Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

মাশুল দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অতি
(p. 14) ati অব্য. 1 অধিক (অতি শীঘ্র, অতিবল); 2 অতিক্রান্ত (অতীত-অতি+ইত); 3 বহির্ভূত (অতিপ্রাকৃত, অতীন্দ্রিয়-অতি+ইন্দ্রিয়)। বিণ. 1 অত্যন্ত অসংগত, অনুচিত; 2 (মন্দার্থে) অতিরিক্ত (অতিবাড় অতিআগ্রহ, অতিদর্প); 3 (ব্রজ.) উত্কৃষ্ট ('সো অতি নাগর': বিদ্যা.)। [সং. √ অত্+ই]। ̃ .কথন, ̃ .কথা বি. অতিরঞ্জিত বর্ণনা বা বৃথা বাক্যব্যয়। ̃ কায় বিণ. প্রকাণ্ড দেহ যার। বি. রাবণের এক পুত্রের নাম। ̃ .ক্রম, ̃ .ক্রমণ বি. 1 পার হওয়া, লঙ্ঘন করা (বাধাবিপত্তি অতিক্রম করা); 2 ডিঙানো, টপকে যাওয়া, অন্যের স্হান দখল করা, supersession (স. প.)। ̃ .ক্রম্য, ̃ .ক্রমণীয় বিণ. লঙ্ঘন করা ব অতিক্রম করা যায় এমন। ̃ .ক্রান্ত বিণ. অতিক্রম করা হয়েছে এমন, লঙ্ঘন করা হয়েছে এমন; অতীত (অতিক্রান্ত যৌবন)। ̃ .ক্ষেত্রিক বিণ. কোনো বিশেষ অঞ্চলের বহির্ভূত, extra-territorial (স. প.)। ̃ .চালাক, ̃ .বুদ্ধি বিণ. বি. অত্যন্ত চালাক (লোক); (আল.) বাহ্যত বুদ্ধিমান মনে হলেও প্রকৃতপক্ষে বোকা (লোক) (অতিচালাকের গলায় দাড়ি)। ̃ তপ্ত বিণ. অত্যধিক গরম হয়েছে বা গরম করা হয়েছে এমন, superheated (বি. প.)। ̃ .তর বিণ. অত্যন্ত ('দোঁহে প্রেম অতিতর': ভা. চ.)। ̃ দর্প বি. অত্যধিক অহংকার। অতি দর্পে হতা লঙ্কা অহংকার মাত্রা ছাড়িয়ে গেলে পতন নিশ্চিত (রাবণের অতিরিক্ত অহংকারের জন্য লঙ্কার মতো শক্তিশালী রাজ্যেরও পতন হয়েছিল)। ̃ .দীর্ঘ বিণ. খুব লম্বা; খুব বড়। ̃ দূর বিণ. খুব দূরের। বি. বেশি দূরত্ব। ̃ .নাটকীয়তা বি. নাট্যগুণের বাড়াবাড়ি, যতটা নাটকীয়তা প্রয়োজন তার চেয়ে বেশি। ̃ .পাত্তি বি. তামাদি, বাতিল lapse (বি.প.)। ̃ পাত বি. যাপন, কাটানো (দিনাতিপাত, কালাতিপাত)। ̃ .পাতক বি. সকল পাপের চেয়ে গুরুতর পাপ, জঘন্যতম পাপ। ̃ .পান বি. অত্যধিক (মদ্য) পানদোষ। ̃ .প্রজতা বি. জনসংখ্যার আধিক্য, overpopulation. বিণ. ̃ .প্রজ। ̃ প্রাকৃত বি. বিণ. অনৈসর্গিক, অপার্থিব, অলৌকিক, supernatural. ̃ বড় বিণ. খুব বড়; অতিরিক্ত বড়। ̃ .বল বিণ. মহাশক্তিধর। ̃ .বাড় বি. অস্বাভাবিক বৃদ্ধি, অত্যন্ত বাড়াবাড়ি। অতিবাড় বেড়োনাকো ঝড়ে পড়ে যাবে (প্র.) অহংকার অত্যধিক বেড়ে গেলে পতন হবেই। তু. অতি দর্পে হতা লঙ্কা। ̃ .বাদ বি. 1 অতিশয়োক্তি, অত্যুক্তি; 2 কঠোর বাক্য। ̃ বাহন বি. যাপন, ক্ষেপণ, কাটানো। ̃ বাহিত বিণ. কাটানো হয়েছে বা যাপন করা হয়েছে এমন। (বহু দিন অতিবাহিত হয়েছে, যৌবন অতিবাহিত)। ̃ .বিলম্ব বি. বেশি দেরি। ̃ বুদ্ধি দ্র অতিচালাক। ̃ .বৃদ্ধ বিণ. খুব বুড়ো, একেবারে বুড়ো। ̃ বৃষ্টি বি. অত্যধিক বৃষ্টি; শস্যের পক্ষে ক্ষতিকর এমন অত্যধিক পরিমাণ বৃষ্টি। ̃ .বেল বিণ. বেলা বা তটরেখাকে অর্থাত্ সীমাকে অতিক্রম করেছে এমন; অসীম; অত্যধিক। ̃ .ভক্তি বি. যতটা ভক্তি স্বাভাবিক তার চেয়ে বেশি; (কৃত্রিম) ভক্তির আধিক্য; ভক্তির ভান। অতিভক্তি চোরের লক্ষণ (প্র.) ভক্তি প্রদর্শনের দ্বারা বিশ্বাস অর্জন করতে পারলে চুরি করার সুবিধা হয়, তাই অত্যধিক ভক্তি দেখলে সন্দেহ হয় যে এর পিছনে চুরির মতলব আছে। ̃ .ভোজন বি. গুরুভোজন, অত্যধিক বা অপরিমিত আহার। ̃ .মন্দা বি. (বাণি.) জিনিসপত্রের দাম অত্যন্ত পড়ে গেছে এমন অবস্হা, slump. বিণ. ওইরকম অবস্হাপূর্ণ। ̃ .মর্ত্য বিণ. লোকাতীত, পৃথিবীতে ঘটে না এমন ('অতিমর্ত্য উন্মাদনা অচিরাত্ পলাল কোথায়': সু. দ.)। ̃ মাত্র বিণ. মাত্রা ছাড়িয়ে গেছে এমন, অত্যন্ত (মদ্যপানে অতিমাত্র আসক্ত)। ̃ .মান বি. অস্বাভাবিক রকমের বেশি অহংকার। ̃ .মানব, ̃ .মানুষ বি. 1 মহামানব, মহাপুরুষ, অলৌকিক ক্ষমতাসম্পন্ন ব্যক্তি, superman; 2 পরমজ্ঞানী পুরুষ। ̃ মানবিক বিণ. 1 মহামানবের যোগ্য বা মহামানবসম্পর্কিত; 2 অলৌকিক। ̃ .রঞ্জন বি. অত্যুক্তি, অতিশয়োক্তি, প্রকৃত অবস্হাকে বাড়িয়ে বর্ণনা করা। ̃ .রঞ্জিত বিণ. বাড়িয়ে বলা হয়েছে এমন। ̃ রথ বি. যে যোদ্ধা একই সঙ্গে অসংখ্য যোদ্ধার বিরুদ্ধে যুদ্ধ করতে পারে। ̃ রিক্ত [অতি+রিচ্+ত] বিণ. 1 প্রয়োজনের চেয়ে বেশি, বাড়তি (অতিরিক্ত বেতন); 2 অত্যধিক (অতিরিক্ত পরিশ্রমে তার শরীর দুর্বল হয়েছে); 3 উদ্বৃত্ত; 4 (উদ্ভি.) accessory (বি. প.)। ̃ .লোভ বি. বড় বেশি লোভ, খুব লোভ। ̃ .রেক বি. আধিক্য, প্রাচুর্য; বাড়তি, excess, surplus (স.প.)। ̃ .শয় বিণ. অত্যন্ত, খুব। বি. আধিক্য (সৌন্দর্যাতিশয়)। ̃ .শয়োক্তি বি. অত্যুক্তি, বর্ণনার বাড়াবাড়ি; উপমেয়ের উল্লেখহীন ও উপমানের প্রাধান্যপূর্ণ অলংকারবিশেষ (যথা-'মূহূর্তে অম্বরবক্ষে উলঙ্গিনী শ্যামা বাজায় বৈশাখী সন্ধ্যাঝঞ্ঝার দামামা': রবীন্দ্র), hyperbole. ̃ .সার বি. উদরের পীড়াবিশেষ; আমাশয় প্রভৃতি রোগ। 24)
আত্মাশ্রয়
(p. 89) ātmāśraẏa বি. স্বাবলম্বন, নিজের উপর নির্ভর। বিণ. স্বাবলম্বী, নিজের উপর নির্ভর করে এমন। [সং. আত্মন্ + আশ্রয়]। আত্মাশ্রয়ী বিণ. আত্মনির্ভর, নিজের উপর নির্ভর করে এমন, স্বাবলম্বী। 31)
আম-দানি
(p. 101) āma-dāni বি. 1 দেশের বাইরে থেকে অর্থাত্ অন্য দেশ থেকে পণ্যদ্রব্য আনা, import; 2 আয়, আগম (পয়সাকড়ি কিছু আমদানি হচ্ছে কি?)। বিণ. আমদানি করা হয়েছে এমন (আমদানি মাল)। [ফা. আমদন্]। ̃ শুল্ক বি. বিদেশ থেকে পণ্য আমদানি করার জন্য যে কর বা মাশুল দিতে হয়, import duty. 10)
আম1
(p. 99) āma1 বি. অস্ত্রের নির্যাস, mucus, আমাশয়। [সং. √অমি + অ]। 53)
আমাতি-সার
(p. 101) āmāti-sāra বি. আমাশয় বা আমাশা রোগ. [সং. আম1 + অতিসার]। 35)
আমাশয়, (কথ্য) আমাশা
(p. 101) āmāśaẏa, (kathya) āmāśā বি. 1 পেটে আমসঞ্চয়রোগ এবং তার ফলে উদরাময়; 2 পেটে আমসঞ্চয়ের স্হান, আমস্হলী। [সং. আম1 + আশয়]। 40)
উত্-পাদন
(p. 123) ut-pādana বি. 1 সৃষ্টি, নির্মাণ, জনন (অন্তরে ভয়োত্পাদন); 2 নির্মিত বস্তু, শিল্পজাত দ্রব্য, production. [সং. উত্ + √ পদ্ + ণিচ্ + অন]। ̃ শুল্ক, অন্তঃশুল্ক বি. দেশের মধ্যে উত্পন্ন বা নির্মিত পণ্যদ্রব্যের উপর ধার্য শুল্ক বা মাশুল, excise duty. উত্-পাদক বিণ. বি. উত্পাদনকারী; জনক; সৃজক, নির্মাতা; (গণি.) গুণনীয়ক, factor. স্ত্রী. উত্-পাদিকা। উত্-পাদনীয়, উত্-পাদ্য বিণ. উত্পাদন করতে হবে এমন, উত্পাদনের যোগ্য। উত্-পাদয়িতা বিণ. বি. উত্পাদক। স্ত্রী. উত্-পাদয়িত্রী। উত্-পাদিত বিণ. উত্পন্ন; নির্মাণ বা সৃষ্টি বা তৈরি করা হয়েছে এমন। উত্-পাদী বিণ. উত্পন্ন হয় বা করে এমন। উত্-পাদ্য-মান বিণ. উত্পাদিত হচ্ছে এমন। 29)
কিমাশ্চর্য
(p. 190) kimāścarya বি. কী অদ্ভুত ব্যাপার। বিণ. অদ্ভুত। [সং. কিম্ + আশ্চর্য]। 20)
ক্ষমা
(p. 217) kṣamā বি. 1 সহিষ্ণুতা, সহ্যগুণ, তিতিক্ষা; 2 অপরাধ মার্জনা (ক্ষমা করে দিলাম) ; 3 অপকার বা ক্ষতি সহ্য করা; 4 নিবৃত্তি (এবার ক্ষমা দাও)। [সং. √ ক্ষম্ + অ + আ]। ̃ গুণ, ̃ ধর্ম বি. ক্ষমা করার শক্তি বা মানসিকতা। ̃ ঘেন্না বি. দোষ মার্জনা করা ও দয়া দেখানো। ̃ বান (-বান্) বিণ. ক্ষমাশীল, ক্ষমাগুণে (যার) অন্তর পূর্ণ। স্ত্রী. ̃ বতী। ̃ র্হ বিণ. ক্ষমার যোগ্য। ক্ষমী (-মিন্) বিণ. সহিষ্ণু, ক্ষমাশীল; সমর্থ। ক্ষম্য বিণ. ক্ষমার যোগ্য, ক্ষমার্হ। 22)
ক্ষান্ত
(p. 217) kṣānta বিণ. 1 নিরস্ত, নিবৃত্ত; বিরত (ক্ষান্ত হও, এই যুদ্ধ বন্ধ করো); 2 সহিষ্ণু, ক্ষমাশীল। [সং. √ ক্ষম্ + ত]। ক্ষান্ত দেওয়া ক্রি. বি. নিবৃত্ত হওয়া ('ক্ষান্ত দে মা, শান্ত হ মা': রবীন্দ্র)। ক্ষান্তি বি. সহিষ্ণুতা, সহ্যগুণ; নিবৃত্তি; বিরতি (বৃষ্টির ক্ষান্তি নেই)। 26)
খপ্পর
(p. 221) khappara বি. 1 কবল, ফাঁদ (একটা বদমাশের খপ্পরে পড়েছে); 2 খাপরা, খোলা; 3 খোলা বা খাপরার চাল। [সং. খর্পর]। 84)
গোমস্তা, গোমশতা
(p. 256) gōmastā, gōmaśatā বি. 1 তহসিলদার, খাজনা আদায়কারী; 2 জমিদার বা মহাজনের পাওনা আদায়কারী কর্মচারী; 3 প্রতিনিধি; 4 হিসাবরক্ষক। [ফা. গুমাশ্তা]। 121)
ঘাট2
(p. 266) ghāṭa2 বি. 1 পুকুর নদী প্রভৃতি জলাশয়ের অবতরণস্হান; 2 নদী খাল প্রভৃতির তীরে নৌকা ইত্যাদি ভিড়াবার স্হান (খেয়াঘাট, জাহাজঘাট, স্টিমারঘাট); 3 সেতার এসরাজ প্রভৃতি বাদ্যযন্ত্রের সুরের পর্দা; 4 পর্বত (পূর্বঘাট, পশ্চিমঘাট); 5 গিরিসংকট। [সং. ঘট্ট]। ঘাটের কড়ি বি. খেয়া পারাপারের মাশুল, পারানি। ̃ খরচ, ̃ খরচা বি. মড়া পোড়াবার খরচ। ̃ লা বি. পাকা ঘাট, বাঁধানো ঘাট। ঘাটে ঘাটে ক্রি-বিণ. 1 প্রতি ঘাটে; 2 সর্বত্র ('ভুবনের ঘাটে ঘাটে: রবীন্দ্র)। ঘাটের মড়া (ঈষত্ উপেক্ষার্থে বা ব্যঙ্গার্থে) মুর্মূর্ষু ব্যক্তি; অতি বৃদ্ধ লোক। 54)
চার্জ
(p. 281) cārja বি. 1 অভিযোগ, অপরাধ আরোপ (আপনার নামে একটা চার্জ আছে); 2 আহার বাসস্হান ইত্যাদি বাবদ ব্যয় (হোটেলের চার্জ), মাশুল; 3 দায়িত্ব, তত্ত্বাবধান (আমার চার্জে এটা রইল)। [ইং. charge]। ̃ শিট বি. কোনো কর্মচারীর কৃত অপরাধের বিবরণসহ অপরাধীর কৈফিয়ত-তলব-সংবলিত উপরওয়ালার পত্র। [ইং. charge-sheet]। 158)
টিকিট
(p. 343) ṭikiṭa বি. 1 ভাড়া মাশুল ইত্যাদির নিদর্শনপত্রবিশেষ (বাসের টিকিট, লটারির টিকিট); 2 পরিচয়পত্রবিশেষ (বাসের টিকিট, লটারির টিকিট); 2 পরিচয়পত্রবিশেষ (কয়েদির টিকিট)। [ইং. ticket]। ̃ বাবু, ̃ মাস্টার বি. টিকিট বিক্রয় করার ভারপ্রাপ্ত কর্মচারী। 56)
ডাক৬
(p. 355) ḍāka6 বি. 1 দূরপথে যাবার ও চিঠিপত্রাদি পাঠাবার জন্য যানবাহন ব্যবস্হা (ঘোড়ার ডাক); 2 চিঠিপত্রাদি বহনের ও বিলির সরকারি ব্যবস্হা (ডাকবিভাগ); 3 চিঠিপত্রাদি (আজকের ডাক এখনও আসেনি)। [হি. ডাক্]। ̃ গাড়ি বি. চিঠিপত্রাদি বহনকারী দ্রূতগামী যান বা রেলগাড়ি। ̃ খানা, ̃ ঘর বি. পোস্ট অফিস। ̃ টিকিট বি. ডাক মাশুলের নিদর্শক ছাপানো কাগজখণ্ড। ̃ পিয়ন বি. চিঠিপত্র বিলির কাজে নিযুক্ত কর্মচারী। ̃ বাক্স বি. ডাকঘর কর্তৃক স্হাপিত চিঠি ফেলার বাক্স। ̃ হরকরা বি. ডাকের থলি এক স্হান থেকে অন্য স্হানে বহনকারী কর্মচারী। 15)
তর৫
(p. 367) tara5 বি. উত্তরণ, পারগমন, অতিক্রমণ (দুস্তর)। [সং. √ তৃ + অ]। ̃ পণ্য বি. পারানি, পার হওয়ার মাশুল। ̃ স্হান বি. পারের ঘাট, খেয়াঘাট। 88)
তিতিক্ষা
(p. 375) titikṣā বি. 1 ক্ষমা; 2 সহিষ্ণুতা। [সং. √ তিজ্ + সন্ + অ + আ]। তিতিক্ষিত বিণ. ক্ষমা বা সহ্য করা হয়েছে এমন। তিতিক্ষু বিণ. 1 ক্ষমাশীল; 2 সহিষ্ণু। 120)
পণ্য
(p. 488) paṇya বিণ. বিক্রয়যোগ্য (পণ্যদ্রব্য)। বি. 1 বিক্রয়যোগ্য বস্তু, বেসাত (পণ্য আমদানি); 2 দাম, মাশুল, ভাড়া। [সং. √ পণ্ + য]। ̃ জীবী (-বিন্), পণ্যাজীব বিণ. বি. বণিক, ব্যবসায়ী। ̃ বীথি, ̃ বীথী, ̃ বীথিকা বি. দোকানের সারি, সারি সারি দোকান; বাজার, হাট; ক্রয়বিক্রয়ের স্হান। ̃ শালা বি. দোকান, বিক্রয়কেন্দ্র। ̃ স্ত্রী, পণ্যাঙ্গনা বি. বেশ্যা, গণিকা। 6)
পারানো
(p. 513) pārānō ক্রি. বি. পার করা; পার হওয়া; পেরোনো (এক দমে এই পুকুর পারাতে পারে, পেরিয়ে যাওয়া)। [ সং. পার (অপর তীর) + বাং. আনো (নামধাতু)]। পারানি বি. পার হবার মাশুল, খেয়ার কড়ি। 116)
ফি1
(p. 565) phi1 বি. 1 পারিশ্রমিক, দর্শনী (ডাক্তারের ফি); 2 বেতন (কলেজের ফি-বই); 3 মাশুল, প্রদেয় কর (কোর্ট ফি); 4 প্রবেশমূল্য, মূল্য (পরীক্ষার ফি)। [ইং. fee]। 5)
বেয়ারিং
(p. 641) bēẏāri বিণ. 1 বিনা মাশুলে বা কম মাশুলে প্রেরিত (বেয়ারিং চিঠি); 2 (আল.) বিনা খরচায়। [ইং. bearing]। 31)
ভাড়া
(p. 661) bhāḍ়ā বি. 1 সাময়িক ব্যবহারের জন্য দেয় অর্থ, মাশুল, কেরায়া (গাড়িভাড়া, বাড়িভাড়া); 2 মজুরি (কুলিভাড়া)। বিণ. ভাড়ার শর্তে ব্যবহৃত (ভাড়াবাড়ি, ভাড়াগাড়ি)। [ সং. ভাটক]। ভাড়া করা ক্রি. বি. ভাড়ার অর্থ দেবার শর্তে অন্যের জিনিস নিজের কাজের জন্য নেওয়া (গাড়ি ভাড়া করেছেন)। 24)
ভিপি
(p. 664) bhipi বি. ডাকে পাঠানো যে বস্তুর ডাকমাশুল প্রাপককে দিতে হয় [ইং. value payable post]। 56)
মর্ষ, মর্ষণ
(p. 687) marṣa, marṣaṇa বি. 1 সহ্যকরণ, সহ্য করা; 2 ক্ষমা. তিতিক্ষা (অঘমর্ষণ) [সং. √ মৃষ্ + অ, অন]। মর্ষিত বিণ. ক্ষান্ত; ক্ষমাশীল। 12)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534758
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140278
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730451
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942627
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883515
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838448
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696608
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603053

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us