যঞ্জনবর্ণ এবং ঘোষ মহাপ্রাণ কণ্ঠ্য ঘ্ ধ্বনির লিখিত রূপ। 2)
(p. 272) ṅ বাংলা ভাষার পঞ্চম ব্যঞ্জনবর্ণ এবং কণ্ঠ্য নাসিক্য ধ্বনি ঙ্-র লিখিত রূপ। বর্তমানে ঙ এবং ং (অনুস্বার) উচ্চারণে অভিন্ন। বহুক্ষেত্রে ঙ-র পরিবর্তে ং লিখিত হয়।
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534964
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140499
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730724
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942931
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883592
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838494
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696679
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603089

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us