Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

ভোজন। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অতি
(p. 14) ati অব্য. 1 অধিক (অতি শীঘ্র, অতিবল); 2 অতিক্রান্ত (অতীত-অতি+ইত); 3 বহির্ভূত (অতিপ্রাকৃত, অতীন্দ্রিয়-অতি+ইন্দ্রিয়)। বিণ. 1 অত্যন্ত অসংগত, অনুচিত; 2 (মন্দার্থে) অতিরিক্ত (অতিবাড় অতিআগ্রহ, অতিদর্প); 3 (ব্রজ.) উত্কৃষ্ট ('সো অতি নাগর': বিদ্যা.)। [সং. √ অত্+ই]। ̃ .কথন, ̃ .কথা বি. অতিরঞ্জিত বর্ণনা বা বৃথা বাক্যব্যয়। ̃ কায় বিণ. প্রকাণ্ড দেহ যার। বি. রাবণের এক পুত্রের নাম। ̃ .ক্রম, ̃ .ক্রমণ বি. 1 পার হওয়া, লঙ্ঘন করা (বাধাবিপত্তি অতিক্রম করা); 2 ডিঙানো, টপকে যাওয়া, অন্যের স্হান দখল করা, supersession (স. প.)। ̃ .ক্রম্য, ̃ .ক্রমণীয় বিণ. লঙ্ঘন করা ব অতিক্রম করা যায় এমন। ̃ .ক্রান্ত বিণ. অতিক্রম করা হয়েছে এমন, লঙ্ঘন করা হয়েছে এমন; অতীত (অতিক্রান্ত যৌবন)। ̃ .ক্ষেত্রিক বিণ. কোনো বিশেষ অঞ্চলের বহির্ভূত, extra-territorial (স. প.)। ̃ .চালাক, ̃ .বুদ্ধি বিণ. বি. অত্যন্ত চালাক (লোক); (আল.) বাহ্যত বুদ্ধিমান মনে হলেও প্রকৃতপক্ষে বোকা (লোক) (অতিচালাকের গলায় দাড়ি)। ̃ তপ্ত বিণ. অত্যধিক গরম হয়েছে বা গরম করা হয়েছে এমন, superheated (বি. প.)। ̃ .তর বিণ. অত্যন্ত ('দোঁহে প্রেম অতিতর': ভা. চ.)। ̃ দর্প বি. অত্যধিক অহংকার। অতি দর্পে হতা লঙ্কা অহংকার মাত্রা ছাড়িয়ে গেলে পতন নিশ্চিত (রাবণের অতিরিক্ত অহংকারের জন্য লঙ্কার মতো শক্তিশালী রাজ্যেরও পতন হয়েছিল)। ̃ .দীর্ঘ বিণ. খুব লম্বা; খুব বড়। ̃ দূর বিণ. খুব দূরের। বি. বেশি দূরত্ব। ̃ .নাটকীয়তা বি. নাট্যগুণের বাড়াবাড়ি, যতটা নাটকীয়তা প্রয়োজন তার চেয়ে বেশি। ̃ .পাত্তি বি. তামাদি, বাতিল lapse (বি.প.)। ̃ পাত বি. যাপন, কাটানো (দিনাতিপাত, কালাতিপাত)। ̃ .পাতক বি. সকল পাপের চেয়ে গুরুতর পাপ, জঘন্যতম পাপ। ̃ .পান বি. অত্যধিক (মদ্য) পানদোষ। ̃ .প্রজতা বি. জনসংখ্যার আধিক্য, overpopulation. বিণ. ̃ .প্রজ। ̃ প্রাকৃত বি. বিণ. অনৈসর্গিক, অপার্থিব, অলৌকিক, supernatural. ̃ বড় বিণ. খুব বড়; অতিরিক্ত বড়। ̃ .বল বিণ. মহাশক্তিধর। ̃ .বাড় বি. অস্বাভাবিক বৃদ্ধি, অত্যন্ত বাড়াবাড়ি। অতিবাড় বেড়োনাকো ঝড়ে পড়ে যাবে (প্র.) অহংকার অত্যধিক বেড়ে গেলে পতন হবেই। তু. অতি দর্পে হতা লঙ্কা। ̃ .বাদ বি. 1 অতিশয়োক্তি, অত্যুক্তি; 2 কঠোর বাক্য। ̃ বাহন বি. যাপন, ক্ষেপণ, কাটানো। ̃ বাহিত বিণ. কাটানো হয়েছে বা যাপন করা হয়েছে এমন। (বহু দিন অতিবাহিত হয়েছে, যৌবন অতিবাহিত)। ̃ .বিলম্ব বি. বেশি দেরি। ̃ বুদ্ধি দ্র অতিচালাক। ̃ .বৃদ্ধ বিণ. খুব বুড়ো, একেবারে বুড়ো। ̃ বৃষ্টি বি. অত্যধিক বৃষ্টি; শস্যের পক্ষে ক্ষতিকর এমন অত্যধিক পরিমাণ বৃষ্টি। ̃ .বেল বিণ. বেলা বা তটরেখাকে অর্থাত্ সীমাকে অতিক্রম করেছে এমন; অসীম; অত্যধিক। ̃ .ভক্তি বি. যতটা ভক্তি স্বাভাবিক তার চেয়ে বেশি; (কৃত্রিম) ভক্তির আধিক্য; ভক্তির ভান। অতিভক্তি চোরের লক্ষণ (প্র.) ভক্তি প্রদর্শনের দ্বারা বিশ্বাস অর্জন করতে পারলে চুরি করার সুবিধা হয়, তাই অত্যধিক ভক্তি দেখলে সন্দেহ হয় যে এর পিছনে চুরির মতলব আছে। ̃ .ভোজন বি. গুরুভোজন, অত্যধিক বা অপরিমিত আহার। ̃ .মন্দা বি. (বাণি.) জিনিসপত্রের দাম অত্যন্ত পড়ে গেছে এমন অবস্হা, slump. বিণ. ওইরকম অবস্হাপূর্ণ। ̃ .মর্ত্য বিণ. লোকাতীত, পৃথিবীতে ঘটে না এমন ('অতিমর্ত্য উন্মাদনা অচিরাত্ পলাল কোথায়': সু. দ.)। ̃ মাত্র বিণ. মাত্রা ছাড়িয়ে গেছে এমন, অত্যন্ত (মদ্যপানে অতিমাত্র আসক্ত)। ̃ .মান বি. অস্বাভাবিক রকমের বেশি অহংকার। ̃ .মানব, ̃ .মানুষ বি. 1 মহামানব, মহাপুরুষ, অলৌকিক ক্ষমতাসম্পন্ন ব্যক্তি, superman; 2 পরমজ্ঞানী পুরুষ। ̃ মানবিক বিণ. 1 মহামানবের যোগ্য বা মহামানবসম্পর্কিত; 2 অলৌকিক। ̃ .রঞ্জন বি. অত্যুক্তি, অতিশয়োক্তি, প্রকৃত অবস্হাকে বাড়িয়ে বর্ণনা করা। ̃ .রঞ্জিত বিণ. বাড়িয়ে বলা হয়েছে এমন। ̃ রথ বি. যে যোদ্ধা একই সঙ্গে অসংখ্য যোদ্ধার বিরুদ্ধে যুদ্ধ করতে পারে। ̃ রিক্ত [অতি+রিচ্+ত] বিণ. 1 প্রয়োজনের চেয়ে বেশি, বাড়তি (অতিরিক্ত বেতন); 2 অত্যধিক (অতিরিক্ত পরিশ্রমে তার শরীর দুর্বল হয়েছে); 3 উদ্বৃত্ত; 4 (উদ্ভি.) accessory (বি. প.)। ̃ .লোভ বি. বড় বেশি লোভ, খুব লোভ। ̃ .রেক বি. আধিক্য, প্রাচুর্য; বাড়তি, excess, surplus (স.প.)। ̃ .শয় বিণ. অত্যন্ত, খুব। বি. আধিক্য (সৌন্দর্যাতিশয়)। ̃ .শয়োক্তি বি. অত্যুক্তি, বর্ণনার বাড়াবাড়ি; উপমেয়ের উল্লেখহীন ও উপমানের প্রাধান্যপূর্ণ অলংকারবিশেষ (যথা-'মূহূর্তে অম্বরবক্ষে উলঙ্গিনী শ্যামা বাজায় বৈশাখী সন্ধ্যাঝঞ্ঝার দামামা': রবীন্দ্র), hyperbole. ̃ .সার বি. উদরের পীড়াবিশেষ; আমাশয় প্রভৃতি রোগ। 24)
অদন
(p. 14) adana বি. (অপ্র.) আহার, ভোজন, খাওয়া; ভক্ষ্য বস্তু। [সং. √ অদ্+অন, লক্ষণীয় অন্ন=অদ্+ত]। 73)
অধ্যশন
(p. 20) adhyaśana বি. 1 অতিভোজন, গুরুভোজন; 2 ভুক্তদ্রব্য পরিপাক হওয়ার পূর্বেই পুনরায় ভোজন। [সং. অধি+অশন]। 26)
অন্ন
(p. 34) anna বি. 1 ভাত; 2 খাদ্যদ্রব্য (অন্নদাতা)। [সং. √ অদ্ + ত]। ̃ কষ্ট, অন্নভাব বি. খাদ্যের অভাব; দুর্ভিক্ষ। ̃ কূট বি. অন্নের পাহাড় বা স্তূপ; রাশি রাশি খাদ্য বিতরণের উত্সব। ̃ ক্ষেত্র, ̃ সত্র বি. যে জায়গা থেকে অন্ন বিতরণ করা হয়। ̃ গত বিণ. খাদ্যের উপর একান্ত নির্ভরশীল। ̃ গত-প্রাণ বিণ. অন্ন না পেলে বাঁচে না এমন। ̃ চিন্তা বি. আহার জোটানোর চিন্তা। অন্নচিন্তা চমত্কারা আহার জোটানোর চিন্তা কঠিন ব্যাপার কিন্তু অত্যন্ত প্রয়োজনীয়, কেননা আহার বিনা কোনো গুণেরই বিকাশ হয় না। ̃ ছত্র বি. অন্নসত্র -র রূপভেদ। ̃ জল বি. দানাপানি; খাবারদাবার; মৃতের আত্মার তৃপ্তির জন্য হিন্দু অনুষ্ঠানবিশেষ। ̃ দা বিণ. স্ত্রী. অন্নদানকারিণী। বি. ভগবতী; দুর্গা, অন্নপূর্ণা। ̃ দাতা (-তৃ) বিণ. 1 অন্নদানকারী; 2 প্রতিপালনকারী। ̃ দাত্রী বিণ. (স্ত্রী.) অন্নদানকারিণী। ̃ দাস বি. কেবল পেটের খোরাকের জন্য পরের দাসত্ব করে এমন ব্যক্তি। ̃ ধ্বংস বি. (ব্যঙ্গে) ভাত ও অন্যান্য খাদ্য ভোজন (বসে বসে কেবল অন্নধ্বংস করে চলেছ)। ̃ নালী বি. যে নালী দিয়ে খাদ্যদ্রব্য কণ্ঠ থেকে পাকস্হলীতে যায়, oesophagus. ̃ পূর্ণা বি. (স্ত্রী.) অন্নদা, দুর্গা। ̃ প্রাশন বি. হিন্দু শিশুর প্রথম অন্নগ্রহণের অনুষ্ঠান, 'ভাত', মুখে-ভাত। অন্নপ্রাশনের ভাত উঠে আসা বমির উদ্রেক হওয়া। ̃ ময় বিণ. খাদ্যে পূর্ণ; খাদ্য দিয়ে গঠিত (অন্নময় কোষ)। অন্নময় কোষ স্হূল দেহ। ̃ রস বি. ভুক্ত খাদ্যদ্রব্য থেকে উত্পন্ন এবং দেহগঠনের সহায়ক রসবিশেষ, chyle, ̃ সংস্হান বি. আহারের ব্যবস্হা; জীবিকার্জন। ̃ সত্র বি. খাদ্য বিতরণের স্হান, অন্নক্ষেত্র, অন্নছত্র। ̃ হীন বিণ. আহারের সংস্হান নেই এমন, নিরন্ন। 45)
অপ-চার
(p. 34) apa-cāra বি. 1 অনুচিত আচরণ, অসদাচরণ; 2 দুর্নীতিমূলক কাজ বা আচরণ, corruption; 3 কুপথ্যভোজন; 4 কুপথ্যভোজনের জন্য অজীর্ণ বা বদহজম। [সং. অপ + √ চর্ + অ]। ̃ নিরোধ বি. দুর্নীতিদমন, anti-corruption. 78)
অপ-বিদ্যা
(p. 34) apa-bidyā বি. যে বিদ্যা অসত্য জিনিসকে সত্য বলে দর্শন করায়, যেমন মায়াবিদ্যা, ভোজবাজি ইত্যাদি। [সং. অপ + বিদ্যা]। 110)
অভোজ্য
(p. 55) abhōjya বিণ. ভোজনের অর্থাত্ খাওয়ার অযোগ্য, অখাদ্য (দুর্ভিক্ষের সময় মানুষ অভোজ্য খাদ্যও খেতে বাধ্য হয়)। [সং. ন + ভোজ্য]। 10)
অল্প
(p. 65) alpa বিণ. 1 ঈষত্, কম (অল্প গরম, অল্প কথার মানুষ); 2 একটু, একটুখানি, সামান্য (অল্প একটু ভাত); 3 লঘু (অল্পপ্রাণ); 4 অনুদার, হীন (অল্পমতি); 5 ক্ষুদ্র (অল্প বৃদ্ধি, অল্প শক্তি)। সর্ব. কম লোক বা বস্তু বা বিষয় (অল্পেই একথা জানে, অল্পের জন্য)। [সং. √ অল্ + প]। বি. ̃ তা, ̃ ত্ব। অল্প জলের মাছ বি. (আল.) 1 সামান্য পুঁজিবিশিষ্ট লোক, সামান্য অবস্হার লোক; 2 যে ব্যক্তি অল্প ধন বা বিদ্যা নিয়েও ধন বা বিদ্যার বড়াই করে। অল্পের উপর দিয়ে যাওয়া ক্রি. বি. সামান্য ক্ষতি বা কষ্টের বিনিময়ে রেহাই পাওয়া। ̃ .জীবী (বিন্) বিণ অল্পকাল বাঁচে এমন। বি. ̃ জীবিতা। ̃ জ্ঞ বিণ. অল্প জানে এমন, অল্প জ্ঞানবিশিষ্ট। ̃ .দর্শী (-র্শিন্) বিণ. অদূরদর্শী। ̃ .প্রাণ বিণ. 1 অল্পায়ু, অল্প কাল বাঁচে এমন; 2 ক্ষুদ্রপ্রাণ, অনুদার; 3 (ব্যাক.) ক্ষীণ শ্বাসযোগে উচ্চারিত। ̃ প্রাণ বর্ণ প্রতি বর্গের প্রথম, তৃতীয় ও পঞ্চম বর্ণ এবং য র ল ব এই কয়টি বর্ণ অল্প শ্বাসযোগে উচ্চারিত হয় বলে এদের অল্পপ্রাণ বর্ণ বলে। ̃ .বয়স্ক বিণ. বয়স অল্প এমন, অল্পবয়সী। ̃ বিদ্যা বি. অগভীর জ্ঞান, সামান্য লেখাপড়া। অল্পবিদ্যা ভয়ংকরী সামান্য বিদ্যা খুব ক্ষতিকর কারণ এতে অহংকার জন্মে অথচ প্রকৃত পাণ্ডিত্য লাভ হয় না। ̃ বিস্তর বিণ. ক্রি. বিণ. মোটামুটিরকম; একটু-আধটু; কম-বেশী। ̃ বুদ্ধি বিণ. সামান্য বুদ্ধিসম্পন্ন; মন্দমতি; জড়বুদ্ধি। ̃ ভাষী (-ষিন্) বিণ্. কম কথা বলে এমন। ̃ .মতি বিণ. হীনচেতা, নীচ; বোকা অল্পবুদ্ধিসম্পন্ন। ̃ .স্বল্প বিণ. একটু-আধটু। অল্পাধিক বিণ. কম-বেশি। অল্পায়ু, অল্পায়ুঃ (-য়ুস্) বিণ. অল্পকাল বাঁচে এমন। অল্পাশয় বিণ. হীনমতি; তুচ্ছ বিষয়ে আকাঙ্ক্ষা করে এমন। অল্পাহার বি. অল্প আহার, লঘু ভোজন। বিণ. অল্প খায় এমন। অল্পাহারী (-রিন্) বিণ. কম খায় এমন। অল্পে অল্পে, ক্রি-বিণ. ক্রমশ ধীরে ধীরে; সামান্যের উপর দিয়ে। 11)
অশন
(p. 65) aśana বি. 1 ভোজন, খাওয়া, আহার; 2 খাদ্যদ্রব্য। [সং. √ অশ্ + অন]। ̃ .বসন বি. অন্নবস্ত্র, খাওয়া-পরা। 15)
আশ1
(p. 108) āśa1 বি. আহার, ভোজন (প্রাতরাশ)। [সং, √ অশ্ + অ]। 7)
আস্বাদ
(p. 111) āsbāda বি. স্বাদ, রসানুভূতি; তার (দুধের আস্বাদ)। [সং. আ + √ স্বদ্ + অ]। ̃ ক বিণ. স্বাদগ্রহণকারী। ̃ ন বি. স্বাদগ্রহণ; পান; ভোজন; উপভোগ। ̃ ণীয়, আস্বাদ্য বিণ. আস্বাদযোগ্য। আস্বাদা ক্রি. (কাব্যে) স্বাদ নেওয়া, আস্বাদন করা। আস্বাদিত বিণ. স্বাদগ্রহণ করা হয়েছে এমন। 10)
আহার
(p. 111) āhāra বি. 1 খাদ্যগ্রহণ, ভোজন; 2 খাদ্য (আহার জোটানো); 3 আহরণ, সংগ্রহ। [সং. আ + √ হৃ + অ]। আহারবিহার বি. ভোজন ও ভ্রমণ; খাওয়াদাওয়া। আহারান্ত বি. আহারের বা ভোজনের শেষ। আহারার্থী (-র্থিন্) বিণ. বি. ভোজন করতে ইচ্ছুক, খেতে চায় এমন (ব্যক্তি)। আহারী (-রিন্) বিণ. 1 ভোজনকারী (মিতাহারী); 2 প্রচুর আহার করতে পারে এমন। আহারীয় বিণ. ভোজনের যোগ্য। 20)
ইন্দ্র
(p. 114) indra বি. 1 দেবতাদের রাজা, পুরন্দর; বাসব; 2 প্রধান বা শ্রেষ্ঠ ব্যক্তি (যোগীন্দ্র, বীরেন্দ্র); 3 রাজা, অধিপতি (নরেন্দ্র, দনুজেন্দ্র)। [সং. √ ইন্দ্ + র]। ̃ গোপ বি. বর্ষাকালে প্রাদুর্ভাব হয় এমন রক্তবর্ণ কীটবিশেষ, মখমলি পোকা। ̃ চাপ বি. 1 ইন্দ্রের ধনুক; 2 রামধনু। ̃ জাল বি. জাদু, ভোজবাজি, ম্যাজিক; ভেলকি; মায়া (সুরের ইন্দ্রজাল)। ̃ জালিক, ঐন্দ্রজালিক বি. জাদুকর, মায়াবী। বিণ. ইন্দ্রজালসম্বন্ধীয়। ̃ জিত্ বি. রাবণের জ্যেষ্ঠপুত্র, মেঘনাদ। বিণ. ইন্দ্রকে যে পরাজিত করেছে। ̃ ত্ব বি. ইন্দ্রের পদ বা মহিমা; রাজমহিমা; প্রাধান্য। ̃ ধনু-ইন্দ্রচাপ এর অনুরূপ। ̃ নীল, ̃ নীলক, ̃ মণি বি. মরকত, নীলকান্তমণি, পান্না ('ইন্দ্রমণির হার')। ̃ পতন বি. কোনো বিখ্যাত ব্যক্তির বা অসাধারণ মানুষের মৃত্যু। ̃ পাত-ইন্দ্রপতন এর অনুরূপ। ̃ পুরী, ̃ লোক বি. অমরাবতী, স্বর্গে দেবরাজ ইন্দ্রের পুরী বা প্রাসাদ; (গৌণ অর্থে) ঐশ্বর্যমণ্ডিত বিরাট ও সুন্দর প্রাসাদ। ̃ লুপ্ত বি. মাথার টাক ('তার মাথায় ইন্দ্রলুপ্ত': অন্নদাশঙ্কর রায়)। &tilde ; লোক দ্র ইন্দ্রপুরী। ̃ সুত বি. 1 ইন্দ্রের পুত্র জয়ন্ত; 2 বানররাজ বালী; 3 তৃতীয় পাণ্ডব অর্জুন। ̃ সেন বি. যুধিষ্ঠিরের রথের সারথি। ইন্দ্রাণী বি. ইন্দ্রপত্নী, শচীদেবী। ইন্দ্রায়ুধ বি রামধনু। ইন্দ্রারি বি ইন্দ্রের শত্রু, অসুর। ইন্দ্রাসন বি. ইন্দ্রের সিংহাসন। 44)
একাহার
(p. 145) ēkāhāra বি. সারা দিনে-রাতে মাত্র একবার ভোজন। [সং. এক + আহার]। একাহারী (-রিন্) বিণ. বি. সারা দিনে-রাতে একবারমাত্র ভোজনকারী। 23)
ঐন্দ্র-জালিক
(p. 150) aindra-jālika বিণ. 1 ইন্দ্রজালবিদ্যায় বা ভোজবাজিতে বা ম্যাজিকে পারদর্শী; 2 ইন্দ্রজালসম্বন্ধীয়। বি. জাদুকর। [সং. ইন্দ্রজাল + ইক]। 26)
কাঁটা
(p. 174) kān̐ṭā বি. 1 সূক্ষ্মাগ্র অর্থাত্ ছুঁচলো বস্তু; কণ্টক (গাছের কাঁটা, খোঁপার কাঁটা); 2 কাঁটার মতো লোহার ছুঁচ (ঘড়ির কাঁটা); 3 সূক্ষ্ম ও সূক্ষ্মাগ্র হাড় (মাছের কাঁটা); 4 খাদ্যবস্তু মুখে তোলার জন্য শলাকাবিশেষ, fork; 5 তুলাদণ্ড, বড় নিক্তি (কাঁটার ওজন); 6 ছোট পেরেক; 7 পুলক, রোমাঞ্চ ('শুনে তোমার গায়ে দেবে কাঁটা': রবীন্দ্র)। [সং. কণ্টক]। কাঁটা করা ক্রি. বি. ওজন করা (আলুর বস্তাটা এখনও কাঁটা করা হয়নি)। কাঁটা-চামচ, কাঁটা-ছুরি বি. ইয়োরোপীয় প্রথায় ভোজনের জন্য কাঁটা অর্থাত্ fork এবং চামচ বা ছুরি। ̃ ঝাঁপ বি. চড়কের সময় বাঁশের ভারার উপর থেকে মাটিতে খাড়াভাবে বিছানো লোহার কাঁটার উপর ঝাঁপ দেওয়া। ̃ ঝোপ, ̃ বন বি. কাঁটাওয়ালা গাছে ভরা ঝোপ বা বন। ̃ তারের বেড়া বি. কাঁটার মতো সূক্ষ্মাগ্র লোহার শলাকাযুক্ত বাঁকানো তারের বেষ্টনী, barbed wire. ̃ নটে বি. শাকবিশেষ। কাঁটায় কাঁটায় ক্রি-বিণ. ঠিক ঠিক, সময়ের এতটুকু ব্যতিক্রম না করে (কাঁটায় কাঁটায় কাজ করা)। কাঁটা দিয়ে কাঁটা তোলা ক্রি. বি. এক দুষ্টের বিরুদ্ধে অন্য এক দুষ্টকে লেলিয়ে দিয়ে উভয়েরই বিনাশ করা। গায়ে কাঁটা দেওয়া-গাঁ3 দ্র। কাঁটা হওয়া ক্রি. বি. ভয়ে শিউরে ওঠা। পথের কাঁটা বি. বাধা, পথের প্রতিবন্ধক; উন্নতি বা সাফল্যের পথে বাধা। 64)
কুকরি
(p. 192) kukari বি. ভোজালির মতো ছোট তরবারিবিশেষ; সাধারণত নেপালিদের ব্যবহৃত ছোট তরবারিবিশেষ। 44)
কুভোজন
(p. 197) kubhōjana বি. অখাদ্য খাওয়া; মন্দ আহার; অপরিমিত ও অখাদ্য আহার। [সং কু + ভোজন]। 34)
ক্ষুধা
(p. 217) kṣudhā বি. 1 খিদে, ভোজনের প্রবৃত্তি বা ইচ্ছা, বুভুক্ষা; 2 ইচ্ছা, বাসনা ('জাগো নূতনের ক্ষুধা': স. দ.)। [সং. √ ক্ষুধ্ + ক্বিপ্]। ̃ তুর, ক্ষুধার্ত বিণ. ক্ষুধায় কাতর। বিণ. (স্ত্রী.) ̃ তুরা। ̃ নিবৃত্তি, ̃ শাস্তি বি. আহার করে ক্ষুধা দূর করা। ̃ ন্বিত বিণ. ক্ষুধিত, ক্ষুধার্ত। ̃ মান্দ্য বি. আহারে অনিচ্ছা, ক্ষুধার অভাব বা ক্ষুধার হ্রাস। ̃ সঞ্চার বি. ক্ষুধার উদ্রেক। ক্ষুধিত বিণ. ক্ষুধার্ত; ভোজনেচ্ছু। স্ত্রী. ক্ষুধিতা। দুষ্ট-ক্ষুধা বি. রোগ বা লোভজনিত ভোজনলালসা। 47)
ক্ষুন্নিবারণ, ক্ষুন্নিবৃত্তি
(p. 217) kṣunnibāraṇa, kṣunnibṛtti বি. ক্ষুধার শান্তি, আহারের ফলে ক্ষুধার উপশম; ভোজন। [সং. ক্ষুত্ + নিবারণ, নিবৃত্তি]। 48)
খাই৩
(p. 224) khāi3 ক্রি. আহার করি। বি. ভোজন। [বাং. √খা (সং. √খাদ্) + ই]। ̃ খরচ, ̃ খরচা বি. খাওয়াদাওয়া বাবদ খরচ, খাওয়ার জন্য যে টাকা খরচ হয়। খাই খাই করা ক্রি. বি. সর্বদা খাওয়ার জন্য লালসা প্রকাশ করা। ̃ খালাশি বিণ. জমির উপস্বত্ব থেকে ঋণ পরিশোধের শর্তবিশিষ্ট। ̃ য়ে বিণ. ভোজনপটু, প্রচুর খেতে পারে বা খেতে ভালোবাসে এমন (খাইয়ে লোককে খাইয়েও সুখ)। 47)
খাওন
(p. 224) khāōna বি. (আঞ্চ.) ভোজন, আহার (নেমন্তন্ন বাড়িতে খাওনটা মন্দ হয়নি)। [বাং. √খা + অন]। 48)
খাওয়া
(p. 224) khāōẏā ক্রি. 1 ভোজন করা, আহার করা; 2 পান করা (চা দুধ খাওয়া) ; 3 সেবন করা (হাওয়া খেতে বেরিয়েছি); 4 ভোগ করা, সহ্য করা (মার খাওয়া, গালি খাওয়া); 5 উত্কোচ বা ঘুষ নেওয়া (পয়সা খেয়েছে, ঘুষ খেয়েছে); 6 দংশন করা (সাপে খেয়েছে); 7 নষ্ট করা, কলঙ্কিত করা (চোখের মাথা খেয়েছ নাকি?) ছেলেটার মাথা খাচ্ছ কেন?); 8 গ্রাস করা (আমার সব সম্পত্তি মহাজনে খেয়েছে); 9 শেষ করা, বিনষ্ট করা (স্বামী-পুত্র খেয়ে এখন বাপের বাড়িতে এসে উঠেছে); 1 টেনে নেওয়া, শোষা (যন্ত্রটা বেশ তেল খায়) ; 11 (চুম্বন ইত্যাদি) দেওয়া (চুমু খাওয়া); 12 (আদর) পাওয়া (মায়ের আদর খাচ্ছে); 13 খাটা, উপযুক্ত হওয়া (খাপ খায় না)। বি. ভোজন। বিণ. খাওয়া হয়েছে এমন। [বাং. √খা + আ]। ̃ দাওয়া বি. পানভোজন ; আহারাদি। ̃ নো ক্রি. (অন্যকে) ভোজন বা পান করানো। বি. বিণ. উক্ত অর্থে। ̃ পরা বি. খাওয়াদাওয়া ও পোশাক-আশাক (আমি কারও খাওয়াপরার দায়িত্ব নিতে পারব না)। ̃ র জল. খাবার জল বি. পানীয় জল। 49)
খাদন
(p. 226) khādana বি. ভোজন, আহার। [সং. √খাদ্ + অন]। 33)
খাদ্য
(p. 226) khādya বি. ভোজ্যদ্রব্য, খাবার জিনিস, খাবার। বিণ. ভোজনের যোগ্য (পশুর অখাদ্য)। [সং. √খাদ্ + য]। ̃ গ্রহণ বি. খাওয়া, আহার। ̃ নালী বি. জীবদেহের যে অন্ত্রপথে খাদ্যবস্তু পরিপাকের জন্য পরিবাহিত হয়, food canal. ̃ প্রাণ বি. খাদ্যবস্তুতে থাকে এমন জীবনীশক্তিবর্ধক পদার্থবিশেষ, ভিটামিন। খাদ্যাখাদ্য বি. খাওয়ার উপযুক্ত ও অনুপযুক্ত পদার্থ। 39)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534758
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140278
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730450
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942627
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883515
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838448
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696608
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603053

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us