Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

মুমূর্ষু দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অন্তর্জলি
(p. 32) antarjali বি. মুমূর্ষূ ব্যক্তির পারলৌকিক মঙ্গলের জন্য তার নিম্নাঙ্গ গঙ্গাজলে ডুবিয়ে রাখার শাস্ত্রীয় অনুষ্ঠানবিশেষ, নাভিস্নান। [সং. অন্তর্জল + বাং. ই]। ̃ যাত্রা বি. অন্তর্জলির অনুষ্ঠানের জন্য যাত্রা; (আল.) অন্তিমকাল। 49)
অন্তিম
(p. 34) antima বিণ. 1 শেষ; 2 মৃত্যুকালীন (বৃদ্ধের অন্তিম ইচ্ছা)। বি. পরিণতি (অন্তিমে অক্ষয় স্বর্গলাভ). [সং. অন্ত + ইম ('ভব' অর্থে)]। ̃ কাল, ̃ সময় বি. মরণকাল। ̃ দশা বি. শেষ অবস্হা; মুমূর্ষু অবস্হা। ̃ শয্যা বি. যে শয্যায় শায়িত অবস্হায় মৃত্যু ঘটে। 32)
আসন্ন
(p. 108) āsanna বিণ. 1 প্রায় এসে গেছে এমন (আসন্ন বিপদ, বর্ষা আসন্ন); 2 নিকটবর্তী; 3 অন্তিম, শেষ (আসন্ন অবস্হা)। [সং. আ + √ সদ্ + ত]। ̃ কাল বি. মৃত্যুকাল; বিপত্কাল। ̃ প্রসবা বিণ. (স্ত্রী.) যার প্রসবকাল উপস্হিত। ̃ মৃত্যু বিণ. মুমূর্ষু। 52)
এখন
(p. 146) ēkhana ক্রি-বিণ. 1 এইসময়ে; বর্তমান কালে, অধুনা, সম্প্রতি; 2 এবার, এই অবস্হায় (ক্ষতি যা হবার হয়েছে, এখন কী করা যায়); 3 এতক্ষণে, এত পরে (এখন বুঝি খেয়াল হল?); 4 পরে কোনোএক সময় (যাব এখন, করব এখন)। বি. এইসময়, বর্তমান কাল (এখন শীতকাল)। অব্য. (সচ. নতুন বাক্যের সূচনায়) আসলে, প্রকৃতপক্ষে (এখন কথা হল, সে আসবে না)। [বাং. এ (=এই) + খন (সং ক্ষণ)]। ̃ ই, এখনি, (কথ্য) এখুনি ক্রি-বিণ. এই মুহূর্তে। ̃ ও, এখনো ক্রি-বিণ. বর্তমান সময় পর্যন্ত; এই অবস্হায়ত্ত; এই ঘটনা বা যুক্তির পরেও; এর পরেও (এখনও কি বলবে সে নির্দোষ?)। ̃ কার বিণ. বর্তমানের, ইদানীন্তন। এখন-তখন বিণ. মুমূর্ষু (রোগীর এখন-তখন অবস্হা)। 15)
ক্ষীণ
(p. 217) kṣīṇa বিণ. 1 ক্ষয়প্রাপ্ত, ক্ষয়িত (ক্ষীণচন্দ্র); 2 শীর্ণ, কৃশ, রোগা (ক্ষীণকায়); 3 সরু (ক্ষীণমধ্যা, ক্ষীণকটি); 4 অত্যল্প, মৃদু; অস্পষ্ট (ক্ষীণ আভাস, ক্ষীণালোক); 5 দুর্বল (ক্ষীণদৃষ্টি)। [সং. √ ক্ষি + ত]। স্ত্রী. ক্ষীণা। বি. ̃ তা। ̃ চন্দ্র বি. ক্ষয়প্রাপ্ত অর্থাত্ কৃষ্ণপক্ষের চাঁদ। ̃ জীবী (-বিন্) অল্পপ্রাণ, দুর্বল, জীবনীশক্তিবিহীন। ̃ শ্বাস বিণ. মুমূর্ষু, যার শ্বাস খুব ক্ষীণ হয়ে এসেছে। ক্ষীণায়ু বিণ. অল্পায়ু। ক্ষীণালোক বি. অস্পষ্ট বা মৃদু আলো। 36)
গঙ্গা
(p. 236) gaṅgā বি. 1 গঙ্গা নদী, ভাগীরথী; 2 শিবপত্নী; গঙ্গাদেবী। [সং. √গম্ + গ + আ]। ̃ জ বিণ. গঙ্গাজাত। বি. 1 ভীষ্ম; 2 কার্তিকেয়। ̃ জল বি. 1 গঙ্গানদীর জল; 2 সখী বা সই পাতানোর সম্পর্ক। ̃ জলি বি. 1 অন্তর্জলি; মুর্মূষু ব্যক্তির মুখে গঙ্গাজল দেওয়া; 2 গঙ্গাজল স্পর্শ করে শপথ; 3 গঙ্গাজলের মতো গেরুয়া রংবিশিষ্ট। ̃ ধর বি. শিব। ̃ পুত্র বি. 1 ভীষ্ম; 2 শবদাহ করে এমন সম্প্রদায়বিশেষ, মুর্দাফরাস। ̃ প্রাপ্তি বি. গঙ্গাতীরে মৃত্যু; মৃত্যু। ̃ ফড়িং বি. সবুজ রঙের পতঙ্গবিশেষ। ̃ বাসী (-সিন্) বিণ. বি. গঙ্গানদীর তীরে বসবাসকারী। ̃ যমুনা বি. গঙ্গা ও যমুনা নদী। বিণ. 1 সাদা ও কালো রঙের; 2 দুই ভিন্ন রং পাশাপাশি আছে এমন (গঙ্গাযমুনা শাড়ি); 3 সোনা ও রুপা মিশ্রিত। ̃ যাত্রা বি. গঙ্গাজল স্পর্শ করে মরার জন্য মুমূর্ষু ব্যক্তির গঙ্গাতীরে যাওয়া। ̃ যাত্রী (-ত্রিন্) বি. 1 মুমূর্ষু ব্যক্তি; 2 যোগ মেলা ইত্যাদি উপলক্ষ্যে গঙ্গাস্নানে গমনকারী। ̃ লাভ বি. গঙ্গাতীরে মৃত্যু। ̃ সংগম, ̃ সাগর বি. গঙ্গার সঙ্গে সাগরের মিলনস্হান। গঙ্গোত্তরী, গঙ্গোত্রী বি. হিমালয়ের প্রান্তবর্তী গাঢ়োয়ালপ্রদেশস্হ গঙ্গানদীর অবতরণস্হান; হিমালয়ের প্রান্তবর্তী হিন্দু তীর্থস্হানবিশেষ। গঙ্গোদক বি. গঙ্গাজল। 8)
গতায়ু
(p. 239) gatāẏu বিণ. আয়ু ফুরিয়ে গেছে এমন, মুমূর্ষু (রাম তখন গতায়ু জটায়ুর কাছ থেকে এই কথা জানলেন)। [সং. গত + আয়ু (আয়ুস্)]। 12)
নাভি
(p. 454) nābhi বি. 1 পেটের মাঝখানে ছোটো আবর্তবিশেষ, নাই; 2 চক্রের কেন্দ্রাংশ। [সং. √ নহ্ + ই]। ̃ কুণ্ডল, ̃ কুণ্ডলী বি. নাভি, নাভির গোল আবর্ত বা চক্র। ̃ চক্র বি. নাভিতে অবস্হিত মণিপুরচক্র। ̃ পদ্ম বি. 1 পদ্মসদৃশ নাভি; 2 (তন্ত্রে) নাভিস্হ পদ্ম বা মণিপুরচক্র। ̃ শ্বাস বি. 1 মুমূর্ষু ব্যক্তির শ্বাসের ঊর্ধ্বমুখী টান; 2 (আল.) মৃত্যুযন্ত্রণা; 3 শেষ অবস্হা (ব্যাবসার এখন নাভিশ্বাস উঠেছে)। 43)
নারায়ণ
(p. 454) nārāẏaṇa বি. বিষ্ণু। [সং. নার + অয়ন]। ̃ ক্ষেত্র বি. গঙ্গাপ্রবাহ থেকে চার হাত বিস্তৃত তীরভূমি বা উক্ত তীরভূমি কল্পনা করে রচিত ভূমি, যেখানে মুমূর্ষু হিন্দুদের স্হাপন করা হয়। ̃ তৈল, (কথ্য) ̃ তেল বি. কবিরাজি তেলবিশেষ। নারায়ণী বি. (স্ত্রী.) 1 (নারায়ণের অংশ সম্ভূতা বলে) মহাশক্তি দুর্গা; 2 নারায়ণপত্নী লক্ষ্মীদেবী। বিণ. নারায়ণসম্বন্ধীয়া। নারায়ণী সেনা বি. শ্রীকৃষ্ণের সংশপ্তক সৈন্যবাহিনী। 73)
প্রাপ্ত
(p. 554) prāpta বিণ. পাওয়া গেছে এমন, লব্ধ (প্রাপ্তকাল, প্রাপ্তধন)। [সং. প্র + √ আপ্ + ত]। ̃ কাল বি. যার সময় হয়েছে; মুমূর্ষু, মৃত্যুমুখী। ̃ বয়স্ক বিণ. পূর্ণ বয়স পেয়েছে এমন, বয়ঃপ্রাপ্ত, পূর্ণবয়স্ক; সাবালক। ̃ ব্য বিণ. প্রাপ্য, পাওয়া উচিত এমন। ̃ ব্যবহার বিণ. বিষয়কর্ম করার উপযুক্ত বয়স হয়েছে এমন, সাবালোক। ̃ যৌবন বিণ. যৌবন লাভ করেছে এমন, পূর্ণবয়স্ক। স্ত্রী. ̃ যৌবনা। 54)
বিবিক্ত
(p. 621) bibikta বিণ. 1 অসম্পৃক্ত, আলাদা, স্বতন্ত্র, পৃথক ('জাতিভেদে বিবিক্ত মানুষ': সু. দ.); 2 নির্জন, জনহীন, নিভৃত ('বৃষ্টির বিবিক্ত দিনে': সু. দ.); 3 একাগ্র; 4 বিশুদ্ধ। [সং. বি + √ বিচ্ + ত]। ̃ সেবী (-বিন্) বিণ. নির্জন স্হানে বাসকারী। বিবিক্তি বি. একাকিত্ব; নির্জনতা ('বিবিক্তিতে তাই মুমূর্ষার প্রতিকার নাই': সু. দ.)। 12)
মুমূর্ষু
(p. 712) mumūrṣu বিণ. মরণাপন্ন, মরণোন্মুখ (মুমূর্ষ অবস্হা)। [সং. √ মু সন্ + উ।] মুমূর্ষা বি. মরার ইচ্ছা 9)
মৃত
(p. 714) mṛta বিণ. বিগতপ্রাণ, মারা গেছে এমন। [সং. √ মৃ + ত]। ̃ ক বি. 1 আত্মীয়স্বজনের মরণজনিত অশৌচ; 2 মৃতদেহ, শব। ̃ .কল্প, ̃ .প্রায় বিণ. মুমূর্ষ, মরণাপন্ন, মরোমরো। ̃ .দার বিণ. বিপত্নিক, যার স্ত্রী মৃত। ̃ .বত্সা বিণ. (স্ত্রী.) সন্তান শৈশবে মারা যায় এমন (নারী), মড়ুঞ্চে। ̃ .সঞ্জীবনী বি. যা দিয়ে মৃতকে পুনর্জীবিত করা যায়। মৃতাশৌচ বি. মরণজনিত অশৌচ। 17)
মৃত্যু
(p. 714) mṛtyu বি. 1 মরণ, প্রাণত্যাগ; 2 মরণের অধিদেবতা যম। [সং. √মৃ + ত্যু]। ̃ ঞ্জয় বি. শিব। বিণ. মরণকে জয় করেছে এমন (মৃত্যুঞ্জয় প্রতিভা)। ̃ .ঞ্জয়ী বিণ. 1 মরণকে জয় করেছে এমন; 2 মৃত্যুহীন। ̃ .দণ্ড বি. অপরাধের শাস্তি হিসাবে মৃত্যুর বিধান। ̃. বিণ বি. 1 (রামা.) ব্রহ্মা কর্তৃক রাবণকে প্রদত্ত বাণবিশেষ, একমাত্র যে-বাণে রাবণের মৃত্যু সম্ভব ছিল; (আল.) নিহত বা পরাজিত করার মোক্ষম অস্ত্র। ̃ .যোগ বি. (জ্যোতিষ.) নক্ষত্রাদির যে-যোগে জাতকের মৃত্যুর সম্ভাবনা থাকে। ̃ .লোক বি. যমপুরী। ̃ .শয্যা বি. যে-শয্যায় শয়নাবস্হার মৃত্যু ঘটে, মুমূর্ষু ব্যক্তির শয্যা, শেষ শয্যা। ̃ .শোক বি. কারও মৃত্যুজনিত দুঃখ। ̃ .হীন বিণ. মৃত্যু বা মরণ নেই এমন ('এনেছিলে সাথে করে মৃত্যুহীন প্রাণ': রবীন্দ্র)। 19)
শ্বাস
(p. 786) śbāsa বি. 1 নিশ্বাস-প্রশ্বাস; 2 হাঁপানি-রোগ; 3 মৃত্যুর পূর্বের শ্বাস। [সং. √ শ্বস্ + অ]। শ্বাস ওঠা ক্রি. বি. আসন্ন মৃত্যুসূচক শ্বাসকষ্ট হওয়া। ̃ কর্ম, ̃ কার্য, ̃ ক্রিয়া বি. শ্বাস গ্রহণ ও ত্যাগ। ̃ কষ্ট বি. 1 শ্বাস গ্রহণ ও ত্যাগ করতে কষ্ট হয় যে রোগে; 2 মুমূর্ষু অবস্হায় শ্বাস গ্রহণ ও ত্যাগে কষ্টবোধ। ̃ নালি বি. যে নালি দিয়ে শ্বাস গৃহীত ও পরিত্যক্ত হয়, ক্লোমনালিকা, wind-pipe. ̃ প্রশ্বাস বি. 1 গৃহীত ও পরিত্যক্ত শ্বাস; 2 শ্বাস গ্রহণ ও ত্যাগ। ̃ রোগ বি. হাঁপানি ব্রঙ্কাইটিস প্রভৃতি রোগ যাতে শ্বাসকষ্ট হয়। ̃ রোধ বি. 1 শ্বাস গ্রহণ ও ত্যাগে বাধা বা অক্ষমতা; 2 শ্বাসবন্ধ। শ্বাসারি বি. শ্বাসরোগ দূরকারী ওষুধ। 35)
হীন
(p. 869) hīna বিণ. 1 বিরহিত, শূন্য (পিতৃহীন, ভাগ্যহীন, তৃপ্তিহীন); 2 নীচ, অধম, হেয়, ঘৃণার্হ (হীন চরিত্র, 'নহি কভু হীন'); 3 দুর্দশাগ্রস্ত, দীন, দরিদ্র (হীনাবস্হা); 4 অত্যধিক নতভাব-যুক্ত (হীনভাবে আবেদন); 5 ক্ষীণ, হ্রাসপ্রাপ্ত (হীনবল, হীনপ্রভ)। [সং. √ হা + ত]। স্ত্রী. হীনা। ̃ তা বি. ('স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়', দাসত্বের হীনতা)। ̃ প্রাণ বিণ. সংকীর্ণচেতা; মুমূর্ষু; অল্পজীবী। স্ত্রী. ̃ প্রাণা। ̃ মন্যতা বি. নিজের সম্পর্কে হীনতাবোধ, inferiority complex. ̃ যান বি. বৌদ্ধধর্মের প্রাচীন শাখা; পালি ত্রিপিটকে বর্ণিত বৌদ্ধমত (তু. মহাযান)। হীনাবস্হ বিণ. দুর্দশাগ্রস্ত, দরিদ্র, দীন। 47)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534667
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140166
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730327
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942503
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883483
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838424
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696592
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603046

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us