Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

ভুবন এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  ভুবন এর বাংলা অর্থ হলো -

(p. 668) bhubana বি. 1 পুরাণে বর্ণিত সপ্তস্বর্গসপ্তপাতাল এই চতুর্দশ লোক; 2 জগত্, পৃথিবী।
[সং. √ ভূ + অন।
.জয়ী (-য়িন্) বিণ. ভুবনকে জয় করেছে এমন।
.বিখ্যাত
বিণ. সারা পৃথিবীতে বিখ্যাত, বিশ্ববিখ্যাত।
মোহন
বিণ. সারা পৃথিবীর মানুষকে মুগ্ধ করে এমন।
স্ত্রী..মোহিনী।
ভুবনেশ্বর বি. 1 ত্রিভুবনের অধিপতি 2 ঈশ্বর; 3 ওড়িশা রাজ্যের রাজধানী 4 ওই স্হানের শিবলিঙ্গবিশেষ।
ভুবনেশ্বরী বি. (স্ত্রী.) 1 সারা পৃথিবীর অধিশ্বরী; 2 দশমহাবিদ্যার অন্যতমা।
13)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


ভাওয়াইয়া
ভ্রংশ
(p. 670) bhraṃśa বি. 1 পতন, চ্যুতি (জাতিভ্রংশ); 2 নাশ, লোপ (স্মৃতিভ্রংশ)। [সং √ ভ্রন্শ্ + অ]। ̃ ন বি. ভ্রষ্ট করা; চ্যুত করা; নাশ। ভ্রংশিত বিণ. অধঃপতিত, বিচ্যুত; বিনষ্ট। 114)
ভবিষ্য
(p. 655) bhabiṣya বিণ. ভাবী, আগামী, পরে হবে বা ঘটবে এমন (ভবিষ্য বংশধর)। বি. পুরাণবিশেষ। [সং. √ ভূ + সতৃ]। ̃ .নিধি বি. 1 ভবিষ্যতের জন্য সঞ্চিত অর্থ; 2 প্রভিডেন্ট ফাণ্ড, provident fund. ̃ .সূচনা বি. ভবিষ্যতে যা ঘটবে তার আভাস, পূর্বাভাস। 63)
ভেটের-খানা
ভূর্লোক
(p. 668) bhūrlōka বি. সপ্তপাতালসহ পৃথিবী, ভূলোক। [সং. ভূঃ + লোক]। 44)
ভ্রমি
(p. 670) bhrami বি. ঘূর্ণি; আবর্ত; ঘূর্ণিজল। [সং √ ভ্রম্ + ই]। 122)
ভৌমী
(p. 670) bhaumī বি. (স্ত্রী.) (ভূমি থেকে উদ্ভূত বলে) সীতা। বিণ. (স্ত্রী.) ভূমিসম্বন্ধীয়; ভূমিজাত। [সং. ভৌম + ঈ]। 101)
ভাষ্য
ভাণ্ডারা
ভুক
(p. 667) bhuka বিণ. 1 খাদক, যে খায় (পিপীলিকাভুক); 2 যে ভোগ করে, ভোগকারী (বেতনভুক)। [সং. ভুজ্]। 21)
ভ্যাপসা
(p. 670) bhyāpasā বিণ. 1 রুদ্ধ তাপ বা বাষ্পের মতো (ভ্যাপসা গরম); 2 বায়ুচলাচল বন্ধ হলে যেমন ভাব হয় তেমনি (ভ্যাপসা গন্ধ)। [বাং. ভাপ (বাষ্প) + সা]। 110)
ভেউ ভেউ
(p. 670) bhēu bhēu বি. অব্য. 1 আকুল কান্নার শব্দ; 2 কুকুরের ডাক। [ধ্বন্যা.]। 14)
ভূত
(p. 668) bhūta বি. 1 শিবের অনুচর দেবযোনিবিশেষ (ভূতনাথ); 2 অশরীরী প্রেত বা পিশাচ (ভূতের ভয়); 3 জীব, প্রাণী (সর্বভূতে দয়া); 4 ইন্দ্রিয়গ্রাহ্য বস্তুসমূহের মূল উপাদান (পঞ্চভূত)। বিণ. 1 অতীত (ভূতপূর্ব মন্ত্রী); 2 ঘটিত, পরিণত (দ্রবীভূত, বাষ্পীভূত); 3 বিদ্যমান, রয়েছে এমন (অন্তর্ভূত)। [সং. √ ভূ + ত]। ̃ .কাল বি. অতীত কাল। ̃ .গ্রস্ত বিণ. ভূতপ্রেতের দ্বারা আক্রান্ত বা আবিষ্ট। ̃ .চতুর্দশী বি. কার্তিক মাসের কৃষ্ণাচতুর্দশী তিথি। ̃ .ধাত্রী, ̃ .ধারিণী বি. পৃথিবী। ̃ .নাথ বি. শিব। ̃ .পূর্ব বিণ. প্রাক্তন, আগেকার। ̃ .প্রেত বি. প্রেতযোনিসমূহ ̃ .বলি, ̃ .যজ্ঞ বি. প্রাণীদের অন্নদান করার শাস্ত্রানুমত কর্তব্য। ̃ .ভাবন বি. জীবের সৃষ্টিকর্তা বা পালক শিব। ̃ .ময় বিণ. পঞ্চভূতের দ্বারা গঠিত। ̃ .যোনি বি. 1 প্রেতজন্ম; 2 ভূতপ্রেত। ̃ .শুদ্ধি বি. পূজাদি করে পাঞ্চভৌতিক দেহের সংস্কার। ভূতাত্মা বি. দেহী, প্রাণী; জীবাত্মা। ভূতাবিষ্ট বিণ. ভূতগ্রস্ত। ভূতাবেশ বি. ভূতের আক্রমণ; ভূতগ্রস্ত অবস্হা। ভূতেশ বি. শিব, ভূতনাথ। 26)
ভবি-তব্য
ভক্তি
(p. 655) bhakti বি পূজনীয় বা শ্রদ্ধেয় ব্যক্তির প্রতি শ্রদ্ধা বা অনুরাগ ('ভক্তিতে মিলায় বস্তু তর্কে বহুদূর')। [সং. √ ভজ্ + তি]। ̃ .গীতি বি. ভক্তি প্রকাশ পায় এমন গান, যে গানে ঈশ্বরের প্রতি ভক্তি প্রকাশ করা হয়। ̃ .তত্ব বি. ভক্তিবিষয়ক শাস্ত্র বা জ্ঞানপূর্ণ আলোচনা ̃ .পথ, ̃ .মার্গ বি. ভক্তিবলে মুক্তি বা মোক্ষ লাভের উপায়। ̃ .বাদ বি. জ্ঞান বা কর্ম নয় বিশুদ্ধ ভক্তির দ্বারাই সিদ্ধি বা মুক্তি লাভ করা যায় এই মত। ̃ .বিহ্বল বিণ. ভক্তিতে আত্মহারা বা আপ্লুত। ̃ .ভরে ক্রি-বিণ. ভক্তি সহকারে, ভক্তির সঙ্গে (ভক্তিভরে প্রণাম করলেন)। ̃ .ভাজন বিণ. ভক্তির পাত্র, যাকে ভক্তি করা যায় বা উচিত। ̃ .মান (-মত্) বিণ. ভক্ত; ভক্তিযুক্ত (ভক্তিমান পূজারি)। স্ত্রী. ̃ .মতী। ̃ .মূলক বিণ. ভক্তিবিষয়ক, ভক্তিসম্পর্কিত (ভক্তিমূলক গ্রন্হ, ভক্তিমূলক আলোচনা)। ̃ .যোগ বি. ভক্তির দ্বারা ঈশ্বরের আরাধনা। ̃ .রস বি. (অল.) সাহিত্যের নবরসের অন্যতম। ̃ .হীন বিণ. প্রাণে বা মনে ভক্তি নেই এমন (ভক্তিহীন পূজাকে ভণ্ডামি বলা যায়)। 8)
ভদ্রোচিত
ভারতী
(p. 664) bhāratī বি. 1 সরস্বতীদেবী; 2 বাণী, বাক্য, কথা; 3 ভাষা; 4 সংবাদ, বিবরণ; 5 সন্ন্যাসীসম্প্রদায়বিশেষের উপাধি। [সং. ভারতী + অ + ঈ + √ ভৃ + অত + ঈ]। 7)
ভেদ
(p. 670) bhēda বি. বেধন ছেদন (লক্ষ্যভেদ, মৃত্তিকাভেদ); 2 পার্থক্য (মতভেদ, জাতিভেদ, অবস্হাভেদে); 3 অনৈক্য, বিরোধ (ভেদবুদ্ধি, আদর্শগত ভেদ); 4 বিচ্ছেদ, মনান্তর, বিরূপতা (ভেদাভেদ); 5 বাধা দূর করে ভিতরে প্রবেশ (বূহ্যভেদ); 6 বিভেদ সৃষ্ঠির রাজনীতিক পন্হাবিশেষ (ভেদনীতি); 7 উদ্ঘাটন (রহস্যভেদ); 8 রেচন, দাস্ত, পাতলা পায়খানা (ভেদবমি)। [সং. √ ভিদ্ + অ]। ̃ ক ভেদী (-দিন্) বিণ ভেদকারক, ছেদক। ̃ .কারক ̃ .কারী (রিন্) বিণ. ভেদকের -এর অনুরূপ। ̃ .জ্ঞান ̃ .বুদ্ধি বি 1 পার্থক্যের বোধ; 2 বিরোধ মনোভাব। ন বি. ভেদ করা। ̃ .নীয় ভেদ্য বিণ ভেদ করা যায় বা উচিত এমন (সূচিভেদ্য) ভেদাভেদ বি 1 বৈষম্যসাম্য; 2 আপনপর জ্ঞান; 3 (দর্শ.) পরমাত্মাজীবাত্মা এক হয়েও দুই, দুই হয়েও এক-এই তত্ত্ব; 4 পার্থক্য। ভেদিত বিণ. ভেদ করা হয়েছে এমন। 33)
ভাতি1
ভারী1
(p. 664) bhārī1 বিণ. 1 বেশি ওজনবিশিষ্ট, গুরুভার (ভারী বস্তা, ভারী ব্যাগ); 2 কঠিন, দায়িত্বপূর্ণ (ভারী কাজের দায়িত্ব); 3 সংখ্যায় বেশি (দলে ভারী); 4 খুব, খুব বেশি (ভারী চালাক, ভারী কষ্ট); 5 অপ্রসন্ন, গম্ভীর (মুখ ভারী)। [সং. ভার + ইন্]। 14)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2577800
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2185527
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1785613
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1026559
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901100
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848117
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708596
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 620171

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us