Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

বিমোহ এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  বিমোহ এর বাংলা অর্থ হলো -

(p. 621) bimōha বি. মনের জড়তা, মনের মোহাচ্ছন্নতা, মোহ।
[সং. বি + মোহ]।
ন বি. মুগ্ধকরণ, মুগ্ধ করা; মোহ জন্মানো।
বিণ. মোহজনক; মুগ্ধ করে এমন ('ভক্তহৃদিবিকাশ প্রাণবিমোহন': রবীন্দ্র)।
বিমোহা ক্রি. (কাব্যে) মোহিত করা।
বিমোহিত বিণ. মোহগ্রস্ত; মুগ্ধ, অভিভূত; মূর্ছিত।
82)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


বোমা৩
বীভত্স
(p. 630) bībhatsa বিণ. অত্যন্ত ঘৃণ্য কদর্য বা বিকৃত (বীভত্স রূপ)। বি. (অল.) ঘৃণা-উত্পাদক রসবিশেষ। [সং. √ বধ্ + সন্ + অ]। বি. ̃ তা। বীভত্সু বি. (যুদ্ধে বীভত্স বা নিন্দনীয় কাজ করতেন না বলে) অর্জুন। 73)
বিষ্কম্ভ, বিষ্কম্ভক
(p. 627) biṣkambha, biṣkambhaka বি. সংস্কৃত নাটকের কোনো অঙ্কের প্রারম্ভে যে-অংশে অতীত ও আগামী ঘটনা বর্ণিত হয়। [সং. বি + √ স্কন্ভ্ + অ, ক (স্বার্থে)]। 48)
ব্যবসায়
বাহিরা
(p. 605) bāhirā ক্রি. (পদ্যে) বাহিরানো, বাইরে বেরোনো (বাহিরিল)। [বাং.বাহির + আ]। ̃ নো ক্রি. বি. (পদ্যে) বহির্গত হওয়া, বাইরে যাওয়া ('তবু এনু বাহিরিয়া': স. দ.)। বিণ. উক্ত অর্থে। 49)
বৈতাল2, বৈতালিক2
বাঘ
(p. 591) bāgha বি. বিড়াল গোত্রের ডোরা-কাটা মাংসাশী হিংস্র বন্য প্রাণীবিশেষ, ব্যাঘ্র, tiger. [সং. ব্যাঘ্র]। স্ত্রী. বাঘিনি। ̃ ছড়া, ̃ ছড়ি বি. বাঘের ছাল, ব্যাঘ্রচর্ম। ̃ নখ বি. 1 বাঘের নখ; 2 গলার গহনাবিশেষ; 3 দস্তানারূপে ব্যবহৃত বাঘনখের আকৃতিবিশিষ্ট শিবাজির অস্ত্রবিশেষ; 4 গন্ধদ্রব্যবিশেষ। ̃ বন্দি বি. শিকারি কর্তৃক বাঘকে বন্দি করা-রূপ খেলাবিশেষ। বাঘে-গোরুতে এক ঘাটে জল খাওয়া (আল.) শাসনের দাপটে বাধ্য হয়ে বিবাদ ত্যাগ করে শান্তিতে বাস করা। বাঘে ছুঁলে আঠারো ঘা (আল.) বিপজ্জনক ব্যাপারের সঙ্গে সামান্য সংস্রবও অত্যন্ত ক্ষতিকরঅসুবিধাজনক। বাঘের ঘরে ঘোগের বাসা (আল.) ক্ষতিসাধনের উদ্দেশ্যে স্বজাতীয় কারও গৃহে গোপনে অবস্হান। বাঘের আড়ি বি. অত্যন্ত গোঁয়ারতুমি, প্রবল জেদ। বাঘের মাসি বি. বিড়াল। 76)
বরানু-গমন
(p. 580) barānu-gamana বি. বরযাত্রী হয়ে বরের সঙ্গে বিবাহমণ্ডপে যাওয়া। [সং. বর + অনুগমন]। 68)
বেবাক
(p. 641) bēbāka বিণ. বি. (বর্ত. প্রধানত আঞ্চ.) সমস্ত, সমুদায় (বেবাক সম্পত্তি, বেবাক লোক)। [ফা. বে + আ. বাকী]। 17)
বিনেতা
(p. 618) binētā (-তৃ) বিণ. 1 নিয়ন্তা, নিয়ন্ত্রণকারী; 2 শিক্ষক। [সং. বি + √ নী + তৃ]। স্ত্রী. বিনেত্রী। 17)
বেশবার
(p. 642) bēśabāra বি. বাটা মশলাবিশেষ। [সং. বেশ + √ বৃ + অ]। 38)
বিচার
(p. 610) bicāra বি. 1 ভেবেচিন্তে দেখা, বিবেচনা (ব্যাপারটা তোমার বিচারের উপরই ছেড়ে দিলাম); 2 যুক্তি প্রয়োগের দ্বারা স্বরূপনির্ণয়; 3 সিদ্ধান্তে উপনীত হওয়া, মীমাংসা, নিষ্পত্তি; 4 সত্য-মিথ্যা, হার-জিত, ন্যায়অন্যায় প্রভৃতি নিরূপণ; 5 রায় (আদালতের বিচার); 6 শুচিতার বাতিক, অতিরিক্ত বাছ (এঁটোর বিচার)। [সং. বি + √ চর্ + অ]। ̃ ক, ̃ কর্তা (-র্তৃ), ̃ পতি বি. যিনি বিচার করেন; জজ। ̃ ক্ষম বিণ. সুবিচার করতে সমর্থ। ̃ ণ, ̃ ণা বি. 1 বিচারকার্য; 2 বিবেচনা। ̃ ণীয়, বিচার্য বিণ. যুক্তির দ্বারা নিরুপণীয়; নির্ণয় বা বিচার করতে হবে এমন, বিবেচ্য (বিচার্য বিষয়)। ̃ ফল বি. বিচারকের রায় বা সিদ্ধান্ত। ̃ বিবেচনা বি. বিশেষভাবে চিন্তাবিচার। ̃ বিহীন, ̃ শূন্য বিণ. 1 ন্যায়বিচার-রহিত; 2 অবিবেচক। ̃ বুদ্ধি বি. যুক্তির দ্বারা ভালো-মন্দ, ন্যায়-অন্যায় বা কর্তব্য-অকর্তব্য নিরূপণের ক্ষমতা; বিবেচনা করার ক্ষমতা। ̃ ব্যবস্হা বি. আদালতের মাধ্যমে বিচারের পদ্ধতিনিয়মকানুন। ̃ সাপেক্ষ বিণ. কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের পূর্বে বিচার করে দেখার প্রয়োজন আছে এমন; বিচারবিবেচনার যোগ্য। বিচারা ক্রি. (কাব্যে) বিচার বা বিবেচনা করা ('বিচারিল মনে')। বিচারাধীন বিণ. বিচারবিবেচনা করা হচ্ছে বা হবে এমন; বিচার্য। বিচারালয় বি. যেখানে বিচার করা হয়, আদালত, ধর্মাধিকরণ। বিচারিত বিণ. বিচার করা হয়েছে এমন, মীমাংসিত; বিবেচিত। বিচারী (-রিন্) বিণ. বিচারকারী। বিচার্য বিণ. বিচার করতে হবে বা করা উচিত এমন; বিবেচনীয়। 16)
বীক্ষণ
বোবা
(p. 646) bōbā বিণ. 1 বাক্শক্তিহীন, মূক, কথা বলতে পারে না এমন; 2 প্রকাশের অসাধ্য, চাপা (বোবা কান্না)। [দেশি]। ̃ কান্না বি. যে কান্নার বহিঃপ্রকাশ নেই; ভিতরে ভিতরে চাপা কান্না, রুদ্ধ কান্না। 43)
বৈধ
ব্যুঢ়
বাহ্লিক, বাহ্লীক
(p. 605) bāhlika, bāhlīka বি. 1 আফগানিস্তানের সন্নিহিত আধুনিক বালখ দেশের প্রাচীন নাম; 2 উক্ত দেশের ঘোড়া; 3 কুঙ্কুম; 4 হিং। [সং. √ বল্হ্ + ইক, ঈক]। 61)
বিনিঃসরণ
বভ্রু
(p. 575) babhru বি. 1 পিঙ্গলবর্ণ, হলদেটে নীল; কটা রং ('তরুণীর বভ্রু কেশে সঞ্চারিল শিহরণ': সু.দ.); 2 অগ্নি। [সং. √ ভৃ + উ (নি.)]। 114)
বিশ্বাস
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2614737
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2227928
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1839855
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1098911
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 916358
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 856857
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 719472
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 649150

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us