Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

মঞ্চ]। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

আলনা
(p. 104) ālanā বি. কাপড়চোপড় ঝুলিয়ে রাখার বা ভাঁজ করে রাখার কাঠের মঞ্চবিশেষ। [সং. আলম্বন]। 66)
কাঠ
(p. 179) kāṭha বি. গাছের কঠিন অংশ, কাষ্ঠ। বিণ. 1 কাঠের মতো অনড় ও নিস্পন্দ (ভয়ে কাঠ); 2 অসাড়, শক্ত (মরে কাঠ); 3 রসহীন (শুকিয়ে কাঠ); 4 অবাক, নিস্তব্ধ। [সং. কাষ্ঠ]। ̃ কয়লা বি. কাঠ পুড়িয়ে তৈরি কয়লা। কাঠ-কাঠ বিণ. কাঠের মতো শুষ্ক, শক্ত ও লাবণ্যহীন। ̃ কুড়ানি, ̃ কু়ড়নি বি. (স্ত্রী.) যে কাঠকুটো কুড়িয়ে জ্বালানি হিসাবে ব্যবহার করে অথবা বিক্রি করে। ̃ খড় বি. কাঠ ও শুকনো তৃণ; পোড়াবার উপকরণ; জোগাড়যন্ত্র। অনেক কাঠখড় পোড়ানো বহু চেষ্ঠা ও পরিশ্রম করা। ̃ খোলা বি. বালিহীন ভাজার পাত্র, বালি, তেল ইত্যাদি ছাড়াই কেবল তাপে ভাজার পাত্র; (কাঠখোলায় ভাজা চিঁড়ে)। ̃ গড়া বি. আদালতে কাঠের রেলিংযুক্ত সাক্ষীর মঞ্চ, dock. ̃ গোলা বি. কাঠের আড়ত। ̃ গোলাপ বি. গন্ধহীন গোলাপজাতীয় ফুলবিশেষ। ̃ ঝুনো বিণ. (নারকেল সম্বন্ধে) শাঁস কাঠের মতো শক্ত হয়ে গেছে এমন। ̃ ঠোকরা বি. কাঠে ঠোকর মেরে কাঠের পোকা খেতে অভ্যস্ত পাখিবিশেষ, woodpecker. ̃ পিঁপড়ে বি. বড় কালো পিঁপড়েবিশেষ। ̃ ফড়িং বি. কাঠির মতো রোগা ফড়িংবিশেষ। ফাটা বিণ. (তাপে) কাঠ ফেটে যায় এমন (কাঠফাটা রোদ)। ̃ বমি বি. যে বমিতে ভুক্ত দ্রব্য উঠে আসে না। ̃ বিড়াল বি. (সচ.) বৃক্ষচারী ঝাঁকড়া লেজওয়ালা ছোট জন্তুবিশেষ। স্ত্রী. ̃ বিড়ালী। ̃ মল্লিকা বি. বনমল্লিকা। কাঠে কাঠে ক্রি-বিণ. পরস্পরের জোড়ের সঙ্গে (কাঠে কাঠে মিলে গেছে); সমানে সমানে; সেয়ানে সেয়ানে (কাঠে কাঠে লড়াই)। 30)
গ্রিন-রুম
(p. 261) grina-ruma বি. রঙ্গমঞ্চে অভিনেতাদের বিশ্রামকক্ষ বা সাজঘর। [ইং. greenroom]। 70)
ঘূর্ণায়মান মঞ্চ
(p. 270) ghūrṇāẏamāna mañca বি. যে মঞ্চ ঘোরে, revolving stage. [সং. √ঘূর্ণ্ + ণিচ্ + শানচ্ = ঘূর্ণায়মান + মঞ্চ]। 22)
জনাস্তিকে
(p. 312) janāstikē ক্রি-বিণ. 1 অন্য লোকের অনতিদূরে কিন্তু আড়ালে, একপাশে; 2 (নাটকে) লোকের সমক্ষে কিন্তু রঙ্গমঞ্চের অন্যান্য অভিনেতা শুনতে না পায় এমনভাবে। [সং. জন + অন্তিক + বাং. এ]। 55)
জেটি
(p. 327) jēṭi বি. জাহাজ, স্টিমার প্রভৃতি থেকে মালপত্র নামাবার বা যাত্রী নামাবার মঞ্চবিশেষ। [ইং. jetty]। 62)
টুঙি, টুঙ্গি
(p. 346) ṭuṅi, ṭuṅgi বি. 1 উঁচু মঞ্চ; 2 মঞ্চের উপর বা উঁচু জায়গায় নির্মিত ঘর। [সং. তুঙ্গ]। জল-টুঙ্গি দ্র জল। 18)
তুলসী
(p. 375) tulasī বি. হিন্দুদের কাছে পবিত্র বলে পরিগণিত গাছবিশেষ বা তার পাতা, basil. [সং. তুলা + √ সো + অ + ঈ]। তুলসী চড়ানো, তুলসী দেওয়া ক্রি. বি. নারায়ণের প্রসন্নতা বা আশীর্বাদ লাভের জন্য তাঁর চরণে তুলসীপাতা দেওয়া। ̃ মঞ্চ বি. মাটির বা বাঁধানো যে বেদির উপর তুলসী গাছ রোপণ করে নিত্যপূজা করা হয়। তুলসীবনের বাঘ সাধু বলে পরিচিত অসাধু ব্যক্তি বা দুর্জন। 222)
দৃশ্য
(p. 418) dṛśya বি. 1 দর্শনযোগ্য বা দৃশ্যমান বস্তু বা বিষয় (এ দৃশ্য দেখা যায় না, ভয়ানক দৃশ্য, অপূর্ব দৃশ্য); 2 নাটকের অঙ্কের অন্তর্গত ভাগ বা পরিচ্ছেদ (প্রথম অঙ্কের চতুর্থ দৃশ্য); 3 নাটকের পারিপার্শ্বিক অবস্হানুযায়ী অভিনয়মঞ্চের সজ্জা, সিন, scene. বিণ. 1 দর্শনীয় (কুদৃশ্য, অদৃশ্য); 2 অভিনয় দেখতে হয় এমন (দৃশ্যকাব্য); 3 প্রকাশ্য (দৃশ্যত)। [সং. √ দৃশ্ + য]। ̃ কাব্য বি. কাব্যের শ্রেণিবিশেষ, কাব্যনাটকবিশেষ, যার রস উপভোগের জন্য অভিনয় দেখতে হয়। ̃ ত, (বর্জি.) ̃ তঃ অব্য. আপাতদৃষ্টিতে (দৃশ্যত সুন্দর)।̃ পট বি. থিয়েটার বা রঙ্গমঞ্চের সিন বা চিত্রপট, scene. ̃ মান বিণ. যা দেখা যাচ্ছে এমন, দৃষ্ট হচ্ছে এমন (দৃশ্যমান জগত্)। ̃ সংগীত বি. নৃত্য। দৃশ্যান্তর বি. অন্য দৃশ্য। 7)
দোল
(p. 421) dōla বি. 1 দোলন, দোলা, ঝুলন, আন্দোলন (দোল দেওয়া); 2 ফাল্গুনি পূর্ণিমার শ্রীকৃষ্ণের ঝুলন উত্সব, দোলযাত্রা, হোলি। [সং. √ দুল্ + ণিচ্ + অ]। ̃ দুর্গোত্সব বি. 1 দোল এবং দুর্গাপূজা; 2 (গৌণার্থে) নানাবিধ উত্সব (তোমাদের তো দোলদুর্গোত্সব লেগেই আছে)। ̃ মঞ্চ বি. যে বেদির উপর দোলযাত্রা উপলক্ষ্যে রাধাকৃষ্ণের দোলা ঝুলানো হয়। ̃ যাত্রা বি. শ্রীকৃষ্ণের ঝুলন উত্সব। 109)
নাচ
(p. 452) nāca বি. 1 নৃত্য (নাচের ভঙ্গি, নাচগান); 2 (বিদ্রূপে) হাস্যকর অঙ্গভঙ্গি, লাফালাফি। [প্রাকৃ. নচ্চ সং. নৃত্য]। ̃ উলি, ̃ ওয়ালি বি. 1 পেশাদার নর্তকী; 2 বাইজি। ̃ ঘর বি. 1 যেখানে বা যে ঘরে নাচ হয়; 2 রঙ্গমঞ্চ। ̃ ন, ̃ নি1, ̃ নাচুনি1 বি. 1 নাচ করা, নাচা, নৃত্য; 2 (বিদ্রূপে) হাস্যকর অঙ্গভঙ্গি (ওই নাচন দেখতে আর ভালো লাগে না)। ̃ নি2, ̃ নাচুনি2, বি. (স্ত্রী.) নর্তকী। বিণ. নাচের ভঙ্গিযুক্ত (নাচনি ছন্দ)। নাচিয়ে বি. নর্তক। বিণ. নৃত্যকারী। নাচুনে বিণ. নাচে এমন, নৃত্যকারী। 39)
নাট
(p. 452) nāṭa বি. 1 নৃত্য, নাচ; 2 অভিনয় (নাটমঞ্চ); 3 লীলা ('সাক্ষাত্ ঈশ্বর তুমি, কে বুঝে তোমার নাট':চৈ. চ); 4 রঙ্গকৌতুক ('দেখিতে আইনু নাট': ভা. চ.); 5 রঙ্গমঞ্চ ('ধন্য হরি ভবের নাটে')। [সং. √ নট্ + অ]। ̃ মন্দির বি. দেবমন্দিরের সম্মুখস্হ যে ঘরে নৃত্যগীত হয়। 55)
নৃত্য
(p. 475) nṛtya বি. সাবলীল ও ছন্দযুক্ত শরীরবিক্ষেপের ভঙ্গিবিশেষ, নাচ, নর্তন। [সং. √ নৃত্ + য]। ̃ গীত বি. নাচগান। ̃ নাট্য বি. নাচসহযোগে অভিনেয় নাটক। ̃ পটীয়সী বিণ. (স্ত্রী.) নাচতে পটু, নৃত্যশিল্পে দক্ষতাযুক্তা। ̃ পর বিণ. 1 নাচতে ভালোবাসে এমন; 2 নাচছে এমন। স্ত্রী. ̃ পরা ('নৃত্যপরা মেনকার কনকনূপুর': রবীন্দ্র)। ̃ শালা বি. 1 নাচঘর; 2 রঙ্গমঞ্চ। 122)
নেপথ্য
(p. 479) nēpathya বি. 1 রঙ্গালয়ের সাজঘর; 2 রঙ্গমঞ্চের অন্তরালবর্তী স্হান (নেপথ্য থেকে কণ্ঠস্বর ভেসে এল); 3 অন্তরাল, আড়াল (সংবাদের নেপথ্যে)। [সং. নেপথ + য]। নেপথ্যে ক্রি-বিণ. 1 রঙ্গমঞ্চের অন্তরালে; 2 (আল.) আড়ালে, সাধারণের অগোচরে (নেপথ্যে অনেক ঘটনাই ঘটে গেছে)। 28)
প্ল্যাট-ফর্ম
(p. 559) plyāṭa-pharma বি. 1 রেলস্টেশনে গাড়ি ভিড়বার বা যাত্রীদের অপেক্ষার স্হান; 2 মঞ্চ। [ইং. platform]। 21)
বেদি, বেদিকা
(p. 633) bēdi, bēdikā বি. 1 যজ্ঞ বা পূজার জন্য প্রস্তুত পরিষ্কৃত উঁচু ভূমি (যজ্ঞবেদি); 2 দেবপ্রতিমার সম্মুখস্হ ভূমি (দেবতার বেদিমূলে); 3 উপবেশন বক্তৃতা প্রভৃতির জন্য নির্মিত উচ্চ ভূমি, মঞ্চ, পীঠ platform. [সং. √ বিদ্ + ই, ক + আ]। 196)
ভারা
(p. 664) bhārā বি. উঁচু জায়গায় বসে কাজ করার জন্য বাঁশের তৈরি মঞ্চবিশেষ, মাচা (রাজমিস্ত্রি ভারা বেঁধে কাজ করে)। [তু. ভার]। 10)
মঞ্চ
(p. 676) mañca বি. 1 মাচা, টং; 2 বেদী, প্ল্যাটফর্ম (রঙ্গমঞ্চ, বক্তৃতার মঞ্চ)। [সং √ মঞ্চ্ + অ]। ̃ .সজ্জা বি নাটকের মঞ্চ বা স্টেজের সাজসজ্জা। ̃ .স্হ বিণ. অভিনীত; অভিনয়ের জন্য স্টেজে উপস্হাপিত (তাঁর নতুন নাটকটি এখনও মঞ্চস্হ হয়নি)। 23)
মাচা, মাচান
(p. 692) mācā, mācāna বি. 1 বাঁশ ইত্যাদির তৈরী উঁচু বেদী বা মঞ্চ; 2 শিকারের জন্য তৈরী ভারাবিশেষ। [ সং. মঞ্চ]। 62)
মালঞ্চ
(p. 700) mālañca বি. ফুলের বাগান ('মালঞ্চের মধ্যভাগে বসিল ভামিনী': দে. সে)।[সং. মালা-মঞ্চ]। 63)
যব-নিকা
(p. 723) yaba-nikā বি. পর্দা রঙ্গমঞ্চের পটাবরণ, drop-scene (যবনিকা-উত্তোলন, যবনিকা পতন)। [সং. যবনী + ক আ]। ̃ .পতন, ̃ .পাত বি. 1 নাটকাভিনয়ের শেষে পর্দা পড়া; 2 (আল.) সমাপ্তি, পরিসমাপ্তি (গল্পের এখানেই যবনিকাপতন হল)। 33)
যাত্রা
(p. 726) yātrā বি. 1 গমন (তীর্থযাত্রা, পদযাত্রা); 2 প্রস্হান, নির্গমন, রওনা (বাড়ি থেকে যাত্রা করা); 3 অতিবাহন, যাপন, নির্বাহ (জীবনযাত্রা, সংসারযাত্রা); 4 দেবতার উত্সববিশেষ (ঝুলনযাত্রা, দোলযাত্রা); 5 (বাং.) দৃশ্যপটহীন চারদিক খোলা মঞ্চে নাটকাভিনয়বিশেষ (যাত্রার দল); 6 দফা, বার (এ যাত্রা বেঁচে গেলে); 7 মিছিল (শোভাযাত্রা)। [সং. √ যা + ত্র + আ]। ̃ .বদল বি. যে-স্হান থেকে যাত্রা আরম্ভ হয়েছিল সেইস্হানে ফিরে এসে নতুন করে যাত্রারম্ভ। 17)
রঙ্গ1
(p. 733) raṅga1 বি. 1 রং-এর প্রাচীন রূপ; 2 রঞ্জকদ্রব্য; 3 নৃত্যগীতাভিনয় (রঙ্গমঞ্চ); 4 ক্রীড়াপ্রতিযোগীতা, দ্বন্দ্ব, যুদ্ধ (রঙ্গভূমি); 5 লীলায়িত হাবভাব বা ভঙ্গি, লীলা; 6 ভঙ্গি, ধরন; 7 নাট্যশালা; ̃ রণভূমি; 9 (বিরল) দস্তা; 1 রাং। [সং. √ রঞ্জ্ + অ]। ̃ .ভূমি বি. 1 রণস্হল; 2 ক্রীড়াপ্রতিযোগিতার স্হান; 3 মল্লভূমি, কুস্তির আখড়া; 4 নাট্যশালা। ̃ .মঞ্চ বি. যে মঞ্চের উপর অভিনয় করা হয়, স্টেজ। ̃ .শালা বি. অভিনয়গৃহ, থিয়েটার। ̃ .স্হল-রঙ্গভূমি -র অনুরূপ। রঙ্গালয় বি. নাট্যশালা, থিয়েটার। 3)
সিন
(p. 834) sina বি. 1 অভিনয়-মঞ্চে ব্যবহারের জন্য অঙ্কিত দৃশ্যপট (সিন টাঙানো); 2 নাটকের গর্ভাঙ্ক (নাটকের প্রথম সিন); 3 দৃশ্য। [ইং. scene]। 5)
হিন্দোল, হিন্দোলা
(p. 869) hindōla, hindōlā বি. 1 দোল, ঝুলন; 2 ঝুলনযাত্রা, দোলমঞ্চ; 3 (সংগীতে) রাত্রিকালীন রাগবিশেষ। [সং. √ হিন্দোল্ + অ]। 26)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534745
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140263
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730424
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942606
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883512
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838444
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696606
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603052

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us