Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

মণিময় দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

ইন্দ্র
(p. 114) indra বি. 1 দেবতাদের রাজা, পুরন্দর; বাসব; 2 প্রধান বা শ্রেষ্ঠ ব্যক্তি (যোগীন্দ্র, বীরেন্দ্র); 3 রাজা, অধিপতি (নরেন্দ্র, দনুজেন্দ্র)। [সং. √ ইন্দ্ + র]। ̃ গোপ বি. বর্ষাকালে প্রাদুর্ভাব হয় এমন রক্তবর্ণ কীটবিশেষ, মখমলি পোকা। ̃ চাপ বি. 1 ইন্দ্রের ধনুক; 2 রামধনু। ̃ জাল বি. জাদু, ভোজবাজি, ম্যাজিক; ভেলকি; মায়া (সুরের ইন্দ্রজাল)। ̃ জালিক, ঐন্দ্রজালিক বি. জাদুকর, মায়াবী। বিণ. ইন্দ্রজালসম্বন্ধীয়। ̃ জিত্ বি. রাবণের জ্যেষ্ঠপুত্র, মেঘনাদ। বিণ. ইন্দ্রকে যে পরাজিত করেছে। ̃ ত্ব বি. ইন্দ্রের পদ বা মহিমা; রাজমহিমা; প্রাধান্য। ̃ ধনু-ইন্দ্রচাপ এর অনুরূপ। ̃ নীল, ̃ নীলক, ̃ মণি বি. মরকত, নীলকান্তমণি, পান্না ('ইন্দ্রমণির হার')। ̃ পতন বি. কোনো বিখ্যাত ব্যক্তির বা অসাধারণ মানুষের মৃত্যু। ̃ পাত-ইন্দ্রপতন এর অনুরূপ। ̃ পুরী, ̃ লোক বি. অমরাবতী, স্বর্গে দেবরাজ ইন্দ্রের পুরী বা প্রাসাদ; (গৌণ অর্থে) ঐশ্বর্যমণ্ডিত বিরাট ও সুন্দর প্রাসাদ। ̃ লুপ্ত বি. মাথার টাক ('তার মাথায় ইন্দ্রলুপ্ত': অন্নদাশঙ্কর রায়)। &tilde ; লোক দ্র ইন্দ্রপুরী। ̃ সুত বি. 1 ইন্দ্রের পুত্র জয়ন্ত; 2 বানররাজ বালী; 3 তৃতীয় পাণ্ডব অর্জুন। ̃ সেন বি. যুধিষ্ঠিরের রথের সারথি। ইন্দ্রাণী বি. ইন্দ্রপত্নী, শচীদেবী। ইন্দ্রায়ুধ বি রামধনু। ইন্দ্রারি বি ইন্দ্রের শত্রু, অসুর। ইন্দ্রাসন বি. ইন্দ্রের সিংহাসন। 44)
কবজি, কব্জি
(p. 164) kabaji, kabji বি. মণিবন্ধ, পুরোবাহু ও করতলের সন্ধিস্হল, wrist (কবজিতে ঘড়ি বাঁধা)। [আ. কব্জা + বাং. ই]। ̃ ঘড়ি বি. হাতঘড়ি, wrist-watch. 10)
করভ1
(p. 167) karabha1 বি. মণিবন্ধ বা কবজি থেকে কড়ে আঙুলের মূল পর্যন্ত করতল বা হাতের বাইরের অংশ। [সং. কর + √ ভা + অ]। 18)
কার্য
(p. 186) kārya বি. 1 কাজ, কর্ম; 2 প্রয়োজন (কোন কার্যে এখানে আগমন?); 3 ফল, উপকার (এতে কোনো কার্য দর্শাবে কি?)। বিণ. কর্তব্য, করণীয় (অবশ্যকার্য)। [সং. √ কৃ + য]। ̃ কর, ̃ কারী (কারিন্) বিণ. উপযোগী; ফলদায়ক। স্ত্রী. ̃ করী, ̃ কারিণী। ̃ করতা, ̃ কারিতা বি. উপযোগিতা, প্রয়োজন সাধনের ক্ষমতা। ̃ কলাপ বি. কাজকর্ম, নানাবিধ কাজ। ̃ কারণ সম্বন্ধ বি. কার্য ও তার কারণের মধ্যে আপেক্ষিক সম্বন্ধ। ̃ কাল বি. চাকরি প্রভৃতির ব্যাপ্তিকাল; প্রয়োজন (কার্যকালে বন্ধুদের দেখা পাওয়া যায় না)। ̃ কুশল বিণ. দক্ষ, কর্মণিপুণ। ̃ ক্রম বি. করণীয় কাজের ক্রমানুযায়ী তালিকা, programme. ̃ ক্ষম বিণ. কাজ করতে সমর্থ; কর্মদক্ষ। ̃ গতিকে ক্রি-বিণ. কাজের প্রয়োজনে বা তাগিদে। ̃ ঞ্চাগে অব্য. লিপি, দলিল প্রভৃতির প্রারম্ভিক পাঠবিশেষ, যার অর্থ: কাজের আদেশ দেওয়া হচ্ছে। [সং. কার্যম্ + চ + বাং. আগে]। ̃ ত (বর্জি.) ̃ তঃ (-তস্) অব্য. ক্রি-বিণ. ফলত, প্রকৃতপ্রস্তাবে; প্রয়োজনের সময়, কার্যকালে। ̃ পরম্পরা বি. ক্রমানুযায়ী কাজ, কাজের ক্রম। ̃ বশত (বর্জি.) বশতঃ অব্য. ক্রি-বিণ. কার্যানুরোধে, কাজের জন্য। ̃ বাহ বি. সভাসমিতিতে আলোচিত বা নির্বাহিত বিষয়সমুহ, proceeding (স.প.)। ̃ সিদ্ধি বি. অভীষ্টলাভ; সাফল্য। কার্যাকার্য বি. কাজ ও অকাজ; বিধেয় ও অবিধেয় কর্ম। কার্যানুরোধে ক্রি-বিণ. কাজের প্রয়োজনে, কাজের তাগিদে, কাজের দাবিতে; কাজের জন্য। কার্যান্তর বি. ভিন্ন কর্ম, অন্য কাজ। কার্যোদ্ধার বি. কার্যসিদ্ধি, কাজ সম্পাদন, কাজ হাসিল। কার্যোপলক্ষ্যে ক্রি-বিণ. কাজের জন্য, কাজের উদ্দেশ্যে। 18)
খচিত
(p. 221) khacita বিণ. 1 জড়িত; 2 মধ্যে মধ্যে স্হাপিত (মণিরত্নখচিত হার); 3 গ্রথিত; 4 পরিব্যাপ্ত; 5 শোভিত (নক্ষত্রখচিত আকাশ)। [সং. √ খচ্ + ত]। 18)
খনি
(p. 221) khani বি. আকর, ভূগর্ভের ধাতু রত্নাদির উত্পত্তিস্হান ('অজানা খনির নূতন মণির গেঁথেছি হার': রবীন্দ্র)। [সং. √খন্ + ই]। ̃ ক বি. কয়লাখনির মধ্যে কর্মরত শ্রমিক (রবীন্দ্র)। ̃ জ বিণ. খনিজাত, আকরিক, খনিতে জন্মায় এমন (খণিজ পদার্থ)। 76)
গোমেদ
(p. 256) gōmēda বি. পীতবর্ণ মণিবিশেষ; বৈদূর্য মণি। [সং. গো + √মিদ্ + অ]। 125)
চন্দ্র
(p. 278) candra বি. 1 চাঁদ; 2 (তত্পুরুষ সমাসে শব্দের পরে) শ্রেষ্ঠ বা সুন্দর ও আনন্দজনক ব্যক্তি (কুলচন্দ্র)। [সং. √চন্দ্ + র]। ̃ ক বি. ময়ূরপুচ্ছের অর্ধচন্দ্রকার চিহ্ন। ̃ কর বি. চাঁদের কিরণ, জ্যোত্স্না। ̃ কলা বি. চন্দ্রমণ্ডলের 1/16 অংশ, চাঁদের ষোলো ভাগের এক ভাগ। ̃ কান্ত বি. মণিবিশেষ, চন্দ্রকিরণের স্পর্শে সমধিক দীপ্তিশালী মণি। ̃ কান্তা বি. (স্ত্রী.) 1 চন্দ্রপত্নী; 2 তারকা; 3 জ্যোত্স্না; 4 রাত্রি। ̃ কান্তি বিণ. চাঁদের মতো কান্তিবিশিষ্ট বি. রুপো। ̃ কিরণ বি. জ্যোত্স্না। ̃ কোষ বি. সংগীতের রাগবিশেষ। ̃ গ্রহণ বি. পৃথিবীর ছায়াপাতে চন্দ্রের আচ্ছাদিত হওয়া। ̃ চূড় বি. শিব। ̃ ধর বি. শিব। ̃ পুলি বি. অর্ধচন্দ্রাকৃতি মিঠাইবিশেষ। ̃ প্রভ বিণ. 1 চাঁদের মতো প্রভাবিশিষ্ট; 2 সৌম্যমূর্তি। ̃ প্রভা বি. জ্যোত্স্না। বিণ. (স্ত্রী.) চাঁদের মতো প্রভাবিশিষ্টা। ̃ বংশ বি. চন্দ্র থেকে উত্পন্ন পৌরাণিক রাজবংশ (কৌরব যাদব ইত্যাদি বংশ)। ̃ বদন বিণ. বি. চাঁদের মতো (সুন্দর) মুখ বা মুখবিশিষ্ট, চাঁদমুখ। স্ত্রী. ̃ বদনা। ̃ বিন্দু বি. বিন্দুযুক্ত অর্ধচন্দ্রাকৃতি চিহ্ন; 3 -এই ধ্বনি বা চিহ্ন। ̃ বোড়া বি. ফণাহীন বিষধর সাপবিশেষ। ̃ ভাগা বি. পঞ্জাবের নদীবিশেষ, সিন্ধুর শাখানদী চেনাব। ̃ মণি বি. চন্দ্রকান্তমণি। ̃ মল্লিকা বি. সুপরিচিত ফুলবিশেষ। ̃ মা বি. চাঁদ। ̃ মুখ বি. বিণ. চাঁদের মতো (সুন্দর) মুখ বা মুখবিশিষ্ট। স্ত্রী. ̃ মুখী। ̃ মৌলি বি. শিব। ̃ রেখা, ̃ লেখা বি. 1 চন্দ্রকলা; 2 অপ্সরাবিশেষ; 3 সংস্কৃত ছন্দবিশেষ। ̃ রেণু বি. কাব্যচোর, কুম্ভীলক, plagiarist. ̃ লেখা দ্র চন্দ্ররেখা। ̃ লোক বি. 1 চন্দ্রের উপরিস্হ ভূমি; 2 চন্দ্র-অধিষ্ঠিত পৌরাণিক স্হান। ̃ শালা, ̃ শালিকা বি. চিলেকোঠা। ̃ শেখর বি. শিব। ̃ সম্ভব বি. চন্দ্রের পুত্র, বুধ। ̃ সুধা বি. জ্যোত্স্না। ̃ হার বি. 1 মেখলাবিশেষ; 2 গলার হারবিশেষ। ̃ হাস বি. খড়্গ বা তরবারিবিশেষ। 14)
জড়িত
(p. 312) jaḍ়ita বিণ. 1 সংলগ্ন (শিকড় মাটির সঙ্গে জড়িয়ে রয়েছে); 2 সম্বন্ধযুক্ত (তিনি এই ব্যাপারটির সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত); 3 লিপ্ত (মামলায় জড়িত হওয়া); 4 খচিত (মণিমাণিক্যজড়িত); 5 যুক্ত (লজ্জাজড়িত কণ্ঠ); 6 অস্পষ্ট, জড়তাযুক্ত (জড়িত কণ্ঠ, জড়িত ভাষা)। [সং. √ জড়া + ইত]। 30)
জন্ম
(p. 312) janma (-ন্মন্) বি. 1 মাতৃগর্ভ থেকে বার হওয়া, ভূমিষ্ঠ হওয়া; 2 উত্পত্তি, সৃষ্টি, আবির্ভাব (পৃথিবীর জন্ম, খনিতে মণির জন্ম); 3 দেহধারণ (মনুষ্যজন্ম); 4 দেহাশ্রিত অবস্হা (জন্মজন্মান্তর); 5 জীবনকাল (জন্ম গেল খেটে খেটে)। [সং. √ জন্ + মন্]। জন্ম-এয়োতি, জন্ম-এয়োস্ত্রী বি. চিরসধবা। জন্ম কাটা, জন্ম যাওয়া ক্রি. বি. জীবন অতিবাহিত হওয়া। ̃ কুণ্ডলী বি. (জ্যোতিষ) জন্মকালীন রাশিচক্র। ̃ গত বিণ. সহজাত, জন্ম থেকে প্রাপ্ত (জন্মগত অভ্যাস বা সংস্কার)। ̃ গ্রহণ বি. ভূমিষ্ঠ হওয়া, মাতৃগর্ভ থেকে বার হওয়া; উত্পত্তি। ̃ জন্ম বি. প্রতি জন্ম, যতবার জন্ম বা আবির্ভাব ঘটবে। ̃ জন্মান্তর বি. এই জন্ম ও পরবর্তী অন্যান্য জন্ম। ̃ জয়ন্তী বি. বিশিষ্ট ব্যক্তির জন্মদিনের স্মরণে অনুষ্ঠিত উত্সব। ̃ তিথি বি. জন্মকালীন তিথি। ̃ দ, ̃ দাতা (-তৃ) বি. পিতা, জনক। স্ত্রী. ̃ দা, ̃ দাত্রি। ̃ দান বি. উত্পাদন। ̃ দুঃখী বিণ. চিরদিন দুঃখভোগ করে এমন। স্ত্রী. ̃ দুঃখিনী। ̃ নক্ষত্র বি. জন্মের সময় যে নক্ষত্রের প্রভাব সর্বাধিক। ̃ পত্র, ̃ পত্রিকা বি. কোষ্ঠী। ̃ বৃত্তান্ত বি. জন্মের কাহিনী; জীবনকালের কাহিনী। ̃ ভূমি বি. যে ভূমিতে বা দেশে জন্ম হয়েছে, মাতৃভূমি। ̃ শাসন বি. জন্মনিয়ন্ত্রণ, birth control. ̃ শোধ ক্রি-বিণ. জন্মের মতো, চিরদিনের মতো। জন্মে ক্রি-বিণ. 1 জন্ম থেকে, জন্মাবধি; 2 সারা জীবনে (জন্মেও সে একটা সত্যি কথা বলল না)। 74)
জহরত
(p. 312) jaharata বি. মণিমুক্তাদি বহুমূল্য রত্ন। [আ. জওহরাত্ (বহুবচনে)]। 183)
জুয়েলার
(p. 327) juẏēlāra বি. স্বর্ণকার; মণিকার। [ইং. jeweller]। জুয়েলারি বি. সোনারূপার গহনার দোকান। 47)
নাভি
(p. 454) nābhi বি. 1 পেটের মাঝখানে ছোটো আবর্তবিশেষ, নাই; 2 চক্রের কেন্দ্রাংশ। [সং. √ নহ্ + ই]। ̃ কুণ্ডল, ̃ কুণ্ডলী বি. নাভি, নাভির গোল আবর্ত বা চক্র। ̃ চক্র বি. নাভিতে অবস্হিত মণিপুরচক্র। ̃ পদ্ম বি. 1 পদ্মসদৃশ নাভি; 2 (তন্ত্রে) নাভিস্হ পদ্ম বা মণিপুরচক্র। ̃ শ্বাস বি. 1 মুমূর্ষু ব্যক্তির শ্বাসের ঊর্ধ্বমুখী টান; 2 (আল.) মৃত্যুযন্ত্রণা; 3 শেষ অবস্হা (ব্যাবসার এখন নাভিশ্বাস উঠেছে)। 43)
নয়ন2
(p. 447) naẏana2 বি. চোখ, নেত্র। [সং. √ নী + অন]। ̃ গোচর বিণ. দৃষ্টিপথবর্তী, নজরে এসেছে বা আছে এমন। ̃ চকোর বি. যে-চোখ সৌন্দর্যরূপ জ্যোত্স্না পান করে; রূপমুগ্ধ চোখ। ̃ জল, ̃ নীর বি. অশ্রু, চোখের জল। ̃ ঠার বি. অপাঙ্গদৃষ্টি, চোখের ইশারা। ̃ তারা বি. 1 চোখের ভিতরকার তারার মতো অংশবিশেষ; 2 চোখের তারার মতো প্রিয় ব্যক্তি; 3 ফুলবিশেষ। ̃ বাণ বি. 1 বাণের মতো তীক্ষ্ণ চাহনি; 2 চিত্তচাঞ্চল্যকর দৃষ্টি, কামোদ্দীপক চাহনি। ̃ মণি বি. 1 চোখের মণি; 2 চোখের মণির মতো আদরের বা প্রিয় ব্যক্তি। ̃ শোভন বিণ. দৃষ্টিনন্দন, সুন্দর, দর্শনীয়। 54)
পঁইছা, পঁইছি, পৈঁছি
(p. 483) pam̐ichā, pam̐ichi, pain̐chi বি. স্ত্রীলোকের মণিবন্ধের অলংকারবিশেষ। [হি. পোহ্নংচী]। 7)
পদ্ম
(p. 488) padma বি. 1 (সচ.) লাল, নীল, গোলাপি ও সাদা রঙের জলজ ফুলবিশেষ, কমল, পঙ্কজ, উত্পল 2 তন্ত্রশাস্ত্রোক্ত দেহের চক্রবিশেষ 3 দশ লক্ষ কোটি সংখ্যা বা এক কোটি মিলিয়ন। [সং. √পদ্ + ম]। ̃ .আঁখি বি. শ্রীকৃষ্ণ রামচন্দ্র। ̃ .গোখরো বি. ফণায় পদ্মচিহ্নযুক্ত গোখরো সাপ। ̃ .নাভ বি. (নাভিতে পদ্ম আছে বলে) বিষ্ণু। ̃ .নেত্র বিণ. পদ্মের মতো সুন্দর চক্ষুযুক্ত, কমললোচন। ̃ .পলাশ বি. পদ্মের পাতা বা পদ্মফুলের পাপড়ি। ̃ .পলাশলোচন বিণ. পদ্মের পাপড়ির মতো সুন্দর ও আয়ত চক্ষুবিশিষ্ট। বি. বিষ্ণু। ̃ .পাণি বিণ. 1 যার হাতে পদ্ম আছে 2 পদ্মের মতো সুন্দর ও কোমল হাতবিশিষ্ট। বি. 1 ব্রহ্মা 2 সূর্য; 3 বুদ্ধ। ̃ মুখ বি. পদ্মের মতো সুন্দর মুখ। বিণ. পদ্মের মতো সুন্দর মুখবিশিষ্ট। বিণ. (স্ত্রী.) ̃ মুখী। ̃যোনি, ̃ভূ, পদ্মোদ্ভব বি. পদ্ম (বা বিষ্ণুর নাভিপদ্ম) যার যোনি বা উত্পত্তিস্হল, ব্রহ্মা। ̃ রাগ বি. মূল্যবান মণিবিশেষ, ruby, চুনি (বি.প.)। ̃ লোচন বিণ. পদ্মের মতো চোখবিশিষ্ট। স্ত্রী. ̃ লোচনা। 53)
পরশ-পাথর, পরশ-মণি
(p. 488) paraśa-pāthara, paraśa-maṇi বি. কাল্পনিক মণিবিশেষ যার স্পর্শে লোহা সোনায় পরিণত হয়, স্পর্শমণি। [বাং. পরশ + পাথর, মণি]। 184)
পোখ-রাজ
(p. 534) pōkha-rāja বি. মণিবিশেষ, পুষ্পরাগমণি, topaz.[হি. পুখরাজ]। 4)
প্রকোষ্ঠ
(p. 537) prakōṣṭha বি. 1 কনুই থেকে মণিবদ্ধ বা কবজি পর্যন্ত দেহাংশ, করতল বাদে পুরোবাহূ; 2 কক্ষ, ঘর (ক্ষুদ্র প্রকোষ্ঠ); 3 দরজার পাশের ঘর; 4 মহল। [সং. প্র + √ কুষ্ + থ]। 14)
ফিরোজা
(p. 565) phirōjā বি. 1 নীলাভ মণিবিশেষ; 2 ওইরকম বর্ণবিশেষ, আকাশি নীল। বিণ. নীলাভ ('ফিরোজা উষায় সন্ধ্যায় গোলাপে': বিষ্ণু)। [ফা. ফিরোজহ্]। 30)
বাউটি
(p. 590) bāuṭi বি. মণিবন্ধে পরিধেয় বালাজাতীয় অলংকারবিশেষ। [সং. বাহু + প্রাকৃ. টী]। 21)
বৈদূর্য
(p. 644) baidūrya বি. গাঢ় বা কালচে পীতবর্ণ মণিবিশেষ, নীলকান্তমণি। [সং. বিদূর + য]। 31)
ভ্রামণিক
(p. 674) bhrāmaṇika বিণ. বি. ভ্রমণকারী, যে ভ্রমণ করে (ভ্রামণিকদের বিশ্রামের স্হান)। [সং ভ্রমণ + ইক]। 3)
মঞ্জুষা, মঞ্জূষা
(p. 676) mañjuṣā, mañjūṣā বি. 1 ঝাঁপি, পেটিকা; 2 আধার (মণিমঞ্জুষা)। [সং √ মন্জ্ + উষণ্ + আ]। 34)
মণি
(p. 676) maṇi বি. 1 দীপ্তিশালী মূল্যবান পাথর, মানিক, বহুমূল্য রত্ন (মণিমাণিক্য, মণিকাঞ্চন); 2 (আল.) পরম প্রিয় ব্যক্তি (চোখের মণি, খুকুমণি): 3 চোখের তারা; 4 বংশ উজ্জ্বলকারী ব্যক্তি (রঘুকুলমণি)। [সং √ মণ্ + ই়] । ̃ ক বি. 1 মণি; 2, খনিজ, mineral; 3 মাটির জালা। ̃ .কর্ণিকা বি. কাশীধামের প্রসিদ্ধ শ্মশানঘাট। ̃ .কাঞ্চন বি. মানিক ও সোনা, রত্ন ও সোনা; বিবিধ রত্ন ও সোনাদানা। ̃ .কাঞ্চন-যোগ বি. (মণি ও সোনার শোভন মিলনের মতো) অতি শুভ ও শোভন মিলন; যোগ্যর সঙ্গে যোগ্যের সার্থক মিলন। ̃ .কা বি. 1 মণি; 2 মাটির জালা। ̃ .কার বি. 1 রত্নবনিক, জহুরি; 2 যে-ব্যক্তি মণিরত্নাদি কেটে পালিশ করে, রত্নশিল্পী। ̃ .কুট্টিম বি. মনিময় গৃহতল, রত্ননির্মিত বা পাথরে বাঁধানো মেঝে। ̃ .কোঠা বি মণিময় গৃহ। ̃ .মণ্ডিত, ̃ .ময় বিণ. মণিখচিত, মণিদ্বারা শোভিত। ̃ .মঞ্জুষা বি রত্নের ঝাঁপি, মণিমাণিক্যের আধার বা পেটিকা। ̃ .মাণিক্য বি. বিভিন্ন রত্নাদি। ̃ .মালা বি. মণিময় হার। ̃ .রাগ বি হিঙ্গুল। ̃ .হার বি. মণিময় কণ্ঠহার। ̃ .হারা-ফণী (-ণিন্) (আল.) প্রিয়তম বস্তু বা ব্যক্তিকে হারানোর ফলে অস্হিরচিত্ত ব্যক্তি। 48)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534523
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140035
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730160
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942329
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883432
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838406
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696568
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603028

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us