Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

মৃত্যু এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  মৃত্যু এর বাংলা অর্থ হলো -

(p. 714) mṛtyu বি. 1 মরণ, প্রাণত্যাগ; 2 মরণের অধিদেবতা যম।
[সং. √মৃ + ত্যু]।
ঞ্জয়
বি. শিব।
বিণ. মরণকে জয় করেছে এমন (মৃত্যুঞ্জয় প্রতিভা)।
.ঞ্জয়ী
বিণ. 1 মরণকে জয় করেছে এমন; 2 মৃত্যুহীন।
.দণ্ড
বি. অপরাধের শাস্তি হিসাবে মৃত্যুর বিধান।
̃. বিণ বি. 1 (রামা.) ব্রহ্মা কর্তৃক রাবণকে প্রদত্ত বাণবিশেষ, একমাত্র যে-বাণে রাবণের মৃত্যু সম্ভব ছিল; (আল.) নিহত বা পরাজিত করার মোক্ষম অস্ত্র।
.যোগ বি. (জ্যোতিষ.) নক্ষত্রাদির যে-যোগে জাতকের মৃত্যুর সম্ভাবনা থাকে।
.লোক বি. যমপুরী।
.শয্যা
বি. যে-শয্যায় শয়নাবস্হার মৃত্যু ঘটে, মুমূর্ষু ব্যক্তির শয্যা, শেষ শয্যা।
.শোক বি. কারও মৃত্যুজনিত দুঃখ।
.হীন বিণ. মৃত্যু বা মরণ নেই এমন ('এনেছিলে সাথে করে মৃত্যুহীন প্রাণ': রবীন্দ্র)।
19)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


মাদি
মন্যু
(p. 676) manyu বি. 1 ক্রোধ; 2 শোক; 3 দৈন্য; 4 ষজ্ঞ। [সং. √ মন্ + যু]। 203)
মনো-বিকার
(p. 676) manō-bikāra বি. 1 মনের অস্বাভাবিক অবস্হা; 2 চিত্তচাঞ্চল্য; 3 মনের ব্যাধি, psychosis [সং. মনস্ + বিকার]। 148)
মাংস
ম-ম2
মনস্বী
মহলা1
মলা1
(p. 687) malā1 (কাব্যেআঞ্চ.)বি. 1 মল, ময়লা; 2 মালিন্য (মনের মলা) [সং. মল + বাং. অ]। 21)
মলন
(p. 687) malana বি. 1 মর্দন, দলন; 2 রগড়ানো।[সং. √ মল্ + অন]। 15)
মন্ত্র
(p. 676) mantra বি. 1 যে পবিত্র শব্দ বা বাক্য উচ্চারণের মাধ্যমে দেবতার উপাসনা করা হয়; 2 যে পবিত্র শব্দ বা বাক্য উচ্চারণ বা মনন করলে ত্রাণ পাওয়া যায়; 3 বশীকরণাদি ব্যাপারে ব্যবহৃত শব্দ (মারণমন্ত্র, সাপের মন্ত্র); 4 বৈদিক সাহিত্যের অংশ; 5 নীতি (অহিংসামন্ত্র); 6 মন্ত্রণা, উপদেশ, পরামর্শ (কানে মন্ত্র দেওয়া)। [সং. √ মন্ত্র + অ]। ̃ .কুশল বিণ. পরামর্শ দানে পটু। ̃ .গুপ্তি বি. মন্ত্রণার গোপনীয়তা-রক্ষা। ̃ .গূঢ় বি. গুপ্তচর। ̃ .গৃহ বি. পরামর্শ বা মন্ত্রণার জন্য (গুপ্ত) ঘর। ̃ .গ্রহণ বি. দীক্ষা নেওয়া; পরামর্শ নেওয়া; কোনো কার্যসাধনের ব্রত গ্রহণ। ̃ .জিহ্ব বি. অগ্নি। ̃ .তন্ত্র বি. বিবিধ মন্ত্রতদ্রূপ প্রক্রিয়া। ̃ .দাতা (-তৃ) বি. বিণ. যে দীক্ষা বা পরামর্শ দান করে। স্ত্রী. ̃ .দাত্রী। ̃ .দ্রষ্টা (ষ্টৃ) বি. যিনি বা যে ঋষি মন্ত্রের পরম তত্ত্ব প্রত্যক্ষ করেছেন। ̃ .পূত বিণ. মন্ত্রদ্বারা পবিত্রীকৃত (মন্ত্রপূত কবচ, মন্ত্রপূত জল)। ̃ .বল ̃ .শক্তি বি. মন্ত্রের জোর বা ক্ষমতা। ̃ .বিত্, ̃ .বিদ বিণ. মন্ত্রজ্ঞ, মন্ত্রকুশল; মন্ত্রণাকুশল। বি. মন্ত্রী। ̃ .ভেদ বি. কৌশলে অন্যের গুপ্ত মন্ত্রণা বা পরামর্শ জেনে নেওয়া। ̃ .মুগ্ধ বিণ. (মন্ত্রের দ্বারা) সম্পূর্ণ বশীভূত। স্ত্রী. ̃ .মুগ্ধা। ̃ .শিষ্য বি. 1 কোনো ব্যক্তিকর্তৃক দীক্ষিত শিষ্য; 2 (আল.) একান্ত অনুগামী ব্যক্তি। ̃ .সাধক বিণ. মন্ত্রের দ্বারা কর্ম সাধনাকারী। ̃ .সাধন বি. মন্ত্রের দ্বারা সিদ্ধিলাভের প্রয়াস; মন্ত্রে নির্দিষ্ট আদর্শের অনুসরণ। ̃ .সিদ্ধ বিণ. মন্ত্রজপের দ্বারা সিদ্ধিপ্রাপ্ত। বি. ̃ .সিদ্ধি। 177)
ময়না৩
মস-লন্দ
মার্কা
(p. 700) mārkā বি. চিহ্ন, মার্ক। [ইং. mark]̃. মারা বিণ. 1 চিহ্নিত; 2 দাগি (মার্কামারা চোর); 3 সুপরিচিত (মার্কামারা জিনিস)। 36)
মৃত্যু
(p. 714) mṛtyu বি. 1 মরণ, প্রাণত্যাগ; 2 মরণের অধিদেবতা যম। [সং. √মৃ + ত্যু]। ̃ ঞ্জয় বি. শিব। বিণ. মরণকে জয় করেছে এমন (মৃত্যুঞ্জয় প্রতিভা)। ̃ .ঞ্জয়ী বিণ. 1 মরণকে জয় করেছে এমন; 2 মৃত্যুহীন। ̃ .দণ্ড বি. অপরাধের শাস্তি হিসাবে মৃত্যুর বিধান। ̃. বিণ বি. 1 (রামা.) ব্রহ্মা কর্তৃক রাবণকে প্রদত্ত বাণবিশেষ, একমাত্র যে-বাণে রাবণের মৃত্যু সম্ভব ছিল; (আল.) নিহত বা পরাজিত করার মোক্ষম অস্ত্র। ̃ .যোগ বি. (জ্যোতিষ.) নক্ষত্রাদির যে-যোগে জাতকের মৃত্যুর সম্ভাবনা থাকে। ̃ .লোক বি. যমপুরী। ̃ .শয্যা বি. যে-শয্যায় শয়নাবস্হার মৃত্যু ঘটে, মুমূর্ষু ব্যক্তির শয্যা, শেষ শয্যা। ̃ .শোক বি. কারও মৃত্যুজনিত দুঃখ। ̃ .হীন বিণ. মৃত্যু বা মরণ নেই এমন ('এনেছিলে সাথে করে মৃত্যুহীন প্রাণ': রবীন্দ্র)। 19)
মন্হাদ্রি
(p. 676) manhādri বি. মন্দরপর্বত। [সং. মন্হ + অদ্রি]। 186)
মেয়র
(p. 716) mēẏara বি. পুরসভার প্রধান। [ইং. mayor.]। 33)
মণি
(p. 676) maṇi বি. 1 দীপ্তিশালী মূল্যবান পাথর, মানিক, বহুমূল্য রত্ন (মণিমাণিক্য, মণিকাঞ্চন); 2 (আল.) পরম প্রিয় ব্যক্তি (চোখের মণি, খুকুমণি): 3 চোখের তারা; 4 বংশ উজ্জ্বলকারী ব্যক্তি (রঘুকুলমণি)। [সং √ মণ্ + ই়] । ̃ ক বি. 1 মণি; 2, খনিজ, mineral; 3 মাটির জালা। ̃ .কর্ণিকা বি. কাশীধামের প্রসিদ্ধ শ্মশানঘাট। ̃ .কাঞ্চন বি. মানিক ও সোনা, রত্ন ও সোনা; বিবিধ রত্ন ও সোনাদানা। ̃ .কাঞ্চন-যোগ বি. (মণি ও সোনার শোভন মিলনের মতো) অতি শুভ ও শোভন মিলন; যোগ্যর সঙ্গে যোগ্যের সার্থক মিলন। ̃ .কা বি. 1 মণি; 2 মাটির জালা। ̃ .কার বি. 1 রত্নবনিক, জহুরি; 2 যে-ব্যক্তি মণিরত্নাদি কেটে পালিশ করে, রত্নশিল্পী। ̃ .কুট্টিম বি. মনিময় গৃহতল, রত্ননির্মিত বা পাথরে বাঁধানো মেঝে। ̃ .কোঠা বি মণিময় গৃহ। ̃ .মণ্ডিত, ̃ .ময় বিণ. মণিখচিত, মণিদ্বারা শোভিত। ̃ .মঞ্জুষা বি রত্নের ঝাঁপি, মণিমাণিক্যের আধার বা পেটিকা। ̃ .মাণিক্য বি. বিভিন্ন রত্নাদি। ̃ .মালা বি. মণিময় হার। ̃ .রাগ বি হিঙ্গুল। ̃ .হার বি. মণিময় কণ্ঠহার। ̃ .হারা-ফণী (-ণিন্) (আল.) প্রিয়তম বস্তু বা ব্যক্তিকে হারানোর ফলে অস্হিরচিত্ত ব্যক্তি। 48)
মুখামৃত
(p. 708) mukhāmṛta বি. (সচ. ব্যঙ্গে) থুতু। [সং. মুখ (-নিঃসৃত) + অমৃত]। 14)
মিহি
(p. 707) mihi বিণ. 1 সূক্ষ্ম (মিহি জাল); 2 পাতলা (মিহি কাপড়); 3 সরু (মিহি চাল); 4 অতি ক্ষুদ্র (মিহি দানা); 5 ভালোভাবে চূর্ণিত (মিহি গুঁড়ো); 6 মৃদু, মৃদুসুরযুক্ত (মিহি গলা)। [ফা. মহীন্]। ̃ .দানা বি. মিঠাইবিশেষ, মোতিচুর। 15)
মুণ্ডন
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2614718
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2227925
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1839843
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1098898
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 916357
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 856854
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 719470
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 649145

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us