Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

মোহিনী দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অয়ি
(p. 60) aẏi অব্য. (স্ত্রীলিঙ্গে) ভক্তি প্রেম বা স্নেহসূচক সম্বোধনে ব্যবহৃত শব্দ ('অয়ি ভুবনমনমোহিনী' রবীন্দ্র)। 3)
জাল2
(p. 324) jāla2 বি. 1 লোহার তার সুতো প্রভৃতি দিয়ে ফাঁক ফাঁক করে বোনা ফাঁদবিশেষ (মাছ-ধরা জাল, তারের জাল); 2 সূত্রনির্মিত অতি সূক্ষ্ম আবরণ (মাকড়সার জাল); 3 ফাঁদ (জাল পাতা); 5 কুহক, মোহিনীশক্তি (ইন্দ্রজাল, মায়াজাল); 6 সমূহ (স্নায়ুজাল, যুক্তিজাল)। [সং. √ জাল্ + অ]। ̃ জীবী (-বিন্) বি. জেলে। ̃ পাদ বিণ. পায়ের আঙুল পাতলা চামড়ার আবরণে সংযুক্ত থাকে এমন (জালপাদ পাখি)। বি. হাঁসজাতীয় পাখি। 6)
প্রমোহ
(p. 550) pramōha বি. সম্মোহন, সম্মোহ, সংবেশন, হিপনোটিজম। [সং. প্র + √ মুহ্ + অ]। ̃ ন বি. সম্মোহন, সম্মোহিতকরণ। 5)
বশ
(p. 580) baśa বি. 1 আজ্ঞাধীনতা, ইচ্ছানুবর্তিতা (ছেলেটা এখনও বাপ-মায়ের বশে আছে); 2 কর্তৃত্ব, অধিকার, প্রভাব (দৈববশে, বশ মেনেছে, মোহের বশে)। বিণ. 1 আয়ত্ত; অধীন (সে কেবল টাকার বশ); 2 (মন্ত্রাদি দ্বারা) মোহিত বা মোহাবিষ্ট (ছেলেটাকে বশ করেছে)। [সং. √ বশ্ + অ]। ̃ ত (তস্), (বর্জি.) ̃ তঃ অব্য. নিমিত্ত; জন্য (অক্ষমতাবশত)। ̃ তা বি. বশ হওয়ার বা বশে থাকবার ভাব; অধীনতা, বশ্যতা। ̃ বর্তী (-র্তিন্) বিণ. অধীন, অনুগত (নিয়মের বশবর্তী)। বি. ̃ বর্তিতা। স্ত্রী. ̃ বর্তিনী। 203)
বশী-ভূত
(p. 580) baśī-bhūta বিণ. 1 (অন্যের) বশে এসেছে এমন, পরবশ; 2 সম্মোহিত। [সং. বশ + ই + √ ভূ + ত]। স্ত্রী. বশী-ভূতা। বশী-ভবন বি. অন্যের বশে আসা, পরবশ হওয়া। 211)
বাসন্তী
(p. 605) bāsantī বি. 1 দুর্গা; 2 বসন্তকাল ('বাসন্তী, হে ভুবনমোহিনী': রবীন্দ্র)। বিণ. 1 বসন্তসম্বন্ধীয়; 2 (বাং.) ফিকে কমলা বর্ণযুক্ত, বসন্তী ('বাসন্তী-বাসপরা': রবীন্দ্র)। [সং. বাসন্ত + ঈ]। বাসন্তী পূজা বি. বসন্তকালে অনুষ্ঠিত দুর্গাপূজা। 7)
বিমোহ
(p. 621) bimōha বি. মনের জড়তা, মনের মোহাচ্ছন্নতা, মোহ। [সং. বি + মোহ]। ̃ ন বি. মুগ্ধকরণ, মুগ্ধ করা; মোহ জন্মানো। বিণ. মোহজনক; মুগ্ধ করে এমন ('ভক্তহৃদিবিকাশ প্রাণবিমোহন': রবীন্দ্র)। বিমোহা ক্রি. (কাব্যে) মোহিত করা। বিমোহিত বিণ. মোহগ্রস্ত; মুগ্ধ, অভিভূত; মূর্ছিত। 82)
বিশ্ব
(p. 627) biśba বি. পৃথিবী ও তার বাইরের গ্রহনক্ষত্রসমন্বিত সমস্ত স্থান, ব্রহ্মাণ্ড; পৃথিবী, ভূবন, জগত্। বিণ. সর্ব, সমগ্র, যাবতীয় (বিশ্বসংসার, বিশ্বমানব)। [সং. √ বিশ্ + ব]। ̃ কবি বি. পৃথিবীর শ্রেষ্ঠ বা অন্যতম শ্রেষ্ঠ কবি, যে কবির কাব্য সমগ্র পৃথিবীর সমাদরের যোগ্য। &tilde ; কর্মা (-র্মন্) বি. দেবশিল্পী, যাবতীয় শিল্পের অধিদেবতা। &tilde ; কেতু বি. মদন, কামদেব। ̃ কোষ, ̃ কোশ বি. পৃথিবীর সমস্ত বিষয়ের তথ্যকোষ বা অভিধান, emcyclopaedia, ̃ গ্রাসী (-সিন্) বিণ. সমগ্র পৃথিবীকে গ্রাস করতে চায় এমন (বিশ্বগ্রাসী ক্ষুধা)। ̃ চক্র বি. বিশ্বজগত্, চরাচর। ̃ চরাচর বি. স্থাবর-জঙ্গমাদিসহ মানবজাতি। ̃ জনীন বিণ. 1 পৃথিবীর সমস্ত মানুষ সম্বন্ধীয় (বিশ্বজনীন কল্যাণচিন্তা); 2 সর্বজনহিতকর। বি. যজ্ঞবিশেষ। বি. ̃ জনীনতা। ̃ জোড়া বিণ. পৃথিবীব্যাপী ('বিশ্বজোড়া ফাঁদ পেতেছ': রবীন্দ্র)। ̃ তোমুখী বিণ. সর্বতোমুখী; সর্বাত্মক (বিশ্বতোমুখী প্রতিভা)। ̃ ত্রাস বিণ. পৃথিবীর সমস্ত লোককে যে ভীত করে। ̃ দেব বি. 1 অগ্নি; 2 বিশ্বের দেবতা; 3 গণদেবতাবিশেষ। ̃ নাথ বি. 1 জগদীশ্বর; 2 মহাদেব। ̃ নিন্দুক (অপ্র.) ̃ নিন্দক বিণ. সবার বা সমস্ত বিষয়ের নিন্দাকারী, সবকিছুকেই যে নিন্দা করে। ̃ পরিক্রমা বি. সমগ্র পৃথিবী ভ্রমণ বা পরিক্রমা। ̃ পা বি. 1 জগত্পালক, পরমেশ্বর; 2 সূর্য; 3 চন্দ্র; 4 অগ্নি। ̃ পাতা (-তৃ) বিণ. বি. জগত্পালক। ̃ প্রকৃতি বি. সমগ্র বিশ্ব; বিশ্বের প্রকৃতি। ̃ প্রেম বি. সর্বজনের প্রতি সমান প্রেম বা প্রীতি। ̃ প্রেমিক বিণ. বি. বিশ্বের সকল মানুষ ও প্রাণীকে ভালোবাসে এমন। ̃ বকা, ̃ বকাট, ̃ বকাটে, ̃ বখা, ̃ বখাটে বিণ. যত্পরোনাস্তি ফাজিল বা বখে-যাওয়া। ̃ বাসী (-সিন্) বিণ. জগদ্বাসী, জগতে বাসকারী (বিশ্ববাসী প্রাণী)। বি. জগতের সমগ্র মানবজাতি। ̃ বিখ্যাত বিণ. সারা পৃথিবীতে খ্যাত। ̃ বিজয়ী বিণ. সমগ্র পৃথিবীকে জয়কারী। ̃ বিদ্যালয় বি. সর্বপ্রকার বিদ্যাশিক্ষার জন্য উচ্চতম প্রতিষ্ঠান, university. ̃ বিধাতা (-তৃ) বি. সৃষ্টিকর্তা, ঈশ্বর। ̃ বিমোহন, ̃ বিমোহী (-হিন্) বিণ. সমগ্র জগত্-মুগ্ধকারী। স্ত্রী. ̃ বিমোহিনী। &tilde বিশ্রুত বিণ. সারা জগতে প্রসিদ্ধ। ˜ বীক্ষা বি. সমগ্র বিশ্ব সম্পর্কে জ্ঞান বা অভিজ্ঞতা। ̃ ব্যাপী (-পিন্) বিণ. পৃথিবীর সকল স্হানে বিস্তৃত, সর্বত্র বর্তমান। ̃ ব্রহ্মাণ্ড বি. সমস্ত জগত্, ত্রিভুবন। ̃ ভাষা বি. পৃথিবীর সকল স্হানের ও মানুষের মধ্যে প্রচলিত একই ভাষা ̃ ভ্রাতৃত্ব বি. পৃথিবীর সমস্ত লোকের মধ্যে ভ্রাতৃবত্ সৌহার্দ্য। ̃ মৈত্রী বি. বিশ্বের সমস্ত মানুষে মানুষে বন্ধুত্ব। ̃ ম্ভর বিণ. বি. বিশ্বকে যিনি ধারণ করেন। ̃ ম্ভরা বি. পৃথিবী। ̃ যুদ্ধ বি. সমগ্র পৃথিবী জুড়ে যুদ্ধ। ̃ রূপ, ̃ মূর্তি বি. অনন্তরূপী, যে এক দেহের মধ্যে সমস্ত পৃথিবী প্রতিফলিত হয়; বিরাটরূপী নারায়ণ, পরমেশ্বর। ̃ লোক, ̃ সংসার বি. নিখিল জগত্। ̃ শান্তি বি. পৃথিবীর সব দেশের মানুষের শান্তি। ̃ সাহিত্য বি. বিশ্বের সাহিত্য; সর্বদেশকালোপযোগী সাহিত্য। 20)
ভুবন
(p. 668) bhubana বি. 1 পুরাণে বর্ণিত সপ্তস্বর্গ ও সপ্তপাতাল এই চতুর্দশ লোক; 2 জগত্, পৃথিবী। [সং. √ ভূ + অন। ̃ .জয়ী (-য়িন্) বিণ. ভুবনকে জয় করেছে এমন। ̃ .বিখ্যাত বিণ. সারা পৃথিবীতে বিখ্যাত, বিশ্ববিখ্যাত। ̃ মোহন বিণ. সারা পৃথিবীর মানুষকে মুগ্ধ করে এমন। স্ত্রী. ̃ .মোহিনী। ভুবনেশ্বর বি. 1 ত্রিভুবনের অধিপতি 2 ঈশ্বর; 3 ওড়িশা রাজ্যের রাজধানী 4 ওই স্হানের শিবলিঙ্গবিশেষ। ভুবনেশ্বরী বি. (স্ত্রী.) 1 সারা পৃথিবীর অধিশ্বরী; 2 দশমহাবিদ্যার অন্যতমা। 13)
মন-মোহিনী
(p. 676) mana-mōhinī বিণ. (স্ত্রী.) চিত্তাকর্ষক, মনকে মুগ্ধ করে এমন ('মনমোহিনী তারা তুমি': রা. প্র.)। সং. মনোমোহিনী]। 112)
মনো-মোহন
(p. 676) manō-mōhana বিণ. চিত্তাকর্ষক, মনোহারী, মনোরম, অতি সুন্দর (মনোমোহন শ্যাম, মনোমোহন বাঁশি)। [সং. মনস্ + মোহন] স্ত্রী. মনো-মোহিনী। 164)
মুগ্ধ
(p. 710) mugdha বিণ. 1 মোহগ্রস্ত (মন্ত্রমুগ্ধ); 2 মোহিত, বিহ্বল, আত্মাহারা, বিভোর (মুগ্ধনয়নে, রূপে মুগ্ধ, গুণমুগ্ধ); 3 বশীভূত (মিষ্টি কথায় মুগ্ধ); 4 মূঢ়, মূর্খ (মুগ্ধবোধ); 5 সরল (মুগ্ধভাব)। [সং. √মুহ্ + ত]। বি. ̃ তা। মুগ্ধা বিণ. মুগ্ধ -র স্ত্রীলিঙ্গে। বি. 1 নায়কের প্রতি একান্ত বিশ্বাসপরায়ণা নায়িকা; 2 সরলা বালিকা। 3)
মোহা
(p. 719) mōhā (কাব্যে) ক্রি. মুগ্ধ বা মোহিত করা ('মোহিলে মনপ্রাণ': রবীন্দ্র)। [মোহ দ্র, নামধাতু]। 41)
মোহিত
(p. 719) mōhita বিণ. মোহপ্রাপ্ত, আত্মহারা, মুগ্ধ (সৌন্দর্য দেখে মোহিত হওয়া, নিজের ভাবে নিজেই মোহিত)। [সং. √ মুহ্ + ণিচ্ + ত]। স্ত্রী. মোহিতা। 45)
মোহিনী
(p. 719) mōhinī বিণ. (স্ত্রী.) 1 মনোহারিণী (রূপের মোহিনী শক্তি); 2 পরমসুন্দরী (নারীর মোহিনী রূপ)। বি. 1 সম্মোহনবিদ্যা; 2 সমুদ্রমন্হনের পর নারায়ণ যে অপরূপ নারীমূর্তি ধারণ করে অসুরদের ছলনাপূর্বক অমৃত হরণ করেছিলেন। [সং. মোহ + ইন্ + ঈ]। ̃ বিদ্যা বি. সম্মোহনবিদ্যা। 46)
সংবিষ্ট
(p. 795) sambiṣṭa বিণ. 1 শয়িত, নিদ্রিত; 2 নিবিষ্ট; 3 সম্মোহিত, hypnotized (বি.প.)। [সং. সম্ + √ বিশ্ + ত]। 6)
সংবেশ
(p. 795) sambēśa বি. 1 উপবেশন, বসা; 2 শয়ন; 3 নিদ্রা; 4 চৈতন্যহীনতা, অচেতনতা। [সং. সম্ + √ বিশ্ + অ]। ̃ ক বিণ. বি. সম্মোহনকারী, hypnotist (বি. প.)। ̃ ন বি. সংবেশ; সম্মোহন বা সম্মোহনের অবস্হা, hypnotism, hypnosis (বি. প.)। সংবেশিত বিণ. সংবেশন করা হয়েছে এমন, সম্মোহিত। 13)
সম্মোহ
(p. 816) sammōha বি. 1 অতিশয় মোহ; 2 বুদ্ধিলোপ, স্মৃতিভ্রংশ। [সং. সম্ + মোহ]। ̃ ন বি. 1 সম্যক মুগ্ধ করা; 2 জাদুবলে বা অন্য প্রক্রিয়াবলে ইচ্ছাশক্তি লোপ করে সম্পূর্ণ পরের পরিচালনাধীন করা, mesmerism, hypnotization; 3 কন্দর্পের বাণবিশেষ। বিণ. 1 মুগ্ধ করে এমন; 2 মোহজনক; 3 বাণ দিয়ে মুগ্ধ-করা। ̃ নী বিণ. (স্ত্রী.) (সম্মেহনী শক্তি)। সম্মোহিত বিণ. সম্পূর্ণ মোহিত বা মুগ্ধ। স্ত্রী. সম্মোহিতা। 26)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534932
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140473
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730687
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942895
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883585
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838492
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696667
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603086

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us