Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

ময়ূর। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

কলাপ
(p. 172) kalāpa বি. 1 আভরণ, অলংকার; 2 ময়ূরপুচ্ছ (ময়ূর কলাপ মেলেছে); 3 সমূহ (কার্যকলাপ); 4 বিখ্যাত সংস্কৃত ব্যাকরণবিশেষ। [সং. কল + √ আপ্ + অ]। 2)
কলাপী
(p. 172) kalāpī (-পিন্) বি. ময়ূর। বি. (স্ত্রী.) কলাপিনী। 3)
কেকা
(p. 206) kēkā বি. ময়ূরের ডাক। [সং. কে √ কৈ + অ + আ]। কেকী (-কিন্) বি. কেকারবকারী অর্থাত্ ময়ূর। 2)
চন্দ্র
(p. 278) candra বি. 1 চাঁদ; 2 (তত্পুরুষ সমাসে শব্দের পরে) শ্রেষ্ঠ বা সুন্দর ও আনন্দজনক ব্যক্তি (কুলচন্দ্র)। [সং. √চন্দ্ + র]। ̃ ক বি. ময়ূরপুচ্ছের অর্ধচন্দ্রকার চিহ্ন। ̃ কর বি. চাঁদের কিরণ, জ্যোত্স্না। ̃ কলা বি. চন্দ্রমণ্ডলের 1/16 অংশ, চাঁদের ষোলো ভাগের এক ভাগ। ̃ কান্ত বি. মণিবিশেষ, চন্দ্রকিরণের স্পর্শে সমধিক দীপ্তিশালী মণি। ̃ কান্তা বি. (স্ত্রী.) 1 চন্দ্রপত্নী; 2 তারকা; 3 জ্যোত্স্না; 4 রাত্রি। ̃ কান্তি বিণ. চাঁদের মতো কান্তিবিশিষ্ট বি. রুপো। ̃ কিরণ বি. জ্যোত্স্না। ̃ কোষ বি. সংগীতের রাগবিশেষ। ̃ গ্রহণ বি. পৃথিবীর ছায়াপাতে চন্দ্রের আচ্ছাদিত হওয়া। ̃ চূড় বি. শিব। ̃ ধর বি. শিব। ̃ পুলি বি. অর্ধচন্দ্রাকৃতি মিঠাইবিশেষ। ̃ প্রভ বিণ. 1 চাঁদের মতো প্রভাবিশিষ্ট; 2 সৌম্যমূর্তি। ̃ প্রভা বি. জ্যোত্স্না। বিণ. (স্ত্রী.) চাঁদের মতো প্রভাবিশিষ্টা। ̃ বংশ বি. চন্দ্র থেকে উত্পন্ন পৌরাণিক রাজবংশ (কৌরব যাদব ইত্যাদি বংশ)। ̃ বদন বিণ. বি. চাঁদের মতো (সুন্দর) মুখ বা মুখবিশিষ্ট, চাঁদমুখ। স্ত্রী. ̃ বদনা। ̃ বিন্দু বি. বিন্দুযুক্ত অর্ধচন্দ্রাকৃতি চিহ্ন; 3 -এই ধ্বনি বা চিহ্ন। ̃ বোড়া বি. ফণাহীন বিষধর সাপবিশেষ। ̃ ভাগা বি. পঞ্জাবের নদীবিশেষ, সিন্ধুর শাখানদী চেনাব। ̃ মণি বি. চন্দ্রকান্তমণি। ̃ মল্লিকা বি. সুপরিচিত ফুলবিশেষ। ̃ মা বি. চাঁদ। ̃ মুখ বি. বিণ. চাঁদের মতো (সুন্দর) মুখ বা মুখবিশিষ্ট। স্ত্রী. ̃ মুখী। ̃ মৌলি বি. শিব। ̃ রেখা, ̃ লেখা বি. 1 চন্দ্রকলা; 2 অপ্সরাবিশেষ; 3 সংস্কৃত ছন্দবিশেষ। ̃ রেণু বি. কাব্যচোর, কুম্ভীলক, plagiarist. ̃ লেখা দ্র চন্দ্ররেখা। ̃ লোক বি. 1 চন্দ্রের উপরিস্হ ভূমি; 2 চন্দ্র-অধিষ্ঠিত পৌরাণিক স্হান। ̃ শালা, ̃ শালিকা বি. চিলেকোঠা। ̃ শেখর বি. শিব। ̃ সম্ভব বি. চন্দ্রের পুত্র, বুধ। ̃ সুধা বি. জ্যোত্স্না। ̃ হার বি. 1 মেখলাবিশেষ; 2 গলার হারবিশেষ। ̃ হাস বি. খড়্গ বা তরবারিবিশেষ। 14)
তকত, তক্ত, তখত
(p. 363) takata, takta, takhata বি. সিংহাসন ('একদিকে দিল্লীর বাদশাহী তক্ত, আর একদিকে চিতোরের রাজসিংহাসন': অবনীন্দ্র); (আল.) গদি। [ফা. তখ্ত্]। ̃ তাউস বি. ময়ূরসিংহাসন। [ফা. তখত্ + আ. তাউস (=ময়ূর)]। 10)
তাউস, তায়ুস
(p. 373) tāusa, tāẏusa বি. 1 ময়ূর; 2 ময়ূরের মুখযুক্ত এসরাজজাতীয় বাদ্যযন্ত্রবিশেষ। [আ. তাঊস্]। 2)
ধুপ1
(p. 439) dhupa1 বি. (বাংলায় বিরল) রৌদ্র। [হি. ধূপ]। ̃ ছায়া বি. বিণ. ময়ূরকণ্ঠী রং বা ওই রংযুক্ত (ধুপছায়া শাড়ি)। 9)
নর্তক
(p. 447) nartaka বিণ. বি. 1 নৃত্যকারী, যে নাচে (নর্তক ময়ূর); 2 নৃত্যজীবী, নাচ যার পেশা বা জীবিকা; নট। [সং. √ নৃত্ + ক]। বি. স্ত্রী. নর্তকী। 77)
পঙ্খি
(p. 484) paṅkhi বিণ. পাখির মতো আকারবিশিষ্ট (ময়ূরপঙ্খি)। বি. পক্ষী -র গ্রাম্য রূপ। 10)
পিচ্ছ
(p. 519) piccha বি. 1 ময়ূরপুচ্ছ, ময়ূরের লেজের পালক; 2 চূড়া। [সং. √ পিচ্ছ্ + অ]। 34)
পুচ্ছ
(p. 523) puccha বি. 1 লেজ, লাঙুল (ময়ূরপুচ্ছ); 2 পিছনের অংশ (ধূমকেতুর পুচ্ছ)। [সং. √ পুচ্ছ্ + অ]। 34)
পেখম
(p. 531) pēkhama বি. ময়ূর ইত্যাদির ছড়িয়ে দেওয়া লেজ বা পাখা। [সং. পক্ষ]। পেখম তোলা, পেখম ধরা ক্রি. বি. (ময়ূরের) পুচ্ছ বিস্তার করা; (আল.) উত্ফুল্ল হয়ে ওঠা; পরম যত্নে সাজসজ্জা করা। 15)
বর্ণ
(p. 580) barṇa বি. 1 রং (গাঢ় কৃষ্ণবর্ণ); 2 অক্ষর (ব্যঞ্জনবর্ণ); 3 (ব্রাহ্মণ ক্ষত্রিয় প্রভৃতি) জাতি (উচ্চ বর্ণের মধ্যে সীমাবদ্ধ); 4 (জ্যোতিষ.) রাশি অনুসারে জাতকের শ্রেণিভেদ (বিপ্রবর্ণ)। [সং. √ বর্ণ্ + অ]। ̃ ক্ষত্রিয় বি. বিণ. উচ্চ বর্ণের ক্ষত্রিয়। ̃ চোরা বিণ. 1 স্বাভাবিক বর্ণ গোপন রাখে এমন (বর্ণচোরা আম); 2 বাইরে থেকে ভিতর বোঝা যায় না এমন (বর্ণচোরা লোক)। ̃ চ্ছটা বি. রঙের বাহার। ̃ জ্ঞান-হীন বিণ. অক্ষরপরিচয়হীন, সম্পূর্ণ নিরক্ষর। ̃ জ্যেষ্ঠ বি. বর্ণ বা জাতির মধ্যে শ্রেষ্ঠ অর্থাত্ ব্রাহ্মণ। ̃ তত্ত্ব বি. জাতিতত্ত্ব, ethnology. ̃ পরিচয় বি. 1 অক্ষরপরিচয়, অক্ষরজ্ঞান, অ-আ ইত্যাদি শিক্ষা; 2 (আল.) প্রাথমিক জ্ঞান। ̃ বিদ্বেষ বি. অন্য বর্ণ বা জাতির প্রতি বিদ্বেষ। ̃ বিদ্বেষী (-ষিন্) বিণ. অন্য বর্ণ বা জাতির লোকের প্রতি বিদ্বেষভাবাপন্ন। ̃ বিপর্যয় বি. শব্দে কোনো বর্ণের স্হানচ্যুত হয়ে আগে বা পরে আসা। ̃ বৈচিত্র্য বি. নানা বর্ণ বা রঙের সমাহার (ময়ূরের পালকের বর্ণবৈচিত্র্য)। ̃ ময় বিণ. রঙিন; নানা রংযুক্ত। ̃ মালা বি. যে-কোনো ভাষার অক্ষরসমূহ। ̃ লোপ বি. শব্দে কোনো অক্ষরের লোপ পাওয়া। ̃ শ্রেষ্ঠ বি. বর্ণজ্যেষ্ঠ, ব্রাহ্মণ। ̃ সংকর বি. বিণ. দুই ভিন্ন বর্ণের বা জাতির মাতাপিতা থেকে উত্পন্ন জাতি; মিশ্রজাতি; দো-আঁশলা। ̃ হিন্দু বি. ব্রাহ্মণ কায়স্হাদি উচ্চবর্ণের হিন্দু যারা 'তফশিল' এর অন্তর্ভুক্ত নয়। ̃ হীন বিণ. রংহীন, বিবর্ণ। বর্ণানু-ক্রম বি. অক্ষরের পরম্পরা, alphabetical order. বর্ণানু-ক্রমে ক্রি-বিণ. অক্ষরের পরম্পরা অনুসারে, alphabetically. বর্ণান্ধ বিণ. রঙের পার্থক্য ধরতে পারে না এমন, রং চিনতে পারে না এমন, colour-bling. বি. বর্ণান্ধতা। বর্ণাশ্রম বি. ব্রহ্মচর্যাদি চতুরাশ্রম। বর্ণাশ্রম ধর্ম বি. ব্রাহ্মণাদি বর্ণের ব্রহ্মচর্য গার্হস্হ্য বানপ্রস্হ ও সন্ন্যাস এই চার আশ্রমে পালনীয় ধর্ম। বর্ণে বর্ণে ক্রিবিণ. অক্ষরে অক্ষরে; পুরোপুরি (তাঁর ভবিষ্যদ্বাণী বর্ণে বর্ণে মিলে গেছে)। 97)
বর্হ
(p. 580) barha বি. ময়ূরপুচ্ছ। [সং. √ বর্হ্ + অ]। বর্হিণ, বর্হী (-হিন্) বি. ময়ূর। 150)
ভবন-শিখী
(p. 655) bhabana-śikhī বি. গৃহপালিত ময়ূর। [সং. ভবন + শিখী]। 57)
মায়ূর
(p. 700) māẏūra বিণ. ময়ূরসম্বন্ধীয়; ময়ূরের। [সং. ময়ূর + অ]। 12)
ময়ূখ
(p. 685) maẏūkha বি. কিরণ, রশ্মি, জ্যোতি। [সং. √ মা + ঊখ]। ̃ .মালী (-লিন্) বি. সূর্য। 21)
ময়ূর
(p. 685) maẏūra বি. বিচিত্রবর্ণ ও নৃত্যশীল পাখিবিশেষ, শিখী, কলাপি [সং. √ মী + ঊর]। স্ত্রী. ময়ূরী। ̃ .কণ্ঠী বিণ. ময়ূরের কণ্ঠের মতো বিচিত্র বর্ণযুক্ত (ময়ূরকণ্ঠী রং)। ̃ .পঙ্খি বি. ময়ূরাকৃতি নৌকাবিশেষ। ̃ .পুচ্ছ বি. ময়ূরের লেজ। ময়ূরাসন বি. ময়ূরের আকৃতির অনুরূপ দেহভঙ্গিযুক্ত যোগাসনবিশেষ। 22)
শত
(p. 769) śata বি. 1 সংখ্যা। বিণ. 1 1 সংখ্যক; 2 বহু বা বিবিধ (শতরকম বায়না); 3 অসংখ্য ('শতরূপে শতবার': রবীন্দ্র)। ̃ ক বিণ. শতসংখ্যাযুক্ত। বি. 1 শতসংখ্যা; 2 শতাব্দ (সপ্তদশ শতক); 3 একশোটি বস্তুর সমষ্টি (জীবনীশতক); 4 একশো শ্লোক বা কবিতা সংবলিত কাব্য (সদ্ভাবশতক)। [সং. শো + উতচ্]। ̃ করা ক্রি-বিণ. বিণ. প্রতি একশতে, শতের অনুপাতে (শতকরা হারে)। ̃ কিয়া বি. এক থেকে একশো পর্যন্ত গণনা। ̃ কোটি বিণ. 1 একশো কোটি সংখ্যা; 2 (আল.) অসংখ্য (শতকোটি প্রণাম)। ̃ ক্রতু বি. (একশত ক্রতু অর্থাত্ যজ্ঞ করেছিলেন বলে) ইন্দ্র। ̃ খানেক বি. বিণ. একশো বা তার কাছাকাছি। ̃ গ্রন্হি বিণ. একশত বা বহু গ্রন্হিযুক্ত বা গিঁটযুক্ত। ̃ ঘ্নী বি. একসঙ্গে একশত যোদ্ধাকে বধ করতে সমর্থ প্রাচীন অস্ত্রবিশেষ। ̃ চ্ছদ বি. 1 শতদল পদ্ম; 2 কাঠঠোকরা পাখি। ̃ চ্ছিন্ন বিণ. নানাস্হানে ছিন্ন, ছিন্নবিচ্ছিন্ন। ̃ তম বিণ. শতসংখ্যার পূরক (শততম জন্মদিবস)। ̃ দল বি. (বহু পাপড়িবিশিষ্ট বলে) পদ্মফুল। ̃ দল-বাসিনী বি. লক্ষ্মীদেবী। ̃ দ্রু বি. পাঞ্জাবের সিন্ধু নদের শাখাবিশেষ। ̃ ধা ক্রি-বিণ. 1 শত রকমে (শতধা বিভক্ত); 2 শতবার (তাকে শতধা সতর্ক করেছি)। ̃ ধার বিণ. 1 শত বা বহু ধারযুক্ত বা প্রান্তবিশিষ্ট; 2 বহু স্রোত বা ধারাযুক্ত। বি. বজ্র। ̃ ধারে ক্রি-বিণ. অজস্র ধারায় (শতধারে বয়ে চলেছে)। ̃ পত্র বি. 1 পদ্ম; 2 ময়ূর। শতপথ ব্রাহ্মণ যজুর্বেদের অন্তর্গত ব্রাহ্মণাংশবিশেষ। ̃ পদী বি. 1 বৃশ্চিক, বিছে; 2 কেন্নো। ̃ বর্ষ বি. একশত বত্সর। ̃ বর্ষ-জীবী (-বিন্) বিণ. একশত বত্সর পরমায়ুযুক্ত, একশত বত্সর বাঁচে এমন (শতবর্ষজীবী উদ্ভিদ)। ̃ ভিষক, ̃ ভিষা বি. নক্ষত্রবিশেষ। ̃ মারী (-রিন্) বি. 1 শতবার পারদজারণকারী; 2 ভালো চিকিত্সক; 3 (ব্যঙ্গে) একশত রোগীর প্রাণবধকারী চিকিত্সক অর্থাত্ হাতুড়ে বৈদ্য। ̃ মুখ বিণ. কোনো বিষয়ে উচ্ছ্বাসের সঙ্গে বারংবার কথা বলে এমন, মুখর (প্রশংসায় শতমুখ)। ̃ মুখী বি. ঝাঁটা। ̃ মূলী বি. লতাবিশেষ বা তার শিকড়। ̃ রূপা বি. 1 সরস্বতীদেবী; 2 ব্রহ্মার কন্যা সাবিত্রী। বিণ. শতবর্ণে বা বহুবর্ণে বা বহু রূপে শোভিতা ('শতরূপা এই কুসুমের মাসে')। ̃ শ, (বর্জি.) ̃ শঃ ক্রি-বিণ. শত শত করে; শতভাবে। ̃ সহস্র বিণ. 1 বহু, অসংখ্য; 2 সহস্রের শতগুণ, একলক্ষ। ̃ হ্রদা বি. বিদ্যুত্। 19)
শিখণ্ড, শিখণ্ডক
(p. 776) śikhaṇḍa, śikhaṇḍaka বি. 1 ময়ূরপুচ্ছ; 2 শিখা, চূড়া; 3 কাকপক্ষ, জুলপি। [সং. শিখিন্ + √ অম্ + ড, + ক]। শিখণ্ডিক বি. মোরগ। শিখণ্ডী (-ণ্ডিন্) বি. 1 ময়ূর; 2 (মহাভারতে) দ্রুপদরাজের পুত্র; 3 (আল.) যার আড়ালে থেকে অন্যায় কাজ করা হয়। বিণ. শিখণ্ডযুক্ত। স্ত্রী. শিখণ্ডিনী। 58)
শিখী
(p. 776) śikhī (-খিন্) বি. ময়ূর। [সং. শিখা1 + ইন্]। স্ত্রী. শিখিনী। শিখি-ধ্বজ, শিখি-বাহন বি. দেবসেনাপতি কার্তিকেয়। 63)
শিতি
(p. 776) śiti বি. 1 শুক্ল বর্ণ, সাদা; 2 কৃষ্ণ বা নীল বর্ণ। বিণ. 1 শুক্ল; 2 নীল বা কৃষ্ণ (শিতিকণ্ঠ)। [সং. √ শি + তি]। ̃ কণ্ঠ বি. 1 শিব; 2 ময়ূর। 73)
সর্প
(p. 818) sarpa বি. হাত-পা-বিহীন এবং জিভ-চেরা সরীসৃপবিশেষ, সাপ, ফণী। [সং. √ সৃপ্ + যঙ্ + অ]। বি. (স্ত্রী.) সর্পিণী, সর্পী। ̃ ভুক (-ভুজ্) বিণ. সাপ খায় এমন। বি. 1 গরুড়; 2 ময়ূর। ̃ রাজ বি. বাসুকি, অনন্তদেব। ̃ হা (-হন্) বিণ. সর্বহন্তা। বি. নেউল, বেজি। সর্পাধাত বি. সাপের কামড়। সর্পিল বিণ. সাপের গতির মতো আঁকাবাঁকা। সর্পী (-র্পিন্) বিণ. (প্রধানত) বুকে ভর দিয়ে গমনশীল। বিণ. (স্ত্রী.) সর্পিণী। 30)
সিতি
(p. 833) siti বিণ. 1 শ্বেতবর্ণ; 2 কৃষ্ণবর্ণ বা নীলবর্ণ। [সং. √ সি + তি]। ̃ কণ্ঠ বি. 1 নীলকণ্ঠ, মহাদেব; 2 ময়ূর; 3 ডাকপাখি। ̃ মা (-মন্) বি. শুভ্রতা; 2 কৃষ্ণতা; 3 নীলিমা। 22)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2577892
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2185663
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1785755
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1026928
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901149
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848141
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708619
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 620287

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us